আমাদের মধ্যে অনেকেই ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে নতুন মোবাইল ফোন 2025 খুঁজে থাকি।

কেননা এই বাজেটের ফোন সবথেকে বেশি বিক্রি হয়। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত।

এই মধ্যবিত্ত মানুষেরা তাদের ফোন কেনার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা বাজেট করে থাকে।

আর আমরা একটি ফোন শুধুমাত্র কথা বলার জন্য কিনি না।

মানুষ একটি স্মার্ট ফোন ব্যবহার করে কথা বলার পাশাপাশি সুন্দর সুন্দর ছবি তুলে, মোবাইলের বিভিন্ন অ্যাপস ব্যবহার করে, মোবাইলে গেম খেলে, এছাড়া মোবাইল দিয়ে টাকা ইনকাম করে থাকে।

আজকাল একটি মোবাইল দিয়েই ঘরে বসে টাকা ইনকাম করা যায়।

আর মোবাইল দিয়ে ভালোভাবে টাকা ইনকাম করার জন্য মিনিমাম ১৫ থেকে ২০ হাজার টাকা বাজেট করা জরুরী।

কেননা এই বাজেটে দারুন কিছু স্মার্টফোন রয়েছে। যেগুলি ব্যবহার করে আপনি খুব সহজেই অনলাইন থেকে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন।

এই ব্লগে আমরা এমন কতকগুলি নতুন মোবাইল ফোন নিয়ে জানতে পারবো। যেগুলির বাজেট ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে।

আপনি যদি একটি নতুন ও ও সঠিক ফিচার সমৃদ্ধ স্মার্টফোন কেনার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা বাজেট করেন।

তাহলে আপনি অল্প খরচে একটি ভালো মোবাইল কিনতে পারবেন।

এই মোবাইল ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিয়ে সবাইকে অবাক করতে পারেন।

নতুন মোবাইল ফোন 2025

এছাড়া অবসর সময় কোন প্রকারের ল্যাগ ছাড়া মোটামুটি যে কোন গেম খেলতে পারেন।

আর মোবাইল দিয়ে সুন্দর সুন্দর ভিডিও করে প্রিয় মুহূর্ত গুলো স্মরণীয় করে রাখতে পারেন।

শুধু তাই নয় আপনি যদি অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে চান।

তাহলে এই বাজেটের মধ্যে মোবাইল দিয়েই ঘরে বসে বিভিন্ন ছোট ছোট কাজ করে অনলাইনে ইনকাম করতে পারবেন।

এছাড়া আপনার মোবাইল দিয়ে ছবি তুলে, সেই ছবি বিক্রি করে আয় করতে পারবেন।

আর আপনার মোবাইল ব্যবহার করে ইউটিউব ও ফেসবুকের জন্য ভিডিও শুট করে ও মোবাইলের বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে ভিডিও এডিটিং করে ইউটিউব ও ফেসবুকে ভিডিওগুলি আপলোড করে রিয়েল টাকা ইনকাম করতে পারবেন।

দেখে নিন ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে আপনার জন্য সেরা মোবাইল ফোন কোনটি হতে পারে।

১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে ৪টি সেরা নতুন মোবাইল ফোন 2025

আজকাল মোবাইল দিয়ে প্রায় সকল কাজই করা যায়।

আপনি যদি মোবাইল কেনার জন্য 15 থেকে 20 হাজার টাকা বাজেট করেন।

সেক্ষেত্রে আপনি বিভিন্ন চমৎকার সব স্মার্ট ফোন পেয়ে যাবেন। এই ব্লগে আমরা এমন ৪টি স্মার্টফোন সম্পর্কে জানব।

যেগুলি দাম ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে। আর এই দামে মোবাইল কিনা আমাদের প্রত্যেকেরই প্রায় সাধ্যের মধ্যেই হয়ে থাকে।

আর বর্তমানে এই বাজেটে এমন এমন সব স্মার্ট ফোন বের হয়েছে, যেগুলি অনেক নামিদামি ব্র্যান্ডের বেশি দামের মোবাইলের সাথে প্রতিযোগিতা করে।

এরকম পাঁচটি স্মার্টফোন সম্পর্কে জানুন আর আপনি এগুলির মধ্যে থেকে যেকোনো একটি পছন্দ করে কিনতে পারেন। দেখে নিন সেই পাঁচটি স্মার্টফোন সম্পর্কে।

এই মোবাইলটি বাজারে আসতেই খুবই জনপ্রিয়তা পেয়েছে।

কেননা মোবাইলটি দেখতে খুবই স্লিম ও এর ডিসপ্লের বেজেল অনেক কম আর এটি দেখতে খুব সুন্দর।

এছাড়া এর পারফরম্যান্স ভালো আর এই মোবাইলে প্রচুর ফিচার রয়েছে।

আপনি যদি অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে এই মোবাইলটি আপনার জন্য সেরা হতে পারে।

এটি ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে সবথেকে সেরা নতুন মোবাইল ফোন 2025।

দেখে নিন মোবাইলটিতে যা যা আছে-

প্রসেসরঃ MediaTek Helio G200, GPU- Mali-G57

নেটওয়ার্কঃ 4G

র‍্যাম ও স্টোরেজঃ ৮ জিবি ও ১২৮ জিবি (UFS 2.2)

ডিস্প্লেঃ ৬.৭৮ ইঞ্চি, ১.৫ K রেজুলেশন, অ্যামোলেড, ১৪৪ Hz Refresh Rate, ৪৫০০ nits পিক ব্রাইটনেস, ৪৪০ পিপিআই ডেসসিটি, ডিসপ্লে প্রোটেকশন – Corning® Gorilla® Glass 7i

ব্যাটারীঃ ৫১৬০ mAH

নিরাপত্তাঃ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

ক্যামেরাঃ REAR CAMERA – 50MP, FRONT CAMERA – 13MP, ভিডিও ২K সাপোর্ট

অন্যান্যঃ ডুয়াল স্পিকার, টাইপ সি পোর্ট, ৪৫ ওয়াট চার্জিং, ৩.৫ এম এম অডিও জ্যাক

ফিচারঃ আলট্র্যা স্লিম, ডেডিকেটেড এ আই বাটন, আইপি ৬৪ রেটিং, NFC

অপারেটিং সিস্টেমঃ XOS15.1.1, অ্যান্ড্রয়েড ১৫

বক্সে যা যা আছেঃ ফোন, ৪৫ ওয়াট চার্জার, ক্যাবল, ফোন কেস, সিম ইজেক্টর টুল, ওয়ারেন্টি কার্ড, স্টিকার, গ্লাস প্রটেক্টর

অফিসিয়াল দামঃ ১৮৯৯৯/-

এই ফোনের ভালো দিক

ফোনটির খারাপ দিকের চেয়ে ভালো দিক অনেক বেশি।

সুন্দর ডিজাইন, বেসেল লেস ডিসপ্লে, ভালো পারফরম্যান্স, স্টোরিও স্পিকার, অধিক ব্রাইটনেস, ভালো বিল্ড কোয়ালিটি এই ফোনের ভালো দিক।

এই ফোনের খারাপ দিক

ফোনটিতে ক্যামেরা খুব বেশি ভালো না।

তবে এটি ভালো আলো দিয়ে সুন্দর ছবি তোলা যায়। আলো খারাপ হলে ছবি কিছুটা খারাপ হয়।

এছাড়া এর ভিডিওতে মোটামুটি পারফরম্যান্স পাওয়া যায়। ১০৮০ রেজুলেশনে এর ভিডিও কোয়ালিটি ও স্টাবিলাইজেশন ভালো হলেও।

২k রেজুলেশনে ভিডিওর কোয়ালিটি কিছুটা খারাপ হয়। এছাড়া এই ফোনটিতে 5G নেই।

এই মোবাইলটিও একটি অসাধারণ স্মার্টফোন। আপনার বাজেট যদি হয়, ২০ হাজার টাকা।

তাহলে এই ফোনটি আপনি নির্দ্বিধায় নিতে পারেন। এই ফোনটি অত্যাধিক স্লিম ও সুন্দর দেখতে হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা।

আপনি যদি অনলাইন ইনকাম সাইট থেকে কাজ করে ইনকাম করতে চান,তাহলে ফোনটি দিয়ে কাজ করে আয় করতে পারেন।

এই ফোনে যা যা আছে-

প্রসেসরঃ MediaTek Helio G100 Ultimate, GPU- Mali-G57

নেটওয়ার্কঃ 4G

র‍্যাম ও স্টোরেজঃ ৮ জিবি ও ১২৮ জিবি (UFS 2.2)

ডিস্প্লেঃ ৬.৭৮ ইঞ্চি, ১.৫ K রেজুলেশন, অ্যামোলেড, ১৪৪ Hz Refresh Rate, ৪৪০ পিপিআই ডেনসিটি, ৪৫০০ nits পিক ব্রাইটনেস, ডিসপ্লে প্রোটেকশন – Corning® Gorilla® Glass 7i

ব্যাটারীঃ ৫২০০ mAH

নিরাপত্তাঃ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

ক্যামেরাঃ REAR CAMERA – 50MP + 2MP, FRONT CAMERA – 13MP, ভিডিও ২K সাপোর্ট

অন্যান্যঃ ডুয়াল স্পিকার, টাইপ সি পোর্ট, ৪৫ ওয়াট চার্জিং, ৩.৫ এম এম অডিও জ্যাক

ফিচারঃ সুপার স্লিম, আইপি ৬৪ রেটিং ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্টেন্স, NFC, IR ব্লাস্টার সেন্সর (রিমোট কন্ট্রোল)

অপারেটিং সিস্টেমঃ HIOS 15.1, অ্যান্ড্রয়েড ১৫

বক্সে যা যা আছেঃ ফোন, ৪৫ ওয়াট চার্জার, ক্যাবল, ফোন কেস, সিম ইজেক্টর টুল, ওয়ারেন্টি কার্ড, স্টিকার, গ্লাস প্রটেক্টর

অফিসিয়াল দামঃ ১৯,৯৯৯/-

এই ফোনের ভালো দিক

ফোনটি দেখতে সুন্দর, এর ডিস্প্লে, পারফরম্যান্স অনেক ভালো। এতে রয়েছে আই আর ব্লাস্টার সেন্সর।

যেটি দিয়ে যেকোন ডিভাইস যেমন টিভি, এসি ইত্যাদির রিমোট হিসেবে ব্যবহার করার যায়। এছাড়া এর বেজেল খুবই কম।

এই ফোনের খারাপ দিক

ফোনটি ক্যামেরা খুব বেশি ভালো না। কম আলো এর ছবি কিছুটা খারাপ তোলা যায়।

আর এর ভিডিও ২k রেজুলেশনে কিছুটা কাঁপা কাঁপা হয়। আর ফোনটিতে 5G নেই।

আপনি যদি একটি ভাল পারফরম্যান্স যুক্ত ফোন ও অধিক ব্যাটারি ক্যাপাসিটিযুক্ত ফোন খুঁজে থাকেন।

তাহলে এই ফোনটি ১৫ থেকে ২০ হাজার বাজেটের মধ্যে একটি অন্যতম সেরা ফোন হবে।

ফোনটির প্রচুর ভালো দিক রয়েছে।

বিভিন্ন ফ্রি অনলাইন ইনকাম সাইটে কাজ করে আয় করার জন্য এই মোবাইল আপনার জন্য সেরা হতে পারে। এটি একটি সেরা নতুন মোবাইল ফোন 2025।

এই ফোনটিতে যা যা আছে দেখে নিন-

প্রসেসরঃ Snapdragon® 685, GPU- Qualcomm® Adreno™

নেটওয়ার্কঃ 4G

র‍্যাম ও স্টোরেজঃ ৬ জিবি ও ১২৮ জিবি (UFS 2.2)

ডিস্প্লেঃ ৬.৯ ইঞ্চি, FHD+, IPS, ১৪৪ Hz Refresh Rate, ৩৭৪ পিপিআই ডেনসিটি, ৮৫০ nits পিক ব্রাইটনেস, ডিসপ্লে প্রোটেকশন – অজানা

ব্যাটারীঃ ৭০০০ mAH

নিরাপত্তাঃ সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট

ক্যামেরাঃ REAR CAMERA – 50MP, FRONT CAMERA – 8MP, ভিডিও 1080p সাপোর্ট

অন্যান্যঃ সিঙ্গেল স্পিকার, টাইপ সি পোর্ট, ৩৩ ওয়াট চার্জিং

ফিচারঃ সুপার স্লিম, আইপি ৬৪ রেটিং ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্টেন্স

অপারেটিং সিস্টেমঃ Xiaomi HyperOS 2, অ্যান্ড্রয়েড ১৫

বক্সে যা যা আছেঃ ফোন, ৩৩ ওয়াট চার্জার, ক্যাবল, ফোন কেস, সিম ইজেক্টর টুল, ওয়ারেন্টি কার্ড।

অফিসিয়াল দামঃ ১৭,৯৯৯/-

এই ফোনের ভালো দিক

ফোনটির ডিসপ্লে অনেক বড়, পারফরম্যান্স খুবই ভালো, ৭০০০ mAH ব্যাটারি রয়েছে।

এই ফোনের খারাপ দিক

ফোনটি ক্যামেরা মোটামুটি মানের।

এতে কোন NFC নেই। এর রয়েছে সিঙ্গেল স্পিকার আর ডিসপ্লে প্রটেকশন কি রয়েছে তা জানা যায়নি।

এর ডিসপ্লেতে বেজেল মোটামুটি বেশি।

এটি একটি সুন্দর দেখতে ও বড় ব্যাটারীযুক্ত ফোন। এই ফোনটি যখন বাজারে আসে, তখন এটি খুবই জনপ্রিয়তা পায়।

কারণ, এটি একটি বাজেটের মধ্যে সেরা ফোন।

এই ফোনে যা যা আছে-

প্রসেসরঃ UNISOC T7250, GPU- Mali-G57

নেটওয়ার্কঃ 4G

র‍্যাম ও স্টোরেজঃ ৬ জিবি ও ১২৮ জিবি

ডিস্প্লেঃ ৬.৬৭ ইঞ্চি, HD+ রেজুলেশন, IPS , ১২০ Hz Refresh Rate, ৩৯২ পিপিআই ডেনসিটি, ৭২৫ nits পিক ব্রাইটনেস, ডিসপ্লে প্রোটেকশন – অজানা

ব্যাটারীঃ ৬৩০০ mAH

নিরাপত্তাঃ সাইড মাউন্টেড

ক্যামেরাঃ REAR CAMERA – 50MP, FRONT CAMERA – 5MP, ভিডিও 1080p

অন্যান্যঃ সিঙ্গেল স্পিকার, টাইপ সি পোর্ট, ৪৫ ওয়াট চার্জিং, ৩.৫ মিমি অডিও জ্যাক

ফিচারঃ সুপার স্লিম, আইপি ৬৪ রেটিং ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্টেন্স, NFC

অপারেটিং সিস্টেমঃ Realme UI, অ্যান্ড্রয়েড ১৫

বক্সে যা যা আছেঃ ফোন, ৪৫ ওয়াট চার্জার, ক্যাবল, ফোন কেস, সিম ইজেক্টর টুল, ওয়ারেন্টি কার্ড

অফিসিয়াল দামঃ ১৫,৯৯৯/-

এই ফোনের ভালো দিক

ফোনটি ব্যাটারী অনেক বড়। এছাড়ের ব্যাটারিকে চার্জ করার জন্য ৪৫ ওয়াটের একটি চার্জার রয়েছে। ফোনের ব্রাইটনেস ভালো।

এই ফোনের খারাপ দিক

ফোনটির সামনের ক্যামেরা 5MP। এর পারফরম্যান্স এভারেজ টাইপের। ফোনের ডিস্প্লের বেজেল মোটামুটি বেশি।

উপসংহার – নতুন মোবাইল ফোন 2025

আমাদের মধ্যে সকলেরই মোবাইল কেনার প্রয়োজনীয়তা রয়েছে।

তবে একটি মোবাইল কিনার জন্য শুধু এর ফিচার দেখলে হবে না।

আপনাকে অবশ্যই ভালো ব্র্যান্ডের মোবাইল কিনতে হবে।

এছাড়া মোবাইলের বিভিন্ন ফিচার নিয়ে ভালো করে মোবাইল কেনা প্রয়োজন।

আর বাজেটের মধ্যে মোবাইল কিনলে সেই মোবাইল যেন ভ্যালু ফর মানি হয় সেদিকে নজর দিতে হবে।

কখনোই আনঅফিসিয়াল মোবাইল কিনা ঠিক না। আপনাকে চেষ্টা করতে হবে কিছু টাকা বেশি দিয়ে হলেও, অফিসিয়াল ফোন কেনার।

এতে করে আপনি সবসময় নিরাপদ থাকতে পারবেন।

আপনার মোবাইল কেনার বাজেট যদি ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে হয়।

তাহলে আপনি এই চারটি মোবাইলের যে কোন একটি কিনতে পারেন।

এই মোবাইল গুলির বাইরে আরো অনেক মোবাইল রয়েছে। আপনি সেগুলো দেখতে পারেন।

এই পোস্টটি শেয়ার করুন