আপনি যদি ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করতে চান। তাহলে আপনাকে আগে জানতে হবে। কোথায় ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়। কেননা আপনি কাজ জানা স্বত্বেও। যদি সঠিক ওয়েবসাইটে কাজ না খুঁজেন। তাহলে কাজ পাবেন না। তাই কোথায় ডাটা এন্ট্রি করব ও টাকা ইনকাম করব। তা জেনে থাকতে হবে।
ডাটা এন্ট্রি অনলাইনের অন্যান্য কাজের তুলনায় অনেকটাই সহজ। তাই ডাটা এন্ট্রিতে সকলে কাজ করতে চায়। অনেক ধরনের ডাটা এন্ট্রির কাজ আছে। আর এই কাজগুলির বেশিরভাগই খুব সহজে করা যায়। ডাটা এন্ট্রি করে টাকা ইনকামের জন্য আপনাকে জানতে হবে।
আরো পড়ুনঃ কিভাবে ঘরে বসে মোবাইলে এড দেখে টাকা ইনকাম করা যায়
কি কি ডাটা এন্ট্রির কাজ আছে
ডাটা এন্ট্রির কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল-
- ডাটা মাইনিং
- টাইপিং
- কপি পেস্ট
- ডাটা স্ক্রাপিং
- ওয়েব রিসার্চ
- বিটুবি লিড জেনেরেশন
- ইমেইল লিস্টিং
- অ্যাড্রেস লিস্টিং
- ইকমার্স প্রডাক্ট লিস্টিং ইত্যাদি।
ডাটা এন্ট্রি কাজ মোবাইল ও কম্পিউটার দিয়ে করা যায়। এটা করার আগে আপনাকে জানতে হবে-
১) টাইপিং
২) ওয়ার্ড
৩) এক্সেল
৪) পাওয়ারপয়েন্ট
৫) গুগল শীটস
৬) গুগল ডকুমেন্ট
৭) গুগল স্লাইডস
৮) পিডিএফ টু এক্সেল/ওয়ার্ড কনভারশন ইত্যাদি
ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম এর সেরা ১০টি ওয়েবসাইট
ডাটা এন্ট্রির কাজ খুব ভালভাবে শিখে। এরপর ভাল মার্কেটপ্লেসে জয়েন হতে হবে। এই মার্কেটপ্লেস গুলিতে ডাটা এন্ট্রির প্রচুর পরিমাণ কাজ আছে। আপনাকে প্রথমে প্রত্যেকটা মার্কেটপ্লেসে জয়েন হতে হবে। আর চেষ্টা করতেই থাকতেই হবে। এরপর আপনি কাজ পাবেন। ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করার জন্য। যে মার্কেটপ্লসের ওয়েবসাইটে ঢূকতে হবে তা হল-
আরো পড়ুনঃ কিভাবে ঘরে বসে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়
১) আপওয়ার্ক (Upwork)
ডাটা এন্ট্রি করার জন্য পৃথিবীর সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট হল আপওয়ার্ক। আপনি এখানে ডাটা এন্ট্রি নিয়ে প্রতিদিন হাজারো কাজ পাবেন। আপওয়ার্কে ডাটা এন্ট্রি নিয়ে সকল কাজ পোস্ট হয়। এখান থেকে অন্যান্য মার্কেটপ্লেসের তুলনায় বেশি ইনকাম করা যায় আপওয়ার্কে আপনি আওয়ারলি ও ফিক্সড প্রাইজিং এর কাজ করতে পারবেন। আপনি এখনি আপওয়ার্কে জয়েন হয়ে ডাটা এন্ট্রির কাজ শুরু করে দিতে পারেন
২) ফ্রিল্যান্সার (Freelancer)
এখানে ডাটা এন্ট্রি কাজের অভাব নেই। আপনি যদি আপওয়ার্কে কাজ করে থাকেন। তাহলে এখানেও কাজ করতে পারেন। প্রতিদিন এখানে হাজার হাজার কাজ পোস্ট হয়। এখানেও কাজের রেট অনেক ভাল দেয়। আপনি এখান থেকে ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সারেও আওয়ারলি ও ফিক্সড প্রাইজিং এ কাজ পাওয়া যায়।
৩) ফাইবার (Fiverr)
এটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। এখানে আপনাকে ডাটা এন্ট্রি কাজের জন্য গিগ তৈরি করতে হবে। আপনার গিগ দেখে বায়ার তখন আপনাকে নিবে। ফাইবার থেকে ডাটা এন্ট্রি করে অনেকেই আছেন লাখ লাখ টাকা আয় করছেন। ফাইবারে ডাটা এন্ট্রির সকল কাজ আপনি করে দিতে পারবেন। আপনি ডাটা এন্ট্রি কাজের জন্য একসাথে ২ বা ততোধিক গিগ খুলতে পারবেন।
৪) পিওপল পার আওয়ার ( People Per Hour)
এটাও আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট। এখানেও আপনাকে ফাইবার গিগের মত খুলতে হয়। এখানে একে অফার (Offer) বলে। ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম এর জন্য আপনি এই ওয়েবসাইটটি বেছে নিতে পারেন। এটি খুবই পাওয়ারফুল একটি ওয়েবসাইট। খুব সহজে এখানেও কাজ পাওয়া যায়। আপনি চাইলেই এখান থেকেও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
৫) গুরু (Guru)
গুরু আরো একটি অসাধারণ ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ডাটা এন্ট্রির কাজ অনেক পাবেন। ওয়েবসাইটটির লে আউট অনেক সুন্দর। আপনি চেষ্টা এখান থেকেও ডাটা এন্ট্রির কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এখানকার অধিকাংশ বায়ার ইউরোপ, আমেরিকার।

ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম
৬) ট্রুল্যান্সার (truelancer)
এটা খুবই দারুণ একটা ওয়েবসাইট । এই ওয়েবসাইটে আপনি ডাটা এন্ট্রির মাধ্যমে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন। ডাটা এন্ট্রির সকল কাজ এখানে পাওয়া যায়। এখানে আপনি ফিক্সড প্রাইজ ও আওয়ারলি রেটে কাজ করতে পারবেন। অবিশ্বাস্যভাবে এই ওয়েবসাইটে ডাটা এন্ট্রি কাজের চাহিদা বেড়েই চলেছে। আপনি এখানে ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম শুরু করে দিতে পারেন।
৭) ফ্লেক্স জব ( flexjobs)
যারা ফ্রিল্যান্সিং করেন। তার প্রায় প্রত্যেকেই এই ওয়েবসাইটের নাম শুনে থাকবেন। আপনি জেন খুশি এখানে দিনে ২ থেকে ৩ হাজারের বেশি ডাটা এন্ট্রির কাজ পোস্ট হয়। আর এখানে কাজ পাওয়াটাও অনেক সহজ। আপনি এখানে ফুল টাইম, পার্ট টাইম, টেম্পোরারী বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির কাজ পেতে পারেন। এদের পারিশ্রমিক অনেক বেশি হয়ে থাকে।
৮) ফ্রি আপ ( FreeUp)
এখানেও আপনি সকল ধরনের ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম শুরু করে দিতে পারেন। খুবই ভাল একটি ওয়েবসাইট। এখানে আপনি ডাটা এন্ট্রির কপি পেস্ট, ইমেইল পোস্ট, ট্রান্সলেশনের কাজ করতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে ইকমার্স ওয়েবসাইট প্রডাক্ট লিস্টিং সহ সকল ধরনের কাজ করতে পারবেন। এখান থেকে আপনি খুব সহজে পেমেন্ট পাবেন। অনেকেই এই ওয়েবসাইট থেকে ডাটা এন্ট্রি করে মাসে ৫০ হজার টাকা ইনকাম করছে।
৯) ওয়ার্কানা (workana)
আরো একটি প্রসিদ্ধ ওয়েবসাইট। এখানেও প্রচুর পরিমাণ ডাটা এন্ট্রির কাজ পোস্ট হয়। আপনি এই ওয়েবসাইটেও ডাটা এন্ট্রি কাজ পাওয়ার চেষ্টা করতে পারেন। এখানেও কাজের রেট অনেক বেশি। আপনি যদি একজন ভাল ও দক্ষ ডাটা এন্ট্রি এক্সপার্ট হয়ে থাকেন। তাহলে এখান থেকে খুব সহজেই কাজ পাবেন।
১০) টাস্ক শিফট (taskshift)
এটাও অনেকটা ফাইবার ওয়েবসাইটের মত। এখানেও দিন দিন ডাটা এন্ট্রি কাজের চাহিদা বাড়ছে। এখানে কাজ পাওয়ার জন্য আপনাকে সার্ভিস (service) খুলতে হবে। এরপর এখানকার সব নিয়ম ফাইবারের মত। খুবই অসাধারণ একটি ওয়েবসাইট হল টাস্ক শিফট। আপনি চাইলে এখান থেকে ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করতে পারবেন।
শেষ কথা
বিশ্বব্যাপী ডাটা এন্ট্রি কাজের ব্যাপক চাহিদা। প্রতিদিন বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওয়েবসাইটে হাজার হাজার ডাটা এন্ট্রির কাজ পোস্ট হচ্ছে। যারা খুব দক্ষ। তারা খুব সহজেই এখান থেকে টাকা ইনকাম করছে। আপনি চাইলে ডাটা এন্ট্রির কাজ মাসে ৫০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
অবশ্যই পড়ুনঃ