গুগলের নানা ধরনের সার্ভিস আছে। এই সার্ভিস সম্মৃদ্ধ গুগল থেকে টাকা ইনকাম এর নানা উপায় আছে।

গুগল বলতে আমরা গুগলের সার্চ ইঞ্জিনকেই বুঝি। এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে মানুষ পৃথিবীর সকল তথ্য ও উপাত্ত জানতে পারে। গুগলের সার্চ ইঞ্জিন ছাড়াও আরো অনেক সার্ভিস আছে।

যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়। আবার এই সার্ভিসের মাধ্যমে আমরা মাসে লাখ টাকা অনলাইন থেকে আয় করতে পারি।

গুগল থেকে আয় করাটা সবথেকে নিরাপদ। Google এর মাধ্যমে আমরা সহজেই ইন্টারনেট থেকে রিয়েল টাকা আয় করতে পারি।

আর গুগল থেকে ইনকামকৃত টাকা আমরা সব সময় ব্যাংক একাউন্টের মাধ্যমেই পেয়ে থাকি।

গুগল হল একটি American multinational corporation and technology company. এর অনেক সার্ভিস আছে। আর নানা উপায়ে গুগল অর্থ উপার্জন করে থাকে।

Google আমাদেরকেও অনলাইনে আয়ের অনেকে ব্যবস্থা করে দিয়েছে। আপনি চাইলেই Google থেকে টাকা ইনকাম করতে পারবেন।

গুগল থেকে টাকা ইনকাম

অনলাইন থেকে টাকা ইনকাম এর মধ্যে সবথেকে বিশ্বস্থভাবে গুগল থেকে আয় করা যায়। আর আপনি যদি কাজে খুবই দক্ষ হয়ে থাকেন, তাহলে আরো বেশি আয় করতে পারবেন। এমনকি আপনি ছাত্র অবস্থাতেও Google থেকে টাকা ইনকাম করতে পারেন।

গুগলের অনেক সার্ভিস এর সঠিক ব্যবহার করে আমরা ইনকাম করতে পারি। যেসকল সার্ভিসের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারি তা নিচে থেকে দেখে নিন-

১. Blogger

২. Google Ads

৩. Google Adsense

৪. Youtube

৫. Google Play Store

৬. Google Admob

৭. Books on Google Play

৮. Google Maps

গুগল থেকে ইনকাম করার বিস্তারিত দেখে নেই-

১. Blogger (ব্লগার)

Blogger গুগলের একটি ব্লগ লেখার ফ্রি প্ল্যাটফর্ম। আমাদের মধ্যে যারা খুব ভাল লিখতে পারি।

তারা খুব সহজেই এই ওয়েবসাইটে যেয়ে একটি ফ্রিতে ব্লগ ওয়েবসাইট খুলে লেখালেখি শুরু করে দিতে পারি। আপনি বাংলা বা ইংরেজী ভাষায় লিখতে পারেন।

আর গুগলে আপনি ভাল কিছু লিখলে এর বিনিময়ে গুগল থেকে আয় করতে পারবেন।

এখানে টাকা ইনকাম করার জন্য Blogger থেকে ফ্রিতে একটি ওয়েবসাইট খুলতে হবে। এরপর যেকোন বিষয়ের উপর ব্লগ লিখতে হবে।

আপনার ওয়েবসাইটে যখন ভিজিটর আসা শুরু হবে।

তখন এতে Google Adsense এর এড লাগিয়ে টাকা ইনকাম করা যাবে। তবে আপনাকে অবশ্যই ব্লগ লেখার নিয়ম অনুযায়ী ব্লগ লিখতে হবে।

এভাবে মাসে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। ব্লগারের মাধ্যমে Google থেকে অনলাইন ইনকাম এর টাকা আপনি ব্যাংক একাউন্টের মাধ্যমে সহজেই হাতে পারেন।

২. Google Ads (গুগল অ্যাডস)

Goolgle Ads হল গুগলের আরো একটি সার্ভিস। এর মাধ্যমে যেকেউ তার ব্যবসা, প্রতিষ্ঠানের এড বা বিজ্ঞাপণ, গুগলের মাধ্যমে দিয়ে থাকে।

এই বিজ্ঞাপন দেওয়ার জন্য সেই ব্যবসা প্রতিষ্ঠানকে, গুগলকে টাকা প্রদান করতে হয়। Google Ads এর মাধ্যমে যেকেউ তার ওয়েবসাইট, ব্যবসা ইত্যাদিকে প্রচারণা করতে পারে।

কিন্তু এখানে বিজ্ঞাপণ দেওয়াটা খুব একটা সহজ না।

আপনি চাইলে এই কাজটি শিখতে পারেন।

Youtube এ এর উপর অনেক টিউটোরিয়াল আছে। আপনি চাইলেই তা দেখে শিখে নিতে পারেন।

এরপর আপনি অন্যকে এই কাজটি করে দিয়ে টাকা ইনকাম করতে পারেন। বড় বড় দেশের বড় বড় প্রতিষ্ঠানের কছে Google Ads এর কাজের খুবই চাহিদা রয়েছে।

আর Upwork, Fiverr, Freelancer ইত্যাদি মার্কেটপ্লেসে Google Ads এর কাজের অভাব নেই।

এই কাজ করে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। আপনি প্রতি মাসে গুগল এডস লাগানোর কাজ করে অন্তত মাসে ৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

৩. Youtube (ইউটিউব) – গুগল থেকে টাকা ইনকাম

আমরা যারা অনলাইনে ভিডিও দেখি। তারা সবাই Youtube সম্বন্ধে অবগত। ইউটিউব হল গুগলের একটি সার্ভিস।

আপনার মনে যদি প্রশ্ন আসে, গুগল থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। তাহলে ইউটিউব থেকে ইনকাম থাকবে সবার উপরে।

এটা এমন এক প্ল্যাটফর্ম যে, এখানে সকল ধরনের ভিডিও দেখতে পাওয়া যায়। এখানে যারা ভিডিও দেয়। তারা কিন্তু এমনি এমনি দেয়না।

এখানে তারা ভিডিও দিয়ে গুগল থেকে টাকা ইনকাম করতে করে থাকেন।

আপনি এখানে যেকোন ধরনের ভিডিও দিতে পারবেন। ভিডিও দেওয়ার জন্য আপনাকে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে।

এরপর যেকোন ধরনের ভিডিও বানিয়ে সেই চ্যানেলে আপলোড করতে হবে।

আপনি এই প্ল্যাটফর্ম থেকে  Google Adsense, অ্যাফেলিয়েট মার্কেটিং, স্পন্সরশীপ ইত্যাদি মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

আপনার Youtube চ্যানেল অনেক জনপ্রিয় হলে আপনি এখান থেকে এত বেশি পরিমাণ আয় করতে পারবেন যা আপনার চিন্তার বাইরে।

দেখা যাবে আপনি এখান থেকে বছরে কোটি টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

৪. Google Adsense (গুগল অ্যাডসেন্স)

আপনার যদি কোন ব্লগ ওয়েবসাইট থাকে অথবা যদি কোন Youtube চ্যানেল থাকে।

তাহলে আপনি Google Adsense এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন।

এটি হল গুগলের এমন একটি সার্ভিস। যেখানে গুগল আপনার ওয়েসাইট অথবা আপনার Youtube ভিডিওতে এড লাগানোর ব্যবস্থা করে থাকে।

আপনি আপনার ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে অথবা Youtube ভিডিও এর মাধ্যমে অনেকে অনেক কন্টেন্ট গুগলকে দিচ্ছেন।

গুগল আপনার এই কন্টেন্ট গুলিতে পণ্যের প্রচারণা করে ব্যবসা করছে।

সেই ব্যবসার লাভ থেকে আপনাকে একটা লাভ দিবে। এই প্রক্রিয়াটি Google Adsense এর মাধ্যমে করে থাকে।

এখানে যখন কোন ভিজিটর বিজ্ঞাপণে ক্লিক করবে।

তখন আপনার টাকা ইনকাম হতে থাকবে। এভাবে আপনি প্রচুর পরিমাণ আয় করতে পারবেন। আয়কৃত টাকা সহজেই আপনি আপনার ব্যাংক একাউন্টের মাধ্যমে তুলে নিতে পারবেন।

৫. Google Play Store (গুগল প্লেস্টোর)

আমরা যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করি। তারা সকলেই Google Play Store সম্বন্ধে জেনে থাকব।

এখানে বিভিন্ন Apps, Games পাওয়া যায়। যেগুলি যেকেউ বানিয়ে Google Play Store এ সেট করেছে।

যারা ডেভেলপার হিসেবে আছে, তারা প্রত্যেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করছে। আপনি যদি গুগল থেকে আয় করতে চান।

তাহলে আপনিও অ্যাপস বানানো শিখে ডেভেলপার হিসেবে Google Play Store থেকে ইনকাম করতে পারবেন।

আপনি আপনার অ্যাপ বা গেমে এ গুগলের এড লাগিয়ে ইনকাম করতে পারবেন।

এছাড়া আপনি আপনার App বা Game বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য Apps গুলি গুগল প্লেস্টোরে দেওয়ার সময় Paid অ্যাপ আকারে দিতে হবে।

যার ফলে তখন মানুষ টাকা দিয়ে আপনার অ্যাপ ইন্সটল করতে পারবে। এতে আপনার প্রতি অ্যাপ থেকে ইনকাম হবে।

৬. Books on Google Play

Books on Google play গুগলের একটি জনপ্রিয় সার্ভিস। এখানে বিভিন্ন ধরনের বই কিনতে পাওয়া যায়। আপনি যদি খুব লিখতে পারেন। তাহলে আপনিও বই লেখা শুরু করে দিতে পারেন। আর এই বই গুলি এখানে সেট করে তার মূল্য নির্ধারণ করে দিতে পারেন।

এই অ্যাপে প্রতিদিন লাখ লাখ বই বিক্রি হয়। আপনি এখানে আপনার নিজের লেখা বই সেট করে ইনকাম করতে পারবেন, যদি আপনার মেধা ও ট্যালেন্ট বিক্রি করে গুগল থেকে টাকা ইনকাম করতে চান।

তাহলে গুগলের এই সার্ভিসটি আপনার জন্য একদম সেরা হবে। আপনি এখানে বাংলা বইও লিখে সেট করতে পারেন।

৭. Google Maps (গুগল ম্যাপস)

আমরা সকলেই Google Maps সম্পর্কে অবগত।

এর মাধ্যমে আমরা যেকোন জায়গা খুব সহজেই খুঁজে পাই ও সহজেই সে জায়গাতে যেতে পারি।

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চায় তাদের কাস্টমারেরা যেন তাদের সঠিক লোকেশন খুঁজে পায়।

এজন্য তারা Google Maps এ তাদের সঠিক লোকেশন, ওয়েব অ্যাড্রেস, ফোন নাম্বার, রিভিউ ইত্যাদি যোগ করে।

আর এই কাজটা তারা অন্যকে দিয়ে করিয়ে নেয়।

এই কাজের একটা বিশাল চাহিদা রয়ছে।

আপনিও চাইলেও এই কাজ করে ঘরে বসে Online Income করতে পারেন।

বিভিন্ন মার্কেটপ্লেসে আপনি গুগল ম্যপস এর কাজ করে প্রচুর কাজ পাবেন।

যারা গুগল থেকে টাকা ইনকাম করতে চান। তারা গুগলের এই সার্ভিসটি ব্যবহার করতে পারেন।

৮. Google Admob (গুগল অ্যাডমব)

Google Admob গুগল এডসেন্স এর মত একটি সার্ভিস। এডসেন্স এর মাধ্যমে আপনার নিজস্ব ওয়েবসাইট বা Youtube ভিডিও তে বিজ্ঞাপণ দিয়ে টাকা ইনকাম করা যায়।

আর Google Admob এর মাধ্যমে Apps বা Games এ বিজ্ঞাপণ দিয়ে টাকা ইনকাম করা যায়।

আপনি যদি একজন ভাল ডেভেলপার হয়ে থাকেন। তাহলে আপনাকে প্রথমে অ্যান্ড্রয়েড Apps বা Games গেম বানাতে হবে। এরপর তা Google Play Store এ দিতে হবে। সেই অ্যাপ বা গেমে Google Admob এর মাধ্যমে বিজ্ঞাপণ দিতে হবে।

আপনি এখানে বিজ্ঞাপণ থেকে প্রতিমাসে কয়েক লাখ টাকা ইনকাম করতে পারবেন।

FAQ: গুগল থেকে টাকা ইনকাম করার উপায়

১. গুগল ম্যাপ দিয়ে কি আয় করা যায়?

আপনি অবশ্যই গুগল ম্যাপ দিয়ে দিয়ে আয় করতে পারবেন। যদি আপনি খুব ভালভাবে যেকোন বাড়ি, অফিস বা প্রতিষ্ঠান গুগল ম্যাপে যোগ করতে পারেন।

তাহলে এই কাজ করে ইনকাম করতে পারবেন। অনেক অনলাইন মার্কেটপ্লেসে এই ধরনের প্রচুর কাজ পাওয়া যায়। আপনি সেখানে কাজ করে ইনকাম করতে পারবেন।

২. গুগল এডসেন্স থেকে কত টাকা আয় করা যায়?

গুগল এডসেন্স থেকে অনেকেই প্রতিমাসে লাখ টাকা ইনকাম করছে। আপনার ইনকাম শুরুতে কিছুটা কম হবে। কিন্তু আপনার ব্লগ ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল ধীরে ধীরে জনপ্রিয় হওয়ার সাথে সাথে আপনার আয় বাড়তে থাকবে।

উপসংহার – গুগল থেকে টাকা ইনকাম করার উপায়

পরিশেষে, একটি কথাই বলা যায়। আপনি যদি আসলেই অনলাইন থেকে একটি ভাল পরিমাণের টাকা আয় করতে চান।

তাহলে, গুগল থেকে টাকা ইনকাম করতে পারেন। কেননা গুগলে রয়েছে নানা ধরনের সার্ভিস। আর এই সার্ভিসগুলিকে কাজে লাগিয়ে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন।

ভালভাবে কাজ শিখে আপনিও গুগল থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন।