বর্তমানে ফেসবুকের মাধ্যমে মানুষ খুব সহজেই আয় করছে। এর জন্য আপনাকে সঠিক উপায়ে ফেসবুক পেজ খোলার নিয়ম জানতে হবে।
আগে ফেসবুক শুধুমাত্র যোগাযোগের মাধ্যম ছিল। এখন এটি আয়ের অন্যতম মাধ্যম।
লাখ লাখ মানুষ এখন ফেসবুক থেকে টাকা আয় করছে। আর এই আয়ের পরিমাণটা এখন অনেক বেশি।
অনেকেই আছেন যারা প্রতি মাসে ফেসবুক থেকে লাখ লাখ টাকা আয় করছেন।
এমনকি অনেকে এখন এই মাধ্যম থেকে কোটি টাকাও আয় করছেন।
ফেসবুক থেকে আয় করার জন্য ভালভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম জানতে হবে।
এই ব্লগে আপনারা জানতে পারবেন, ফেসবুক পেজ কিভাবে খুলব আর প্রফেশনাল ভাবে ফেসবুক বিজনেস পেজ কিভাবে খুলতে হয় সেই সম্পর্কে।
Facebook Page বর্তমানে ব্যবসা প্রসার ও নতুন কাস্টমার অর্জনের একটি মাধ্যম। ফেসবুজ পেজ Meta প্রতিষ্ঠানের একটি ফ্রি সার্ভিস।
একটি ফেসবুক একাউন্ট থেকে সহজেই পেজ খোলা যায়।
এর মাধ্যমে ফলোয়ার বা কাস্টমারদের সাথে ম্যাসেজ, কমেন্ট করা যায়, এছাড়া ব্যবসাকে ফ্রিতে ও paid ভাবে সম্প্রসারণ করা যায়।
প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি প্রফেশনাল ফেসবুক পেজ থাকা ভাল। আর আমাদের প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম জানা জরুরী।
সঠিকভাবে ফেসবুক পেজ খোলার নিয়ম কেন জানা উচিত?
সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক সবথেকে জনপ্রিয়।
আপনার ব্যবসার প্রচারের জন্য ফেসবুক পেজ অনেক বড় ভূমিকা পালন করে থাকে।
তাই আমাদের Facebook Page খোলার নিয়ম জানা দরকার।
ফেসবুকে অনেক ইউজার থাকার ফলে, আপনি পেজের মাধ্যমে আপনার ব্যবসার জন্য অনেক কাস্টমার পেতে পারেন।
একটি ফেসবুক পেজ তৈরি করে আপনি যা যা করতে পারেনঃ
- পেজে কন্টেন্ট দিয়ে দর্শকদের মাঝে অনেক তথ্য ও বিনোদন দেওয়া যায়।
- নিজের পণ্য ও সার্ভিস বিক্রি করা যায়।
- টার্গেট দর্শক সম্পর্কে ধারণা পাওয়া যায়।
- নিজের ওয়েবসাইটের জন্য ট্রাফিক পাওয়া যায়।
- Instagram একাউন্ট ম্যানেজ করা যায়।
- Ad campaigns চালু করে দর্শক বা Followers বাড়ানো যায়।
আপনি মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজেই ফেসবুক পেজ খুলতে পারবেন।
ফেসবুক পেজ খোলার নিয়ম
আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান। তাহলে অবশ্যই আপনাকে একটি ফেসবুক পেজ খুলতে হবে। আর আপনাকে অবশ্যই এই পেজটি সঠিক নিয়মে খুলতে হবে।
কেননা এই পেজের উপর আপনার ইনকাম নির্ভর করছে। দেখে নিন Facebook পেজ খোলার নিয়ম-
১. পেজ খোলা ও তথ্য দেওয়া
সর্বপ্রথম মোবাইল থেকে ফেসবুক অ্যাপে ঢুকতে হবে অথবা কম্পিউটার থেকে ফেসবুক প্রোফাইলে ঢুকতে হবে।
এরপর মেনু থেকে Pages অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে উপরের বাম পাশের Create বাটনে ক্লিক করতে হবে। এরপর Get Started বাটনে ক্লিক করতে হবে।
আপনি যে নামে পেজ খুলতে চাচ্ছেন। পেজের জন্য সেই নাম দিতে হবে। এরপর next বাটনে ক্লিক করতে হবে।
এরপর আপনার পেজের জন্য ক্যাটাগরি (category) দিতে হবে। এরপর create বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার পেজ তৈরি হয়ে যাবে।
২. ছবি সেট করা
এরপর পেজের Profile picture, Cover Picture, Action Button সেট করতে হবে। Action বাটন থেকে যেকোন একটি Action ও লিংক সেট করে দিতে হবে। এরপর save বাটনে ক্লিক করতে হবে। এরপর next বাটনে ক্লিক করতে হবে।
৩. পেজের তথ্য দেওয়া
আপনি সহজেই পেজের edit details এ ক্লিক করে Bio, Website link, Email, Phone number, Location ইত্যাদি সেট করতে পারবেন।
৪. পেজে পোস্ট সেট করা
আপনার তৈরিকৃত পেজ থেকে whats on your minds থেকে বিভিন্ন ছবি, ভিডিও, ওয়েবসাইট লিংক ইত্যাদি পোস্ট করতে পারবেন।
৫. পেজ ফলো করতে Invite করা
আপনার পেজ পোস্টে যারা লাইক, কমেন্ট করবে তাদেরকে আপনি invite করতে পারবেন। এছাড়া আপনার বন্ধুদের মাঝে আপনি আপনার পেজটিকে Follow করতে invite করতে পারেন।
৬. Professional Dashboard থেকে পেজের সবকিছু চেক করা
আপনি এই পেজ থেকে আপনার পেজের post reach, Post engagement, Likes, ভিজিটরদের gender, location ইত্যাদি দেখতে পারবেন।
এভাবেই আপনি আপনার ফেসবুক পেজ খুব সহজেই খুলে ফেলতে পারবেন।
ফেসবুক পেজ খোলার নিয়ম এ কিভাবে একটি ইউজার নেম (username) তৈরি করতে হবে?
একটি ফেসবুক পেজের জন্য ইউজার নেম খুবই গুরত্বপূর্ণ। আপনার পেজের নামের সাথে যদি ইউজার নেমের মিল থাকে তবে আপনার পেজটিকে সবাই খুব সহজেই পেয়ে যাবে।
ইউজার নেম মূলতে আপনার ফেসবুক পেজের লিংকের সাথে থাকবে। ধরুন আপনার পেজের ইউজার নেম goodman।
তাহলে আপনার পেজের লিংক হবে- https://web.facebook.com/goodman। এখন দেখে নেই কিভাবে ফেসবুক পেজের ইউজার নেম সেট করতে হবে-
মোবাইল থেকে ইউজার নেম সেট করাঃ
মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকে Desktop Mode অন করে ঢুকতে হবে। এরপর ফেসবুক থেকে কাংখিত পেজে switch করতে হবে।
এরপর মেনু থেকে settings and privacy অপশনে ক্লিক করতে হবে।
Username থেকে edit বাটনে ক্লিক করে একটি ইউজারনেম লিখতে হবে। এরপর save changes বাটনে ক্লিক করতে হবে। এরপর ফেসবুক পাসওয়ার্ড দিয়ে submit বাটনে ক্লিক করতে হবে।
কম্পিউটার থেকে ইউজার নেম সেট করাঃ
পেজের settings অপশন থেকে সহজেই username edit করা যাবে।
শেষকথা – ফেসবুক পেজ খোলার নিয়ম
যেকোন ব্যবসার ক্ষেত্রে একটি ফেসবুক পেজ এর গুরুত্ব অপরিসীম।
আপনি যদি একটি ছোট ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে একটি Facebook Page এর মাধ্যমে খুব সহজেই আপনার ব্যবসাকে প্রসারিত করতে পারবেন।
এজন্য আপনাকে সঠিকভাবে ফেসবুক পেজ খোলার নিয়ম জানতে হবে
ফেসবুকে অনেক বেশি ইউজার হওয়ার কারণে আপনি আপনার ব্যবসাকে পেজের মাধ্যমে ছড়িয়ে দিতে পারবেন।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট