অনলাইনে ছবি বিক্রি করে আয় করা এখন একদম সহজ। আপনি চাইলেই খুব সহজে যেকোন ছবি তুলে অনায়েসেই আয় করতে পারবেন। আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই এই ছবি তুলে আয় করতে পারবেন।

অনলাইনে ছবি বিক্রি করে আয়

অনলাইনে ছবি বিক্রি করে আয়

আপনি ছবি তুলে অনলাইন থেকে মাসে ১ লক্ষ টাকা অনায়েসেই আয় করতে পারবেন। অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জন্য কিছু বিষয় মেনে চলতে হবে।

তবেই আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হতে পারবেন। আর ছবি তুলে অনলাইন থেকে আয় করতে পারবেন।

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার প্রক্রিয়া

অনলাইনে ছবি তুলে আয় করার জন্য প্রথমত খুব সুন্দর করে ছবি তুলতে হবে। এই ছবি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন বা ডিএসএল আর ক্যামেরা দিয়ে তুলতে পারেন। এরপর এই ছবিগুলো অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতে হবে। আপলোড করার পর মানুষ যখন আপনার ছবিগুলি ডাউনলোড করা শুরু করবে। তখন আপনার একাউন্টে টাকা জমা হওয়া শুরু হবে।

অবশ্যই পড়ুনঃ

ছবি বিক্রি করে আয় করার জন্য যে সকল ওয়েবসাইট আছে

যেসকল ওয়েবসাইটের মাধ্যমে ছবি বিক্রি করে অনলাইনে টাকা আয় করা যায় তার তালিকাঃ

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার উপায়

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জন্য বিভিন্ন ছবি কেনাবেচার ওয়েবসাইটে জয়েন হতে হবে।

এরপর সেখানে একের পর এক ছবি আপলোড করে তা বিক্রির মাধ্যমে আয় করতে হয়। যেসকল ওয়েবসাইটের মাধ্যমে ছবি বিক্রি করে আয় করা যায় তা দেখে নিন-

১. Freepik এর সাহায্যে

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট এটি। আপনি খুব ভাল ছবি তুলতে পারলে। এই ওয়েবসাইট থেকে খুব সহজেই আয় করতে পারবেন। দেখে নিন এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ইনকাম করতে হয়-

১. সাইন আপ করাঃ প্রথমে freepik.com ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর “Sign Up” বাটনে ক্লিক করে সাইন আপ করতে হবে।

২. ছবি আপলোড করাঃ এবার ড্যাশবোর্ড থেকে আপনার তোলা ছবি আপলোড শুরু করতে হবে। ছবি আপলোডের সময় ছবির বর্ণনা, ক্যাটাগরি ও ট্যাগ খুবভালভাবে দিতে হবে। ছবির বর্ণনা ৫ শব্দে দিতে হবে। আর ট্যাগগুলি খুবই ভালভাবে দিতে হবে।

এরপর “submit” বাটনে ক্লিক করতে হবে। আপনার ছবিগুলির মান ভাল হলে। কিছুদিনের মধ্যেই আপনার ছবিগুলি ওয়েবসাইটে দেখাতে শুরু করবে। আর আপনার ছবিগুলি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। আপনার একাউন্টে টাকা জমা হওয়া শুরু হতে থাকবে।

৩. আয় করা টাকা তোলার উপায়ঃ Freepik থেকে Payoneer দিয়ে খুব সহজেই টাকা উঠানো যাবে। আপনার একাউন্টে ৫০ ডলার হলেই আপনি টাকা উঠাতে পারবেন।

Freepik এ ছবি আপলোডের শর্ত-

দেখে নিন Freepik এ ছবি আপলোড করার শর্ত। আপনাকে অবশ্যই এই শর্ত মেনেই এখানে ছবি দিতে হবে।

  • মিনিমাম 0.৫ মেগাপিক্সেল এর উপর ছবির সাইজ হতে হবে।
  • যেকোন একটি ছবিতে .২৫ ডলার থেকে ১২০ ডলার পর্যন্ত ছবি আয় করা যাবে।
  • এখানে দিনে সর্বোচ্চ ১ জিবি পরিমাণ ছবি আপলোড করা যাবে।
  • ছবির ডাইমেনশন রেজুলেশন ২০০০ px ও ১০০০০ px মধ্যে থাকতে হবে।
  • ছবির ফরম্যাট JPEG হতে হবে।
  • ছবিগুলো অনেক ক্লিয়ার হতে হবে। কোন প্রকার নয়েজ থাকা যাবে না।
  • অন্যের ছবি হওয়া যাবে না।
  • ছবিগুলি অর্থবহ হতে হবে।
  • ছবিতে কোন ওয়াটার মার্ক থাকা যাবে না।

২. Adobe Stock এর সাহায্যে

এটাও ছবি বিক্রি করে টাকা ইনকাম করার দারুণ একটা ওয়েবসাইট। Adobe নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ইনকাম করতে হবে দেখে নিন-

১. সাইন আপ করাঃ প্রথমে এদের ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর “Join now” বাটনে ক্লিক করতে হবে। এরপর সাইন আপ করতে হবে।

২. Security key ও passkey সেট করাঃ সাইন আপ করার পর ড্যাশবোর্ড থেকে “view account” এ ক্লিক করতে হবে। এবার improve security and passkey থেকে সেটআপ অপশনে যেয়ে। security key ও passkey সেট করে নিতে হবে।

৩. ফোনে অ্যাপ ইন্সটলঃ এরপর ফোনে adobe account access অ্যাপটি ইনস্টল করে নিতে হবে ও Adobe অ্যাকাউন্টে সব সেট করে নিতে হবে।

    ৪. ছবি আপলোড করাঃ এরপর “upload my asset” বাটনে ক্লিক করতে হবে। ছবি আপলোডের পর এর সাথে টাইটেল, বর্ণনা ও কি ওয়ার্ড সেট করে দিতে হবে। এরপর সাবমিট করে দিতে হবে। ৫ দিনের মধ্যে ছবিওগুলি অ্যাপ্রুভ হয়ে গেলে টাকা আয় শুরু হয়ে যাবে।

    টাকা তোলার উপায়ঃ Adobe Stock Payoneer দিয়ে খুব সহজেই টাকা উঠানো যাবে। আপনার একাউন্টে ২৫ ডলার হলেই আপনি টাকা উঠাতে পারবেন।

    Adobe Stock এ ছবি আপলোডের শর্ত-

    আপনাকে অবশ্যই নিয়ম মেনেই এখানে ছই আপলোড দিতে হবে। দেখে নি এখানে ছবি আপলোডের শর্ত-

    • ছবিগুলি অবশ্যই png, jpeg, eps, svg, ai ফরম্যাটে হতে হবে।
    • Png ছবি হলে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপ্যারেন্ট হতে হবে। ইমেজ রেজুলেশন ৪ মেগা পিক্সেল থেকে ১০০ মেগাপিক্সেল এর মধ্যে হতে হবে। আর ছবির সাইজ সর্বোচ্চ ৪৫ মেগা বাইটের মধ্যে হতে হবে।
    • Jpeg ছবি হলে ইমেজ রেজুলেশন ও ছবির সাইজ Png ফরম্যাটের মতই হতে হবে।

    ৩. Depositphotos এর সাহায্যে

    এই ওয়েবসাইটেও খুব ভাল পরিমাণ ইনকাম করা যায়। আপনার ছবি তোলার হাত খুব ভাল হলে। আপনি অনায়েসেই এই ওয়েবসাইট থেকে ইনকাম শুরু করতে পারবেন। দেখে নিন এই ওয়েবসাইটের মাধ্যমে কিয়াভবে টাকা ইনকাম করতে হয়-

    ১. সাইন আপ করাঃ প্রথমে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এরপর সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করতে হবে।

    ২. ছবি আপলোড করাঃ ড্যাশবোর্ড থেকে “become a contributor” এ ক্লিক করতে হবে। ছবি আপলোড করে অ্যাপ্রুভের জন্য অপেক্ষা করতে হবে। কিছুদিনের মধ্যেই আপনার ছবি গুলি তাদের ওয়েবসাইটে দেখানো শুরু করবে।

    ৩. টাকা তোলার উপায়ঃ Depositphotos থেকে টাকা উঠানোর জন্য Paypal, Skrill ও Payoneer রয়েছে। Payoneer দিয়ে খুব সহজেই টাকা উঠানো যাবে। আপনার একাউন্টে ৫০ ডলার হলেই আপনি টাকা উঠাতে পারবেন।

    Depositphotos এ ছবি আপলোডের শর্ত-

    • ছবিগুলি অবশ্যই jpg, jpeg, ai, eps ফরম্যাটে হতে হবে।
    • মিনিমাম রেজুলেশন ৩.৮ mp (2400×1600) হতে হবে।
    • ছবির সাইজ ৫০ মেগাবাইটের মধ্যে হতে হবে।
    • এখানে একটি ছবির জন্য .২৫ ডলার থেকে ৩৩ ডলার পর্যন্ত আয় হতে পারে।

    এছাড়াও ছবি বিক্রি করে আয় করার অন্যান্য ওয়েবসাইটগুলি হলঃ Gettyimages, Istock, Shutterstock, Alamy Photos, 500px। এই ওয়েবসাইটগুলির মাধ্যমেও একইভাবে আপনি আপনার তোলা ছবি বিক্রি করে আয় করতে হবে।

    ছবি বিক্রি করে মাসে কত টাকা আয় করা সম্ভব?

    এখানে কোন নির্দিষ্ট সীমারেখা নেই। আপনি যতই ছবি আপলোড করবেন। আর আপনার ছবি যত বেশি ডাউনলোড হবে। তত আপনার বিক্রি বেড়ে যাবে। আপনার প্রথম দিনে আয় কিছুটা কম থাকলেও ধীরে ধীরে আপনার আয় বাড়তেই থাকবে। একটা সময় দেখা যাবে আপনার মাসিক আয় ১ লাখ টাকা ছাড়িয়ে যাবে। তাই এখনই ছবি তুলে আপলোড করা শুরু করুন।

    মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে আয় সম্ভব?

    আপনি চাইলেই যেকোন স্মার্টফোন, ডি এস এল আর দিয়ে ছবি তুলতে পারেন। তবে খেয়াল রাখতে হবে ছবিগুলি যেন অনেক ক্লিয়ার হয়। ছবিতে যেন নয়েজ না থাকে। ছবিগুলি যেন সাব্জেক্টিভ ও অর্থবহ হয়।

    ছবি তুলে আয় করার জন্য কি ধরনের ছবি আপলোড করতে হবে?

    ছবি তুলে আয় করার জন্য যেকোন ধরনের ছবি আপনি আপলোড করতে পারবেন। আপনি চাইলে আপনার নিজের ছবি, ঘরের ছবি, পাখির ছবি, ফুল, ফল সব ছব আপলোড করতে পারেন।

    ছবিগুলো যাতে ক্লিয়ার ও অর্থবহ হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। অন্য যায়গা থেকে চুরি করা ছবি হওয়া যাবে না।

    শেষকথা

    আপনি চাইলেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অনলাইনে ছবি তুলে আয় করতে পারবেন। তবে আপনি এমন ছবি তুলবেন। যেন সেই ছবির কথা আপনার ১ বছর পরও মনে থাকে। ছবিগুলি অনেক সুন্দর, ক্লিয়ার, অর্থবহ হলে আপনি ধীরে ধীরে ছবি তোলাকে আপনার ক্যারিয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন।

    অবশ্যই পড়ুনঃ

    পোস্টটি শেয়ার করুন-