আমরা সকলেই চাই, ঘরে বসে না থেকে কিছু করে ইনকাম করতে। চাইলেই আমরা অনলাইনে কাজ করে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে পারি। এই টাকার পরিমাণ খুব বেশি না হলেও একেবারে কম না।

আমরা অনায়েসেই আমাদের হাত খরচের জন্য এই টাকা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যারা ছাত্র আছি, তারা এই পরিমাণ টাকা ছাত্র জীবনে ইনকাম করে পড়াশুনার খরচ চালাতে পারি।

অনলাইনে কাজ করে অনেকেই দিনে ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করছেন।

এটা আপনার পক্ষেও সম্ভব। আপনি যদি দিনে ২০০ টাকা ইনকাম করার পথ খুঁজে পান তাহলে খুব সহজে আপনার ইনকামকে বাড়িয়ে নিতে পারবেন।

একটা সময় দেখা যাবে আপনি দিনে ১০০০ টাকা ইনকাম পর্যন্ত ইনকাম করতে পারছেন।

তবে আপনাকে মনে রাখতে হবে কোন ইনকামই ছোট নয়।

আপনি যেই ইনকামই করুন না কেন, তা সৎ পথে সঠিক উপায়ে ইনকাম করলে তা আপনার জন্য ভালো হবে। আর ছোট ছোট ইনকাম থেকেই আপনি এক সময় বড় ইনকাম করতে পারবেন।

অনলাইনে কাজ করে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে কি কি প্রয়োজন

প্রতিদিন ২০০ টাকা ইনকাম

খুব সহজে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রয়োজন, শুধুমাত্র একটি স্মার্টফোন। আর ইন্টারনেট, যা দিয়ে ব্রাউজ করা করা যায়। এছাড়া আপনার Computer বা Laptop থাকলে আরো সহজেই ইনকাম করা সম্ভব।

আপনি এগুলির সাহায্যে ঘরে বসে সামান্য কিছু সময় দিয়ে প্রতিদিন ২০০ টাকা আয় করতে পারবেন।

আপনি একবার ইনকামের রাস্তা পেয়ে গেলে মাসে ৩০ হাজার টাকা আয় করাও আপনার কাছে ব্যাপার হবেনা।

অনলাইনে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করার উপায়

আপনি যদি মনে করেন, আপনি ঘরে বসে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে চান।

তাহলে আপনি খুব সহজেই অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

আর প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করা আহামরী কোন কঠিন কাজ না।

অনলাইনে অনেক পন্থা আছে, যার সাহায্যে অনায়েসেই আপনি প্রতিদিন ২০০ টাকা আয় করতে পারবেন।

অনলাইনে কাজ করে দিনে ২০০ টাকা আয় করার উপায়গুলি দেখুন উপায়গুলিঃ

১. অনলাইন সার্ভে করে

২. ক্যাপচা পূরণ করে

৩. ফ্রিল্যান্সিং করে

৪. টাইপিং করে

৫. কন্টেন্ট রাইটিং করে

৬. সোস্যাল মিডিয়া ম্যানেজার এর কাজ করে

৭. ডাটা এন্ট্রি করে

৮. ছবি বিক্রি করে

৯. ইউটিউব ভিডিও তৈরি করে

১০. ডারাজ অ্যাপের মাধ্যমে

১. অনলাইন সার্ভে করে আয়

আপনি খুব সহজেই অনায়েসেই শুধুমাত্র মোবাইলে দিয়ে সার্ভে করে ইনকাম করতে পারবেন।

এই রকম অনেক সার্ভে অ্যাপ আছে, যেখান থেকে খুব সহজেই প্রতিদিন ২০০ টাকা আয় করা যায়।

শুধুমাত্র মোবাইল আর ইন্টারনেট থাকলেই আপনি এভাবে আয় করতে পারবেন। সার্ভে অ্যাপগুলি সাধারণত ভাল পরিমাণ টাকা প্রদান করে থাকে। আর আপনি সহজেই সেই আয়কৃত টাকা Paypal বা Gift cards এর মাধ্যমে পাবেন। কয়েকটি ভাল সার্ভে করে ইনকাম করার অ্যাপ হলঃ

  • Swagbucks
  • ySense
  • Google Opinion Rewards
  • Toluna
  • Survey Junkie

২. ক্যাপচা পূরণ করে ইনকাম – প্রতিদিন ২০০ টাকা ইনকাম

অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার সেরা একটি মাধ্যম হল ক্যাপচা পূরণ করে ইনকাম । এইভাবে অনলাইনে ইনকাম করতে কোন দক্ষতার প্রয়োজন হয়না।

ক্যাপচা এন্ট্রির কাজ করে আপনি সহজেই প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে পারবেন।

শুধু তাই নয় আপনি কিছুটা অতিরিক্ত সময় দিয়ে এখানে মাসে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। ক্যাপচা মানে হল হিউম্যান ভেরিফিকেশন কোড।

এখানে আপনাকে কিছু 1,2,3,4,a,d ইত্যাদি নাম্বার ও সংখ্যা দেওয়া হবে। আপনাকে শুধু দেখে দেখে তা টাইপ করতে হবে।

এভাবে আপনি দিনে ১ থেকে ২ ঘন্টা কাজ করলেই প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা আয় করতে পারবেন। ক্যাপচা এন্ট্রি করে টাকা ইনকাম করার কয়েকটি ওয়েবসাইট হল:

  • 2captcha
  • ProTypers
  • Captchatypers ইত্যাদি

রিলেটেডঃ ৮ টি সেরা ক্যাপচা এন্ট্রি করে আয় করার ওয়েবসাইট

৩. ফ্রিল্যান্সিং করে আয়

মোবাইলে অযথা সময় নষ্ট না করে, আপনি ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজ শেখা শুরু করুন।

আপনি সহজ ও ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজ করে সহজেই অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

ফ্রিল্যান্সিং করে ইনকাম করার অনেক ওয়েবসাইট আছে। যেমনঃ Upwork, Fiverr, Peopleperhour ইত্যাদি।

এই সকল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে শুরুর দিকে আপনি অনায়েসেই দিনে ২০০ টাকা ইনকাম করতে পারবেন।

আপনার অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ার সাথে সাথে আপনি আরো অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন।

অনেক ফ্রিল্যান্সার আছে, যারা মাসে ১ লাখ টাকারও বেশি ইনকাম করছেন।আপনিও এক সময় সেই অবস্থায় পৌঁছাতে পারবেন।

কয়েকটি ফ্রিল্যান্সিং কাজ হলঃ সোস্যাল মিডিয়া মার্কেটিং, লোগো ডিজাইন, টাইপিং, এসইও, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি।

৪. টাইপিং করে ইনকাম

আপনি যদি টাইপিং এ অনেক পারদর্শী হয়ে থাকেন। তাহলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে পারবেন।

এক্ষেত্রে আপনার Typing Speed যে অনেক বেশি হতে হবে, তা কিন্তু নয়।

আপনি মোটামুটি মানের টাইপিং করতে পারলেই আয় করতে পারবেন।

আর এভাবে টাইপিং করে ইনকাম করাকে আপনি আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন। কারণ টাইপিং কাজের দেশে ও বিদেশে অনেক চাহিদা।

আপনি শুরুর দিকে কম ইনকাম করা শুরু করলেও ধীরে ধীরে এই কাজে আরো বেশি ইনকাম করতে পারবেন।

টাইপিং করে আয় করার কয়েকটি বিশ্বস্থ ও নির্ভরযোগ্য ওয়েবসাইট হলঃ

  • Clickworker
  • Scribie
  • Lionbridge

রিলেটেডঃ মোবাইলে টাইপিং করে টাকা ইনকাম করার উপায়

৫. কন্টেন্ট রাইটিং করে আয় – প্রতিদিন ২০০ টাকা ইনকাম

আপনার যদি যেকোন বিষয়ে অনেক জানা থাকে। তাহলে আপনি সেই বিষয়ে লিখে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

এভাবে লেখালেখি করাকে কন্টেন্ট রাইটিং বলে। আপনি যেকোন বিষয়ে লিখে খুব সহজেই আয় করতে পারবেন।

