আপনি যদি মনে করেন অনলাইনে বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা করা সম্ভব নয়। তাহলে আপনি ভুল। আপনি ইনভেস্ট ছাড়া অনলাইন ব্যবসা করতে পারবেন।

কারণ সকল ব্যবসার ক্ষেত্রেই যে পুঁজি লাগে তা কিন্তু নয়।

শুধু প্রয়োজন হয় স্কিল ও সময়ের। আর আমরা সকলেই ফ্রি টাকা ইনকাম করতে চাই। ইনভেস্ট করে কাজ করতে আমরা মোটেও পছন্দ করিনা।

যে কেউ, যেকোন সময়ে, যেকোন বয়সে বিনা পুঁজিতে ব্যবসা করতে পারেন। এতে কোন ইনভেস্টমেন্ট এর প্রয়োজন নাই। এমন কতকগুলি ব্যবসা সম্পর্কে জেনে নিন।

আমাদের দেশে দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে।

কারণ, কাজের ক্ষেত্রের তুলনায় মানুষের সংখ্যা বেশি।

এই বেকার অবস্থায় মানুষ হীনমন্যতায় ভুগে থাকে।

তখন আমাদের উচিত কাজের বা চাকরির পেছনে না ছুটে নিজে থেকেই ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানো।

বিনা পুজিতে লাভজনক ব্যবসা

আবার অনেকে মনে করেন, ব্যবসা করতে অনেক পুঁজি লাগে। যেটা একদম ভুল ধারণা।

কারণ আপনি চাইলেই অনলাইনে বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা করে প্রতিমাসে ৩০ হাজার টাকা পর্যন্ত সহজে আয় করতে পারবেন। এমনকি এই আয়ের পরিমানটা আরো বাড়তে পারে।

অনলাইনে বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা করার উপায়

টাকা না থাকলেই ব্যবসা হবে না, এই কথা একদম সঠিক নয়। আপনার ধৈর্য, সাহস, স্কিল থাকতে হবে। তবেই আপনি সফল হতে পারবেন। আর এভাবেই সবাই সফল হয়েছেন।

কোন সফল ব্যক্তিই ব্যবসার শুরুতেই কারি কারি টাকা ইনভেস্ট করে সফল হয়নি।

সকলেই জিরো থেকে শুরু করেই সফল হয়েছেন। দেখে নেই বিনা পুঁজিতে অনলাইন ব্যবসা করার উপায়গুলির লিস্ট-

১. রাইড শেয়ারিং

২. ড্রপশিপিং

৩. নিজের দক্ষতাকে বিক্রি করে

৪. অ্যাফেলিয়েট মার্কেটিং

৫. অনলাইন কোর্স বিক্রি করে

৬. ঘটক ব্যবসা

৭. ছবি বিক্রি করে

৮. ব্লগ লিখে

৯. টিচিং করে

১০. বই বিক্রি করে

১. রাইড শেয়ারিং

এটা একটি অন্যতম পুঁজি ছাড়া অনলাইন ব্যবসা।

আপনার কাছে থাকা যেকোন মটরসাইকেল দিয়েই আপনি এই ব্যবসা শুরু করতে পারেন।

এখন অনেকেই এই পুঁজি ছাড়া অনলাইন ব্যবসা করে সংসার চালাচ্ছে। আপনি কেন চাকরির আশায় বসে থাকবেন। আপনিও এই ব্যবসা শুরু করতে পারেন।

বাংলাদেশে অনেক রাইড শেয়ারিং সার্ভিস আছে। এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা করার জন্য এদের অ্যাপে আপনাকে যুক্ত হতে হবে। আপনি অনলাইনেই যাত্রী পেয়ে যাবেন।

এরপর আপনি যাত্রীদের এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর জন্য টাকা ইনকাম করতে পারবেন।

এই বিনা পুঁজির ব্যবসা করে আপনি অনায়েসেই মাসে ৫০ হাজার টাকা আয় করতে পারবেন। কয়েকটি রাইড শেয়ারিং সার্ভিস হল-

  • Pathao Drive
  • Uber
  • Obhai ইত্যাদি।

২. ড্রপশিপিং

এটি আরো একটি অনলাইনে বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা । এই ব্যবসা করতে আপনার কোন প্রকার পণ্য থাকতে হবেনা।

এছাড়া আপনার কোন দোকান বা পণ্য পাঠানোর খরচ থাকতে হবেনা। এমনকি তা পাঠানোর ব্যবস্থাও করতে হবেনা।

আপনাকে শুধু ড্রপশিপিং ওয়েবসাইটে যেয়ে পণ্য পছন্দ করে তাদের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সেটি বিক্রি করে দিতে হবে।

