রেফার করে টাকা ইনকাম করার সেরা ৯টি আপস

আপনি অনলাইনে অল্প পরিশ্রমের কাজ ক্যাপচা এন্ট্রি করে আয় করতে পারবেন। এই কাজের জন্য একটি স্মার্টফোন বা ল্যাপটপ, আর ইন্টারনেট সংযোগ হলেই যথেষ্ট। এভাবে ইনকাম করার অনেক ওয়েবসাইট আছে। 

কিন্তু আপনাকে সঠিক ও বিশ্বস্থ সাইট বেছে নিতে হবে।

কাজ শুরু করার আগে, আপনাকে এই সকল সাইটে একাউন্ট খুলতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে অনলাইনে টাকা আয় করতে হবে।

আপনার যদি টাইপিং স্পিড খুব ভাল হয়, তাহলে আপনি ক্যাপচা টাইপিং কাজে ভাল করতে পারবেন। আর এটি করে খুব সহজেই মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

ক্যাপচা (Captcha) কি?

এটা হল এক ধরনের ভেরিফিকেশন টেস্ট, যেটার মাধ্যমে একটি ওয়েবসাইটে মানুষ নাকি রোবট (Robot) প্রবেশ করেছে তা নির্ণয় করা হয়। 

এর মাধ্যমে ওয়েবসাইটের স্পামিং রোধ করা হয়। নানা ধরনের ক্যাপচা রয়েছে। যেমন- সংখ্যা, puzzles, গণিত, ছবি, অডিও সাউন্ড। 

বিভিন্ন কোম্পানী তাদের ওয়েবসাইটের গুরত্বপূর্ণ পেজে এই ক্যাপচা সেট করে রাখে। 

ওয়েবসাইটের ভিজিটর মানুষ হলে সহজেই দেখে দেখে বা বুদ্ধি খাটিয়ে সেই ক্যাপচা সমাধান করে পেজে ঢুকতে পারে।

অপরদিকে Robots ক্যাপচা পূরণে ব্যর্থ হয়। যার ফলে ওয়েবসাইটে তারা ঢুকতে পারেনা। আর ওয়েবসাইটটি সুরক্ষিত থাকে। ক্যাপচা এন্ট্রি জব করে (Captcha entry Job) খুব সহজেই ইনকাম করা যায়।

কেন ক্যাপচা এন্ট্রি করে আয় করা যায়?

বিভিন্ন কোম্পানী তাদের ওয়েবসাইট ট্রাফিক টেস্ট করার জন্য ক্যাপচার ব্যবস্থা করে। তারা এটা যাচাই করে ট্রাফিক মানুষের কাছ থেকে আসছে, নাকি বট (Bots) থেকে আসছে। 

আর এটা তারা বিভিন্ন মানুষের মাধ্যমেই করে থাকে। আর প্রতি ক্যাপচা পূরণের জন্য তারা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে। 

যেই টাকা আমরা ঘরে বসে ইনকাম করে নিতে পারি। কোম্পানীর লাভ হল, তারা ক্ষতিকর রোবট ট্রাফিক বা ভিজিটর থেকে ওয়েবসাইটটিকে রক্ষা করতে পারে।

কিভাবে ক্যাপচা এন্ট্রি করে আয় করা যায়?

এভাবে বেশ ভালো পরিমাণ আয়ের সুযোগ রয়েছে। আপনি পার্ট টাইম ৪ থকে ৬ ঘন্টা এভাবে ক্যাপচা এন্ট্রি সাইটের মাধ্যমে ক্যাপচা পূরণ করে আয় করতে পারবেন।

আপনাকে প্রতি ক্যাপচা পূরণের জন্য টাকা দেওয়া হবে।

এভাবে ক্যাপচার মাধ্যমে অনায়েসেই মাসে ২০ হজার টাকা ইনকাম করা সম্ভব। আপনি এই সাইটগুলিতে সময় দিলে এর থেকেও বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

আর আয়কৃত টাকা সহজেই হাতে পাওয়া সম্ভব।

বেশিরভাগ ওয়েবসাইট Payeer, Bitcoin, Payoneer, Webmoney ইত্যাদি মাধ্যমে টাকা প্রদান করে থাকে।

ইংরেজীতে CAPTCHA মানে হল “Completely Automated Public Turing Test to Tell Computers and Humans Apart”.