Content Writing করে আয় করার জন্য আপনাকে প্রথমে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলিতে একাউন্ট খুলতে হবে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলি হল আপওয়ার্ক, ফাইবার, পিওপল পার আওয়ার ইত্যাদি।

এরপর এখানে আপনাকে কন্টেন্ট রাইটিং এ কাজগুলি করতে হবে।

এখানে ঘন্টা হিসেবে বা ফিক্সড প্রাইজে কাজ করে সহজেই ইনকাম করতে পারবেন।

আপনি জেনে অনেক খুশি হবেন যে, বিশ্ববাজারে কন্টেন্ট রাইটিং এর ব্যাপক চাহিদা। তাই আপনি খুব সহজেই এই কাজ পাবেন। এভাবে লেখালেখি করে দিনে ২০০ টাকা আয় করা আপনার কাছে কোনই ব্যাপার হবেনা।

রিলেটেডঃ ফ্রি লেখালেখি করে মাসে ১৮ হাজার টাকা ইনকাম করার উপায়

৬. সোস্যাল মিডিয়া ম্যানেজার এর কাজ করে আয়

সোস্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনি অনলাইনে ইনকাম করতে পারেন। এই কাজে আপনাকে বিভিন্ন সোস্যাল মিডিয়া একাউন্ট ম্যানেজমেন্টের কাজ করতে হবে।

আপনি Facebook, Twitter, Instagram ইত্যাদিতে পেজ খোলা ও ম্যানেজ করা, পোস্ট বুস্টিং করে, Reels বানানো ইত্যাদি কাজ করে আয় করতে পারবেন।

ফ্রিল্যান্সিং বিভিন্ন মার্কেটপ্লেসে সোস্যাল মিডিয়া মার্কেটিং কাজ পাওয়া যায়। বিশেষ করে ফাইবার, গুরু, ফ্রিল্যান্সার ইত্যাদি ফ্রিল্যান্সিং সাইটে এই কাজ প্রচুর পরিমাণ পাওয়া যায়।

অনলাইনে Social Media Manager এর কাজের চাহিদা অনেক। আপনি চাইলেই এই কাজ করে ফ্রিল্যান্সিং সাইট থেকে দিনে ২০০ টাকা ইনকাম করতে পারবেন।

৭. ডাটা এন্ট্রি করে ইনকাম – প্রতিদিন ২০০ টাকা ইনকাম

আপনি যদি অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি আপনার মোবাইল দিয়েই ডাটা এন্ট্রি কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। Upwork, Fiverr, Peopleperhour, Freelancer ইত্যাদি মার্কেটপ্লেসে ডাটা এন্ট্রি কাজের ছড়াছড়ি।

আর আপনি চাইলেই এখানে খুব সহজে কাজ পেতে পারেন। আর Data Entry কাজে তেমন কোন দক্ষতার প্রয়োজন হয় না।

আপনি মোটামুটি মানের টাইপিং জানলেই ডাটা এন্ট্রি করে ইনকাম করতে পারবেন।

ডাটা এন্ট্রি কাজের জন্য আপনাকে Google sheets, Google docs, Google slides, Google drives, Office word, Office exel, Office powerpoint ইত্যাদি বিষয়ে ধারণা থাকতে হবে।

এগুলি অনেক সহজ। ডাটা এন্ট্রি কাজের মধ্যে copy paste জব, Data mining, web research, Data scrubbing ইত্যাদি খুব জনপ্রিয়। এই কাজগুলি অনেক সহজ।

অনেকটা দেখে দেখে কোন কিছু টাইপ করার মত। আপনি খুব সহজেই ডাটা এন্ট্রি করে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করতে পারবেন।

এমনকি একটা সময় আপনি শুধুমাত্র ডাটা এন্ট্রি করে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

৮. ছবি বিক্রি করে ইনকাম

আপনি যদি খুব ভাল ছবি তুলতে পারেন, তাহলে আপনি আপনার তোলা ছবি অনলাইনে বিক্রি করে টাকা আয় করতে পারবেন।

এভাবে অনেকেই আজকাল নিজের মোবাইল দিয়ে তোলা ছবি বিক্রি করে আয় করছেন।

আপনিও বিভিন্ন ওয়েবসাইটে যুক্ত হয়ে আপনার তোলা ছবি আপলোড করে বিক্রি শুরু করে দিন।

আপনি সহজেই এভাবে শুরুর দিকে দুইশো টাকা প্রতিদিন ইনকাম করা শুরু করলেও ধীরে আপনার আয় বাড়িয়ে নিতে পারবেন।

কয়েকটি ছবি বিক্রি করে ইনকাম করার ওয়েবসাইট হলঃ Gettyimages, Istocks, 500px ইত্যাদি।

৯. ইউটিউব ভিডিও তৈরি করে আয়

আমরা বর্তমানে বিনোদনের জন্য ইউটিউবে ভিডিও দেখে থাকি।

এখানে যারা কন্টেন্ট বানায় তারা অনেক টাকা ইনকাম করে থাকে। আপনিও এখানে ভিডিও বানিয়ে আপলোড করে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

এখানে আপনি যেকোন বিষয়ের উপর ভিডিও বানাতে পারেন।

আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও বানিয়ে তা মোবাইল apps এর মাধ্যমে এডিটিং করে টাকা ইনকাম করতে পারবেন।

আপনি Youtube এর মাধ্যমে গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপণ দেখিয়ে শুরুতেই অনায়েসেই দিনে ২০০ টাকা আয় করতে পারবেন। এছাড়া এখানে আপনি একবার ভাইরাল হলে মাসে লাখ টাকাও আয় করতে পারবেন।

১০. ডারাজ অ্যাপের মাধ্যমে আয় – প্রতিদিন ২০০ টাকা ইনকাম

আমরা যারা অনলাইনে কেনাকাটা করে থাকি। তারা সকলেই Daraz এর এর নাম শুনেছি।

আপনি চাইলেই Daraz এর অ্যাফেলিয়েট প্রোগ্রাম ব্যবহার করে অন্যের পন্য বিক্রি করে দিয়ে অনলাইনে টাকা ইনকাম করতে পারেন।

কারণ এখানে অনেক অনেক প্রডাক্ট আর অনেক কাস্টমার রয়েছে।

আপনাকে শুধু পণ্য বিক্রি করে দিতে হবে। সেটা আপনি আপনার ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে করতে পারেন।

যা ফ্রিতেই করা সম্ভব। এভাবে দিনে অন্তত ৫ থেকে ৬ টা পণ্য বিক্রি করতেই পারলেই প্রতিদিন ২০০ টাকা আয় করতে পারবেন।

FAQ: প্রতিদিন ২০০ টাকা ইনকাম করার উপায়

অনলাইনে কাজ করে প্রতিদিন কি আসলেই দিনে ২০০ টাকা ইনকাম করা সম্ভব?

এটা অনেক কম পরিমাণের টাকা। আপনি একদম এন্ট্রি লেভেল বা শুরুর দিকেই দৈনিক এই পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

আপনি স্টুডেন্ট অবস্থায়, পার্ট টাইমে এভাবে ইনকাম করতে পারবেন। তবে দিন বাড়ার সাথে সাথে ও আপনার কাজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনার ইনকাম অনেক বেড়ে যাবে।

তখন আপনি প্রতিমাসে ৫০ হাজার টাকা আয় করতে পারবেন।

উপসংহার – প্রতিদিন ২০০ টাকা ইনকাম করার উপায়

টাকা ইনকাম করা সব সময়েই আনন্দদায়ক হয়। তা যে পরিমাণ ইনকাম হোকনা কেন।

দৈনিক ২০০ টাকা ইনকাম করা শুনতে অনেক কম হলেও এটা হাত খরচের জন্য কিন্তু অনেক টাকা। তবে এভাবে ইনকাম করতে থাকলে আপনার মধ্যে আয় করার প্রবণতা তৈরি হবে।

আর এভাবে ইনকাম করতে করতে একটা সময় অনায়েসেই দিনে ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করা শুরু করে দিতে পারবেন।