অনলাইন পার্ট টাইম জব আপনার জন্য ইনকামের একটি অসাধারণ রাস্তা হতে পারে।
আপনি কোন প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া অনলাইন জব করে এভাবে ভালো পরিমাণ আয় করতে পারবেন।
স্টুডেন্টদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। কারণ তারা বেকার থাকে।
আপনি যদি এখন এইভাবে ইনকামের অভ্যাস গড়ে তোলেন তাহলে ভবিষ্যতে আপনার ফুলটাইম জব করে ক্যারিয়ার গড়তে সুবিধা হবে।
এছাড়া আপনি আপনার পোর্টফোলিওতে কাজের অভিজ্ঞতা হিসেবে এটাকে যুক্ত করতে পারবেন।
টেকনোলজির দিন দিন উন্নতি সাধন হওয়ার সাথে সাথে অনলাইন ইনকাম এর নানা পথ তৈরি হয়েছে। আর আমাদের উচিত এর সদ্ব্য ব্যবহার করা।
আমাদের সঠিকভাবে ও সঠিক উপায়ে ঘরে বসে পার্ট টাইম জব করে আয় শুরু করা উচিত। তাহলেই আমরা Online Part Time Job শুরু করতে পারব। দেখে নিন সেই উপায় গুলো কি কিঃ
১) সঠিক কাজ বাছাই করাঃ
চিন্তা করুন যে আপনি আসলে কোন কাজ করতে চান বা কোন কাজ আপনাকে দিয়ে হবে।
উদাহরণস্বরূপ, আপনি যদি খুব ভালো লিখতে পারেন তাহলে আপনি কন্টেন্ট রাইটার বা ব্লগার বা ফ্রিল্যান্স রাইটার হিসেবে কাজ শুরু করুন।
অথবা আপনি যদি ভালো টাইপ করতে পারেন তাহলে ডাটা এন্ট্রির কাজ শুরু করে দিতে পারেন।
২) অনলাইনে কাজের ব্যাপারে রিসার্চ করাঃ
অনেক ফ্রি অনলাইন জব আছে যা আপনি সহজেই করতে পারবেন।
এগুলি প্রথমে আপনাকে অনলাইনে রিসার্চ করে নিতে হবে। আপনি ব্লগিং, ফ্রিল্যান্সিং, অ্যাফেলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইনে প্রোডাক্ট বিক্রি ইত্যাদির মধ্যে যেকোন একটি কাজে আগ্রহী হতে পারেন।
আপনার যে অনলাইন পার্ট টাইম কাজ পছন্দ বা যেটাতে আপনার আগ্রহ আছে, সেই কাজ কিভাবে অনলাইনে শুরু করতে হয় বা কোথায় করতে হয়, সে ব্যাপারে রিসার্চ করুন।
৩) কাজে ধীরে ধীরে সময় দেওয়াঃ
আপনি যে কাজ করবেন বা করতে চান তা করা শুরু করুন।
আপনার অন্যান্য কাজের পাশাপাশি part-time online jobs করতে পারেন।
যেমন, স্টুডেন্ট হলে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন দুই থেকে চার ঘণ্টা সময় দিন।
কাজ শুরু করে দিন। প্রথম দিকে আপনার কাছে এটা কঠিন মনে হব। কিন্তু ধীরে ধীরে আপনি একটা সময় পর ইনকাম শুরু করে দিতে পারবেন।
৪) কাজের সময় ঠিক করাঃ
আপনি কখন, কত ঘন্টা ও কোন সময়ে এই কাজগুলি করতে পারবেন তার একটি নির্দিষ্ট সময় ঠিক করুন।
১৪ টি সেরা অনলাইন পার্ট টাইম জব
ঘরে বসে অনলাইনে এক্সট্রা আয় করার জন্য অনেক অনলাইন পার্ট টাইম কাজ আছে।
আপনি এই কাজিগুলি করে ফ্রি টাকা ইনকাম করতে পারেন।
এমন ১৪ টি part-time online jobs সম্পর্কে জানব। সেগুলি হলঃ
১. কন্টেন্ট রাইটার
২. এসইও এক্সপার্ট
৩. ট্রান্সলেটর
৪. সোশ্যাল মিডিয়া ম্যানেজার
৫. ডাটা এন্ট্রি এক্সপার্ট