আপনি যে বেশি দামে বিক্রয় করে দিলেন।

সেটা ধরেই আপনার লাভ হবে। এখানে শুধু আপনাকে তাদের পণ্য বিক্রি করে দিতে হবে। আর কিছুই করতে হবেনা।

এটি একটি ইনভেস্ট ছাড়া অনলাইন ব্যবসা। তবে আপনাকে শুধু ইন্টারনেট বিল ও প্রচারণার জন্য সামান্য কিছু ইনভেস্ট করা লাগতে পারে।

ড্রপশিপিং সেবা দেয় এমন ২টি ওয়েবসাইট হল-

  • Dropshop
  • Shopify
  • Spocket
  • SaleHoo
  • Zendrop

৩. অনলাইনে নিজের দক্ষতাকে বিক্রি করে ব্যবসা

আপনি যদি যেকোন টেকনিক্যাল কাজে অনেক দক্ষ হয়ে থাকেন।

তাহলে আপনি আপনার এই স্কিলকে কাজে লাগিয়ে বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন।

আপনি যদি টাইপিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, লোগো ডিজাইন, ফেসবুক মার্কেটিং ইত্যাদি সহজ কাজে দক্ষ হয়ে থাকেন।

তাহলে আপনি খুব সহজে আপনার স্কিলকে বিক্রি করে ইনকাম করতে পারবেন। আর এর জন্য আপনাকে Fiverr, Upwork, Peopleperhour এর মত ওয়েবসাইটে যেয়ে কাজ করতে হবে। এখানে বায়ার আপনার স্কিলকে কিনে নিয়ে কাজ করাবে।

আর বিনিময়ে আপনাকে টাকা দিবে।

আপনি এই ফ্রিল্যান্সিং ব্যবসা প্রতিমাসে কমপক্ষে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করতে পারবেন।

রিলেটেডঃ সঠিক উপায়ে ফ্রিল্যান্সিং করে আয় করার উপায়

৪. অ্যাফিলিয়েট মার্কেটিং

আপনি যদি মনে করেন, আপনি যদি বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চান, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং হল অন্যের পন্য বিক্রি করে দেওয়ার মাধ্যমে কমিশন করা।

এভাবে আপনি দিনে ১০ থেকে ২০ বার কমিশন পেলে আপনার ইনকাম হবে আকাশ ছোয়া। অনেক প্রতিষ্ঠান আছে।

যারা অ্যাফিলিয়েট সার্ভিস দেয়। যেমন- Amazon, Daraz ইত্যাদি। আপনাকে তাদের পণ্য ফেসবুক, ইউটিউব ইত্যাদি মাধ্যমে প্রচারণা করে বিক্রি করে দিতে হবে।

এর বিনিময়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এভাবে ইনভেস্ট ছাড়া ব্যবসা করে প্রতিমাসে ৫০ হাজারের বেশি টাকা ইনকাম করতে পারবেন।

৫. অনলাইন কোর্স বিক্রি করে

যদি কোন কাজে অনেক দক্ষ ও অভিজ্ঞ হয়ে থাকেন। তাহলে এর উপর অডিও ও ভিডিও কোর্স আকারে বানিয়ে একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে মানুষের কাছে বিক্রি করা শুরু করে বিনা পুঁজিতে টাকা ইনকাম করতে পারেন।

আপনি ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, এসইও, সোস্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদির উপর কোর্স বানিয়ে তা অনলাইনেই বিক্রি করতে পারেন।

এক্ষেত্রে আপনার কোর্সের কোয়ালিটি অনেক ভাল হতে হবে।

আর দাম হতে হবে নাগালের মধ্যে। তাহলেই আপনি এই কোর্স বিক্রি করে অনলাইনে বিনা পুঁজিতে ব্যবসা করে রাতারাতি অনেক টাকা ইনকাম করে নিতে পারবেন।

৬. ঘটক ব্যবসা

এটি একটি অন্যতম বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা । এছাড়া এই ব্যবসার মাধ্যমে আপনি একটি সামাজিক ভাল একটি কাজ করতে পারবেন।

ঘটক ব্যবসা করতে আজকাল কোন ঘর ভাড়া নিতে হয়না। আপনি চাইলে অনলাইনেই শুরু করে দিতে পারেন।

অনলাইনেই পাত্র পাত্রীর বায়োডাটা সংগ্রহ করে উভয়ের কাছ থেকে টাকা নিয়ে তাদের দেখার সুযোগ করে দিতে পারেন।

এভাবে যত বিয়ে করাবেন। তত আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন।

৭. ছবি বিক্রি করে – সেরা বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা

আপনি যদি একজন ভাল ফটোগ্রাফার হয়ে থাকেন। তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। 

আপনি চাইলেই ছবি তুলে ইনকাম শুরু করে দিতে পারেন।

যেকোন কিছুর ছবি তুলতে পারেন। যেমন- নিজের ঘর, ফুল, প্রাকৃতিক দৃশ্য, পাখি, নদী, আকাশ ইত্যাদি সকল কিছু।

আপনাকে এই ছবিগুলি অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে দিতে হবে। ছবি বিক্রি করে এই অনলাইনে বিনা পুঁজিতে ব্যবসা করে অনেকেই মাসে লাখ টাকা ইনকাম করছেন। 

ছবি বিক্রি করে টাকা আয় করা যায়, এমন কয়েকটি ওয়েবসাইট হল:

  • Istock
  • Getty Images
  • Pond5

রিলেটেডঃ অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়

৮. ব্লগ লিখে

অনলাইনে বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা হল ব্লগ লিখে আয় করা।

আপনি মোটামুটি ভাল যেকোন বিষয়ের উপর লিখতে পারলেই ইনকাম করতে পারবেন।

ব্লগ লেখার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম বেছে নিতে হবে।

কারণ এখানে সহজেই ব্লগ লেখা যায়। অনেক Blog লেখা হয়ে গেলে আর আপনার লেখা মানুষ পড়তে শুরু করলে।

আপনি সেই ব্লগের মাধ্যমে নানা উপায়ে আয় করতে পারবেন।

যেমন- গুগল এডসেন্স, স্পন্সরশীপ, এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি মাধ্যমে ব্লগ লিখে আয় করতে পারবেন।

তবে আপনাকে অবশ্যই ব্লগ বা আর্টিকেল লেখার নিয়ম অনুসারে ব্লগ লিখতে হবে।

এই ব্যবসা করার জন্য আপনাকে শুধুমাত্র কিছু ইন্টারনেট বিল ও ডোমেইনের বিলের জন্য ইনভেস্ট করতে হবে। যা খুবই কম

এভাবে সঠিক উপায়ে ব্লগ লেখার ব্যবসা করে প্রতি মাসে ৫০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

এছাড়া Asprivate আইটি থেকে আপনি সহজেই ব্লগ লিখে মাসে ১৮০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

৯. টিচিং করে – সেরা বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা

শুনতে খারাপ লাগলেও আজকাল টিচিং করানো একটি পুঁজি ছাড়া ব্যবসায় পরিণত হয়েছে।

আপনি যদি গণিত, বিজ্ঞান বা ইংলিশে ভাল হয়ে থাকেন। তাহলে আপনি আপনার বাড়ির গ্যারেজ বা যেকোন ঘরে ব্যাচে যেকোন ক্লাসের ছাত্র পড়ানো শুরু করতে পারেন।

শুরুর দিকে আপনাকে অনেক সংগ্রাম করতে হতে পারে। কিন্তু আপনি ধীরে ধীরে ছাত্র পড়ানোর মাধ্যমে এই বিনা পুঁজিতে ব্যবসা করে মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করতে পারবেন।

১০. বই বিক্রি করে

ইনভেস্ট ছাড়া লাভজনক ব্যবসা হল বই বিক্রি করে আয়। তাও আবার নিজের লেখা বই। আপনি যদি খুব ভাল লিখতে পারেন।

যেমন গল্প, উপন্যাস, কবিতা তাহলে সেগুলি বই আকারে লিখে অনলাইনে পাবলিশ করে ইনকাম করতে পারবেন।

এই রকম অনেক অনেক ওয়েবসাইট আছে, যেখানে বই বিক্রি করে ইনকাম করা যায়।

ওয়েবসাইটগুলি হলঃ

Amazon Kindle

Gumroad

Kobo

Goolgle Play Books

Storytel

এখানে ই বুক আকারে বই লিখে পাবলিশ করতে হবে। আপনার বই যত বিক্রি হবে।

আপনি তত এখান থেকে টাকা উঠাতে পারবেন। এভাবে অনলাইনে বিনা পুঁজিতে ব্যবসা করে প্রতিমাসে ৪০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

উপসংহার – বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা

আপনি যদি মনে করেন, আপনি ব্যবসা করে ভাল একটা ইনকাম করতে চান।

তাহলে আপনার যে শুধু অনেক অনেক পুঁজি থাকতে হবে। এমন কিন্তু মোটেও নয়। ব্যবসা করার জন্য আপনার থাকতে হবে স্কিল।

আর আপনাকে ব্যবসাতে সময় দিতে হবে। কোন প্রকার ধৈর্যহারা হওয়া যাবেনা। 

আর আপনার থাকতে হবে প্রচুর একাগ্রতা ও পরিশ্রমী মানসিকতা। তবেই আপনি ভালো পরিমাণ বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা করে টাকা ইনকাম করতে পারবেন।