আপনি যদি ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে আগে জানতে হবে, কোথায় ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়।

কেননা আপনি কাজ জানা স্বত্বেও, যদি সঠিক ওয়েবসাইটে কাজ না খুঁজেন, তাহলে কাজ পাবেন না।

তাই ডাটা এন্ট্রি করে ইনকাম সাইট সম্পর্কে আগে জানতে হবে।

ডাটা এন্ট্রি অনলাইনের অন্যান্য কাজের তুলনায় অনেকটাই সহজ। তাই অনেকেই এই কাজ করতে চায়।

অনেক ওয়েবসাইট থেকে সহজেই এই কাজ করে অনলাইনে ফ্রি টাকা ইনকাম করা যায়।

অনেক ধরনের ডাটা এন্ট্রির কাজ আছে। আর এই কাজগুলির বেশিরভাগই খুব সহজে করা যায়।

এটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের মধ্যে সবথেকে হাই কম্পিটিটিভ কাজ। তবে একবার এই কাজ পাওয়া শুরু করলে আপনি কাজ পেতেই থাকবেন।

ডাটা এন্ট্রি কাজ করতে খুব বেশি দক্ষতার প্রয়োজন হয়না।

ডাটা এন্ট্রি কি?

ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম

Data Entry এমন এক ধরনের কাজ, যা একজন ব্যক্তি কম্পিউটার সিস্টেম বা ডাটাবেসে টাইপিং এর মাধ্যমে ডাটা ইনপুট করে ও আপডেট করে।

এই ডাটা Texts, number, documents, digital files ইত্যাদি হয়ে থাকে। আপনি কম্পিউটারের পাশাপাশি মোবাইলে ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করতে পারবেন।

ডাটা এন্ট্রির কাজ করতে কি কি প্রয়োজনঃ

১) ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ

২) মোবাইল ফোন

৩) বেসিক কম্পিউটার স্কিল

৪) MS Excel, Google Docs, MS Word ইত্যাদিতে দক্ষতা

৫) ভাল টাইপিং স্পীড

৬) ভাল ইন্টারনেট কানেকশন

ডাটা এন্ট্রি জবস গুলি কি কি?

আপনি ঘরে বসে ইউটিউবে এ ভিডিও দেখে বা অনলাইন কোর্স করে ডাটা এন্ট্রি কাজ শিখতে পারেন।

বিভিন্ন ডাটা এন্ট্রি করে ইনকাম সাইটে নানা ধরনের ডাটা এন্ট্রির কাজ রয়েছে।

ডাটা এন্ট্রি কাজের প্রতিযোগিতা অনেক বেশি থাকে। কারণ এখানে কাজ করতে তেমন দক্ষতার প্রয়োজন হয়না।

ডাটা এন্ট্রি কাজগুলি হলঃ

১) ডাটা প্রসেসিং

২) ফর্ম ফিলাপ প্রজেক্ট

৩) ডাটা কিনজিং

৪) ট্রান্সক্রিপশন

৫) কন্টেন্ট ক্রিয়েশন

৬) ডাটা মাইনিং

৭) ইমেজ ট্যাগিং

৮) অ্যাপ টেস্টিং

৯) ট্রান্সলেশন

১০) কন্টেন্ট মডেরেশন

১১) সার্ভে পূরণ করা

১২) ক্যাপচা পূরণ

১৩) কপি পেস্ট জব

১৪) ওয়েব রিসার্চ

১৫) বিটুবি লিড জেনেরেশন ইত্যাদি।

ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করার সেরা ১৩টি ওয়েবসাইট

আপনাকে ডাটা এন্ট্রি করে আয় করার জন্য প্রথমে কাজ খুব ভালভাবে শিখে ভাল কোন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে জয়েন হতে হবে।

