ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা বের করবেন
আমরা অনেকেই জানিনা যে, ফেসবুকে ভিডিও দেখে টাকা ইনকাম করা যায়। সাধারণত আমরা ফেসবুকে টাইম পাস করে বা অন্যের পোস্ট দেখে সময় নষ্ট করে থাকি।
কিন্তু এই সময়ে রিলস দেখে আমরা ফেসবুক থেকে আয় করতে পারি।
এতদিন আমরা জানতাম শুধুমাত্র ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা যায়।
কিন্তু এখন আপনি ফেসবুকে ভিডিও দেখে অনলাইনে আয় করতে পারবেন। আমরা এই ব্লগে সেই সম্পর্কেই জানব।
ফেসবুকের সবথেকে জনপ্রিয় ফিচার হল রিলস ভিডিও বা শর্ট ভিডিও।
এগুলি সাধারণত ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যে হয়ে থাকে।
আমরা সকলেই জানি, ফেসবুক রিলস ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা যায়।
এখন থেকে ফেসবুক রিলস দেখে ইনকাম করা যায়। অর্থাৎ ফেসবুকে অন্যের ভিডিও দেখে আয় করা যায়। এখানে আমাদের নিজেদেরকে ভিডিও বানাতে হচ্ছে না।
অন্যেরটা দেখেই আমরা আয় করতে পারছি।
সূচিপত্রঃ
ফেসবুকে ভিডিও দেখে টাকা ইনকাম করার উপায়টি জেনে নিন
এখন ফেসবুকে অন্যের ভিডিও দেখে ইনকাম করার জন্য আমাদের ফেসবুকের রিলস ভিডিও দেখতে হবে।
আর সেই রিলস ভিডিও গুলি Facebook প্রোফাইল বা Facebook পেজ যেকোন একটি থেকে দেখতে হবে।
এরপর ফেসবুক রিলস দেখে টাকা ইনকাম করার জন্য যেকোন একটি রিলস এর Remix অপশন থেকে একটা রিঅ্যাকশন ভিডিও, মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তুলে Reels এর সাথে জুড়ে দিতে হবে।
তারপর এই Remix ভিডিওটি Publish করে দিয়ে আমরা ফেসবুকে ভিডিও দেখে টাকা আয় করতে পারব।
আজকাল অনেকেই এই পদ্ধতিতে reels ভিডিও দেখে মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ফ্রি টাকা আয় করছেন।
তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন। আপনিও সবার মত এই পদ্ধতিতে ফেসবুক রিলস দেখে ইনকাম করতে পারবেন।
যেভাবে ফেসবুকে ভিডিও দেখে টাকা ইনকাম করবেন
এভাবে ইনকাম করার আগে জানতে হবে। এই পদ্ধতিতে শুধুমাত্র reels দেখে আয় করা যায়। এর স্টেপ বাই স্টেপ পদ্ধতি হলঃ
১. প্রথমে ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে Reels সেকশনে ক্লিক করতে হবে।
২. Reels সেকশনে যেয়ে ভিডিওগুলি দেখতে হবে।
ফেসবুকে ভিডিও দেখে ইনকাম করার জন্য আমাদের একটি ভাইরাল রিলস ভিডিও খুঁজে বের করতে হবে।
আর সেটি অবশ্যই যেন original হয় আর অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েটারের হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
৩. এবার ভাইরাল reels ভিডিওটির নিচের দিকের থ্রি ডট (…) আইকনে ক্লিক করতে হবে।
এখানে Remix this reel অপশনে ক্লিক করতে হবে। সব ভিডিওতে এই অপশন থাকেনা।
আপনাকে ফেসবুক রিলস দেখে টাকা ইনকাম করার জন্য এই অপশন যুক্ত Video খুঁজে নিতে হবে।
৪. এরপর আপনি একটি রিয়াকশন ভিডিও দেওয়ার অপশন পাবেন।
যার মাধ্যমে আপনি সেই রিলসে আপনার চেহারাযুক্ত ভিডিও যুক্ত করতে পারবেন।
তখন সেই রিলস ভিডিওতে একপাশে ভিডিওটি দেখাবে।
অন্য পাশে আপনার চেহারাযুক্ত রিয়াকশন ভিডিওটি দেখাবে।
আপনার চেহারাযুক্ত রিয়াকশন ভিডিওটি আপনার মোবাইলের Front ক্যামেরার মাধ্যমে করতে পারবেন।
তবে ফেসবুক রিলস দেখে ইনকাম জন্য আপনার রিয়াকশনের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোন প্রকার সাউন্ড বা শব্দ থাকা যাবেনা।
৫. এরপর Reels ও আপনার চেহারা যুক্ত রিয়্যাকশন ভিডিও পাশাপাশি থেকে একটি ভিডিও তৈরি হবে।
এটাতে টাইটেল ও হ্যাশট্যাগ দিয়ে Share now বাটনে ক্লিক করতে হবে।
৬. এরপর এই এটি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের টাইমলাইনে দেখাতে শুরু করবে।
আপনার এই ভিডিওটি যত বেশি মানুষ দেখবে, তত বেশি ইনকাম শুরু হবে। এভাবে আপনি সহজেই ফেসবুকে ভিডিও দেখে টাকা আয় করতে পারবেন।
যেভাবে টাকা ইনকাম হওয়া শুরু হবে
আরো পড়ুনঃ মোবাইলে এড দেখে টাকা ইনকাম করার উপায়
আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে যদি আগে থেকেই ফেসবুক মনিটাইজেশন ও Ads on Reels অন থাকে।
তাহলে আপনার reels ভিডিওতে ভিউ হওয়ার সাথে সাথেই ইনকাম শুরু হয়ে যাবে। কিন্তু আপনার profile বা page যদি নতুন হয়।
সেক্ষেত্রে আপনাকে একের পর এক এভাবে ভিডিও দিয়ে যেতে হবে। এভাবে আপনি ফেসবুক রিলস দেখে টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যেহেতু ফেসবুকে ভিডিও দেখে টাকা আয় করার জন্য অন্যের ভাইরাল ভিডিওতে Reaction দিয়েছেন ও নিজস্ব রিলস ভিডিও বানিয়েছেন।
তাই আপনার এই reels গুলিতে অনেকে তাড়াতাড়ি ভিউ হওয়া শুরু হবে। আর আপনি ফেসবুকে অন্যের ভিডিও দেখে আয় করতে পারবেন।
আপনার ভিউ বাড়তে থাকলে ফেসবুক থেকে অটোমেটিকভাবে আপনার Ads on reels চালু হয়ে যাবে।
তখন আপনি Monetization অপশনে যেয়ে আপনার Earning দেখতে পাবেন।
আরো পড়ুনঃ দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করার উপায়
এভাবে আপনি কোন প্রকার ভিডিও না বানিয়ে। শুধুমাত্র ফেসবুকে ভিডিও দেখে আয় করতে পারবেন।
এক্ষত্রে আপনি শুধুমাত্র অন্যের রিলস ভিডিওতে Reaction দিয়ে প্রতিমাসে ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
তবে খেয়াল রাখতে হবে, আপনার ভিডিও যেন ভাইরাল হয়। এর জন্য আপনাকে ভাইরাল ফেসবুক রিলস ভিডিও নিয়ে কাজ করতে হবে।
ফেসবুকে ভিডিও দেখে টাকা ইনকাম করার শর্ত
১. আপনি যে ফেসবুক ভিডিও দেখে ইনকাম করতে চান, সেই ভিডিওটি যেন একটি ভাইরাল রিলস হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
২. ফেসবুকে অন্যের ভিডিও দেখে ইনকাম করার জন্য খেয়াল রাখতে হবে, ভিডিওটি যেন কোন ভেরিফাইড পেজের হয়।
৩. ফেসবুক রিলস ভিডিওটি যেন অরিজিনাল হয়, সেদিকেও নজর দিতে হবে। আর এটি যেন কোন প্রকার কপি ভিডিও না হয়।
উপসংহার
বেকার না থেকে ফেসবুকে ভিডিও দেখে টাকা ইনকাম শুরু করুন।
এখানে আপনাকে শুধুমাত্র ভাইরাল ভিডিওতে আপনার নিজের চেহারা দেখিয়ে Reaction দিতে হবে।
এক্ষেত্রে Front camera দিয়ে ভিডিও করার সময় কোন প্রকার লাইটিং দরকার নেই। আপনি শুধুমাত্র ৩০ সেকেন্ড বা ১ মিনিটের ভিডিওতে চেহারা বের করে বসে থাকুন।
আর ভাব দেখান, আপনি ভিডিওটি দেখছেন।
আপনি মাঝে মাঝে একটু হাসেন বা Video অনুযায়ী রিয়াকশন দিন।
আশা করি আপনিও এভাবে খুব সহজেই আপনি ফেসবুকে অন্যের ভিডিও দেখে ইনকাম করতে পারবেন।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট
0 Comments