ক্যাপচা এন্ট্রি করে আয়

8 Websites to Earn Money by Solving Captcha Jobs.

৮টি সেরা ক্যাপচা এন্ট্রি করে আয় করার সাইট

আপনি ঘরে বসে ক্যাপচা পূরণ করে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনার শুধু ইন্টারনেট সংযোগ থকলেই আপনি ইনকাম করতে পারবেন।

আমরা এখানে এমন ৮টি ওয়েবসাইট সম্পর্কে জানব। যেখানে ক্যাপচার কাজ করে সহজেই ইনকাম করা যায়। ওয়েবসাইটগুলি হলঃ

১. 2captcha

২. ProTypers

৩. Captchatypers

৪. captcha2cash

৫. ShortTask

৬. FastTypers

৭. Fiverr

৮. Kolotibablo

বিস্তারিত পড়ুন-

১) 2captcha

এটা খুবই পরিচিত একটি সাইট। এখানে ইনকাম করা অনেক সহজ। কারণ এই সাইটে ক্যাপচা খুব দ্রুত আসে। আর তাড়াতাড়ি পূরণ করে সহজেই ইনকাম করা যায়।

আপনার টাইপিং স্পিড অনেক ভাল হলে এই ওয়েবসাইট থেকে বেশ ভাল পরিমাণ টাকা ইনকাম করা যায়।

আপনি এই সাইট থেকে প্রতি ১০০০ ক্যাপচা পূরণের জন্য কমপক্ষে ১ ডলার বা তার বেশি টাকা ইনকাম করতে পারবেন। 

এখানে ইনকামের জন্য Sign Up করে কাজ শুরু করতে হবে। এই ওয়েবসাইট থেকে প্রতিদিনের টাকা প্রতিদিন তোলা যায়। আর এখানে রেফার করে অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবেন। 

আপনি খুব সহজেই আপনার আয়কৃত টাকা Web money, Bitcoin, Perfect money, Payeer, Artm ইত্যাদি থেকে উত্তোলন করতে পারবেন।

২) ProTypers

এটাও খুবই ভাল একটি ওয়েবসাইট । আপনি এখানে ছবি ক্যাপচা সমধান করে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। 

এখানে প্রতি ১০০০ ক্যাপচা পূরণের জন্য ১.৫ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। আপনি এই সাইট থেকে ইনকামের জন্য এই ওয়েবসাইটে যেয়ে Sign Up করতে হবে। 

এরপর ক্যাপচা পূরণ করে আয় করতে হবে। এই ওয়েবসাইট থেকে Paypal এর মাধ্যমে সহজেই টাকা ইনকাম করা সম্ভব।

আপনি যত সময় দিবেন, তত টাকা ইনকাম করতে পারবেন।

৩) Captchatypers

এটা খুবই বিশ্বস্থ একটি সাইট। ২০০৯ সাল থেকে তারা এই কোম্পানী চালাচ্ছে। এখানে একাউন্ট খুলে বিভিন্ন টাইপের ক্যাপচা পূরণ করে আয় করতে পারবেন। 

এখানে রেফার করেও অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবেন। প্রতি রেফারেলে ১ ডলার পর্যন্ত পেতে পারেন। 

আপনি এই ওয়েবসাইট থেকে অবসর সময়ে ফ্রি টাকা ইনকাম করে নিতে পারবেন। 

এখানে আপনি পার্ট টাইম (Part Time) কাজ করতে পারেন। প্রতি ১০০০ Captcha এর জন্য ১.৫ ডলার পর্যন্ত এখানে পাবেন। আপনি Perfect money, Payaza, Web money ইত্যাদি মাধ্যমে এখান থেকে টাকা তুলতে পারবেন।

৪) Captcha2cash

অনেকেই এই ওয়েবসাইট থেকে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করছেন।

এই ওয়েবসাইট থেকে ইনকামের জন্য sign up করতে হবে ও এদের Software ডাউনলোড করতে হবে। এই সাইটে সময় দিয়ে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করা কোন ব্যাপার না।

প্রতি ১০০০ ক্যাপচাতে ১ ডলার পর্যন্ত আয় করা সম্ভব। Perfect money, Payza ইত্যাদি থেকে টাকা withdraw করতে পারবেন।

৫) ShortTask

এটা এক ধরনের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে বিভিন্ন মাইক্রো জব (Micro Job) পাওয়া যায়। এই ওয়েবসাইটে ক্যাপচা এন্ট্রির কাজও পাওয়া যায়। 

এখানে Registration করে Captcha কাজ খুঁজতে হবে। এরপর কাজে এপ্লাই করতে হবে। এরপর ক্লায়েন্ট (Client) আপনাকে যে Tasks দিবে, তা করে টাকা ইনকাম করা যাবে। 

আপনি খুব সহজেই এই ওয়েবসাইট থেকে Paypal থেকে টাকা উঠাতে পারবেন।

৬) FastTypers

এই ওয়েবসাইটে ক্যাপচার মাধ্যমে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়।

আপনি ১০০০ Captcha সমাধানের জন্য ১.৫ ডলার করে পাতে পারেন।

এই ওয়েবসাইট থেকে আপনি Paypal এর মাধ্যমে সহজেই টাকা উঠাতে পারবেন।

৭) Fiverr

এটা অনেক বড় ফ্রিল্যান্স (Freelance) জব সাইট। এখানে আপনাকে প্রথমে একাউন্ট খুলতে হবে।

এরপর আপনাকে ক্যাপচা এন্ট্রি জব এর উপর গিগ (Gig) খুলতে হবে। 

আপনার গিগে উল্লেখ করে দিতে হবে, আপনি কতটাকা নিবেন। এরপর কোন বায়ার আপনাকে নিলে আপনি ইনকাম করতে পারবেন। 

যেহেতু এই কাজের প্রতিযোগিতা কম। তাই আপনারা সহজেই এই কাজ করে বেশি টাকা ইনকাম করে নিতে পারবেন। 

ফাইবার থেকে সহজেই Payoneer, Bank Transfer ইত্যাদি মাধ্যমে টাকা তোলা যাবে।

৮) Kolotibablo

আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে নিশ্চিন্তে ঘরে বসে Captcha এন্ট্রি করে ইনকাম করতে পারবেন। এটা একটি বিশ্বস্থ ওয়েবসাইট। আর এখানে সংগে সংগে টাকা পাওয়া যায়। 

এটি আপনাকে বেশ ভাল পরিমাণের আয়ের সুযোগ করে দিবে।

আপনি Paypal, Payaza থেকে সহজেই এখান থেকে টাকা তুলতে পারবেন।

FAQ: ক্যাপচা এন্ট্রি করে আয় করার সাইট

ক্যাপচা পূরণ করে টাকা আয় কি আসলেই সম্ভব?

আপনি অবশ্যই এভাবে রিয়েল টাকা ইনকাম করতে পারবেন।

তবে আপনাকে অনেক বুঝে ও এনালাইসিস করে ওয়েবসাইট নির্বাচণ করতে হবে।

ক্যাপচা এন্ট্রি জব করে কি প্রতিদিন টাকা উঠানো যায়?

হ্যাঁ অবশ্যই। আপনি প্রতিদিনের প্রতি ঘন্টার টাকা উঠাতে পারবেন। বেশিরভাগ ওয়েবসাইটেই .৫ বা ১ ডলার ইনকাম হলেই টাকা উইথড্র করা যায়।

শেষ কথাঃ ক্যাপচা এন্ট্রি করে আয় করার সাইট

আপনি যদি পার্ট টাইম জব করে ইনকাম করার কথা চিন্তা করে থাকেন, তাহলে ক্যাপচা টাইপিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন।

আপনাকে শুধু আসল সাইট চিনে কাজ করতে হবে।

আর আপনি যদি একটু ধৈর্য্য ধারণ করে সময় দেন, আর আপনার যদি টাইপিং স্পীড ভালো হয়।

তাহলে আপনি এই কাজে সফলতা পাবেন।

এই পোস্টটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন:

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট