অনলাইনে ছবি বিক্রি করে আয় করা এখন একদম সহজ। আপনি চাইলেই খুব সহজে যেকোন ছবি তুলে অনায়েসেই আয় করতে পারবেন। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই এই ছবি তোলার কাজ করতে পারবেন।

অনেকেই এভাবে ছবি তুলে অনলাইন থেকে মাসে ১ লক্ষ টাকা ইনকাম করছেন। তবে এর জন্য কিছু বিষয় মেনে চলতে হবে।

তবেই আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হতে পারবেন। ফটোগ্রাফি করে অনলাইন টাকা আয় সম্পর্কে এই ব্লগে জানতে পারবেন।

আপনি যদি খুব ভালো ছবি তুলতে পারেন, তাহলে অনায়েসেই একটি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

এমন অনেক ছবি বিক্রি করার সাইট আছে, যেখান থেকে আপনি খুব সহজেই আপনার তোলা ছবি আপলোড করে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন।

এই ব্লগে আমরা এমনই কতকগুলি ওয়েবসাইট সম্পর্কে জানতে পারব।

এই পোস্টে যা যা থাকছে-

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার প্রক্রিয়া

অনলাইনে ছবি তুলে আয় করার জন্য প্রথমত খুব সুন্দর করে ছবি তুলতে হবে।

এই ছবি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলতে পারেন।

এরপর এই ছবিগুলো অনলাইন স্টক ইমেজ ওয়েবসাইটে আপলোড করতে হবে।

আপলোড করার পর মানুষ stock image website থেকে আপনার ছবিগুলি ডাউনলোড করা শুরু করবে।

তখন আপনার একাউন্টে টাকা জমা হওয়া শুরু হবে। এভাবে অনলাইনে ছবি আপলোড করে টাকা আয় করা এখন অনেক সহজ হয়ে গেছে।

অনলাইনে ছবি বিক্রি করে আয়

ফটোগ্রাফি করে আয় করার জন্য ওয়েবসাইটের তালিকা

অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার অনেক প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট আছে। এই সাইটগুলিতে আপনি সহজেই আপনার তোলা ছবি আপলোড করে আয় করতে পারবেন।

তবে আমাদের ইনকাম করার জন্য আসল সাইটে যেতে হবে। যে সাইটগুলি ইনকাম করা টাকা দেয়, তারাই আসল সাইট। এই সাইটগুলি থেকে আপনি কম করে হলেও মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

দেখে নিন ছবি বিক্রি করে অনলাইনে টাকা আয় করা যায়। এমন ১২টি ওয়েবসাইটের তালিকাঃ

১. Depositphotos 

২. Gettyimages

৩. Freepik

৪. Alamy Photos

৫. 500px

৬. Smugmug

৭. Stocksy

৮. Envato Elements

৯. EyeEm

১০. Foap

১১. Zenfolio

১২. Pixieset

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়

অনলাইনে ফটো বিক্রি করে আয় করার জন্য বিভিন্ন ছবি কেনাবেচার ওয়েবসাইটে জয়েন হতে হবে।

এরপর সেখানে একের পর এক ছবি আপলোড করে তা বিক্রির মাধ্যমে আয় করতে হয়। যেসকল ওয়েবসাইটের আয় করা যায় তা দেখে নিন-

Depositphotos অনলাইনে ছবি আপলোড করে ইনকাম করার ক্ষেত্রে খুবই জনপ্রিয়। এই ওয়েবসাইটে আপনি আপনার তোলা ছবি সহজেই আপলোড করে ইনকাম করতে পারবেন।

এরজন্য আপনাকে Contributor account এ রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনাকে কয়েকটি ছবি তাদের সাইটে আপলোড করতে হবে। আপনার ছবিগুলি তাদের ভালো লেগে গেলে আপনি আপনার ছবিগুলি বিক্রি করার জন্য মনোনীত হবেন।

এখানে আপনি যেকোন ধরনের ছবি আপলোড করতে পারবেন। ছবিগুলির মিনিমাম Resolution (2400×1600 px) এর মধ্যে হতে হবে। আর অবশ্যই তা 50 mb এর মধ্যে হতে হবে।

আপনি এখানে আপনার ছবির বিক্রির উপরে টাকা পাবেন। আর সেই টাকা খুব সহজেই Payoneer এর মাধ্যমে বিকাশ, পেটিএম ইত্যাদিতে তুলতে পারবেন।

আপনি যদি আপনার তোলা ছবি থেকে খুব ভাল পরিমাণ টাকা ইনকাম করতে চান, তাহলে Gettyimages সাইটটি আপনার জন্য পারফেক্ট হবে। এখানে Join হওয়া একদম সহজ। এদের সারাপৃথিবী জুড়ে 1.5 million কাস্টমার আছে। তাই এখানে ইনকাম করাটা অনেক সহজ।

এখানে ছবি আপলোড করে ইনকাম করার জন্য আপনাকে প্রথমে এদেরকে ৩-৬ টি ছবি দিতে হবে। এরপর তারা অ্যাপ্রুভাল দিলেই এখানে আপনি ছবি দিয়ে ইনকাম শুরু করতে পারবেন।

এখান থেকে ভাল পরিমাণ ইনকামের জন্য আপনাকে হাই কোয়ালিটি ছবি তাদেরকে দিতে হবে। আর ছবিগুলি কপি বা অন্যের হওয়া যাবেনা। এখানে ছবি আপলোডের জন্য ছবির সাইজ হতে হবে-

Minimum size: 720 x 960px, 5kb Maximum size: 9000 x 9000px, 3GB

আপনি আপনার আয় করা টাকা সহজেই Paypal, Payoneer এর মাধ্যমে তুলতে পারবেন।

৩. Freepik

Freepik খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট।

আপনি খুব ভাল ছবি তুলতে পারলে, এই ওয়েবসাইট থেকে খুব সহজেই ফ্রিতে ডলার আয় করতে পারবেন।

দেখে নিন এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ইনকাম করতে হয়-

১. সাইন আপ করাঃ প্রথমে freepik.com ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর “Sign Up” বাটনে ক্লিক করে সাইন আপ করতে হবে।

২. ছবি আপলোড করাঃ এবার ড্যাশবোর্ড থেকে আপনার তোলা ছবি আপলোড শুরু করতে হবে।

ছবি আপলোডের সময় ছবির বর্ণনা, ক্যাটাগরি ও ট্যাগ খুবভালভাবে দিতে হবে।

ছবির বর্ণনা ৫ শব্দে দিতে হবে। আর ট্যাগগুলি খুবই ভালভাবে দিতে হবে।

এরপর “submit” বাটনে ক্লিক করতে হবে। আপনার ছবিগুলির মান ভাল হলে।

কিছুদিনের মধ্যেই আপনার ছবিগুলি ওয়েবসাইটে দেখাতে শুরু করবে।

আর আপনার ছবিগুলি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে।

আপনার একাউন্টে টাকা জমা হওয়া শুরু হতে থাকবে।

৩. আয় করা টাকা তোলার উপায়ঃ Freepik থেকে Payoneer দিয়ে খুব সহজেই টাকা উঠানো যাবে। আপনার একাউন্টে ৫০ ডলার হলেই আপনি টাকা উঠাতে পারবেন।

Freepik এ ছবি আপলোডের শর্ত-

দেখে নিন Freepik এ ছবি আপলোড করার শর্ত। আপনাকে অবশ্যই এই শর্ত মেনেই এখানে ছবি দিতে হবে।

  • মিনিমাম ০.৫ মেগাপিক্সেল এর উপর ছবির সাইজ হতে হবে।
  • যেকোন একটি ছবিতে .২৫ ডলার থেকে ১২০ ডলার পর্যন্ত ছবি আয় করা যাবে।
  • এখানে দিনে সর্বোচ্চ ১ জিবি পরিমাণ ছবি আপলোড করা যাবে।
  • ছবির ডাইমেনশন রেজুলেশন ২০০০ px ও ১০০০০ px মধ্যে থাকতে হবে।
  • ছবির ফরম্যাট JPEG হতে হবে।
  • ছবিগুলো অনেক ক্লিয়ার হতে হবে। কোন প্রকার নয়েজ থাকা যাবে না।
  • অন্যের ছবি হওয়া যাবে না।
  • ছবিগুলি অর্থবহ হতে হবে।
  • ছবিতে কোন ওয়াটার মার্ক থাকা যাবে না।

৪. Alamy

যারা খুব ভাল ছবি তুলতে পারেন তাদের জন্য Alamy হতে পারে সেরা চয়েজ।

এরা প্রতিমাসে তাদের contributor দের ১ মিলিয়নের বেশি ডলার প্রদান করে থাকে।

আর আপনি যদি ছাত্র হয়ে থাকেন, তাহলে এই সাইট থেকে আরো বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

এখান থেকে ভাল ইনকাম করার জন্য আপনাকে contributor account এ যুক্ত হতে হবে। এরপর আপনার ছবিগুলি আপলোড করতে হবে। আপনার ছবির জন্য keywords সেট করে দিতে হবে।

তারা approve করলে ২৪ ঘন্টার মধ্যেই আপনার দেওয়া ছবি তাদের ওয়েবসাইটে দেখাতে শুরু করবে।

আপনার একাউন্টে ৫০ ডলার হলেই আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন। আপনি Paypal, Skrill অথবা fund transfer এর মাধ্যমে টাকা সহজেই তুলতে পারবেন।

500px সাইটের মাধ্যমেও আপনি অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন।

আপনি একজন ভালো ফটোগ্রাফার হলে সহজেই আয় করতে পারবেন। তবে এখানে ছবি আপলোড করার পর আপনার ছবি approval পেতে কিছুটা দেরি হতে পারে।

এখানে ছবি আপলোড করার জন্য প্রথমে sign up করতে হবে। এরপর আপনার Equipment list দিতে হবে। এরপর আপনার ছবিগুলি আপলোড করতে হবে।

আপনার ছবি অ্যাপ্রুভ হলে, পরে আপনি এগুলিকে edit করতে পারবেন।

আপনার একাউন্টে ৩০ ডলার হলেই আপনি Paypal, wire transfer এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।

৬. SmugMug

আপনারা অনেকেই হয়তো Smugmug ওয়েবসাইটের কথা শুনে থাকবেন। অনলাইনে ছবি বিক্রি করে খুব সহজেই এই ওয়েবসাইট থেকে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে পারবেন।

এখানে আপনি আপনার ছবিগুলি Portfolio আকারে সাজাতে পারবেন।

এখান থেকে ইনকাম করার জন্য আপনার ছবি তোলার দক্ষতা অনেকে ভাল হতে হবে। আপনি সহজেই Paypal থেকে টাকা তুলতে পারবেন।

৭. Stocksy

আপনি যদি খুবই প্রফেশনাল মানের ছবি তোলার দক্ষতা রাখেন, তাহলে Stocksy ওয়েবসাইটের মাধ্যমে আপনি সহজেই ইনকাম করতে পারবেন।

এখানে join হওয়ার জন্য call to Artists পেজে প্রবেশ করে Apply করতে হবে।

তাদের Team member রা এখান থেকে আপনাকে Approval দিবে। আপনাকে ১০ ছবি তাদেরকে দিতে হবে।

এখান থেকে আপনি খুব ভাল পরিমাণ profit করতে পারবেন।

Envato Elements এটা খুবই বিশ্বস্থ ও বড় প্রতিষ্ঠান।

এখানে ছবি বিক্রির জন্য আপনাকে Author account খুলতে হবে।

এরপর আপনার ছবি আপলোড করতে হবে। আপনার ছবি অ্যাপ্রুভ হলে Photodune এ আপনার ছবিগুলি দেখাবে।

এখানে কাস্টমার অনেক বেশি থাকায় ইনকাম অনেক বেশি।

আপনি এখান থেকে Payoneer, Paypal, Bank Transfer এর মাধ্যমে সহজেই টাকা তুলতে পারবেন।

৯. EyeEm

আপনি যদি সঠিক niche অনুযায়ী ছবি আপলোড করে ইনকাম করতে চান, তাহলে EyeEm হবে আপনার জন্য সেরা প্ল্যাটফর্ম। এখানে ছবি আপলোড করা যেমন সহজ।

এখান থেকে ইনকাম করাও অনেক সহজ। এখান আয় করার জন্য আপনাকে Quality ছবি দিতে হবে।

এছাড়া যত বেশি ছবি দিবেন, তত আপনার ইনকাম বৃদ্ধি পাবে।

এছাড়া আপনি যদি কোন সমসাময়িক ঘটনার উপর এখানে ছবি দেন, তাহলে আরো বেশি ভাল পরিমাণ টাকা আয় করতে পারবেন। আর এক্ষেত্রে আপনাকে সঠিক Tags ব্যবহার করতে হবে।

আপনি Paypal এর মাধ্যমে সহজেই এখান থেকে টাকা তুলতে পারবেন।

আপনারা অনেকেই Foap সাইটটির নাম শুনে থাকবেন। ছবি তুলে যদি অনলাইন থেকে ইনকাম করতে চান।

তাহলে এই ওয়েবসাইটটিও একটি সেরা সাইট হতে পারে আপনার জন্য।

এখানে আপনাকে High Quality ছবি আপলোড করতে হবে। এখান থেকে ভাল পরিমাণ আয় করার জন্য আপনাকে ব্যতিক্রমী ছবি দিতে হবে।

আর এখানে ছবির সাথে ৫ থেকে ১০০ টি Tags আপনি ব্যবহার করতে পারবেন। যা আপনার ছবি বিক্রির গতি বাড়িয়ে দিবে।

আপনি এখান থেকে ১ ছবি থেকে ৩০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।

আপনি Paypal এর মাধ্যমে আপনার টাকা উঠাতে পারবেন।

১১. Zenfolio

ছবি বিক্রি করে আয় করার দারুণ সূযোগ সৃষ্টি করেছে Zenfolio সাইট। আপনি যদি আসলেই ভাল ছবি তুলে থাকেন, তাহলে এখানে একটি Account খুলে ছবি Upload করতে পারেন।

এই ওয়েবসাইটে ইনকামের পরিমাণটা অনেক কম হলেও, আপনি প্রথম দিকে photography করে ইনকাম করতে এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

১২. Pixieset

অনলাইনে ফটো সেল করার আরো একটি গুরত্বপূর্ণ ওয়েবসাইট Pixieset.

এখানে ছবি বিক্রির জন্য Dashboard থেকে , Add product এর Digital download এ ক্লিক করতে হবে।

এখানে আপনি সরাসরি clients এর কাছে আপনার ছবি বিক্রির অপশন পাবেন।

আপনি এখানে Paypal ও Stripe এর মাধ্যমে টাকা হাতে পাবেন।

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জন্য যেসকল বিষয় খেয়াল রাখতে হবে

আপনি যদি অনলাইনে ছবি বিক্রি করে ভাল profit পেতে চান, তাহলে আপনাকে নিচের বিষয়গুলি খেয়াল রাখতে হবে-

১. সঠিক বিষয়ের ছবি নির্বাচন করাঃ আপনাকে অবশ্যই মার্কেটের চাহিদা অনুযায়ী ছবি তুলতে হবে। যেন তেন ছবি না তুলে সঠিক subjets বা বিষয়ের উপরের ছবি তুলতে হবে।

২. ছবির আলো ও কম্পোজিশন ঠিক রাখাঃ ছবিতে যেন পর্যাপ্ত পরিমাণ আলো থাকে, তার ব্যাপারে নজর দিতে হবে। আর ছবিটি পরিষ্কার ও sharp হতে হবে।

৩.সোস্যাল মিডিয়ায় প্রোমোট করাঃ আপনার ছবিটিকে বিভিন্ন সোস্যাল মিডিয়া (Facebook, Instagram, Pinterests) এর প্রমোট করতে হবে।

৪. নিয়মিত ছবি আপলোড করাঃ আপনাকে নিয়মিত ছবি আপলোড করতে হবে। এতে করে সার্চ ইঞ্জিনে আপনার ছবির ভিজিবিলিটি বাড়বে ও আপনার ছবি তোলার দক্ষতাও বাড়বে।

৫. সঠিক keywords ও Description সেট করাঃ আপনার ছবির জন্য তার জন্য উপযুক্ত keywords ও description ব্যবহার করতে হবে। এতে করে আপনার ছবিটি সার্চে র‍্যাংক করবে।

৬. ছবিকে আরো উন্নত করাঃ বিভিন্ন photo editor সফটওয়ার দিয়ে আপনার ছবিটিকে আরো উন্নত করতে পারেন।

অনলাইনে ছবি বিক্রি করে মাসে কত টাকা আয় করা সম্ভব?

এখানে কোন নির্দিষ্ট সীমারেখা নেই। আপনি যতই ছবি আপলোড করবেন।

আর আপনার ছবি যত বেশি ডাউনলোড হবে। তত আপনার বিক্রি বেড়ে যাবে।

আপনি প্রথম দিকে মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। একটা সময় দেখা যাবে আপনার মাসিক আয় ১ লাখ টাকা ছাড়িয়ে যাবে।

তাই এখনই ছবি তুলে আপলোড করা শুরু করুন।

মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে কি অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় সম্ভব?

আপনি চাইলেই যেকোন স্মার্টফোন বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন।

তবে খেয়াল রাখতে হবে ছবিগুলি যেন অনেক ক্লিয়ার হয়। ছবিতে যেন নয়েজ না থাকে।

ছবিগুলি যেন সাব্জেক্টিভ ও অর্থবহ হয়। এখানে ছবিটি পারফেক্ট হওয়াই মূখ্য। ছবিটি কি দিয়ে তোলা হয়েছে, তা মূখ্য না।

তবে মোবাইল দিয়ে ছবি তুললে মোবাইলটির ক্যামেরাটি যেন মোটামুটি মানের ভাল হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জন্য কি ধরনের ছবি আপলোড করতে হবে?

ছবি বিক্রি করে ইনকাম করার জন্য যেকোন ধরনের ছবি আপনি আপলোড করতে পারবেন। আপনি চাইলে আপনার নিজের ছবি, ঘরের ছবি, পাখির ছবি, ফুল, ফল সব ছব আপলোড করতে পারেন।

ছবিগুলো যাতে ক্লিয়ার ও অর্থবহ হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। অন্য যায়গা থেকে চুরি করা ছবি হওয়া যাবে না।

    শেষকথা – অনলাইনে ছবি বিক্রি করে আয়

    আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অনলাইনে ছবি তুলে সেই ছবি বিক্রি করে অনলাইনে আয় করতে পারবেন।

    তবে আপনি এমন ছবি তুলবেন। যেন সেই ছবির কথা আপনার ১ বছর পরও মনে থাকে। ছবিগুলি অনেক সুন্দর, ক্লিয়ার, অর্থবহ হতে হবে।

    দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে আপনি ধীরে ধীরে ছবি তোলাকে আপনার ক্যারিয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন।