বর্তমানে আমরা অনেকেই অনলাইন জব করতে চাই। আপনি কোন প্রকার বিনিয়োগ ছাড়া বা ইনভেস্ট ছাড়া অনলাইনে কাজ করে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
অনেকেই আছেন, যারা এভাবে ফুল টাইম কাজ করে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করছেন। আর এটাকে নিজের পেশা হিসেবে নিয়েছেন।
অনলাইনের বিভিন্ন কাজ রয়েছে। যেমনঃ ডাটা এন্ট্রি, ট্রান্সক্রিপশন, প্রুফ রিডিং, ভার্টুয়াল এসিস্টেন্ট, অনলাইন টিউশনি, ফ্রিল্যান্স রাইটিং, ব্লগিং ইত্যাদি।
আপনার স্কিল বা দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি সহজেই অনলাইন থেকে একটি প্যাসিভ ইনকাম করতে পারবেন।
যেসকল সাইটে ইনভেস্ট করে আয় করতে হয়, সেসকল সাইট থেকে দূরে থাকাই ভালো।
কারণ এই সকল সাইট বেশির ভাগ স্ক্যাম সাইট হয়ে থাকে। তাই চেষ্টা করুন বিনিয়োগ ছাড়া করা যায়, এমন সাইটে কাজ করতে।
আমরা মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে যেয়ে যেসকল কাজ ঘরে বসে করে থাকি, তাদেরকে Online Job বলে।
আর এই কাজের বিনিময়ে আমরা টাকা ইনকাম করে থাকি ও বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে আমরা সেটি হাতে পেয়ে থাকি।
অনেকেই অনলাইনে Job করে মাসে ৩০ হাজার টাকা ইনকাম করছেন। আপনিও মাসে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তবে এর জন্য আপনাকে আগে ভালোভাবে কাজ শিখতে হবে।
ফ্রি অনলাইন জব সমূহ
আমরা এমন ১৮টি ফ্রি অনলাইন Job সম্পর্কে জানব, যেগুলি ছেলে ও মেয়ে উভয়েই করতে পারবেন। আর এই জব গুলি করে রিয়েল টাকা ইনকাম করা সম্ভব। এই জবগুলি আপনি ঘরে বসে ফুল টাইম অথবা অনলাইন পার্ট টাইম জব হিসেবে করতে পারবেন। জবগুলি হল-
১. সোস্যাল মিডিয়া ম্যানেজার
২. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
৩. ভিডিও এডিটিং
৪. ভার্চুয়াল সহকারী
৫. ব্লগিং
৬. ফ্রিল্যান্স রাইটিং
৭. ওয়েব ডিজাইন
৮. গ্রাফিক্স ডিজাইন
৯. অনলাইন টিউশন
১০. অনলাইন চ্যাট সাপোর্ট
১১. প্রুফ রিডিং
১২. ড্রপশিপিং
১৩. ট্রান্সক্রিপশনিস্ট
১৪. অনলাইন সার্ভে
১৫. ডাটা এন্ট্রি
১৬. টেস্টিং অ্যাপ ও ওয়েবসাইট
১৭. অ্যাফিলিয়েট মার্কেটিং
১৮. অনলাইন টাইপিং
বিস্তারিত দেখুন-
১. সোস্যাল মিডিয়া ম্যানেজার
অনলাইনে টাকা ইনকাম করার জন্য এই কাজটি খুবই সহজ।
আপনি যদি বিভিন্ন সোস্যাল মিডিয়া একাউন্ট খুব ভালোভাবে বোঝেন ও চলাতে পারেন, তাহলে এই কাজটি করতে পারবেন।
অনেক বড় বড় প্রতিষ্ঠান তাদের ব্যবসার প্রসারের জন্য সোস্যাল মিডিয়ায় তাদের আপডেট দেয় ও প্রমোশন করে।
কিন্তু তারা তা নিজে না করে, অন্যকে দিয়ে করিয়ে নেয়।
আপনি ফেসবুক পেজ তৈরি, পোস্ট সেট, Boosting, Promotion, Reels তৈরি, Facebook ads দেওয়া ইত্যাদি কাজ করে আয় করতে পারেন।
আর কাজগুলি আপনি সহজেই বিভিন্ন ফিল্যান্সিং মার্কেটপ্লেসে করতে পারবেন। বিভিন্ন বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট থেকেও আপনি এই কাজটি করতে পারবেন।
২. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
এটিও খুবই জনপ্রিয় ও প্রয়োজনীয় একটি ফ্রি অনলাইন জব।
এই কাজের চাহিদা কোনদিনও শেষ হবেনা।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে একটি ওয়েবসাইটকে গুগল সার্চের প্রথম দিকে নিয়ে আসা হয়।
যার ফলে তখন সেই সাইটে অনেক অনেক ভিজিটর হয়। এই কাজকে সংক্ষেপে এসইও বলে।
আপনি যদি এই কাজে খুবই পারদর্শী হয়ে থাকেন, তাহলে আপনাকে বসে থাকতে হবেনা।
এই কাজটি আপনি Upwork, Freelancer, Guru, SeoClerks ইত্যাদি অনলাইন জব সাইটে খুব সহজেই পেয়ে যাবেন। আপনি এই কাজটি করে অনায়েসেই মাসে ৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
৩. ভিডিও এডিটিং
অনলাইনে ভালভাবে নিজের ক্যারিয়ার গড়তে এই কাজটি করতে পারেন।
মোবাইল ও কম্পিউটার উভয় দিয়েই ভালো মানের ভিডিও এডিটিং করা সম্ভব।
৪. ভার্টুয়াল সহকারী
যেকোন ব্যবসা প্রতিষ্ঠানের ছোট ছোট কাজ করে বায়ারকে সহযোগীতা করার কাজ হল ভার্টুয়াল অ্যাসিস্টেন্টের কাজ।
আপনি কোন একটি বড় কোম্পানির কাজ ঘরে বসেই এভাবে করে দিতে পারছেন।
এই কাজের মধ্যে যেকাজগুলি সবথেকে বেশি করতে হয়, তা হল-
- ইমেইল পাঠানো
- ডাটা এন্ট্রি
- সোস্যাল মিডিয়া ম্যানেজার
- ওয়েবসাইট ম্যানেজমেন্ট ইত্যাদি
সাধারণত এই কাজ People per hour, Fiverr, Upwork ইত্যাদি সাইটে পাওয়া যায়। এই কাজ করে আপনি খুব সহজেই দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
৫. ব্লগিং – সেরা অনলাইন জব
অনলাইনে প্যাসিভ ইনকাম করার জন্য ব্লগ লেখার বিকল্প নেই। এই পেশা হাজার হাজার মানুষ নিজের ক্যারিয়ার হিসেবে নিয়েছেন। আপনি যদি ফ্রিতে ডলার ইনকাম করতে চান, তাহলে ব্লগিং করতে পারেন।
আপনি যদি সঠিক উপায়ে ব্লগ ওয়েবসাইট খুলে থাকেন, তাহলে সেই সাইট থেকে এক সময় প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
তবে ব্লগ লেখাতেও অনেক টেকনিক অবলম্বন করতে হয়। আর এখানে আপনাকে খুব ধৈর্য্যশীল হতে হয়।
আপনি লেগে থাকলে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে একটি বড় সাফল্য অর্জন করবেন।
আপনি যদি খুব ভালো ব্লগ লিখতে পারেন, তাহলে আপনি Asprivate আইটিতে ব্লগ লিখে মাসে ১৮ হাজার টাকা আয় করতে পারবেন।
৬. ফ্রিল্যান্স রাইটিং
আপনি লেখালেখিতে ভালো হলে ফ্রিল্যান্স রাইটিং হতে পারে আপনার জন্য সেরা রিয়েল অনলাইন জব।
শুধুমাত্র লিখে ইন্সট্যান্ট আয় করতে পারবেন। ফ্রিল্যান্সিং সাইটে রাইটিং এর কাজ পাওয়া যায়।
যেমনঃ ফাইবার, আপওয়ার্ক, পিওপাল পার আওয়ার ইত্যাদি সাইটে এই কাজের প্রচুর কদর রয়েছে।
ওয়েব পেজ, ব্লগ পোস্ট, নিউজপেপার আর্টিকেল, ভিডিও স্ক্রিপ্ট, ইমেইল ইত্যাদি লেখালখির কাজ রয়েছে।
অনেক ফ্রিল্যান্সার এই কাজকে ফুল টাইম কাজ হিসেবে নিয়েছেন।
রিলেটেডঃ ব্লগ লিখে সহজেই আয় করার উপায়
৭. ওয়েব ডিজাইন – সেরা অনলাইন জব
আপনি কোন কোডিং করা ছাড়াই ওয়েব ডিজাইনের কাজ করে অনলাইন থেকে বেশ বড় ধরনের টাকা আয় করতে পারেন।
এক্ষেত্রে আপনাকে CMS (WordPress, Drupal) ইত্যাদি) ও ওয়েবসাইট বিল্ডার্স (Wix, Squarespace, Webflow) এর মাধ্যমে ওয়েবসাইট বানানো শিখতে হবে।
এভাবে ওয়েবসাইট বানানো অনেক সহজ। এই কাজ করে আপনি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। ফাইবার মার্কেটপ্লেসে এই কাজের প্রচুর ডিমান্ড।
একটি ৫ থেকে ১০ পেজের ওয়েবসাইট বানিয়ে আপনি ১৫০ ডলার থেকে ১০০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
রিলেটেডঃ মাত্র ১৫ মিনিটে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট খোলার নিয়ম
৮. গ্রাফিক্স ডিজাইন
এই কাজের চাহিদা কোনদিনও শেষ হবেনা। আপনি নানা ধরনের অনলাইন টুলস ও সফটওয়ার ব্যবহার করে এই সহজ অনলাইন জব করতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইনের মধ্যে রয়েছে লোগো ডিজাইন, কার্ড ডিজাইন, ওয়েবসাইট মোকআপ, গেম ডিজাইন ইত্যাদি কাজ।
এই কাজ করে আপনি সহজেই দিনে ১০০০ টাকা আয় করতে পারবেন।
তবে আপনাকে একজন দক্ষ ডিজাইনার হতে হবে। 99designs, Dribbble, Upwork ইত্যাদিতে এই কাজ প্রচুর পাওয়া যায়।
৯. অনলাইন টিউশনি
আপনি যদি ইংরেজী, গণিত, ফ্রিল্যান্সিং কাজ ইত্যাদিতে ভালো হয়ে থাকে, তাহলে আপনি অনলাইনেই ছাত্র পড়িয়ে ইনকাম করতে পারবেন।
এছাড়া ভিডিও লেসন আকারে পড়িয়ে আয় করতে পারবেন।
অনলাইনে ভিডিও কল, চ্যাট ইত্যাদির মাধ্যমে ছাত্রদের সাথে সংযোগ স্থাপণ করা যায়। এইভাবে জব করে ইনকাম করার সেরা কয়েকটি অনলাইন জব সাইট হল- Tutor, Outschool, Education First ইত্যাদি।
১০. অনলাইন চ্যাট সাপোর্ট
অনলাইনে বিভিন্ন কোম্পানীর সমস্যা চ্যাটের মাধ্যমে সমাধান করার জব হল এটি।
এখানে আপনি একজন এজেন্ট হিসেবে বেশ ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।
Indeed, Upwork ইত্যাদি সাইটে এই কাজ করতে পারেন। এখানে সরাসরি চ্যাট বা ম্যাসেজ পাঠানো ছাড়াও ভিডিও কলে কথা বলতে হয়।
১১. প্রুফ রিডিং (Proofreading)
বিভিন্ন ওয়েব কন্টেন্ট এর ভুল বানান ঠিক করা, গ্রামাটিক্যালি ভুল ঠিক ইত্যাদি কাজ করাকে প্রুফ রিডিং এর কাজ বলে।
Flexjobs, Upwork, Guru ইত্যাদি সাইটে এই কাজ পাওয়া যায়।
এটি করার জন্য আপনাকে অনেক মনোযোগী হতে হবে।
আর আপনার এই কাজে দক্ষতা থাকতে হবে। এই জব করে আপনি ভাল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
১২. ড্রপশিপিং
অনেক জনপ্রিয় ও লাভজনক একটি কাজ।
এই কাজে আপনাকে যেকোন পণ্যের প্রোমোশন করে তা একটি নির্দিষ্ট দামে বিক্রি করে ইনকাম করা হয়।
এক্ষেত্রে আপনার কোন প্রকার পণ্য সরবরাহের খরচ নিতে হয়না।
এমনকি আপনার নিজের পণ্যও হতে হয়না।
আপনাকে ড্রপশিপিং ওয়েবসাইটে যেয়ে পণ্য পছন্দ করে বিক্রি করে দিতে হয়। জনপ্রিয় ড্রপশিপিং ওয়েবসাইট হল- Shopify.com.
১৩. ট্রান্সক্রিপশনিস্ট
এটা এক ধরনের অনলাইন টাইপিং জব। এখানে আপনাকে কোন ভিডিও দেখে বা অডিও শুনে লিখতে হয়।
এই কাজ করতে দক্ষতার প্রয়োজন আছে। এটা করে আপনি এক্সট্রা আয় করতে পারবেন।
অনেক জনপ্রিয় ও নির্ভরযোগ্য এই কাজটি আপনি Scribie, Transcribeme, Gotranscript ইত্যাদি অনলাইন জব সাইট থেকে করতে পারবেন।
১৪. অনলাইন সার্ভে
সার্ভের কাজ করতে তেমন কোন দক্ষতার প্রয়োজন হয়না।
এখানে আপনাকে বিভিন্ন ফর্ম দেওয়া হয়, আপনার কাজ হল উত্তর দিয়ে তা পূরণ করা।
বিভিন্ন ওয়েবসাইটে এই কাজ করে অর্থ উপার্জন করা যায়।
Swagbucks, Toluna, ইত্যাদি ওয়েবসাইটে আপনি এই কাজ করতে পারেন। এই ওয়েবসাইটগুলিতে আপনি গেম খেলে, এড দেখে, ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন।
১৫. ডাটা এন্ট্রি – সেরা অনলাইন জব
এটি বেশ জনপ্রিয় একটি কাজ। কারণ এই কাজ করতে তেমন কোন দক্ষতার প্রয়োজন হয়না।
আপনার যদি বেসিক কম্পিউটার জ্ঞান থাকে, আর আপনার টাইপিং স্পিড যদি ভালো হয়। তাহলে আপনি এই কাজ করে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন।
বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি কাজ আছে। যেমন- কপিপেস্ট জব, ডাটা মাইনিং, ডাটা স্ক্রাপিং ইত্যাদি।
আর ডাটা এন্ট্রি করে আয় করার অনেক অনলাইন জব ওয়েবসাইট আছে। যেমন- Fiverr, People per hour, Valuecoders, Upwork ইত্যাদি।
১৬. টেস্টিং অ্যাপ ও ওয়েবসাইট
বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অ্যাপ বা ওয়েবসাইট লাইভ (Live) করার আগে এর ভুল ত্রুটি (Errors) বের করার কাজ দেয়।
আপনাকে তাদের অ্যাপ বা ওয়েবসাইটের ভুল ধরিয়ে দিতে হয়।
এর বিনিময়ে টাকা ইনকাম করা যায়। অনলাইনে এই কাজের ওয়েবসাইট হল Usertesting, Trymata ইত্যাদি।
১৭. অ্যাফেলিয়েট মার্কেটিং
আপনি যদি একটি প্যাসিভ আয় করতে চান। তাহলে এই কাজ করে করতে পারেন।
বিভিন্ন কোম্পানীর পণ্য আপনার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ইত্যাদির মাধ্যমে বিক্রি করে তা থেকে কমিশন ইনকাম করাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে।
কোম্পানী তাদের পণ্য বিক্রির জন্য আপনাকে অ্যাফিলিয়েট লিংক দিবে।
আপনাকে সেই লিংক সোস্যাল মিডিয়া বা ওয়েবসাইট সহ যেকোন জায়গায় প্রচার করতে হবে।
লিংকে ক্লিক করে যদি কেউ পণ্যটি কেনে, তখন আপনার ইনকাম হবে।
তবে এর আগে আপনাকে এই কাজ খুব ভালভাবে শিখতে হবে।
নানা ধরনের কোম্পনী এই প্রোগ্রাম চালু রেখেছে।
আপনাকে আপনার পছন্দ অনুযায়ী কোম্পানী খুঁজে নিতে হবে। এভাবে আয় করার কয়েকটি ভাল ওয়েবসাইট হল- Amazon, Shopify, Fiverr, Kinsta ইত্যাদি।
১৮. অনলাইন টাইপিং
শুধুমাত্র টাইপিং করেও আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন। নানা ধরনের অনলাইন টাইপিং জব আছে।
যেমন- দেখে দেখে ফর্ম পুরণ করা, ক্যাপচা এন্ট্রি করা, দেখে ও শুনে লেখা ইত্যাদি।
টাইপিং কাজেও বেশ ভালো পরিমাণ ইনকাম সম্ভব। কয়েকটি টাইপিং জব সাইট হল- Rev, Transcribeme, Click worker ইত্যাদি।
FAQ: সেরা ১৮টি অনলাইন জব
কেন অনলাইন Job করা উচিত?
আমাদের মধ্যে অনেকেই আছি যারা বেকার। যারা চাকরির চেষ্টা করেও পাচ্ছেন না।
তারা ঘরে বসে কোন প্রকার ইনভেস্ট ছাড়াই কাজ করে ইনকাম করতে পারবেন ও নিজের ক্যারিয়ার গঠন করতে পারেন।
এছাড়া যারা ছাত্র তারাও পড়াশুনার পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে পারেন।
আবার আমাদের মধ্যে অনেক মেয়ে আছেন, যারা ঘরের বাইরে যেতে অনেক প্রতিবন্ধকতার স্বীকার হয়ে থাকেন।
তারা খুব সহজে ঘরে বসে অনলাইনে কাজ করতে পারেন ও ইনকাম করে স্বাবলম্বী হতে পারেন।
এছাড়া চাকরির পাশাপাশি পার্ট টাইম এভাবে কাজ করে ইনকাম করা যায়।
ফ্রি অনলাইন জব করতে কি কি যোগ্যতা লাগে?
এখানে কাজ করতে গতানুগতিক কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না। এখানে লাগে আপনার কাজের অভিজ্ঞতা ও দক্ষতা।
আর লাগে স্মার্টনেস। আপনার যদি ভালো লেখার ক্ষমতা থাকে, কোন কাজে বিশেষ দক্ষতা থাকে, অন্যের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষমতা থাকে।
তাহলে আপনি সহজেই অনলাইনে কাজ করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
শেষ কথা – সেরা ১৮টি অনলাইন জব
এই আর্টিকেলে ১৮টি জব সম্পর্কে আমরা জানতে পারলাম।
যেগুলি সহজেই অনলাইনে করা যায়। আর এই কাজগুলি ঘরে বসে ফ্রিতে করা যায়।
আশাকরি, আপনারা জবগুলি শিখে অনলাইনে কাজ করা শুরু করে দিবেন। আর সফল হবেন।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট