ইউটিউব হল গুগলের এর মালিকানাধীন একটি ভিডিও নেটওয়ার্ক। আজ আমরা জানব, কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো সেই সম্পর্কে।
ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে একটি চ্যানেল খোলা যায়। আর ভাল কন্টেন্ট বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা যায়।
তাই অনলাইনে ইনকামের ক্ষেত্রে আপনার জন্য ইউটিউব হতে পারে একটি অন্যতম মাধ্যম। ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও বানিয়ে আপনি অনায়েসেই মাসে ৫০ হাজার টাকা বা তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন।
ইউটিউবে চ্যানেল তৈরি করার ধাপগুলি হলঃ
১. গুগল একেউন্টের মাধ্যমে সাইন ইন করা।
২. একটি ইউটিউব চ্যানেল খোলা।
৩. Customize Channel page থেকে চ্যানেলটিকে কাস্টমাইজ করা।
৪. চ্যানেল ব্রান্ডিং আপডেট করা।
৫. চ্যানেলের Basic Info দেওয়া।
৬. Settings থেকে চ্যানেলটিকে সঠিকভাবে সেটিং করা।
৭. চ্যানেলে ভিডিও আপলোড করা ও অপটিমাইজ করা।
গুগল থেকে টাকা ইনকাম করার অনেক উপায় আছে। এদের মধ্যে ইউটিউব সবথেকে অন্যতম। ইউটিউব চ্যানেল তৈরি করে সেখান থেকে প্রতিমাসে লাখ লাখ টাকা ইনকাম করার সম্ভব।
Youtube business করে অনেকেই আজ কোটিপতি বনে গেছেন।
আপনি যদি ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করতে চান, তাহলে আপনাকে জানতে হবে Youtube চ্যানেল কি? কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ?
আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, খুব সহজেই ইউটিউব চ্যানেল খুলতে পারেন। আবার আপনার সেই মোবাইলের ক্যামেরা দিয়েই ভিডিও করে ও তা চ্যানেলে আপলোড দিয়ে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।
এই পোস্টে যা যা থাকছে-
ইউটিউব চ্যানেল কি?
ইউটিউব সম্পর্কে আমরা কমবেশি সকলেই অবগত। আমরা এই ব্লগে জানব Youtube channel সম্পর্কে।
Youtube ওয়েবসাইটে যেয়ে আমরা ভিডিও দেখতে পারি। এখানে নানা ধরনের ভিডিও আছে। আর মোবাইলে দিয়ে ইউটিউবের ভিডিও দেখার জন্য আমরা Youtube mobile app ব্যবহার করে থাকি।
এখান থেকে আমরা একদম ফ্রিতে গান, ভিডিও, নাটক, সিরিয়েল, সিনেমা, ভিডিও টিউটোরিয়াল দেখতে পারি।
ইউটিউবে যারা এই সকল ভিডিও দেয়। তারা এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে থাকে। এখানে ভিডিও দেওয়ার জন্য একটি চ্যানেল খুলতে হয়।
Youtube channel হল ইউটিউবের একটি প্রোফাইল। এখানে যারা ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে চান, তাদেরকে এখানে ভিডিও আপলোড করতে হয়।
এই Youtube চ্যানেলের মাধ্যমে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। ভিডিও সঠিকভাবে সাজাতে পারবেন। আর আপনার ভিডিও অন্যদের দেখিয়ে আয় করতে পারবেন। তাই আমাদের ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানতে হবে।
আরো পড়ুনঃ ইউটিউব থেকে ইনকাম করার উপায়
কম্পিউটার দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ?
আপনি আপনার কম্পিউটার দিয়ে খুব সহজেই ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।
দেখে নিন কম্পিউটার দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম-
১. গুগল একাউন্টের মাধ্যমে সাইন ইন (Sign in) করা
প্রথমত আপনাকে ব্রাউজারে যেয়ে গুগল একাউন্ট খুলতে হবে। গুগল একাউন্ট খোলার জন্য accounts.google.com যেয়ে Create account এ ক্লিক করতে হবে।
এখান থেকে For my Personal use এ ক্লিক করতে হবে। এরপর আপনার First name ও Last name দিতে হবে।
তারপর জন্ম তারিখ ও Gender দিতে হবে। তারপর পর্যায়ক্রমে username, Password, Phone number দিয়ে একটি গুগল একাউন্ট খুলতে হবে। এরপর সেই একাউন্টে username ও Password দিয়ে সাইন ইন (sign in) করতে হবে।
২. একটি ইউটিউব চ্যানেল খোলা – কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ?
ব্রাউজার থেকে Youtube.com এ ঢুকতে হবে। এরপর উপরের ডান দিকের Sign in বাটনে ক্লিক করে আপনার গুগল একাউন্টের মাধ্যমে সাইন ইন করতে হবে।
Profile icon এ ক্লিক করে Create a channel এ ক্লিক করতে হবে।
এখান থেকে চ্যানেলের নাম ও Handle দিয়ে create channel এ ক্লিক করতে হবে।
৩. Customize Channel page থেকে চ্যানেলটিকে কাস্টমাইজ করা
Customize Channel এ ক্লিক করে Layout থেকে Channel trailer, Featured video ও Homepage এর জন্য section সেট করতে হবে।
এরপর Branding ও Basic info সেট করতে হবে।
৪. চ্যানেল ব্রান্ডিং আপডেট করা
Branding থেকে চ্যানেলের জন্য যা যা সেট করতে হবে।
১. Profile Picture: চ্যানেলের সাথে সংগতি পূর্ণ একটি profile picture সেট করতে হবে। যা 98×98 px ও 4 mb এর মধ্যে হতে হবে। আর ছবিটি YouTube Community Guidelines অনুসারে হতে হবে।
২. Banner image: একটি 2048 x 1152 px এর banner image আপলোড করতে হবে। এটি যেন 6 mb এর মধ্যে হয়।
৩. Video watermark: চ্যানেলে একটি Video watermark আপলোড করতে হবে। যা 150 x 150 px এর হতে হবে। আর এটি 1 mb এর মধ্যে হতে হবে।
৫. চ্যানেলের Basic Info সেট করা – কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ?
Basic info থেকে চ্যানেল সম্পর্কে বর্ণনা (Description), Language, Social Links, Email Address দিতে হবে।
৬. Settings থেকে চ্যানেলটিকে সঠিকভাবে সেটিং করা
এবার Settings এ ক্লিক করে Channel অপশন থেকে Country ও Keywords সেট করতে হবে। Keywords গুলি কমা দিয়ে separate করে লিখতে হবে।
Feature eligibility থেকে Intermediate features থেকে Phone number ভেরিফিকেশন করতে হবে।
৭. চ্যানেলে ভিডিও আপলোড করা ও অপটিমাইজ করা
সব Set up শেষ হয়ে গেলে, এবার চ্যানেলে ভিডিও বা কন্টেন্ট দিতে হবে। এর জন্য Create বাটনে ক্লিক করে Upload Videos এ ক্লিক করে ভিডিওটি আপলোড করতে হবে।
Upload হয়ে গেলে ভিডিও বা কন্টেন্টটির জন্য একটি সুন্দর Title, Description, Thumbnail, Category, Tags সেট করতে হবে।
আপনার video এর প্রধান keyword, টাইটেল ও Description এ থাকতে হবে।
এরপর কয়েকবার Next বাটনে ক্লিক করে ভিডিওটি Private, Unlisted অথবা Public সিলেক্ট করে Publish করতে হবে।
আরো পড়ুনঃ ফেসবুক থেকে আয় করার উপায়
মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ?
আপনার কাছে যদি কোন কম্পিউটার না থাকে, তাহলে আপনি মোবাইল দিয়েই ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন ও ভিডিও আপলোড করতে হবে। দেখে নিন মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম-
১. গুগল অ্যাকাউন্ট (Google Account) খোলা ও সাইন ইন (sign in) করা
মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে accounts.google.com এ যেয়ে Create account এ ক্লিক করে Personal use এ ক্লিক করতে হবে।
এরপর First name, Last name, Date of birth, username, Phone number, password দিয়ে একটি গুগল একাউন্ট খুলতে হবে।
২. Youtube Channel তৈরি করা – কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ?
ক্রোম ব্রাউজার থেকে প্রথমে m.youtube.com এ ক্লিক করতে হবে। এরপর উপরের থ্রী ডটে (Three Dot) এ ক্লিক করে Desktop site এ ক্লিক করে ব্রাউজারটি Desktop mode করে নিতে হবে।
এরপর উপরের ডানদিকের বাটনে ক্লিক করে গুগল একাউন্টের মাধ্যমে sign in করতে হবে। sign করার পর profile ছবির উপরে ক্লিক করে create a channel বাটনে ক্লিক করতে হবে।
চ্যানেলের নাম ও Handle দিয়ে Create Channel বাটনে ক্লিক করে চ্যানেলটি তৈরি করতে হবে।
৩. Youtube চ্যানেলকে customize করা
Customize Channel এ ক্লিক করে এর Layout, Branding ও Basic info সেট করতে হবে।
Layout থেকে চ্যানেল Channel Trailer, Feature Video ও Homepage সেকশন সেট করতে হবে।
Branding থেকে Channel এর জন্য একটি Profile picture, Banner image ও Video water mark সেট করতে হবে। এগুলি কি কি সাইজের দিতে হবে, তা এখানেই বলা আছে।
Basic info থেকে চ্যানেলের Descripition, Social links ও Email address দিতে হবে।
৪. Settings থেকে চ্যানেলের কিছু গুরত্বপূর্ণ সেটিংস করা
এরপর settings এ ক্লিক করে Basic info তে Country ও Keywords সেট করতে হবে।
Keywords গুলি অবশ্যই আপনার চ্যানেলের ভিডিও ক্যাটাগরির উপর হতে হবে।
Feature Eligibility থেকে Intermediate features থেকে Phone number Verify করতে হবে।
৫. Channel এ ভিডিও আপলোড করা ও অপটিমাইজ (Optimize) করা
আপনার চ্যানেলের সকল সেটিংস সম্পন্ন হলে Create বাটনে ক্লিক করে Upload videos তে ক্লিক করে ভিডিও আপলোড করতে হবে। এরপর সেই ভিডিওতে টাইটেল, বর্ণনা, ট্যাগস, থাম্বনেইল, ক্যাটাগরি ইত্যাদি যুক্ত করে ভিডিওটি আপলোড করতে হবে।
আরো পড়ুনঃ মাসে ৫০ হাজার টাকা ইনকাম করার উপায়
ইউটিউব চ্যানেল তৈরি করার সময় যে ৪ টি বিষয় খেয়াল রাখতে হবে
গুরত্বপূর্ণ এই ৪টি বিষয় আপনার ইউটিউব চ্যানেলকে সাফল্য এনে দিতে পারে।
১. চ্যানেলের বর্ণনাকে (Description) সম্মৃদ্ধ করুন
ইউটিউব চ্যানেল খোলার সময় এর Customize page থেকে Basic info তে একটি Description এর ঘর আছে।
এই Description চ্যানেলের About সেকশনে দেখাবে। আপনি যদি আপনার চ্যানেলের সাফল্য চান, তাহলে চ্যানেলের বর্ণনায় এটিকে সুন্দর করে উপস্থাপন করুন।
এটা আপনার চ্যানেলকে র্যাংক করতে সাহায্য করবে। এই বর্ণনা এর উপর ভিত্তি করে আপনার চ্যানেলটি ইউটিউব সার্চ রেজাল্টে দেখাতে পারে।
আপনি আপনার চ্যানেলের keywords অবশ্যই এই Description এ দিবেন।
২. Channel Trailer যুক্ত করুন
ইউটিউব চ্যানেলের জন্য একটি Channel Trailer খুবই গুরত্বপূর্ণ।
এর মাধ্যমে আপনার চ্যানেলের একটি ধারণা পাওয়া যায় যে, আপনি আসলে কোন টাইপের ভিডিও আপনার চ্যানেলে দিয়ে থাকেন।
এতে করে আপনার পাঠক খুব সহজেই মনে করবে কেন, তারা আপনার চ্যানেলে Subscribe করবে। এতে করে তারা আপনার চ্যানেলে Subscribe করবে।
৩. Channel এ link সেট করা
আপনি Channel এর Customize Page এর Basic info থেকে link সেট করতে পারেন।
এগুলি সোস্যাল লিংক বা অ্যাপ লিংক হতে পারে। এই লিংকগুলি চ্যানেলের কভার Image বা Banner Image এর উপর দেখাবে।
আপনি এই লিংক সেট করার মাধ্যমে আপনার ব্যবসার উন্নতি সাধন করতে পারবেন।
৪. চ্যানেলে আপনার একটি Contact Address সেট করা
আপনি আপনার সার্ভিস বা যেকোন সাজেশন পেতে আপনার পাঠকদের জন্য একটি email address যুক্ত করতে পারেন।
যাতে করে সহজেই তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে।
এটিও আপনি Customize পেজ এর Basic info থেকে করতে পারবেন।
FAQ: কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ?
একটি ইউটিউব চ্যানেল খুলতে কত টাকা লাগে?
একদম ফ্রিতে কোন প্রকার টাকা ছাড়াই ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। এটা গুগলের একটি ফ্রি সার্ভিস।
আমি কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো?
ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে একটি গুগল একাউন্ট খুলতে হবে। এরপর সেই গুগলের একাউন্টের মাধ্যমে Youtube.com থেকে Sign in করতে হবে।
এরপর উপরের ডান পাশের profile image এর উপর ক্লিক করে Create a Channel এর উপর ক্লিক করে একটি ইউটিউব চ্যানেল খোলা যায়।
শেষকথা – কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো ?
সঠিক উপায়ে Youtube Channel খুলে আপনি সহজেই এখানে কন্টেন্ট আপলোড করতে পারবেন।
Youtube থেকে নানা উপায়ে ইনকাম করা যায়। তবে এর জন্য আপনার কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে।
আর অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে। এর টাইটেল, কিওয়ার্ড, ট্যাগস খুব ভালভাবে অ্যানালাইসিস করে নির্বাচন করতে হবে।
ভিডিওতে ভাল ভিউ বা দর্শক পেতে থাম্বনেইলটি অবশ্যই দৃষ্টি নন্দন হতে হবে।
আপনার ভিডিওতে একবার বেশ ভাল ভিজিটর আসা শুরু হলে, আপনি এখান থেকে ভাল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই Youtube থেকে মাসে লাখ টাকার উপরে ইনকাম করছেন।
তাহলে আপনি কেন বসে থাকবেন? আপনিও আজ থেকে ভিডিও বানানো শুরু করে দিতে পারেন। তবে মনে রাখবেন। ইউটিউবে সফল হতে হলে অবশ্যই সঠিকভাবে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানতে হবে।