আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। এর জন্য আপনার কোন ডেস্কটপ অথবা ল্যাপটপের প্রয়োজন হবে না। শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে আপনি এখন ইনকাম করতে পারবেন।

আপনি এখন ঘরে বসে খুব সহজে। অনলাইনে মোবাইল দিয়ে টাকা আয় করতে পারবেন। বেশ কয়েকটি উপায়ে আপনি এইভাবে টাকা আয় করতে পারবেন। এভাবে ইনকামের অনেক সুবিধা রয়েছে। যেমন- মোবাইল দিয়ে ইনকাম করতে আপনাকে বাড়তি কম্পিউটার কিনতে হচ্ছে না। আবার আপনি যেকোন জায়গায় যেকোন স্থানে বসে আয় করতে পারছেন। বাড়তি কম্পিউটার বা ল্যাপটপ না কেনায়।আপনার অতিরিক্ত টাকাও বেঁচে যাবে। এই ব্লগে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারেন।

 অবশ্যই পড়ুনঃ

মোবাইল দিয়ে টাকা ইনকামের উপায়

আমাদের মধ্যে অনেকেই আছেন। যাদের কোন কম্পিউটার বা ল্যাপটপ নেই। আবার অনেকে আছেন। যাদের এগুলো কেনার মত কোন সামর্থ্য থাকে না। তখন তারা তাদের মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। আবার সেটা করতে পারবেন ঘরে বসেই। দেখে নেই কি কি উপায়ে মোবাইল দিয়ে আয় করা সম্ভব।

১. ছবি তুলে টাকা ইনকাম

২. ফ্রিল্যান্সিং করে

৩. গেম খেলে টাকা ইনকাম

৪. ভিডিও দেখে টাকা আয়

৫. এড দেখে টাকা ইনকাম

৬. অনলাইনে লেখালেখি করে

৭. ড্রপশিপিং করে

এক নজরে মোবাইল দিয়ে ইনকাম করার উপায়


সিরিয়াল মোবাইল দিয়ে ইনকাম করার উপায়গুলি যেভাবে কাজ করবেন
১. ছবি তুলে টাকা ইনকাম
Shutterstock, Istock, Adobe Stock ইত্যাদি ওয়েবসাইটের মাধ্যমে ছবি বিক্রি করে।
২. ফ্রিল্যান্সিং করে
Upwork, Fiverr, Freelancer, People per hour ইত্যাদি মার্কেটপ্লেসে কাজ করে।
৩. গেম খেলে টাকা ইনকাম
Lovely pet, Happy Ludo, Earning bee ইত্যাদি গেম খেলে।
৪. ভিডিও দেখে টাকা আয়
Video Tube, Cash Earning App Givvy Videos, Student Job Reward, Dhakawork, Paid Work ইত্যাদি অ্যাপ ও ওয়েবসাইটে ভিডিও দেখে ।
৫. এড দেখে টাকা ইনকাম
Make Money with Givvy Social, Cash Earning App Givvy Videos, Paynow ইত্যাদি অ্যাপ ওয়েবসাইটে এড দেখে।
৬. অনলাইনে লেখালেখি করে
Kindle Direct Publishing (KDP), Kobo, Barnes & Noble Press, Apple Books ইত্যাদি ওয়েবসাইটে লেখালেখি করে।
৭.  ড্রপশিপিং করে
Shopify, Ali Express, Dropshop ইত্যাদি ওয়েবসাইটে ড্রপশপিপিং করে।

১) ছবি তুলে টাকা ইনকাম

আপনি যদি খুব ভাল ফটোগ্রাফার হয়ে থাকেন। তাহলে আপনার জন্য সুসংবাদ। তাহলে আপনি খুব সহজেই অনলাইনে ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার মোবাইল দিয়ে ছবি তুলতে হবে। আর সেই ছবিগুলি অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করে দিতে হবে। তারপর আপনি আপনার সেই ছবি বিক্রি করা টাকা আয় করতে পারবেন। অনলাইনে ছবি তুলে ইনকাম করার পদ্ধতি-

১. ভাল মানের ছবি মোবাইল ক্যামেরা দিয়ে তোলাঃ

সবার প্রথমে আপনাকে খুব ভাল মানের ছবি আপনার মোবাইল ক্যামেরা দিয়ে তুলতে হবে। আপনি যেকোন ধরনের ছবি তুলতে পারেন। অনলাইনে নানা কাজে যেকোন ধরনের ছবি দরকার হতে পারে। আর সেই ছবি তখন বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে কিনে থাকে। আপনি আপনার ঘরের ছবি, বাইরের ছবি, শহর, গ্রাম, পাখি, নদী ইত্যাদি ছবি তুলতে পারেন।

২. মার্কেটপ্লেসে ছবি আপলোড দেওয়াঃ

এরপর এই ছবিগুলি অনলাইনের বিভিন্ন ফটো মার্কেটপ্লেসে আপলোড করে দিতে হবে। যখন কেউ সেই মার্কেটপ্লেস থেকে ছবি কিনবে বা ডাউনলোড করবে। তখন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হতে থাকবে। কয়েকটি প্রসিদ্ধ ফটো মার্কেটপ্লেস লিংক সহ হল-

আপনি যত বেশি ছবি মার্কেটপ্লেসে আপলোড দিবেন। আপনার ছবি বিক্রি তত বাড়বে। আর আপনার আয় তত বাড়বে। এভাবে ছবি বিক্রি করে আপনি প্রতিমাসে প্রচুর পরিমাণ টাকা আয় করতে পারবেন। আর সেই টাকার অংকটা লাখের উপরে।

৩. টাকা তোলার মাধ্যম সেট করাঃ

আপনি আপনার ইনকাম করা টাকা ব্যাংক, বিকাশের মাধ্যমে নিতে পারবেন।

২) ফ্রিল্যান্সিং করে

আমরা সকলেই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি। সহজ ভাষায় ঘরে বসে বিভিন্ন কাজ বাইরের দেশের বায়ারের জন্য করা। আর বায়ারের কাজ করে টাকা আয় করাকেই ফ্রিল্যান্সিং বলে। এটি একটি মুক্ত বা স্বাধীন পেশা। আজকাল ফ্রিল্যান্সিং করতেও ডেস্কটপ বা ল্যাপটপের প্রয়োজন হয় না। আপনি চাইলে অনেক কাজ আপনার হাতে থাকা মোবাইল দিতেই করতে পারবেন। এখন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষাধিক টাকা আয় করা যায়। এরকম অনেক কাজ আছে যা করতে কম্পিউটারের প্রয়োজন।

আবার এমন অনেক কাজ আছে। যা আপনি চাইলে মোবাইল দিয়েই করতে পারবেন। ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমে আপনাকে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলতে হবে। আর এখানে আপনি আপনার মোবাইল দিয়েই অ্যাকাউন্ট খুলতে পারবেন।

কয়েকটি ভাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হল-

এই মার্কেটপ্লেসগুলোতে অনেক কাজ পাওয়া। মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য। আপনাকে প্রথমে সেই কাজগুলি শিখতে হবে। যে কাজগুলি মোবাইল দিয়ে করা যায়। মোবাইল দিয়ে যে কাজগুলি করে ফ্রিল্যান্সিং করা যায়-

১. ডাটা এন্ট্রি

২. কপি পেস্ট জব

৩. ডাটা স্ক্রাপিং

৪. ডাটা অ্যানালাইসিস

৫. প্রডাক্ট লিস্টিং

৬. গুগল সাইটম্যাপ

৭. ইমেইল মার্কেটিং

৮. ওয়েব অ্যানালাইটিক

মোবাইল দিয়ে টাকা ইনকাম

মোবাইল দিয়ে টাকা ইনকাম

৩) গেম খেলে টাকা ইনকাম

আজকাল মোবাইলে অনেক গেম আছে। যা খেলে অনায়েসেই টাকা ইনকাম করা যাচ্ছে। আপনি ছাত্র হয়ে থাকেন। তাহলে এই গেমগুলি খেলে অনায়েসেই আয় করতে পারবেন। এই গেম খেলেতে কোন স্কিলের দরকার হয়না। আপনি চাইলে শুয়ে বসে এই গেমগুলি খেলতে পারেন। এখানে গেম খেলে বিভিন্ন পয়েন্ট জমাতে হয়। আর সেই পয়েন্ট থেকে আপনি আয় করতে পারবেন। আর এভাবে শুধুমাত্র মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। তাও আবার মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। গেম খেলে টাকা ইনকামের কয়েকটি গেম হল লিংক সহ-

৪) ভিডিও দেখে টাকা আয়

অনলাইনে টাকার ছড়াছড়ি। আপনি আপনার মোবাইল দিয়ে শুধুমাত্র ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইট আছে। যারা তাদের ওয়েবসাইট বা অ্যাপের বিভিন্ন ভিডিও দেখার জন্য টাকা দেয়। এই কাজটি যেকেউ অনায়েসেই করতে পারবে।

এখানে ৩০ সেকেন্ড, ১ মিনিট, ২ মিনিট বিভিন্ন ভিডিও দেখে টাকা আয় করা যায়। মূলতে এই ভিডিওগুলি এক ধরনের এড। আপনি সেই ভিডিও এড দেখলে তাদের অনেক লাভ হয়। সেই লাভ থেকে তারা তখন আপনাকে টাকা দেয়। এভাবে আপনি প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা খুব সহজেই আয় করতে পারবেন। এই রকম ভিডিও দেখে ইনকামের কয়েকটি প্ল্যাটফর্ম হল লিংক সহ-

৫) এড দেখে ইনকাম

আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এই পদ্ধতি অনেক সহজ। যেকেউ চাইলেই এই পদ্ধতিতে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এটাও মূলত বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে করা যায়। আর টাকা আপনার হাতে বিকাশ, পেটিএম এর মাধ্যমে নিতে পারবেন। আর এভাবে এড দেখে দৈনিক ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এই রকম এড দেখে আয় করার কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইট লিংক সহ হল-

৬) অনলাইনে লেখালেখি করে আয়

আপনি যদি খুব ভাল লিখতে পারেন। তাহলে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে লেখালেখি করে আয় করতে পারবেন। এর জন্য আপনাকে ব্লগার বা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্ল্যাটফর্মে লিখতে হবে। আপনি যেকোন কিছু লিখতে পারেন।

সেই লেখাগুলিতে গুগল অ্যাডসেন্স লাগিয়ে টাকা আয় করতে পারবেন। এছাড়া আপনি যদি ভাল গল্প, উপন্যাস লিখতে পারেন। তাহলে বিভন্ন ই-বুক প্ল্যাটফর্মে আপনার লেখাগুলি দিয়ে সেখান থেকে আয় করতে পারবেন। আর আপনার আয় করা টাকা সরাসরি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। কয়েকটি ই বুক প্ল্যাটফর্ম লিংক সহ হল-

৭) ড্রপ শিপিং করে

আজকাল খুব জনপ্রিয় অনলাইন আয়ের মাধ্যম হল ড্রপ শিপিং। এর মাধ্যমে আপনি কোন প্রকার নিজের পন্য, দোকান, কর্মচারি, ডেলিভারি ঝামেলা ছাড়াই ব্যবসা করতে পারবেন। এটি আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই করতে পারবেন।

আপনাকে শুধু যেকোন পন্য বিক্রির ব্যবস্থা করে দিতে হবে। আর সেই পন্যের মার্কেটিং আপনি ফেসবুক বা অন্য কোন মাধ্যমে করতে পারবেন। তবে পন্যের অর্ডার থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত কোন ঝামেলাই আপনাকে পোহাতে হবে না।

পন্য বিক্রি হলে আপনি শুধু লাভ পাবেন। ড্রপ শিপিং এর মাধ্যমে মোবাইল দিয়ে টাকা ইনকাম এখন একদম সহজ হয়ে গিয়েছে। অনেকেই ড্রপশিপিং করে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন। কয়েকটি ড্রপশিপিং মাধ্যম হল-

কয়েকটি সাধারণ জিজ্ঞাসা

শুধুমাত্র মোবাইল দিয়েই প্রফেশনাল ভাবে টাকা আয় যায়?

হ্যাঁ অবশ্যই। আপনার যদি ডেস্কটপ বা ল্যাপটপ না থাকে। তাহলে শুধুমাত্র মোবাইল দিয়েও অনেক সহজ এই কাজগুলি করে মাসে মাসে লাখ টাকা আয় করতে পারবেন।

মোবাইল দিয়ে ইনকাম করা টাকা কিভাবে হাতে পাব?

আপনি আপনার আয় করা টাকা বিকাশ, পেটিএম, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হাতে পাবেন।

শেষকথা

অনলাইনে ইনকামের শেষ নেই। আপনার যদি আয় করার প্রবল ইচ্ছা থাকে। তাহলে আপনি আপনার হাতে থাকে মোবাইল ফোন দিয়েও ইনকাম করতে পারবেন। আর এটাকে আপনার ক্যারিয়ার হিসেবেও নিতে পারবেন। তবে আগে আপনাকে যেকোন একটি বিষয় নিয়েই টাকা ইনকামের জন্য আগাতে হবে। আর লেগে থাকতে হবে। একটা সময় সাফল্য আসবেই।

অবশ্যই পড়ুনঃ

পোস্টটি শেয়ার করুন-