৬. গ্রাফিক্স ডিজাইনার
৭. মুভি রিভিউ
৮. অনলাইন টিউটর
৯. ওয়েব ডেভলপার
১০. ভার্চুয়াল সহকারী
১১. টাইপিং
১২. অ্যাফিলিয়েট মার্কেটিং
১৩. অনলাইনে ছবি বিক্রি
১৪. ভিডিও এডিটর
বিস্তারিত দেখুন–
১. কন্টেন্ট রাইটার – সেরা অনলাইন পার্ট টাইম জব
আপনি যদি লেখালেখিতে অনেক ভালো হয়ে থকেন, তাহলে পার্ট টাইম এখান থেকে ইনকাম করতে পারবেন। এটি ঘরে বসে পার্ট টাইম জব করার সেরা একটি উপায়। যেভাবে লেখালেখি করে ইনকাম সম্ভব-
- কোয়ালিটি ব্লগ লিখে আপনি একটি ওয়েবসাইট খুলে সেটা থেকে এড ও এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারবেন।
- ভাল কন্টেন্ট রাইটার হলে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে লিখে একটি ভাল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। কয়েকটি ভাল প্ল্যাটফর্ম হল- Contently, Constant Content, Fiverr ইত্যাদি।
- ইবুক, পডক্যাস্ট, ক্যাপশন ইত্যাদি লিখে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আয় করতে পারবেন।
আপনার যদি লেখার হাত ভাল হয়, তাহলে আপনি উপরের যেকোন উপায়ে দিনে সামান্য কিছু সময় দিয়েই ভাল পরিমাণ ইনকাম করতে পারবেন।
এছাড়া লেখালেখির হাত খুব ভাল হলে Asprivate আইটিতে লেখালেখি করে মাসে ১৮০০০ টাকা ইনকাম করতে পারবেন। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
২. এসইও এক্সপার্ট
একজন ভালো এসইও এক্সপার্টের ডিমান্ড আকাশছোঁয়া। এর মানে হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)
একটি ওয়েবসাইটকে গুগলের সার্চের প্রথম পেজে নিয়ে আসার প্রক্রিয়াকে বলে এসইও. সাধারণত এটি দুই ধরনের। অফ পেজ ও অনপেজ।
SEO এর পাশাপাশি আপনি যদি একজন SEM, Digital marketer, keyword Research স্পেশালিষ্ট হয়ে থাকেন, তাহলে এই সেক্টর থেকে আপনি ভাল পরিমাণ ইনকাম করতে পারবেন।
Seoclerks, Guru, Freelancer ইত্যাদি মার্কেটপ্লেসে সহজেই এই কাজ পেয়ে যাবেন।
আপনি এই অনলাইন পার্ট টাইম জব করে সহজেই দিনে ৫০০ টাকা আয় করতে পারবেন।
৩. ট্রান্সলেটর – সেরা অনলাইন পার্ট টাইম জব
বিভিন্ন কোম্পানি ট্রান্সলেটর (Translator) এর কাজ দিয়ে থাকে।
এর মানে হল এক ভাষাকে আরেক ভাষায় রূপান্তর করা। সোজা কথায় অনুবাদক।
আপনার যদি দুই বা ততোধিক ভাষা জানা থাকে বা বিভিন্ন ভাষা নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে, তাহলে এইখানে আপনি ভাল কিছু করতে পারবেন।
বহুল প্রচলিত জার্মান (German), ফ্রেঞ্চ (French), স্প্যানিস(Spanish) ইত্যাদি ভাষার উপর দক্ষতা থাকলে আপনি Gengo, Unbabel, Textmaster, Upwork ইত্যাদি সাইটে এই part-time online job করে একটি ভাল পরিমাণ ইনকাম করতে পারবেন। এভাবে আপনি কমপক্ষে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে পারবেন।
