আমাদের মধ্যে যারা সারাদিন ঘরে বসে মোবাইলে সময় নষ্ট করে থাকেন। তারা সকলেই মোবাইলে এড দেখে টাকা ইনকাম করতে পারবেন।

আমরা বিভিন্ন অ্যাপে, ওয়েবসাইটে, গেমে অনেকে অনেক এড বা বিজ্ঞাপণ দেখে থাকি।

কিন্তু আমাদের ধারণাতেও নেই। এই এড দেখে ইনকাম করা যায়।

আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই এই কাজ করে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা আয় করতে পারবেন। আবার সেই টাকা খুব সহজে হাতেও পেতে পারেন।

আমাদের মধ্যে অনেকেই আছি, যারা মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে থাকি। এই সময়টাতে আমরা কিছু এড দেখে টাকা ইনকাম করার অ্যাপস এর মাধ্যমে আয় করে নিতে পারি।

তবে এইভাবে ইনকাম করে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেননা। হাত খরচ ও এক্সট্রা ইনকামের জন্য আপনি এটা করতে পারেন।

আমরা প্রায়শ মোবাইলে বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকি। যেগুলির কোনটা প্রয়োজনীয়। আবার কোনটাতে বিরক্ত হয়ে থাকি।

কিছু কিছু মোবাইল অ্যাপ আমাদের এই অলনাইনে বিজ্ঞাপন দেখে টাকা আয় করার সুযোগ করে দিয়েছে। আর এই অ্যাপগুলির মাধ্যমে আমরা ফ্রি টাকা ইনকাম করতে পারি।

আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই এড দেখে আপনি কিভাবে অনলাইনে টাকা আয় করা যায়। আর বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইট আপনাকে টাকা কেন দিবে?

এর উত্তর হল, আপনি এড দেখলে সেই অ্যাপ কোম্পানী লাভ করে বলেই আপনাকে টাকা দিবে। যে যে কারণে আপনি Ads দেখে টাকা ইনকাম করতে পারবেনঃ

১. এড এনগেজমেন্ট বৃদ্ধিঃ

আপনি যতই এড দেখে টাকা ইনকাম করার অ্যাপস এর মাধ্যমে এড দেখবেন, এতে ঐ কোম্পানীর এডের এনগেজমেন্ট বৃদ্ধি পাবে। এতে করে সেই এডে বেশি বেশি ভিউ হবে। আর এতে এডের Reach বাড়বে। এতে করে Advertisers রা লাভবান হবেন।

২. আপনার মাধ্যমে ইনকাম বৃদ্ধিঃ

আপনি যেসকল অ্যাপের মাধ্যমে এড দেখবেন, তারা আপনাকে এড দেখিয়ে অনেকে বেশি টাকা ইনকাম করবে।

এড দেখে টাকা ইনকাম

আর সেই ইনকাম থেকে আপনাকে লভ্যাংশ দিবে।

তাই আপনি এড দেখলেই টাকা সেই অ্যাপ কোম্পানীর ইনকাম সম্ভব। তাই ইনকাম আপনার উপর নির্ভর করছে।

৩. ডাটা সংগ্রহঃ

অনেক users যখন এড দেখবে, তখন তাদের আচরণ, ইন্টারেস্ট বা কোন জিনিসে তারা আগ্রহী, তারা কোন লোকেশন থেকে এড দেখছে, ইত্যাদি সকল তথ্য তারা পেয়ে যাবে।

এতে করে তারা একটি পটেনশিয়াল কাস্টমার পাবে। অর্থাৎ আপনি এড দেখলে তাদের প্রচুর লাভ হবে।

এড দেখে টাকা ইনকাম করার অ্যাপস (Best apps to earn money watching ads online)

আমরা মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে ইত্যাদি প্ল্যাটফর্মে নানা রকম এড (Ads) দেখে থাকি।

অনেকেই এইগুলি দেখতে পছন্দ করেন, কারণ এই এডে অনেক প্রয়োজনীয় জিনিস দেখায়, যা দেখে তারা প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন।

আবার অনেকে এই Ads দেখে অনেক বিরক্তি প্রকাশ করে থাকেন।

তবে আপনি জেনে খুশি হবেন যে, কিছু কিছু অ্যাপ এর মাধ্যমে এইভাবে বিজ্ঞাপন বা এড দেখে টাকা আয় করা যায়।

অনলাইনে বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার কয়েকটি সেরা অ্যাপস হলঃ

  1. KashKick: Get paid to have fun
  2. Coinpayu
  3. Paidwork: Make Money
  4. Make Money with Givvy Social
  5. Cash Earning App Givvy Videos
  6. Swagbucks Play Games + Surveys
  7. ySense
  8. Cash’em All: Play & Win

Kashkick থেকে খুব সহজেই ইনকাম করতে পারবেন। গুগল প্লেস্টোরে অ্যাপটি আছে।

এটি ১লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে। এর Review 4.3 star. এখানে মাত্র ১০ ডলার হলেই আপনি টাকা উইথড্র করতে পারবেন। এই অ্যাপে নানা রকম অপশন আছে, টাকা ইনকাম করার জন্য।

আপনি এর মাধ্যমে দিনে ৫ ডলার থেকে ১০ ডলার অনায়েসেই আয় করতে পারবেন।

এই অ্যাপটির মাধ্যমে আপনি সহজেই অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া এখানে গেম খেলে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।

আপনার আয়কৃত টাকা সহজেই Paypal এর মাধ্যমে উঠাতে পারবেন।

Coinpayu অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই নানা উপায়ে টাকা ইনকাম করতে পারবেন।

এই অ্যাপ থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমে এই App টি install করতে হবে। এরপর Register বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

এখানে View ads অপশন থেকে Surf ads, window ads ও Article ads দেখে টাকা ইনকাম করতে পারবেন। এই এড গুলি সাধারণত ৬০ সেকেন্ডের হয়ে থাকে।

আপনি আপনার আয়কৃত টাকা এখান থেকে খুব সহজেই পেপাল এর মাধ্যমে উইথড্র করতে পারবেন।

Paidwork এর মাধ্যমেও অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এখানে অনলাইনে টাকা আয় করার জন্য প্রথমে এই এপে ঢুকতে হবে। এরপর অ্যাকাউন্ট খুলতে হবে।

এখানে গেম খেলে, সার্ভে করে ও ভিডিও এড দেখে টাকা ইনকাম করা যায়। এখানে আপনি টাইপিং করে ইনকাম করতে পারবেন।

এছাড়া এখানে সার্ভে করে ও গেম খেলেও আয় করা যায়।

আপনি এখান থেকে আপনার ব্যাংক একাউন্ট ও Paypal এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।

এই App এ সময় দিলে আপনি প্রতিদিন ৫ থেকে ১০ ডলার অনায়েসেই আয় করতে পারবেন। এখানে ১০ ডলার হলেই টাকা উইথড্র করতে পারবেন।

আপনি টাকা ইনকাম করতে চাইলে একবার এই অ্যাপ install করে দেখতে পারেন।

৪. Make Money with Givvy Social

Make Money with Givvy Social থেকে ইনকাম করার জন্য, আপনাকে প্রথমে অ্যাপটি ইন্সটল করতে হবে।

এরপর আপনাকে একাউন্ট খুলতে হবে।

ড্যাশবোর্ড থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে অনলাইনে বিজ্ঞাপন দেখে ইনকাম করতে পারবেন।

এছাড়া লাইক, কমেন্ট, শেয়ার করেও টাকা ইনকাম করতে পারবেন। এখান থেকে টাকা ইনকাম খুবই সহজ।

আপনি আপনার আয়কৃত টাকা পেপাল, কয়েনবেজ ইত্যাদি থেকে সরাসরি পেটিএম, বিকাশ, রকেট ইত্যাদিতে নিতে পারবেন।

Cash Earning App Givvy Videos থেকে ইনকাম করার জন্য প্রথমে অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করতে হবে। এই অ্যাপটি গুগল প্লেস্টোরে ৫০ লাখেরও বেশি ডাউনলোড হয়েছে।

এরপর এই অ্যাপে একাউন্ট খুলতে হবে। এই অ্যাপে বিভিন্ন ধরনের ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন।

এখানে ভিডিও দেখে ও এড দেখে ইনকাম করা যায়। এখানে আপনার কয়েন আকারে টাকা জমা হবে।

পরে সেই কয়েন ডলারে রুপান্তর হবে। আপনি প্রতিদিন প্রচুর পরিমাণ টাকা এই অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। আর আপনার আয় করা টাকা Coinbase থেকে নিতে পারবেন বিকাশ, নগদ, পেটিএম ইত্যাদিতে।

Swagbucks খুবই জনপ্রিয় একটি অ্যাপ। এর সাহায্যে খুব সহজেই ইনকাম করা সম্ভব। গুগল প্লেস্টোরে এই অ্যাপটি আছে। আপনি চাইলে ডাউনলোড করতে পারেন।

এই অ্যাপ থেকে আপনি খুব সহজেই অ্যাড দেখে অনলাইনে টাকা আয় করতে পারবেন।

এছাড়াও আপনি সার্ভে করে, অনলাইনে শপিং করে, গেম খেলে আয় করতে করতে পারবেন। এছাড়া এখানে রেফার করে টাকা ইনকাম করতে পারবেন।

এই অ্যাপে কাজ করার জন্য প্রথমে এখানে একাউন্ট খুলতে হবে। এরপর কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এখান থেকে খুব সহজে Paypal, Gift cards এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।

৭. ySense

আপনি যদি খুব সহজে এড দেখে ইনকাম করতে চান, তাহলে Ysense অ্যাপে একবার চেষ্টা করুন।

এখানে এডে ক্লিক করে সহজেই ইনকাম করা যায়।

এই অ্যাপটি মূলত সার্ভে করে ইনকাম করার ওয়েবসাইট। গুগল প্লেস্টোর থেকে এটি install

করে sign up করতে হবে। এরপর বিভিন্ন Tasks করে এখান থেকে ইনকাম করা যাবে। এখান থেকে Paypal, payoneer, giftcards ইত্যাদি মাধ্যমে টাকা তুলতে পারবেন।

Cash’em All: Play & Win খুবই জনপ্রিয় একটি অ্যাপ। গুগল প্লেস্টোরে এই অ্যাপ ৫০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।

এটি ভিডিও অ্যাড দেখে টাকা ইনকাম করার চমৎকার একটি অ্যাপ।

এই অ্যাপে একাউন্ট খোলা অনেক সহজ। একাউন্ট খুলে এখানে আপনি সার্ভে করে,
daily tasks পূরণ করে, গেম খেলে ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি Payonner, Paypal এর মাধ্যমে টাকা নিতে পারবেন।

এড দেখে টাকা ইনকাম কি ভাল নাকি সময়ের অপচয়?

যেকোন ভাবে ইনকাম করলেই হাতে কিছু টাকা আসে। সে অর্থে এভাবে ইনকাম করাটা এক অর্থে লাভজনক।

তবে অনলাইনে অ্যাড দেখে ইনকাম করাকে আপনি কোনভাবেই পেশা হিসেবে নিতে পারবেন না। আপনি অবসর সময় এক্সট্রা কিছু ইনকাম করতে এভাবে অ্যাপস এর মাধ্যমে ঘরে বসে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারেন।

তবে আপনাকে দেখতে হবে কোন অ্যাপ ভাল পরিমাণ টাকা দেয়, সেই অ্যাপে কাজ করা। আর এর জন্য আপনি অ্যাপের Review দেখে কাজ করতে পারেন।

এভাবে ইনকামের পাশাপাশি আপনি ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারেন। তাই এটা বলা যায়, এভাবে আয় করা খারাপ কিছু নয় বা সময়ের অপচয় নয়।

FAQ: এড দেখে টাকা ইনকাম

এড দেখে প্রতিদিন কত টাকা আয় করা যায়?

সাধারণত বিভিন্ন অ্যাপে এভাবে অনেক পয়েন্টস (points) জমানো যায়।

সেই পয়েন্টস থেকে ডলারে কনভার্ট হয়ে সেই টাকা বিভিন্ন মাধ্যমে ইনকাম করা যায়।

এভাবে অনেক বেশি টাকা ইনকাম করা সম্ভব নয়। আপনি এভাবে হাত খরচের টাকা বা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন।

তবে এখান থেকে ভাল পরিমাণ টাকা ইনকাম করার জন্য ভাল অ্যাপ নির্বাচন করতে হবে ও এখানে সময় দিতে হবে।

অ্যাড দেখে ইনকাম করাকে কি আমি ক্যারিয়ার হিসেবে নিতে পারি?

না। এটা আপনি অপশন হিসেবে রাখতে পারেন। আপনি পার্ট টাইম জব হিসেবে এই কাজ করতে পারেন।

আপনার হাত খরচের টাকা উঠাতে এইভাবে ইনকাম করতে পারেন।

তবে যেকোন ইনকামই আনন্দদায়ক হয়। এভাবে ইনকামের অভ্যাস হলে, এক সময় আপনি অন্যান্য দক্ষতা সম্পন্ন কাজে ইনকামের জন্য উৎসাহ পাবেন। আপনি ফুল টাইম পেশা হিসেবে, ফেসবুক এর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন।

শেষ কথা – এড দেখে টাকা ইনকাম

অ্যাড দেখে ইনকাম করতে আপনার কোন মেধার প্রয়োজন হবেনা।

একটু সময় ও ধৈর্য্য থাকলেই আপনি ইনকাম করতে পারবেন। তবে এই কাজটিকে আপনি আপনার পেশা হিসেবে নিবেননা।

এইভাবে আয় করে টাকা ইনকাম সম্ভব। কিন্তু এটি ধীর গতির প্রসেস।

আপনি অবসর সময়ে এই এড দেখার কাজ করে এক্সট্রা আয় করতে পারেন।