আমাদের মধ্যে অনেকেই আছি যারা কোন প্রকার দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম করতে চাই।

তবে আমরা অনেক দ্বিধায় ভুগি। এই কথা ভেবে যে এভাবে কি আসলেই অনলাইনে অর্থ উপার্জন করা যায়। বাস্তবতা হল অবশ্যই যায়।

কিন্তু এর জন্য আমাদের প্রকৃত সত্যটি জানতে হবে যে, কিভাবে এভাবে ঘরে বসে অনলাইনে আয় করা যায়।

এভাবে অনেকেই অনলাইন থেকে প্রতিমাসে ৩০ হাজার টাকা ইনকাম করছেন। আবার অনেকে এর থেকেও বেশি করছেন। এটা সম্ভব হচ্ছে তাদের একাগ্রতা ও ইচ্ছাশক্তির বলে।

আমরা যারা ছাত্র আছি বা যারা বেকার বসে আছি।

তারা সকলেই দক্ষতা ছাড়া অনলাইনে আয় করতে পারি। কেননা, সকল কাজেই যে দক্ষতা প্রয়োজন, তা কিন্তু নয়।

মোবাইল দিয়ে ইনকাম করা যায়, এমন অনেক সাইট ও অ্যাপ আছে, যেখানে আমরা এভাবে ঘরে বসে অনলাইনে ইনকাম করতে পারি।

এর জন্য শুধু মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকলেই যথেষ্ট।

অনলাইন জব করা, মানেই আমরা বুঝি ফ্রিল্যান্সিং করে বা কোন কঠিন কাজ করে ইনকাম করা ।

যা একদমই ভুল ধারণা। স্কিল বা দক্ষতা ছাড়া অনলাইনে টাকা ইনকাম করা সম্ভব।

আজকে আমরা দেখব, কি কি উপায়ে অভিজ্ঞতা বা দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম করা যায়।

১. Captcha এন্ট্রি করে আয়

আপনি ক্যাপচা এন্ট্রি করে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন। এই কাজ করতে আপনার তেমন কোন দক্ষতার প্রয়োজন নেই।

আপনি মোটামুটি টাইপিং পারলেই এই কাজ করতে পারবেন।

আর আমরা কমবেশি সকলেই টাইপিং করতে পারি। তাই এভাবে আপনি দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম করতে পারবেন।

এর কাজ হল দেখে দেখে টাইপিং করে ঘরে বসে ইনকাম করা।  এখানে কিছু সংখ্যা বা শব্দ দেওয়া হবে।

যা দেখে দেখে মোবাইল দিয়ে টাইপ করলেই হবে। এই সংখ্যা বা শব্দকে Captcha (ক্যাপচা) বলে। এটি একটি হিউম্যান ভেরিফিকেশন প্রক্রিয়া।

এভাবে ক্যাপচা এন্ট্রি করে টাকা ইনকাম করার জন্য আপনাদের 2captcha নামক ওয়েবসাইটে যেতে হবে। সেখানে প্রথমে একটি একাউন্ট খুলতে হবে।

এরপর Start work এ ক্লিক করে একের পর ক্যাপচা পূরণ করতে হবে।

আপনি মাত্র ৬০০০ ক্যাপচা টাইপ করলেই ৬ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।

আপনি এদের Android Apps ব্যবহার করেও কাজ করতে পারবেন।

আর আপনার ইনকাম করা টাকা Web money, Payeer, Airtm ইত্যাদি মাধ্যমে উঠাতে পারবেন। 2captcha ওয়েবসাইট ছাড়াও আরো নানা ক্যাপচা এন্ট্রি ওয়েবসাইট থেকে আপনি এভাবে রিয়েল টাকা ইনকাম করতে পারবেন।

রিলেটেডঃ ৮ টি সেরা ক্যাপচা এন্ট্রি করে আয় করার ওয়েবসাইট

২. সার্ভে করে আয় – দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম

একদম সহজভাবে কিছু প্রশ্নের সাধারণ উত্তর দিয়ে আয় করার প্রক্রিয়া হল সার্ভে।

এটি করতেও কোন প্রকার দক্ষতার প্রয়োজন হয়না। এই কাজে শুধুমাত্র কিছু প্রশ্নের উত্তর টিক আকারে দিতে হয়।

এই কাজ করার নানা রকম সাইট আছে। তবে বেশিরভাগ সাইট বাংলাদেশ সাপোর্ট করেনা। তবে চিন্তা নেই।

আপনি আইপির মাধ্যমে সহজেই এই কাজ করতে পারবেন। এই কাজটি জনপ্রিয় সাইট Poll Pay এর মাধ্যমে করতে পারেন।

এর জন্য আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে যেয়ে Google অথবা Facebook এর মাধ্যমে লগিন করতে হবে।

এরপর এদের অ্যাপ Google Play store থেকে install করতে হবে।

এখানে লগিন করে সার্ভে করে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করা যাবে।

আর সেই টাকা খুব সহজেই উঠাতে পারবেন।

এভাবে আপনি এই কাজ করে দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম করতে পারবেন। আর মোবাইলে ফ্রিতে ডলার ইনকাম করতে পারবেন।

৩. PTC ওয়েবসাইট এর মাধ্যমে আয়

আপনি যদি কোন প্রকার দক্ষতা ছাড়া অনলাইনে আয় করতে চান, তাহলে পিটিসি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন।

আপনি এভাবে খুব সহজে অনলাইনে অর্থ উপার্জন করতে পারবেন।

PTC মানে হল Paid to click. এই ধরনের সাইট থেকে নিয়মিত এড দেখে ইনকাম করা যায়।

সবথেকে জনপ্রিয় পিটিসি সাইট হল Neobux. এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে বিভিন্ন এডে ক্লিক করতে হবে।

আর আপনার টাকা জমা হতে থাকবে। আপনি প্রথম দিকে কিছুটা কম ইনকাম করতে পারলেও ধীরে ধীরে আপনার আয় বাড়তে থাকবে। এখানে রেফার করে ইনকামের সুযোগ রয়েছে।

টাকা উইথড্র করা বা উঠানো একদম সহজ। এই ওয়েবসাইট থেকে সহজেই পেপাল, পেওনার এর মাধ্যমে টাকা উঠানো যাবে।

৪. ভিডিও দেখে আয় – দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম

আজকাল অনেক সাইট বা অ্যাপে মানুষ ভিডিও দেখে অনলাইনে ইনকাম করছেন।

যদিও এভাবে তেমন বেশি ইনকাম সম্ভব নয়। তারপরেও আপনি অবসর সময় নষ্ট না করে এই কাজ করতে পারেন।

ভিডিও দেখতে আর কোন দক্ষতা লাগেনা। তাই, আপনি এভাবে দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম করতে পারবেন।

বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপে ছোট ছোট ভিডিও দেখলে এই প্ল্যাট ফর্মগুলিতে কিছু টাকা জমে। আর সেই টাকা সহজেই বিভন্ন পেমেন্ট মাধ্যমের সাহায্যে সহজেই উইথড্র করা যায়।

আপনি এভাবে ভিডিও দেখে বিনোদনের পাশাপাশি ঘরে বসে অনলাইনে আয় করতে পারবেন। ভিডিও দেখে ইনকাম করা যায়, এমন কয়েকটি অ্যাপ হল-

  • Swagbucks
  • AppKarma
  • KashKick

রিলেটেডঃ মোবাইলে ভিডিও দেখে টাকা ইনকাম করার উপায়

৫. এড দেখে আয়

আমরা ওয়েবসাইট বা অ্যাপে নানারকম এড দেখে থাকি। এই এড দেখেও অনলাইনে অর্থ উপার্জন করা সম্ভব। আর এই কাজটির মাধ্যমে আপনি দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম করতে পারবেন।

এমন অনেক অ্যাপ ও ওয়েবসাইট আছে, যেখানে এড দেখে টাকা আয় করা যায়।

আমাদের এভাবে আয় করার জন্য আমাদের সেই সকল প্ল্যাটফর্মে যেয়ে কিছু এড দেখতে থাকতে হবে। এক্ষেত্রে সাধারণত এডটি স্কিপ না করেই দেখতে হয়।

এভাবে বেশ কিছু পরিমাণ ইনকাম হয়। আর আয়ের টাকাও হাতে পাওয়া যায়।

আপনিও এই ধরনের অ্যাপ বা সাইটে এড দেখে ঘরে বসে অনলাইনে ইনকাম করার চেষ্টা করতে পারেন।

মোবাইলে এড দেখে ইনকাম করা যায় এমন কয়েকটি অ্যাপ হল-

  • Coinpayu
  • Cash’em All: Play & Win
  • ySense

৬. ছবি বিক্রি করে আয়

আপনি নিশ্চয়ই মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন। আর মোবাইলে ছবি তুলতে কোন প্রকার দক্ষতার প্রয়োজন হয়না। শুধুমাত্র একটি ক্লিক করেই ছবি তোলা যায়। 

আপনি কি জানেন, আপনি শুধুমাত্র মোবাইল দিয়ে ছবি তুলতে পারলেই টাকা ইনকাম করতে পারবেন। আর এটা সম্পূর্ণ দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম করার কাজ।

এভাব ইনকাম করার জন্য আপনাকে যেকোন জিনিসের ছবি তুলতে হবে। এরপর সেই ছবিগুলি Gettyimage, Istock, Pond5 ইত্যাদি ওয়েবসাইটে আপলোড করতে হবে।

আপনার ছবিগুলি বিক্রি হতে শুরু করলে আপনার একাউন্টে টাকা জমা হওয়া শুরু হবে।

আর সেই টাকা আপনি খুব সহজে পেপাল, পেওনার ইত্যাদি মাধ্যমে তুলতে পারবেন।

আপনি ছবি তুলে বিক্রি করে প্রতিমাসে ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

রিলেটেডঃ অনলাইনে ছবি বিক্রি করে আয় করার সহজ উপায়

৭. গেম খেলে আয়

কমবেশি সকলেই আমরা মোবাইলে গেম খেলে থাকি।

এই গেম খেলার মাধ্যমেও ইনকাম করা সম্ভব। আর এটা করতে পারবেন ঘরে বসে অতি সহজেই।

যারা দক্ষতা ছাড়া অনলাইনে টাকা আয় করতে চান, তারা মোবাইলে গেম খেলে ইনকাম করতে পারেন।

এর জন্য আপনাকে প্রথমে টাকা ইনকাম করার বিভিন্ন গেম অ্যাপ গুলি Google play store থেকে ইন্সটল করতে হবে।

এরপর একাউন্ট খুলে এখানে খেলতে হবে। এই সমস্ত অ্যাপে এড দেখে, বোনাস পেয়ে, রেফার করে, গেমে জিতে টাকা আয় করা যায়।

আর বিভিন্ন মাধ্যমে সেই টাকা হাতেও পাওয়া যায়।

এছাড়া আপনি বিভিন্ন ওয়েবসাইটেও গেম খেলে এভাবে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করতে পারেন।

গেম খেলে টাকা ইনকাম করার কয়েকটি সেরা অ্যাপ হল-

  • Lovely Pet
  • Freecash
  • Cash Bubble

৮. কুইজ খেলে আয় – দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম

দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম করার অন্যতম একটি মাধ্যম হল অনলাইন কুইজ খেলে আয় করা।

আপনি খুব সহজেই একদম সহজ কিছু প্রশ্নের উত্তর, কুইজের মাধ্যেমে দিয়ে এভাবে আয় করতে পারবেন।

এখানে সহজ কিছু true/false, যোগ বিয়োগ প্রশ্নের উত্তর দিতে হয়।

কুইজ খেলে টাকা ইনকাম করার জন্য বিভিন্ন কুইজ অ্যাপ রয়েছে। যেই অ্যাপ গুলিতে কুইজ খেলে টাকা ইনকাম করা যায়।

এই অ্যাপগুলির মাধ্যমে প্রতিদিন বোনাসের মাধ্যমে, রেফারের মাধ্যমে ও স্পিন করে, কুইজ খেলে ইনকাম করতে পারবেন।

কুইজ  অ্যাপগুলিতে কাজ করে নিজের হাত খরচের টাকা উঠানো যায়।

আর এখান থেকে বিভিন্ন সহজ মাধ্যমে সহজেই টাকা উঠানো যায়। কয়েকটি সেরা কুইজ খেলে টাকা ইনকাম করার অ্যাপ হল-

  • Quiz Task – Challenge Yourself
  • Beeward
  • mCrypto: Play to Earn Crypto

রিলেটেডঃ কুইজ খেলে টাকা ইনকাম করার উপায়

উপসংহার – দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম

আপনি কি অনলাইনে কাজ করে ইনকাম করতে চান? তাহলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হল ইচ্ছাশক্তি ও মনোবল।

আপনি এখানে খুব সহজেই দক্ষতা ছাড়া আয় করতে পারবেন। তবে এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। মনে রাখবেন, অনলাইনে সহজ কাজ করে অনেকেই প্রচুর টাকা আয় করছেন।

আপনি কেন পেছনে পড়ে থাকবেন। আপনিও চেষ্টা শুরু করে দিন। অবশ্যই উপরের উপায়গুলি অনুসরণ করেই তা শুরু করুন।