৪. সোশ্যাল মিডিয়া ম্যানেজার
এই কাজের ব্যাপারে আমরা কমবেশি সবাই জানি।
আপনার যদি ফেসবুক, ইন্সট্রাগ্রাম, টুইটার ইত্যাদি সম্পর্কে ভাল জ্ঞান থাকে, তাহলে আপনি এই কাজ করতে পারবেন।
বিশেষ করে আপনার যদি ফেসবুক পেজ খোলা, পেজে পোস্ট করা, রিলস ভিডিও বানানো, রিলস ভিডিও সেট করা, ইনস্টাগ্রাম পোস্ট করা, পেজ ও পোস্ট প্রমোশন করা ইত্যাদি কাজে দক্ষতা থাকে, তাহলে আপনি এই কাজ করতে পারবেন।
Upwork, Freelancer, Guru, Fiverr ইত্যাদি প্রসিদ্ধ মার্কেটপ্লেসে এই ধরনের প্রচুর কাজ পাওয়া যায়। আপনি পার্ট টাইম অনলাইন জব সহজেই করতে পারেন।
৫. ডাটা এন্ট্রি এক্সপার্ট – সেরা অনলাইন পার্ট টাইম জব
ডাটা এন্ট্রি এমন একটি কাজ, যেখানে তেমন কোন দক্ষতার প্রয়োজন হয়না।
শুধুমাত্র আপনার টাইপিং স্পিড ভালো হলেই, আপনি এটা করে ভাল পরিমাণ আয় করতে পারবেন।
অনলাইনে ফ্রিল্যান্সিং সাইটে যেয়ে ডাটা এন্ট্রির কাজ খুঁজতে হবে। এখানে এই কাজের ছড়াছড়ি।
এছাড়া, সার্ভে, ক্যাপচা ও টাইপিং ওয়েবসাইট থেকেও এর মাধ্যমে আপনি আয় করতে পারবেন। আপনি যদি ছাত্র হয়ে থাকেন, তাহলে এই কাজ আপনার জন্য পারফেক্ট হবে।
৬. গ্রাফিক্স ডিজাইনার
দিন দিন গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা বেড়েই চলেছে। আজকাল প্রায় সকল কোম্পানীতে এই কাজের চাহিদা বাড়ছে।
গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, কভার ডিজাইন ইত্যাদি কাজ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবার, আপওয়ার্ক ইত্যাদি মার্কেটপ্লেসে প্রচুর পরিমাণ পাওয়া যায়।
আপনাকে ফ্রিল্যান্সিং কাজটি প্রথমে ভালভাবে শিখতে হবে। এর জন্য আমাদের জানতে হবে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো?
এরপর আপনি ঘরে বসে পার্ট টাইম জব আকারে এই কাজগুলি যেকোন সময় করতে পারবেন। একজন গ্রাফিক্স ডিজাইনার বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারেন।
৭. মুভি রিভিউ
আপনি যদি মুভি দেখতে পছন্দ করেন, তাহলে পার্ট টাইমে সেই মুভি সম্পর্কে লিখে ইনকাম করতে পারেন।
একজন সিনেমা সমালোচক হিসেবে কাহিনী, প্লট, অভিনয় ইত্যাদি সম্পর্কে রিভিও লিখতে পারেন।
আপনার রিভিও দেখে মানুষ সিদ্ধান্ত নিবে যে, তারা সেটি দেখতে যাবে কিনা।
এর জন্য আপনাকে একটি এই ধরনের লেখালেখির ওয়েবসাইট খুলতে হবে। এরপর সেখানে বিভিন্ন এড নেটওয়ার্কের মাধ্যমে আয় করতে পারবেন।
৮. অনলাইন টিউটর
আপনার যদি বিভিন্ন বিষয় যেমন, গণিত, ইংরেজী, ফ্রিল্যান্সিং ইত্যাদির যেকোন একটিতে ভাল জ্ঞান থাকে,
তাহলে আপনি সেই বিষয়গুলি অনলাইনের মাধ্যমে অন্যকে পড়িয়ে বা শিখিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আপনি, tutor.ocm, Indeed, linkedin ইত্যাদি ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটি করতে পারবেন।
এছাড়া নিজে একটি ওয়েবসাইট খুলে, তাতে Zoom অ্যাপ বা ভিডিও কল এর মাধ্যমে শেখাতে পারেন। আপনার শেখানো ক্লাসগুলি ভিডিও করে কোর্স আকারে বিক্রি করতে পারেন। আপনি এই কাজটি ঘরে বসে অনলাইন পার্ট টাইম জব হিসেবে করতে পারেন।
৯. ওয়েব ডেভলপার
আপনি HTML, CSS, JAVA, PHP ইত্যাদি প্রোগ্রামিং শিখে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ শুরু করে দিতে পারেন।
এছাড়া আপনি কোন প্রকার কোডিং বা প্রোগ্রামিং ছাড়া WordPress, Wix, Sqarespace ইত্যাদির মাধ্যমে ওয়েবসাইট বানানো শিখতে পারেন।
বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সহজেই ওয়েব ডেভেলপারের কাজ পেয়ে যাবেন। এই কাজের চাহিদা অনেক বেশি। আপনি এই অনলাইন পার্ট টাইম জব করে মাসে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
১০. ভার্চুয়াল সহকারী
এসইও, সোস্যাল মিডিয়া মার্কেটিং, ডাটা এন্ট্রি ইত্যাদি অনেক কাজ একসাথে পারলে আপনি ভার্টুয়াল সহকারীর কাজ করতে পারবেন।
তবে আপনার বায়ারের সাথে কমিউনিকেশন দক্ষতা অনেক ভাল হতে হবে। আর অবশ্যই ইংরেজীতে দক্ষ হতে হবে।
একজন বায়ারের কোন একটি নির্দিষ্ট সেকটরে যাবতীয় কাজের সহকারী হিসেবে কাজ করার ক্ষমতা আপনার থাকতে হবে।
এই কাজের ডিমান্ড যেমন অনেক বেশি, তেমনি আয় অনেক বেশি। এই অনলাইন পার্ট টাইম জব করে অনায়েসেই মাসে ২০ হাজার টাকা ইনকাম করা সম্ভব।
Fiverr, Upwork, Peopleperhour ইত্যাদি মার্কেটপ্লেসে এই কাজ করে আপনি আয় করতে পারবেন।
১১. টাইপিং – সেরা অনলাইন পার্ট টাইম জব
আপনি Part time এ এই কাজ করে এক্সট্রা আয় করতে পারেন। এই কাজে তেমন কোন দক্ষতার প্রয়োজন হয়না। আপনি এই কাজ করে দক্ষতা ছাড়া অনলাইনে ইনকাম করতে পারবেন। শুধুমাত্র আপনার টাইপিং স্পিড ভালো হলেই আপনি ইনকাম করতে পারবেন।
2captcha, Scribie, Lionbridge ইত্যাদি ওয়েবসাইট থেকে টাইপিং জব করে আয় করা যায়।
১২. অ্যাফিলিয়েট মার্কেটিং
এর মাধ্যমে আপনাকে অন্য কোন কোম্পানীর প্রডাক্ট বা পণ্য বিক্রি করে দিতে হবে।
তার বিনিময়ে সেই কোম্পানী থেকে কমিশন আয় করা যাবে।
অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে বিভিন্ন কোম্পানী থেকে Affiliate প্রডাক্টের লিংক সংগ্রহ করতে হবে।
এরপর সেটি Facebook, Instragram, Website, Youtube ইত্যাদিতে দিয়ে প্রমোট করতে হবে। প্রডাক্টটি বিক্রি হলে আপনি ইনকাম শুরু করে দিতে পারবেন।
Amazon, Shopify, Bluehost ইত্যাদি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। আপনি এই কাজটিও part-time হিসেবে করতে পারেন।
১৩. অনলাইনে ছবি বিক্রি
শুধুমাত্র ছবি তুলেও অনলাইনে ফ্রিতে ডলার ইনকাম শুরু করে দিতে পারেন। আপনি শুধুমাত্র পার্ট টাইম জব করে এভাবে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
মোবাইল বা যেকোন ক্যামেরা দিয়ে ছবি তুলুন। তারপর সেগুলি বিভিন্ন ফটো ওয়েবসাইটে আপলোড করুন।
এরপর সেই ছবিগুলি মানুষ কেনা শুরু করলেই আপনার ইনকাম শুরু হবে।
ছবি বিক্রি করে আয় করা যায়, এমন কয়েকটি ওয়েবসাইট হলঃ Gettyimages, Pond5, istock ইত্যাদি।
১৪. ভিডিও এডিটর
আজকাল মোবাইল দিয়েই অনেক ভাল ভিডিও এডিটিং করা সম্ভব হচ্ছে। এছাড়া আপনি কম্পিউটার দিয়েও করতে পারেন।
এই কাজ বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে অনেক পাবেন। আর এই কাজের বেশ চাহিদাও রয়েছে।
এছাড়া ভাল ভিডিও এডিটর হলে নিজেই ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
অনলাইন পার্ট টাইম জব এর সুবিধা
এভাবে একজন সহজেই তার কাজের দক্ষতা ও আয় বাড়াতে পারেন।
বিশেষ করে যারা ছাত্র তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়। দেখে নিন পার্ট টাইম কাজের সুবিধাঃ
১. কাজের অভিজ্ঞতাঃ আপনি এইভাবে কাজের মাধ্যমে আপনার অভিজ্ঞতাকে বাড়াতে পারবেন।
এটি পরবর্তীতে আপনার ফুল টাইম কাজে সুবিধা দিবে।
২. সময় ব্যবস্থাপনাঃ এখন থেকে একটি নির্দিষ্ট সময় নিয়ে কাজ করলে, এটা ভবিষ্যতে আপনার সময়ের ব্যবস্থাপনায় কাজে দিবে।
৩. আর্থিকভাবে স্বাধীনতাঃ আপনি এইভাবে কাজের ফলে আপনার হাতে এক্সট্রা খরচের টাকা থাকবে।
আপনার মধ্যে টাকা ইনকামের একটি প্রবণতা গড়ে উঠবে।
আর আপনি ছাত্র হলে আপনার পড়াশুনার খরচ, হাত খরচ, যাতায়াত, ভাড়া ইত্যাদি খরচের টাকা উঠে আসবে।
৪. নতুন নতুন কাজ শেখাঃ পার্ট টাইম কাজ করার জন্য ও টাকা ইনকামের জন্য নতুন নতুন কাজ শিখলে তা ভবিষ্যতে আপনার জন্য কাজে দিবে।
এভাবে আপনি আরো কাজ শিখে নিজেকে অনেক স্কিলফুল বা দক্ষ করে গড়ে তুলতে পারবেন।
FAQ: অনলাইন পার্ট টাইম জব
স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব গুলি কি কি?
ছাত্র অবস্থায় নানা রকম part-time কাজ করে ইনকাম করা সম্ভব। এর মধ্যে পার্ট টাইমে ব্লগিং, টাইপিং, ইউটিউবে ভিডিও বানানো, অ্যাফেলিয়েট মার্কেটিং ইত্যাদি কাজ করে বেশ ভালো পরিমাণ ইনকাম করা সম্ভব।
অনলাইনে পার্ট-টাইম জব করে কি আসলেই ইনকাম করা যায়?
আপনি অবশ্যই ঘরে বসে পার্ট টাইম জব করে ইনকাম করতে পারবেন। সবথেকে কার্যকরি online part-time jobs গুলি হল- কন্টেন্ট রাইটিং, এস ই ও এক্সপার্ট, ইউটিউব ও ফেসবুকে ভিডিও বানানো, ডাটা এন্ট্রি, ব্লগিং ইত্যাদি।
শেষকথা – অনলাইন পার্ট টাইম জব
আপনি যদি স্বাবলম্বী হতে চান, তাহলে ঘরে শুধুমাত্র বসে না থেকে অনলাইন পার্ট টাইম জব করা শুরু করে দিতে পারেন।
এটা স্টুডেন্ট অবস্থায় বা যেকোন অবস্থায় করতে পারেন।
তবে ধীরে ধীরে আপনার ইনকাম বৃদ্ধি পেলে, কাজের দক্ষতা ও অভিজ্ঞতা বেড়ে গেলে আপনি Full Time কাজ করা শুরু করে দিতে পারেন।