আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা রিয়েল টাকা ইনকাম সাইট খুঁজছেন। কেননা আজকের এই ডিজিটাল পৃথিবীতে আয় করা অনেকটাই সহজ হয়ে গিয়েছে।
বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এভাবে আয় করা যায়। কিছু কিছু সাইট আছে যেখানে কাজ করতে দক্ষতার প্রয়োজন হয়।
আবার অনেক সাইটে দক্ষতা ছাড়াই কাজ করে আয় করা যায়।
আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে, ভালো পরিমাণ অনলাইনে টাকা ইনকাম করার ক্ষেত্রে আমাদেরকে সঠিক উপায়টি জানতে হবে।
আপনি যদি একটি প্যাসিভ ইনকাম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই দক্ষতা সম্পন্ন কাজগুলি করতে হবে।
এই পোস্টে যা যা থাকছে-
রিয়েল টাকা ইনকাম এর উপায়গুলি কি কি?
আপনি যদি আসলেই ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করতে চান, তবে এর জন্য আপনার প্রয়োজন হবে দক্ষতা, সময় ও এনার্জির।
যদিও এমন অনেক কাজ আছে, যেগুলি বিনা অভিজ্ঞতায় করা যায়। শুধুমাত্র একটি মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমেই সেই কাজগুলি করা যায়।
রিয়েল টাকা ইনকাম এর জন্য আপনি যেসকল দক্ষতা সম্পন্ন কাজ করতে পারেন-
- ব্লগিং
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- পণ্য বিক্রি করে আয়
- সার্ভে করা
- ফ্রিল্যান্সিং জব
- অন্যকে শেখানো বা কোচিং
- ইউটিউবিং ইত্যাদি
উপরের দক্ষতাগুলি থাকলে আপনি অনলাইনে কাজ করে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন। এছাড়া আপনি এখানে পার্ট টাইম ও ফুল টাইম কাজ করে ইনকাম করতে পারবেন।
আরো নানা উপায়ে বিভিন্ন সাইটের মাধ্যমেও আয় করা যায়।
এই সকল ওয়েবসাইট থেকে আপনি স্পিন করে, রেফার করে, ক্যাপচা পূরণ সহ আরো নানা সহজ উপায়ে অনলাইনে টাকা আয় করতে পারবেন।
এখন জেনে নেই, ১৩টি রিয়েল ইনকাম সাইট সম্পর্কে।
আরো পড়ুনঃ অনলাইনে ছবি বিক্রি করে ইনকাম করার উপায়
সেরা ১৩টি সেরা রিয়েল টাকা ইনকাম সাইট
আপনি নানা উপায়ে অনলাইনে টাকা ইনকাম করতে পারেন।
ব্লগিং করে বা ব্লগ লিখে, কন্টেন্ট তৈরি করে, ডিজিটাল মার্কেটিং করে, সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সহ আরো নানা উপায়ে খুব সহজেই আয় করতে পারেন।
তবে আপনাকে জানতে হবে কোন কোন সাইটের মাধ্যমে এই ইনকাম করা যায়। যেসকল ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন, তা হলঃ
১. Gettyimages
২. 2captcha
৩. Shopify
৪. Blogger
৫. Freecash
৬. Clickbank
৭. Ysense
৮. Fiverr
৯. Swagbucks
১০. Youtube
১১. Flippa
১২. Neobux
১৩. Upwork
এখন বিস্তারিত আলোচনা দেখুন-
১. Gettyimages.com
Gettyimages একটি রিয়েল টাকা ইনকাম সাইট। আপনি যদি একজন ভালো ফটোগ্রাফার হয়ে থাকেন। তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ইনকাম করতে পারবেন।
মোবাইল বা DSLR ক্যামেরা দিয়ে ছবি তুলে, সেগুলি এই ওয়েবসাইটে আপলোড করতে হবে।
আর খেয়াল রাখতে হবে যেন, আপনার তোলা ছবির রেজ্যুলেশন অনেক ভাল হয়।
আপনি এখানে যেকোন ক্যাটাগরির যেকোন ছবি আপলোড করতে পারেন।
এই ওয়েবসাইট থেকে আয় করার জন্য প্রথমে এদের এখানে Contributor হিসেবে যোগ দিতে হবে।
এর জন্য এদের ওয়েসবাইটের এন্ডয়েড অথবা আইওএস অ্যাপ ডাউনলোড করতে হবে।
এরপর অ্যাপ থেকে sign up করতে হবে বা জয়েন হতে হবে। আপনাকে এরপর ৩ থেকে ৬ টি ছবি আপলোড করতে হবে।
রিভিউ করে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে নিয়মিত ছবি আপলোড করতে থাকতে হবে।
এই ওয়েবসাইটের যখন কোন প্রিমিয়াম কাস্টমার আপনার ছবিগুলি ডাউনলোড করবে। তখন আপনার ইনকাম শুরু হয়ে যাবে।
আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই অনলাইনে রিয়েল টাকা ইনকাম করতে পারবেন।
আপনার আয় করা টাকা পেওনার, পেপাল এর মাধ্যমে খুব সহজেই উঠাতে পারবেন।
সুবিধাঃ
- এখানে অনেক বেশি রেটে ছবি বিক্রি করার সুযোগ রয়েছে।
- আপনার ছবিগুলি খুব সহজেই এখান থেকে খুঁজে পাওয়া যাবে।
২. 2captcha.com – রিয়েল টাকা ইনকাম সাইট
শুধুমাত্র ক্যাপচা পূরণ করে 2captcha ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। এটি একটি অন্যতম টাকা ইনকাম সাইট।
একটি ওয়েবসাইটের ভিজিটর মানুষ নাকি রোবট তা যাচাই করার প্রক্রিয়া হল ক্যাপচা (Captcha)। ক্যাপচাতে কিছু শব্দ, ছবি, অংক লেখা থাকে। তা দেখে দেখে পূরণ করতে হয়।
এটি হিউম্যান ভেরিফিকেশনের একটি প্রক্রিয়া।
এই ক্যাপচা পূরণের মত সহজ কাজ করে আপনি আয় করতে পারবেন।
আপনি ১ মিনিটে ৩০ থেকে ৪০টি পর্যন্ত ক্যাপচা এন্ট্রি করতে পারবেন, যদি আপনার টাইপিং স্পিড ভালো হয়।
এখানে আপনি যত Captcha Entry করতে পারবেন, তত আয় করতে পারবেন। তবে এই ওয়েবসাইট থেকে কাজ অনুযায়ী তুলনামূলক কম উপার্জন সম্ভব।
আপনি পার্ট টাইম জব হিসেবে এই কাজটি করতে পারেন। এখানে কাজ করার জন্য এদের ওয়েবসাইটে Sign Up করেই শুরু করে দিতে পারেন।
ওয়েবমানি, পারফেক্ট মানি ইত্যাদি মাধ্যমে এখান থেকে টাকা উত্তোলন করা যায়।
সুবিধাঃ
- একদম সহজ কাজ।
- ইনস্ট্যান্ট টাকা উইথড্র সুবিধা।
৩. Shopify.com
দিন দিন ই কমার্স ওয়েবসাইটের উপর মানুষ অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।
কারণ, এই কর্ম ব্যস্তময় জীবনে মানুষ চায়, ঘরে বসে কেনাকাটা করতে।
এখানে কম দামে অনেক ভাল মানের পণ্য অনলাইনে পাওয়া যায়।
Shopify ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে আপনি ড্রপ শিপিং করে অনলাইনে রিয়েল টাকা ইনকাম করতে পারবেন।
এটি হল সরবরাহকারীর ও গ্রাহকের মধ্যস্থতাকারী হওয়ার কাজ।
এখানে পণ্য নিয়ে, শিপিং বা ডেলিভারী নিয়ে কোন চিন্তা করতে হবেনা।
এমনকি আপনাকে সেটি ছুঁয়েও দেখতে হবেনা।
শুধু তা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
এক্ষেত্রে আপনি পণ্যটির লক্ষ্যমাত্রার থেকে অধিক দামে বিক্রি করে দেওয়ার সুযোগ পাচ্ছেন।
ড্রপশিপিং এর মাধ্যমে ইনকামের জন্য আপনাকে Shopify এর সাথে একটি অনলাইন স্টোর সেট করতে হবে।
এরপর এদের থেকে পণ্য নিয়ে মার্কেটিং শুরু করে দিতে হবে।
অনেকেই এইভাবে করে মাসে লাখ টাকা পর্যন্ত আয় করছেন। আপনি কেন বসে থাকবেন? আপনিও আজ থেকে এই কাজ শুরু করে দিন।
আরো পড়ুনঃ দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করার উপায়
৪. Blogger.com – রিয়েল টাকা ইনকাম সাইট
Blogger একটি রিয়েল ইনকাম ওয়েবসাইট। এখানে আপনি ফ্রিতে আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন।
এখানে আপনি যেকোন ধরনের, যেকোন ক্যাটাগরির ব্লগ লিখতে পারবেন।
এটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটি প্ল্যাটফর্ম।
আপনি আপনার নিজস্ব Domain ব্লগার ওয়েবসাইটের সাথে যুক্ত করে গুগল এডসেন্স, স্পন্সরশীপ, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি নানা উপায়ে আয় করতে পারবেন।
৫. Freecash.com
Freecash একটি জনপ্রিয় রিয়েল টাকা ইনকাম সাইট।
এখান থেকে আপনি সার্ভে করে, গেম খেলে, বিভিন্ন Tasks পূরণ করে আয় করতে পারবেন।
আর এই ওয়েবসাইট থেকে আপনার ইনকামকৃত টাকা সহজেই পেপাল, ব্যাংক ইত্যাদি মাধ্যমে উইথড্র করতে পারবেন।
সুবিধাঃ
- ইন্সট্যান্ট পেপাল ক্যাশ আউট সুবিধা।
- মাত্র ১০০০ কয়েনেই ১ ডলার পর্যন্ত পাওয়া যায়।
৬. Clickbank.com – রিয়েল টাকা ইনকাম সাইট
যারা অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করতে চান, তারা হয়তো Clickbank এর নাম শুনে থাকবেন।
এখানে ৬ মিলিয়নের বেশি পণ্য ও ২০০ মিলিয়নের বেশি কাস্টমার রয়েছে। এই প্ল্যাটফর্মে রয়েছে উন্নত ধরনের ট্রাকিং সিস্টেম।
আর এখানে কমিশন পাওয়া যায় সময়মতো। তাই বিক্রেতা, অ্যাফিলিয়েট, ক্লায়েন্ট সকলেই সন্তুষ্ট থাকেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
এটি হল এমন এক প্রক্রিয়া, যে পদ্ধতিতে আপনি কারো পণ্য বা ডিজিটাল জিনিস বিক্রি করে দিয়ে, তার লাভ থেকে একটি কমিশন অর্জন করেন।
এক্ষেত্রে আপনার একটি রেফারেল লিংক এর মাধ্যমে সেই পণ্য বা সেবাটি বিক্রি করতে হবে। Clickbank এ এভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি প্রতিমাসে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।
৭. Ysense.com
Ysense এর মাধ্যমে আপনি নানা উপায়ে ইনকাম করতে পারবেন। আপনি এক্সট্রা আয়ের জন্য এই সাইটকে ব্যবহার করতে পারেন। কেননা এটি একটি রিয়েল টাকা ইনকাম সাইট।
এখান থেকে সার্ভে করে, অ্যাপ ডাউনলোড করে, নতুন ওয়েবসাইটে সাইন আপ করে, ভিডিও দেখে, রেফার করে ইত্যাদি নানা উপায়ে সহজেই আয় করা যায়।
এদের Android ও Ios অ্যাপ রয়েছে।
তবে এখানে খুব বেশি টাকা আয় করা সম্ভব নয়।
Ysense কে PTC সাইট হিসেবে স্বীকৃত করা হয়। এখানে যারা কাজ করেন, তাদের মধ্যে বেশিরভাগই সন্তুষ্ট। আপনি পেপাল, পেওনার ইত্যাদি মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।
আরো পড়ুনঃ প্রতিমাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়
৮. Fiverr.com
Fiverr হল একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। আপনি যদি অনলাইনে রিয়েল টাকা ইনকাম করতে চান, তাহলে এই সাইট হবে আপনার জন্য বেস্ট।
এখানে আপনি যেকোন দক্ষতা সম্পন্ন কাজ করতে পারেন। যেমনঃ লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, Translation, Voice overs, সোস্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদ।
ফাইবারে কাজ করার জন্য আপনার কাজের ধরণ অনুযায়ী গিগ খুলতে হয়।
আপনি আপনার গিগে যত কাজের অর্ডার পারেন, আপনার তত বেশি ইনকাম হবে।
এটি অনেক জনপ্রিয় ও বিশ্বস্থ ওয়েবসাইট। আপনি আপনার আয়ের টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে এখান থেকে নিতে পারবেন।
৯. Swagbucks.com
Swagbucks এর মাধ্যমেও আপনি সহজেই অনলাইন থেকে আয় করতে পারবেন। এটাও একটি রিয়েল টাকা ইনকাম করার সাইট। এটি মূলত একটি সার্ভে ওয়েবসাইট।
এখানে sign up করার সাথে সাথে ১০ ডলার পর্যন্ত বোনাস পাওয়া যায়।
সার্ভে ছাড়াও গেম খেলে, গিফট কার্ড (Gift card) কিনে, শপিং করে, ভিডিও দেখে ইত্যাদি উপায়ে আয় করতে পারবেন।
১০. Youtube.com
আমরা প্রায় সকলেই Youtube সম্পর্কে অবগত।
আপনি যদি আসল অনলাইনে টাকা ইনকাম করার সাইট থেকে ইনকাম করতে চান ও অনলাইনে নিজের ক্যারিয়ার গড়তে চান।
তাহলে ইউটিউব হবে আপনার জন্য সেরা অপশন।
এই প্ল্যাটফর্মে একটি চ্যানেল খুলে তাতে ভিডিও আপলোড করে আয় করা যায়।
আপনি তাদের partners program এ যুক্ত হয়ে, বিজ্ঞাপণ দেখানো বা পণ্য বিক্রি ইত্যাদি মাধ্যমে উপার্জন করতে পারবেন।
এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশীপসহ নানা উপায়ে এখান থেকে আয় করা যায়।
১১. Flippa.com
Flippa হল ডিজিটাল পণ্য কেনাবেচার একটি রিয়েল ইনকাম সাইট।
আপনি আপনার ডিজিটাল Asset বা সম্পদ বিক্রি করে এখান থেকে আয় করতে পারবেন।
এই ওয়েবসাইটে আপনি আপনার ডোমেইন, ওয়েবসাইট, অ্যাপস ইত্যাদি বিক্রি করে দিতে পারবেন।
তবে আপনার ডিজিটাল সম্পদ যেন লাভজনক হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে।
আরো পড়ুনঃ রেফার করে টাকা ইনকাম করার উপায়
১২. Neobux.com
Neobux একটি অনলাইন PTC ওয়েবসাইট।
PTC মানে হল Paid to Click. এখান থেকে টাকা ইনকামের জন্য আপনাকে এদের এডে বা বিজ্ঞাপণে ক্লিক করতে হবে।
এই ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য এখানে Registration করতে হবে।
এরপর Dashboard থেকে এদের দেখানো এডে ক্লিক করে আয় করতে পারবেন।
এখানে রেফার করেও আয়ের সুযোগ রয়েছে। এই ধরনের সাইট থেকে খুব বেশি পরিমাণ টাকা ইনকাম করতে না পারলেও, হাত খরচের টাকা উঠাতে পারবেন।
টাকা উইথড্র করার জন্য এখানে Paypal, Payoneer এর সুবিধা রয়েছে।
১৩. Upwork.com – রিয়েল টাকা ইনকাম সাইট
Upwork হল খুবই প্রসিদ্ধ একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস।
এখানে আপনি ওয়েবডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং, বুকিং, কনসালটেন্সি, গ্রাগিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে আয় করতে পারবেন।
আপওয়ার্কে আপনি আপনার কাজের মূল্যায়ন অন্যান্য মার্কেটপ্লেসের তুলনায় বেশি পাবেন। তাই এখানে ইনকাম টাও বেশি।
এখানে ফিক্সড প্রাইজ (Fixed price) ও ঘন্টা হিসেবে (Hourly) কাজ করতে পারেন।
এই প্ল্যাটফর্মে আপনি ঘন্টায় ২০ থেকে ২৫ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
এখানে থেকে আপনি সহজেই ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
রিয়েল টাকা ইনকাম করার জন্য কি কি বিষয় খেয়াল রাখতে হবে?
অনলাইনে অনেক টাকা ইনকাম সাইট আছে। এর মধ্য থেকে আমাদের সঠিকটি বেছে নিতে হবে। কেননা এখানে অনেকই আমাদের সাথে প্রতারণা করে।
তারা টাকা দিতে চায়না। অনেক ওয়েবসাইট বন্ধ হয়ে যায়।
তাই সাইট নির্বাচনের ক্ষেত্রে আমাদের যেসকল বিষয় খেয়াল রাখতে হবে-
১. অনলাইন রিভিও:
আপনি যে সাইটে কাজ করতে চান, তা আসল কিনা জানার জন্য এদের গুগল রিভিও ও ট্রাস্ট পাইলট রিভিউ (Trustpilot Review) দেখতে পারেন।
এছাড়া তাদের যদি কোন App থাকে, তাহলে সেই অ্যাপের রিভিউ দেখে নিতে পারেন। যাদের রিভিউ ভাল হবে, তাদের সাইটে কাজ করতে পারেন।
২. Https চেক করাঃ
ওয়েবসাইটের Https ওয়েবসাইটের সিকিউরিটি নির্দেশ করে। আপনি যে সাইটে কাজ করতে চান, সেই ওয়েবসাইটের লিংক https কিনা তা দেখে নিন।
Https থাকলে বুঝতে হবে, সেই ওয়েবসাইটে SSL Certificate আছে।
সাধারণত এই ধরনের ওয়েবসাইট স্ক্যাম করেনা। তবে যেসকল ওয়েবসাইটের লিংকে শুধুমাত্র Http আছে। সেই ওয়েবসাইটে কাজ না করাই উত্তম।
৩. পেমেন্ট মেথড চেক করাঃ
আপনি যে সাইটে কাজ করছেন, তার পেমেন্ট মেথডগুলি প্রসিদ্ধ কিনা দেখে নিন।
৪. টাইটেলে চটকদার শব্দ আছে কিনা চেক করাঃ
এমন অনেক ওয়েবসাইট আছে, যারা তাদের টাইটেলে অনেকে আকর্ষণীয় ও লোভনীয় কথা লিখে প্রচারণা করে। এই ধরনের ওয়েবসাইট থেকে দূরে থাকুন।
উপসংহার – রিয়েল টাকা ইনকাম সাইট
উপরের লেখাটি পড়ে আপনারা জেনে গিয়েছেন, অনলাইনে আয় করার ১৩টি রিয়েল ইনকাম সাইট সম্পর্কে জানতে পেরেছেন।
আশা করি, এখন আপনারা এই আসল সাইটগুলিতে কাজ করে শুরু করতে আগ্রহী হবেন।
আমাদের মধ্যে যারা বেকার বসে আছি, তারা চাকরির পেছনে না ছুটে ঘরে বসে টাকা ইনকাম শুরু করে দিতে পারি।