মেয়েদের ঘরে বসে আয় করা অনেক জরুরি একটি বিষয়। কেননা পুরুষের পাশাপাশি প্রায় সকল নারী স্বাবলম্বী হতে চান।

কিন্তু বেশীরভাগ মেয়েরা বাইরে যেয়ে কাজ করার সুযোগ পাননা বা সংসার সামলাতে যেয়ে বাইরে কাজ করতে পারেননা।

তবে মেয়েরাও ঘরে বসে একটি ভালো পরিমাণ টাকা অনলাইনে কাজ করে ইনকাম করতে পারেন।

মেয়েরা এখন নানা সেক্টরে কাজ করে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়ে ঘরে বসে উপার্জন করছেন।

একজন মেয়ের বাইরে যেয়ে কাজ করা কিছুটা কঠিন হতে পারে। কেননা তার জন্য সংসার ও ছেলেমেয়ে সামলিয়ে বাইরে কাজ করা বেশ কষ্ঠসাধ্য।

এছাড়া মেয়েরা বাইরে কাজ করতে সামাজিকভাবে অনেক প্রতিবন্ধকতার স্বীকার হয়ে থাকে। তাই মেয়েরা ঘরে বসে পার্ট টাইম অনলাইনে কাজ করে ইনকাম করতে পারেন।

মেয়েদের ঘরে বসে আয়

শুরুর দিকে একজন মেয়ে, দক্ষতা ছাড়া ইনকাম করা যায় ,এমন কাজ করতে পারেন।

কিন্তু ধীরে ধীরে তিনি তার দক্ষতা বাড়িয়ে অনলাইনে ফুল টাইম কাজ করে একটি ভালো পরিমাণের টাকা ইনকাম করে নিতে পারেন।

মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

বর্তমানে মেয়েদের ঘরে বসে কাজ করে ইনকাম করার নানা ধরনের সুযোগ সৃষ্টি হয়েছে।

অনেক মেয়েরাই এখন অনলাইনে বিভিন্ন কাজ করে নিজের পায়ে দাঁড়াচ্ছেন। আমরা এই ব্লগে মেয়েদের ঘরে বসে আয় করা যায়, এমন ১২টি কাজ সম্পর্কে জানব।

এই কাজগুলি সম্পর্কে অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর মেয়েদের ঘরে বসে ইনকাম করার উপায় সম্পর্কে জেনে নিন।

মেয়েরা যেসকল কাজ করে ঘরে বসে ইনকাম করতে পারবেন, সেগুলি হল-

১. সার্ভে কাজ করে

২. ডাটা এন্ট্রি করে

৩. টি শার্ট ডিজাইন করে

৪. লেখালেখি করে

৫. টাইপিং করে

৬. সোশ্যাল মিডিয়া ম্যানেজার

৭. ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট

৮. ওয়েব ডিজাইন করে

৯. ফেসবুকে পণ্য বিক্রি করে

১০. নিজের একটি ইউটিউব চ্যানেল খুলে

১১. অনলাইনে ছবি বিক্রি করে

১২. নিজের একটি ব্লগ সাইট তৈরি করে

১. সার্ভে কাজ করে

অনলাইনে কাজ করে ইনকাম করার অনেক সহজ একটি মাধ্যম হল অনলাইনে সার্ভে কাজ করে আয় করা।

বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তাদের পণ্যের বিষয়ে মতামত পেতে চায়। তারা জানতে চায়,ভোক্তা তাদের পণ্য ব্যবহার করে কেমন অনুভব করছেন বা তারা সন্তুষ্ঠ কিনা।

এই কাজটি তারা সার্ভের মাধ্যমে করে থাকে। মেয়েদের ঘরে বসে আয় করার একটি অন্যতম মাধ্যম হতে পারে, সার্ভে জব করে আয়।

সার্ভে করে ইনকাম করার জন্য সার্ভে ওয়েবসাইটগুলিতে একাউন্ট খুলতে হবে ও প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

এই কাজটি মেয়েরা ঘরে বসে মোবাইল দিয়েই করতে পারবেন। তবে সার্ভে করে আয় করার জন্য আসল সাইট খুঁজে নিতে হবে এবং একদম সঠিক উত্তর দিতে হবে।

এই ধরনের সার্ভে কাজ করে প্রতিদিন ৫ ডলার থেকে ১০ ডলার পর্যন্ত রিয়েল টাকা ইনকাম করা সম্ভব। সার্ভে করে ইনকাম করার সেরা কয়েকটি সাইট হল-

২. ডাটা এন্ট্রি করে – মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

ডাটা এন্ট্রি কাজ সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি। এই কাজটি মেয়েরা ঘরে বসে অনায়েসেই করতে পারবেন।

এটি মূলতে টাইপিং এর একটি কাজ। আপনি যদি টাইপ করতে পারেন,তবেই ডাটা এন্ট্রি করতে পারবেন।

এই কাজটি মেয়েরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে করতে পারবেন। কিছু ডাটা এন্ট্রির কাজ করতে একদমই দক্ষতার প্রয়োজন হয়না।

যেমন ক্যাপচা এন্ট্রির কাজ। আবার কিছু কাজে কিছুটা দক্ষতার প্রয়োজন আছে। এই কাজগুলি করতে Ms word, Ms excel, Google Sheets, Google Docs ইত্যাদি অ্যাপের ব্যবহার জানতে হয়।

মেয়েরা ঘরে বসে অনেক ধরনের ডাটা এন্ট্রি কাজ করে ইনকাম করতে পারেন। কয়েকটি ডাটা এন্ট্রি কাজ হলঃ ফর্ম পূরণ, সার্ভে, কপিপেস্ট, ক্যাপচা এন্ট্রি, ক্যাপশন লেখা, ছবি দেখে লেখা, অডিও শুনে লেখা, প্রুফ রিডিং ইত্যাদি।

ডাটা এন্ট্রির কাজ করে মাসে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। তবে ভালো ইনকামের জন্য আপনার দক্ষতা বাড়াতে হবে ও এখানে সময় দিতে হবে।

ডাটা এন্ট্রির কাজ করার জন্য, ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায় এমন সাইটে যুক্ত হতে হবে ও কাজ খুঁজতে হবে। কয়েকটি ডাটা এন্ট্রি করে ইনকাম সাইট হল-

  • Fiverr
  • Upwork
  • Freelancer
  • Guru
  • Peopleperhour

রিলেটেডঃ ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করার ১৩টি ওয়েবসাইট

৩. টি শার্ট ডিজাইন করে

মেয়েরা ঘরে বসে তাদের অবসর সময়ে অনলাইনে টি শার্ট ডিজাইন করে ইনকাম করতে পারেন। এটি মেয়েদের ঘরে বসে আয় করার অন্যতম সেরা উপায়।

অনেক অনলাইন সাইটে এইভাবে টি শার্ট ডিজাইন করে অর্থ উপার্জন করা যায়। এই ডিজাইন করতে কোন প্রকার গ্রাফিক ডিজাইন দক্ষতার প্রয়োজন হয়না।

এই সকল সাইটের বিভিন্ন অপশন থেকে এভাবে টি শার্ট ডিজাইন করে বেশ ভালো পরিমাণ টাকা আয় করা যায়।

মেয়েরা পার্ট টাইমে এই সকল সাইট থেকে কোন প্রকার ইনভেস্ট ছাড়াই আয় করতে পারেন। টি শার্ট ডিজাইন করে আয় করা যায় এমন কয়েকটি ওয়েবসাইট হল-

  • Printful
  • Threadless
  • Spreadshirt
  • Printify

৪. লেখালেখি করে

লেখালেখি করে আয় মেয়েদের ঘরে বসে আয় করার একটি অন্যতম উপায়। লেখালেখি করার দক্ষতা অনেক মেয়েদেরই আছে।

বিভিন্ন বিষয়ে অনলাইনে লিখে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়। অনলাইনে এমন অনেক ওয়েবসাইটে ব্লগ বা আর্টিকেল লিখে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়।

তবে লেখালেখি করে ইনকাম করার জন্য আপনাকে আর্টিকেল লেখার নিয়ম সঠিকভাবে শিখতে হবে।

Asprivate আইটিতে আর্টিকেল লিখে মেয়েরা মাসে ১৮ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন।

এছাড়াও আরো অনেক সাইটে আর্টিকেল বা ব্লগ লিখে আয় করা যায়। এই সকল সাইট থেকে ইনকাম করার জন্য প্রথমে তাদের ওয়েবসাইটে যুক্ত হতে হয়।

এরপর তাদের নির্দেশনা অনুযায়ী লিখে ইনকাম করতে হয়। অনেক মেয়েরাই এখন লেখালেখি করার ওয়েবসাইট থেকে ইনকাম করে স্বাবলম্বী হয়েছেন।

লেখালেখি করে ইনকাম করার কয়েকটি ভালো ওয়েবসাইট হল-

৫. টাইপিং করে – মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

মেয়েরা ঘরে বসে শুধুমাত্র টাইপ করে ইনকাম করতে পারেন। এই টাইপের কাজটি তারা তাদের মোবাইল বা কম্পিউটার দিয়ে করে আয় করতে পারবেন।

মেয়েরা অনলাইনে ২-৫ ঘন্টা শুধুমাত্র টাইপিং কাজ করে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করে নিতে পারেন।

টাইপিং এর কাজগুলিতে সাধারণত দেখে দেখে টাইপ করা, ক্যাপচা টাইপ করা, অডিও শুনে টাইপ করা, ডিডিও দেখে টাইপ করা, লিস্ট টাইপ ইত্যাদি সহজ কাজ করা হয়।

টাইপিং করে আয় করতে তেমন কোন দক্ষতার প্রয়োজন হয়না। বিভিন্ন ওয়েবসাইটে
মেয়েরা টাইপ করে ফ্রি টাকা ইনকাম করতে পারে। এদের মধ্যে সেরা সাইটগুলি হল-

  • Scribie 
  • 2Captcha
  • Rev
  • Truelancer

৬. সোশ্যাল মিডিয়া ম্যানেজার

বর্তমানে যেকোন ব্যবসাতে সোশ্যাল মিডিয়া অনেক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ব্রান্ডের প্রচারণা করা অনেক সহজলভ্য।

তাই এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজটির চাহিদাও দিন দিন বাড়ছে।
মেয়েরা চাইলেই এই পেশায় খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

সোস্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট শেয়ার,পোস্ট রাইটিং, কন্টেন্ট তৈরি,রিল বানানো, পোস্ট বুস্টিং, পোস্ট প্রমোশন ইত্যাদি কাজে পারদর্শী হতে হয়।

এইকাজগুলি খুব বেশি কঠিন না। সোশ্যাল মিডিয়া ম্যানেজার এর কাজ করে ইনকাম করার জন্য অনেক সাইট রয়েছে। এর মধ্যে কয়েকটি ভালো সাইট হল-

  • Guru
  • Fiverr
  • Upwork
  • Linkedin

৭. ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট

মেয়েদের ঘরে বসে আয় করার একটি সেরা অনলাইন পেশা হল ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট।

একজন মেয়ে যদি অনলাইনে সহজ কাজ, যেমন- ইমেইল পাঠানো, পোস্ট আপডেট করা, ওয়েবসাইটে পোস্ট সেট করা, ছবি বানানো, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি
কাজে পারদর্শী হয়ে থাকেন।

তাহলে তিনি বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে ভার্চুয়াল অ্যাসিস্টেন্টের কাজ করে ইনকাম করতে পারবেন।

এই কাজগুলির বেশিরভাগই মোবাইল দিয়ে করা যায়। আর এই কাজগুলির মেয়াদকাল অনেক বেশি হয়ে থাকে।

ভার্চুয়াল অ্যাসিস্টেন্টের কাজ করে একজন মেয়ে দিনে ২-৩ ঘন্টা সময় দিয়েই অনায়েসেই মাসে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারেন। ভার্চুয়াল অ্যাসিস্টেন্টের কাজ করে ইনকাম করা যায়, এমন কয়েকটি সাইট হল-

Upwrok 
Peopleperhour
Indeed
Toptal

৮. ওয়েব ডিজাইন করে

বর্তমানে ওয়েব ডিজাইন করা বা ওয়েবসাইট ডিজাইন করা অনেক সহজ হয়ে গেছে। এখন মেয়েরা ঘরে বসেই কোন প্রকার কোডিং ছাড়াই ওয়েবসাইট বানাতে পারবেন।

একজন মেয়ে WordPress, Wix, Squarespace ইত্যাদি প্ল্যাটফর্ম ব্যবহার
করে সহজেই একটি ওয়েবসাইট বানাতে পারবেন বা ওয়েব ডিজাইন করতে পারবেন।

এই সকল প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়েব ডিজাইন করার উপায় ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায়।

বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইন কাজের ব্যাপক চাহিদা। আর এই কাজ করে পারিশ্রমিক অনেক বেশি পাওয়া যায়।

মেয়েরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে সহজেই ওয়েব ডিজাইনের কাজ করে মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

ওয়েব ডিজাইন করে ইনকাম করা যায়,এমন কয়েকটি ওয়েবসাইট হল-

৯. ফেসবুকে পণ্য বিক্রি করে – মেয়েদের ঘরে বসে আয় করার উপায় 

সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করে এখন অনেক মেয়েরাই ব্যবসা করে প্রতিমাসে বেশ ভালো পরমাণ টাকা ইনকাম করছেন।

ফেসবুকের মাধ্যমে জামা কাপড়, খেলনা, প্রসাধনী সামগ্রী ইত্যাদি বিক্রি করা অনেক সহজ।

মেয়েরা ঘরে বসে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি ফেসবুক পেজ খুলে তাতে পণ্যের ছবি আপলোড করে প্রমোশন বা লাইভ এর মাধ্যমে সহজেই পণ্য বিক্রি করতে পারেন।

এভাবে ব্যবসা করতে খুব বেশি পরিমাণ ইনভেস্ট করতে হয়না। আবার ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পণ্য পৌঁছে দিলে, একজন ভোক্তা সহজেই বিশ্বাস করে পণ্যটি ক্রয় করে থাকে।

এভাবে ফেসবুকে পণ্য বিক্রি করে ইনকাম করা একজন মেয়ের জন্য অনেক যুগোপযোগী একটি আয়ের মাধ্যম হতে পারে।

১০. নিজের একটি ইউটিউব চ্যানেল খুলে

আজকাল ইউটিউবকে অনেক মেয়ারাই পেশা হিসেবে নিয়েছেন। এটি মেয়েদের ঘরে বসে আয় করার একটি অন্যতম মাধ্যম।

ইউটিউবে যেকোন ধরনের কন্টেন্ট বানিয়ে ইনকাম করা যায়। একজন মেয়ে রান্না, ছবি আঁকা, ডেইলি লাইফস্টাইল, টেক ইত্যাদি বিষয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন।

আজকাল ভিডিও বানানো অনেক সহজ হয়ে গেছে। এখন হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায়।

আর মোবাইলেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করা যায়। ইউটিউববে নিজের ভিডিওত আপলোড করে গুগল অ্যাডসেন্স , অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সর অ্যাড ইত্যাদি মাধ্যমে প্রতিমাসে লাখ টাকা ইনকাম করা যায়। তাই মেয়েরা ঘরে ইনকাম করার জন্য ইউটিউবকে বেছে নিতে পারেন।

১১. অনলাইনে ছবি বিক্রি করে – মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

এখন মেয়েরা তাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে তা অনলাইনে বিক্রি করার মাধ্যমে আয় করতে পারেন।

ছবি বিক্রি করে ইনকাম করার জন্য অনলাইনে ছবি বিক্রির ওয়েবসাইটে যুক্ত হতে হবে।

এরপর সেই সকল ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী মোবাইল দিয়ে তোলা ছবি সাইটে আপলোড করতে হবে।

যখন কোন ব্যক্তি সেই ওয়েবসাইট থেকে ছবিটি ডাউনলোড করবে, তখন প্রতি ছবি ডাউনলোডে একটি ইনকাম হবে।

এভাবে যত বেশি ছবি ডাউনলোড হবে,তত বেশি ইনকাম হবে।

ছবি বিক্রির সাইটে একজন মেয়ে যুক্ত হয়ে ৩-৪ মাস পর্যন্ত মান সম্মত ছবি দিয়ে দিনে ১০০০ টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার কয়েকটি ওয়েবসাইট হল-

  • Istock
  • 500px
  • Unsplash
  • Getty Images

রিলেটেডঃ অনলাইনে ছবি বিক্রি করে আয় করার সহজ উপায়

১২. নিজের একটি ব্লগ সাইট তৈরি করে

মেয়েদের ঘরে বসে আয় করার একটি জনপ্রিয় মাধ্যম হল ব্লগিং করে ইনকাম। ব্লগিং করে ইনকাম করার জন্য প্রথমে একটি ব্লগ ওয়েবসাইট খুলতে হবে।

ওয়েবসাইটটি WordPress অথবা Blogger এ খুলতে হবে। ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখে ব্লগ ওয়েবসাইট খোলা যায়।

এরপর সেই ওয়েবসাইটে প্রতিদিন ব্লগ পোস্ট করতে হবে। এক্ষেত্রে ব্লগগুলি অবশ্যই এসইও ফ্রেন্ডলি করে লিখতে হবে।

এভাবে প্রথম ২ মাসে অন্তত ৬০টি ব্লগ বা আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল গুলি আপনি বাংলা বা ইংরেজী যেকোন ভাষাতে লিখতে পারেন।

ব্লগ ওয়েবসাইট থেকে যখন ভিজিটর আসা শুরু হবে, তখন সেই সাইটে গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশিপ ইত্যাদি মাধ্যমে ইনকাম করা যাবে।

ব্লগ ওয়েবসাইট প্রথমদিকে দাঁড় করাতে কিছুটা সময় লাগলেও, ৬ মাস পর থেকে একজন মেয়ে ব্লগ ওয়েবসাইট থেকে মাসে ৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

আর তখন প্রতি সপ্তাহে একটি করে ব্লগ লিখলেও ইনকাম কমে যাবেনা। সেক্ষেত্রে পরিশ্রম অনেকটাই কমে যাবে।

শেষকথা – মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

এই ব্লগ পড়ে আমরা জানলাম, একজন মেয়ে ঘরে বসে নানা উপায়ে অনলাইন থেকে ইনকাম করতে পারেন।

এই উপায়গুলির মধ্যে মেয়েরা তাদের পছন্দমত যেকোন উপায় বেছে নিতে পারেন।

ছেলেদের পাশাপাশি যদি মেয়েরাও ইনকাম শুরু করেন, তাহলে আর্থিক ভাবে তারা স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি পরিবারেও আর্থিক স্বচ্ছলতা ফিরাতে পারবেন।

তাই সকল মেয়েরা এখানে দেখানো ইনকাম করার উপায়গুলি চেষ্টা করে দেখতে পারেন।