এই মার্কেটপ্লেস গুলিতে ডাটা এন্ট্রির প্রচুর পরিমাণ কাজ আছে।

আপনাকে সেই কাজে এপ্লাই করতে হবে ও কাজ পেলে তা করতে হবে।

ডাটা এন্ট্রির মাধ্যমে আয় করার জন্য, সেরা সাইটগুলি হলঃ

১. Upwork

২. Freelancer

৩. Fiverr

৪. People Per hour

৫. Guru

৬. Trulancer

৭. Flexjobs

৮. Freeup

৯. Workana

১০. Scribie

১১. 2Captcha

১২. Mturk

১৩. Go Transcript

১. Upwork

Upwork হল ডাটা এন্ট্রি করে টাকা আয় করার জন্য পৃথিবীর সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট

আপনি এখানে ডাটা এন্ট্রি নিয়ে প্রতিদিন হাজারো কাজ পাবেন। এখানে ডাটা এন্ট্রি রিলেটেড প্রায় সকল কাজ পোস্ট হয়।

এখান থেকে অন্যান্য মার্কেটপ্লেসের তুলনায় বেশি ইনকাম করা যায়। আপওয়ার্কে আপনি আওয়ারলি ও ফিক্সড প্রাইজিং এর কাজ করতে পারবেন।

আপনি এখনি আপওয়ার্কে জয়েন হয়ে ডাটা এন্ট্রির কাজ শুরু করে দিতে পারেন। এই মার্কেটপ্লেসে ডাটা এন্টির কাজ করে আপনি মাসে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন

২. Freelancer

Freelancer.com সাইটে ডাটা এন্ট্রি কাজের অভাব নেই। আপনি যদি আপওয়ার্কে কাজ করে থাকেন।

তাহলে এই সাইটেও কাজ করতে পারেন। প্রতিদিন এখানে হাজার হাজার কাজ পোস্ট হয়। এখানেও কাজের রেট অনেক ভাল দেয়।

ফ্রিল্যান্সারেও আওয়ারলি ও ফিক্সড প্রাইজিং এ কাজ পাওয়া যায়। আপনি এই সাইট থেকে অনায়েসেই ডাটা এন্ট্রি করে ইনকাম করতে পারবেন।

৩. Fiverr

Fiverr হল ডাটা এন্ট্রি করে ইনকাম করার সাইট এর মধ্যে সেরা।

এখানে আপনাকে ডাটা এন্ট্রি কাজের জন্য গিগ তৈরি করতে হবে।

আপনার গিগ দেখে বায়ার তখন আপনাকে নিবে।

ফাইবার থেকে ডাটা এন্ট্রি করে অনেকেই আছেন লাখ লাখ টাকা আয় করছেন। আপনিও এখানে কাজ শুরু করে দিতে পারেন।

৪. Peopleperhour – ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম সাইট

Peopleperhour আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট। এখানেও আপনাকে ফাইবার গিগের মত খুলতে হয়। একে Offer বলে।

ডাটা এন্ট্রি করে টাকা আয় করার জন্য আপনি এই ওয়েবসাইটটি বেছে নিতে পারেন। এটি খুবই পাওয়ারফুল একটি ওয়েবসাইট।

খুব সহজে এখানেও কাজ পাওয়া যায়। আপনি চাইলেই এখান থেকেও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

৫. Guru

Guru হল ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করার অসাধারণ একটি সাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ডাটা এন্ট্রির কাজ অনেক পাবেন।

ওয়েবসাইটটির লে আউট অনেক সুন্দর। আপনি চেষ্টা এখান থেকেও ডাটা এন্ট্রির কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।

এখানকার অধিকাংশ বায়ার ইউরোপ, আমেরিকার। Guru তে Data processing, Data minning, Internet Research, PDF Solutions, Web Scraping, Lead Generation, B2B Lead Generation, Linked-in Lead Generation ইত্যাদি কাজ পাওয়া যায়।

৬. Truelancer – ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম সাইট

Truelancer খুবই দারুণ ডাটা এন্ট্রি করে ইনকাম সাইট।

এই ওয়েবসাইটে আপনি ডাটা এন্ট্রির মাধ্যমে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন। Data Entry রিলেটেড সকল কাজ এখানে পাওয়া যায়।

এখানে আপনি ফিক্সড প্রাইজ ও আওয়ারলি রেটে কাজ করতে পারবেন। অবিশ্বাস্যভাবে এই ওয়েবসাইটে ডাটা এন্ট্রি কাজের চাহিদা বেড়েই চলেছে।

৭. Flexjobs – ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম সাইট

যারা ফ্রিল্যান্সিং করেন তারা প্রায় প্রত্যেকেই Flexjobs ওয়েবসাইটের নাম শুনে থাকবেন।

আপনি জেন খুশি এখানে দিনে ২ থেকে ৩ হাজারের বেশি ডাটা এন্ট্রির কাজ পোস্ট হয়। আর এখানে কাজ পাওয়াটাও অনেক সহজ।

আপনি এখানে ফুল টাইম, পার্ট টাইম, টেম্পোরারী(Temporary) বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির কাজ পেতে পারেন। এদের পারিশ্রমিক অনেক বেশি হয়ে থাকে।

৮. Freeup

Freeup ওয়েবসাইটে আপনি সকল ধরনের ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম শুরু করে দিতে পারেন।

খুবই ভাল একটি ওয়েবসাইট। এখানে আপনি ডাটা এন্ট্রির কপি পেস্ট, ইমেইল পোস্ট, ট্রান্সলেশনের কাজ করতে পারবেন।

এছাড়া আপনি এখান থেকে ইকমার্স ওয়েবসাইট প্রডাক্ট লিস্টিং সহ সকল ধরনের কাজ করতে পারবেন।

এখান থেকে আপনি খুব সহজে পেমেন্ট পাবেন। অনেকেই এই ওয়েবসাইট থেকে ডাটা এন্ট্রি করে মাসে ৫০ হজার টাকা ইনকাম করছে।

৯. Workana

Workana হল ডাটা এন্ট্রি করে ইনকাম করার ওয়েবসাইট এর মধ্যে অন্যতম সেরা একটি সাইট।

আরো একটি প্রসিদ্ধ ওয়েবসাইট। এখানেও প্রচুর পরিমাণ ডাটা এন্ট্রির কাজ পোস্ট হয়।

আপনি এই ওয়েবসাইটেও ডাটা এন্ট্রি কাজ পাওয়ার চেষ্টা করতে পারেন।

এখানেও কাজের রেট অনেক বেশি। আপনি যদি একজন এক্সপার্ট হয়ে থাকেন। তাহলে এখান থেকে খুব সহজেই কাজ পাবেন।

১০. Scribie – ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম সাইট

আপনি যদি খুব সহজ ডাটা এন্ট্রির কাজ করে ইনকাম করতে চান, তাহলে Scribie ওয়েবসাইট হবে সেরা। এখানে Audio and video Transcription এর কাজ পাওয়া যায়।

অর্থাৎ আপনাকে অডিও বা ভিডিও, শুনে ও দেখে দেখে তা টাইপ করে লিখতে হবে। আপনি এখানে অনেক কম দক্ষতা নিয়েও কাজ করতে পারবেন।

এখানে আপনার ভাল ইনকামের সুযোগ আছে। আপনি এখান থেকে Paypal এর মাধ্যমে সহজেই টাকা তুলে নিতে পারবেন।

১১. 2Captcha

2Captcha খুবই জনপ্রিয় একটি সাইট। আপনি যদি কোন প্রকার দক্ষতা ছাড়াই ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করতে চান, তাহলে এর থেকে সহজ সাইট আর একটিও হবেনা।

এই ওয়েবসাইটে আপনি শুধুমাত্র ক্যাপচা পূরণ করে ইনকাম করতে পারবেন।

এখানে সাইন আপ করার পর আপনাকে একে একে দেখে দেখে Captcha পুরণ করতে হবে। আপনি

যত বেশি captcha পুরণ করবেন। আপনার ইনকাম তত বেশি হবে।

এটিও অসাধারণ একটি ওয়েবসাইট এর থকে সহজ ডাটা এন্ট্রির কাজ আর একটিও হয়না। এখানে ন্যুনতম কাজের দক্ষতার প্রয়োজন নেই।

তবে আপনার টাইপিং স্পীড ভাল হলে এখান থেকে বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন।

এখানে Captcha পুরণ করে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করা সম্ভব।

আপনি এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন।

১২. Amazon Mechanical Turk

Mturk হল অ্যামাজন ক্রাউডসোর্সিং (crowdsourcing) মার্কেটপ্লেস।

যারা ছোট কাজ করতে চায়, তাদের জন্য এই ডাটা এন্ট্রি কাজ করে ইনকাম সাইটটি ভাল হবে।

এই সাইটে ডাটা এন্ট্রি রিলেটেড অনেক কাজ এখানে পাওয়া যায়। আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন।

আপনার Tasks পুরণ করার সাথে সাথে এখান থেকে টাকা ইনকাম করে, তা সহজেই তুলতে পারবেন।

১৩. Gotranscript

Gopscript ওয়েবসাইট থেকেও আপনি Audio ও Video ট্রান্সক্রিপশনের কাজ করে ইনকাম করতে পাববেন।

অর্থাৎ দেখে ও শুনে ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করতে পারবেন।

আপনি এই কাজে দক্ষ হলে খান থেকে বেশ ভাল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

এখান থেকে আপনার আয় করা টাকা Paypal ও Payonner এর মাধ্যমে তুলতে পারবেন।

FAQ: ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করার উপায়

ডাটা এন্ট্রি শিখতে কত দিন লাগে?

এই কাজ অনেক সহজ হওয়ায় আপনি অনেক কম সময়েই কাজ শিখতে পারবেন।

আপনি যদি খুব ভাল দক্ষতা সম্পন্ন হতে চান, তাহলে কিছুদিন সময় নিন।

সাধারণত ১ থেকে ২ মাসের মধ্যে আপনি খুব ভালোভাবে এই কাজ শিখতে পারবেন।

অনেকে ফ্রিল্যান্সার আছেন, যারা মাত্র ১৪ দিন শিখেই কাজ পাচ্ছেন। তবে যেকোন কাজ খুব ভালোভাবে শেখা উচিত।

কি কি অনলাইন ডাটা এন্ট্রি জব সাইট রয়েছে?

অনলাইনে ডাটা এন্ট্রি কাজ করে আয় করার অনেক সাইট আছে।

এদের মধ্যে 2Captcha, Upwork, Freelancer, fiverr, Guru, Peopleperhour ইত্যাদি সাইটে অধিক ডাটা এন্ট্রি রিলেটেড কাজ পাওয়া যায়।

শেষ কথা – ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করার উপায়

বিশ্বব্যাপী ডাটা এন্ট্রি কাজের ব্যাপক চাহিদা। প্রতিদিন বিভিন্ন ডাটা এন্ট্রি কাজ করে ইনকাম সাইটে হাজার হাজার ডাটা এন্ট্রির কাজ পোস্ট হচ্ছে।

যারা খুব দক্ষ, তারা খুব সহজেই এখান থেকে টাকা ইনকাম করছে। এটা হতে পারে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার একটি ভাল মাধ্যম।

আপনি যদি খুব সহজে ঘরে বসে ইনকাম করতে চান, তাহলে ডাটা এন্ট্রি হবে আপনার জন্য সবথেকে ভালো চয়েজ।

অন্যান্য কাজের তুলনায় ডাটা এন্ট্রি কাজের রেট কম। কিন্তু আপনি যদি একসাথে অনেক প্রজেক্ট করে থাকেন, তাহলে এই সেক্টর থেকেও ভাল ইনকাম করতে পারবেন।

Fiverr এ এমন ফ্রিল্যান্সার আছে, যারা মাসে ১০ থেকে ১৫ টি ডাটা এন্ট্রির কাজ করে ৫০ থেকে ৮০ হাজার টাকা ইনকাম করছেন।