বর্তমানে অনেক বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট আছে যেখান থেকে খুব সহজেই ইনকাম করা যাচ্ছে।

ফ্রিল্যান্সিং পেশা অনেক জনপ্রিয় হওয়ার কারণ হল, আপনি সহজেই যেকোন জায়গা থেকে, যেকোন সময়ে কাজ করতে পারেন। এখানে আপনার কোন বস নেই। আপনি নিজেই নিজের বস।

সারা পৃথিবী জুড়ে ফ্রিল্যান্সিং পেশার বিস্তার ও প্রসার ঘটেছে।

বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এদেশেও অনেকেই বাংলাদেশী ফিল্যান্সিং ওয়েবসাইট ব্যবহার করে ফ্রিল্যান্সিং করছেন। আর বেকারত্ব থেকে মুক্তি পেয়ে অনলাইনে ইনকাম করছেন।

পৃথিবীজুড়ে বাংলাদেশী ফ্রিল্যান্সারদের অনেক কদর আছে। এখন এই পেশায় বাংলাদেশ বেশ ভাল অবস্থানে আছে।

ফ্রিল্যান্সিং এর যে কাজগুলি করে খুব ভাল পরিমাণ টাকা ইনকাম করা যায়ঃ

  • কন্টেন্ট রাইটিং 
  • ভার্টুয়াল অ্যাসিস্টেন্ট
  • গ্রাফিক্স ডিজাইনার
  • সোস্যাল মিডিয়া ম্যানেজার
  • ডাটা এন্ট্রি জব
  • ওয়েব ডেভেলপার
  • ওয়েব ডিজাইনার
  • অনলাইন টিউটর
  • ট্রান্সলেটর
  • ডিজিটাল মার্কেটার
  • ভিডিও এডিটিং
  • এস ই ও ইত্যাদি

ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য আপনাকে সঠিক মার্কেটপ্লেস বেছে নিতে হবে।

বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট

অনেক বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট আছে, যেগুলিতে মোটামুটি ভাল পরিমাণ ইনকাম করা যায়। 

বর্তমানে এই সাইট গুলিতে খুব বেশি পরিমাণ কাজ না পাওয়া গেলেও ভবিষ্যতে এদের অবস্থান অনেক ভাল হবে।

তাই যারা এখন এখানে কাজ করছেন, তারা একসময় প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

এটি এমন একটি অনলাইন প্লাটফর্ম যেখানে ফ্রিল্যান্সারদের কাজের প্রোফাইল থাকে। এখানে বায়ার বা ক্লায়েটরা তাদেরকে খুঁজে নেয় ও তাদের কাছ থেকে কাজ করিয়ে নেয়। আর বিনিময়ে তারা অর্থ প্রদান করে।

এখানে ফ্রিল্যান্সারেরা টাকা ইনকাম করে। আর বায়াররা টাকা দিয়ে তাদের বিভিন্ন কাজ করিয়ে নেয়। এই রকম অনেক বাংলাদেশের ফ্রিল্যান্সিং সাইট রয়েছে।

যেখানে কাজ করেও ইনকাম করা সম্ভব। তবে এর জন্য আমাদের জানতে হবে কিভাবে সঠিক উপায়ে ফ্রিল্যান্সিং করে আয় করা যায়।

ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন?

আপনি যদি বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট থেকে ইনকাম করতে চান, তাহলে আপনাকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। আর সেগুলি হলঃ

১. কাজের দক্ষতা

২. কম্পিউটার বা ল্যাপটপ

৩. ইংরেজীতে দক্ষতা

৪. সঠিক মার্কেটপ্লসে

৫. ইন্টারনেট কানেকশন

৬. একটি স্মার্টফোন

৭. প্রবল ইচ্ছাশক্তি

এখন জেনে নিন কয়েকটি Bangladeshi Freelancing websites সম্পর্ক।

সেরা ৭টি বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার জন্য আমাদের সেরা বাংলাদেশী ফ্রিল্যান্সিং ওয়েবসাইট নির্বাচন করতে হবে। এই সেক্টরের অনেকে কাজ মোবাইল দিয়েও করা যায়।

তবে একটা কথা মাথায় রাখতে হবে, ফ্রিল্যান্সিং করার জন্য কম্পিউটার বা ল্যাপটপ হলে সবথেকে ভাল হবে।

মোবাইল দিয়ে কিছু কিছু কাজ করা গেলেও, কম্পিউটার দিয়েই আপনাকে এই কাজ করা উচিত।

নতুনদের জন্য ফ্রিল্যান্সিং কিছুটা কঠিন মনে হলেও ধীরে ধীরে দক্ষতা বাড়ার সাথে সাথে তা অনেক সহজ হয়ে যাবে।

এখন এমন অনেক বাংলাদেশী আউটসোর্সিং সাইট হয়েছে। যেই সাইট গুলি থেকে রিয়েল টাকা ইনকাম করা সম্ভব।

দেখে নিন সেরা ৭টি সেরা বাংলাদেশী ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এর তালিকা। যেখান থেকে আপনি কাজ পেতে পারেন। ওয়েবসাইটগুলি হল-

১. Belancer

২. Shocchol

৩. Dealancer

৪. Outsourcemyjob

৫. Workedbd

৬. Giveawork

৭. Asprivate IT

বাংলাদেশে সর্ব প্রথম Belancer.com বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট চালু হয়। এই ওয়েবসাইটে আপনি প্রায় সকল ক্যাটাগরির কাজ করে ইনকাম করতে পারবেন। এখানে যেসকল ক্যাটাগরির কাজ পাওয়া যায়-

  • মোবাইল ও ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট
  • গ্রাফিক্স ডিজাইন
  • রাইটিং
  • ট্রান্সলেশন
  • মার্কেটিং
  • ডাটা অ্যানালাইসিস
  • ডাটা এন্ট্রি
  • ভিডিও এডিটিং
  • এসইও ইত্যাদি

এখানে কাজ করার জন্য এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর sign up বাটনে ক্লিক করে Sign up as Freelancer বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার তথ্য দিয়ে এখানে যুক্ত হতে হবে।

আপনাকে এখানে কাজ করার জন্য মোবাইল, ইমেইল ও আইডি অবশ্যই ভেরিফিকেশন করতে হবে।

এরপর আপনাকে আপনার প্রোফাইলটি সাজাতে হবে।

এক্ষেত্রে আপনাকে Edit profile থেকে আপনার ছবি, Overview, ঘন্টাতে কত টাকা নিবেন, email, education, portfolio, skills ইত্যাদি সেট করতে হবে।

এই বাংলাদেশী আউটসোর্সিং সাইট থেকে ইনকাম করার জন্য আপনাকে Browse Project বাটনে ক্লিক করতে হবে। দেখা যাবে, অনেক কাজ পোস্ট হয়েছে।

আপনি আপনার skill বা ক্যাটাগরি অনুযায়ী কাজ পছন্দ করে বিড করতে পারবেন। এরপর কাজ পেলে আপনি এখানে কাজ করে ইনকাম করতে পারবেন।

এই সাইট থেকে আপনার আয়কৃত টাকা Paypal, Bkash এর মাধ্যমে নিতে পারবেন।

২. Shocchol

Shocchol একটি বাংলাদেশের ফ্রিল্যান্সিং সাইট। এই সাইটে আপনি যেকাজ পারেন, তার বিবরণ ও মূল্য দিয়ে এখানে সেট করতে হবে।

এরপর কেউ যদি আপনাকে পছন্দ করে তাহলে সে আপনাকে টাকা দিয়ে আপনার কাছ থেকে কাজ করিয়ে নিবে।

এই বাংলাদেশী ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এখনো তেমন একটা জনপ্রিয় হয় নাই। তবে ধীরে ধীরে যখন এখানে বায়ার বা ক্লায়েন্ট বেড়ে যাবে, তখন আপনি ভাল পরিমাণ ফ্রি টাকা ইনকাম করতে পারবেন। 

এটি নিরাপদ ও বিশ্বস্থ ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। এখানে কাজ করার জন্য আপনাকে Register বাটনে ক্লিক করে একাউন্ট খুলতে হবে।

এরপর আপনি যে কাজ পারেন তার টাইটেল, ক্যাটাগরি, ডিস্ক্রিপশন, কাজের মূল্য দিয়ে কাজ সেট করতে হবে।

নির্ধারিত মূল্যে আপনাকে দিয়ে কেউ কাজ করালে আপনি টাকা ইনকাম করতে পারবেন।

আপনার আয়কৃত টাকা সহজেই বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে তুলতে পারবেন।

ফ্রিল্যান্সারদের জন্য Dealancer.com একটা অসাধারণ বাংলাদেশী আউটসোর্সিং সাইট। অনেকেই এই সাইটে কাজ করছেন ও টাকা ইনকাম করছেন। এই সাইটের মডেলটিও Fiverr এর মত।

অর্থাৎ এখানে আপনার স্কিল বা জব বিক্রি করে ইনকাম করতে পারবেন।

এখানে আপনি ওয়েব ডেভেলপমেন্ট, Google Adsense, Youtube marketing, Facebook marketing, থীম ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, রাইটিং ইত্যাদি কাজ করে আয় করতে পারবেন।

এছাড়া এখানে আপনি থীম, ডোমেইন, Seo service বিক্রি করেও ইনকাম করতে পারবেন।

এই সাইটে কাজ করার জন্য Register বাটনে ক্লিক করে একাউন্ট খুলতে হবে।

এরপর post new service অপশন থেকে আপনার service বা আপনি যে কাজ পারেন, তা যোগ করতে হবে।

আপনার কাজের টাইটেল, কাজের মূল্য, ক্যাটাগরি, বর্ণনা, Tags, Faq, ডেলিভারী সময়, কাজের ছবি, extra ইত্যাদি যুক্ত করে একটি Service যুক্ত করতে হবে।

এরপর আপনাকে কোন বায়ার কাজে নিলে আপনি সেই কাজ নির্ধারিত সময়ের মধ্যে করে জমা দিয়ে এই বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন।

আপনি আপনার আয় করা টাকা বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে তুলতে পারবেন।

আমরা খুব সহজেই Outsourcemyjob.com বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট থেকে ইনকাম করতে পারি। এখানে প্রায় সকল ক্যাটাগরির কাজ পাওয়া যায়।

যেমনঃ ভার্টুয়াল সহকারী, লোগো ডিজাইন, ডাটা এন্ট্রি, রাইটিং,মার্কেটিং ইত্যাদি।

আপনিও এখানে সাইন আপ করে ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত হতে পারেন। এখানে বেশ ভাল অ্যামাউন্টের টাকার ফিক্সড এর কাজ পাওয়া যায়। তবে গত দুই বছর এই সাইটে কোন নতুন কাজ পোস্ট হয়নি।

আপনি এখানে একাউন্ট খুলে রেখে দিতে পারেন। যখন এখানে আবার কাজ পোস্ট হবে, তখন আপনি এখানে কাজে অ্যাপ্লাই করতে পারবেন।

এই সাইটে ১৭ হাজারেও বেশি ফ্রিল্যান্সার যুক্ত হয়েছেন। এটি একটি অন্যতম বাংলাদেশের ফ্রিল্যান্সিং সাইট।

Bangladeshi Freelancing Websites এর মধ্যে Workedbd.com একটি অন্যতম সাইট। এই বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট থেকে মূলত মাইক্রো জব বেশি পাওয়া যায়। অর্থাৎ অল্প বাজেটের কাজ এখান মূলত পাওয়া যায়।

এখানে ইমেইল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি কাজ করা যায়

এই মার্কেটপ্লেসে কাজ করার জন্য আপনাকে sign up বাটনে ক্লিক করে একাউন্ট খুলতে হবে।

এরপর আপনার কাজ সেট করতে হবে। বায়ার আপনাকে কাজে নিলে আপনি টাকা ইনকাম করতে পারেন।

এছাড়াও এই ওয়েবসাইট থেকে বিভিন্ন মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন।

যেমন জিমেইল খোলা, সাইন আপ করা, ক্যাপচা এন্ট্রি ইত্যাদি কাজ করেও আপনি ইনকাম করতে পারবেন।

আপনি আপনার আয়কৃত টাকা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নিতে পারবেন।

Giveawork.com একটি মাইক্রোওয়ার্ক রিলেটেড বাংলাদেশের ফ্রিল্যান্সিং সাইট। এখানে অনেক সহজ ছোট ছোট কাজ করে ইনকাম করা যায়।

এছাড়া এখানে অনেক প্রজেক্ট বেস কাজও আছে। 

কাজ করার জন্য আপনাকে Login বাটনে ক্লিক করে একাউন্ট খুলতে হবে। এরপর কাজ করে ইনকাম করতে পারবেন।

আপনি এই বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে সহজেই নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে টাকা হাতে পাবেন।

Asprivate.com মূলত একটি আইটি কোম্পানী। আপনি এই কোম্পানী থেকে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। যেমন- ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ইমেইল মার্কেটিং, অ্যাফেলিয়েট মার্কেটিং ইত্যাদি।

তবে আপনি এই আইটি সেন্টার থেকে ফ্রিল্যান্সিং কাজ করে টাকাও ইনকাম করতে পারবেন।

আপনি যদি আর্টিকেল লিখতে পারেন, তাহলে লেখালেখির কাজ করে এই আইটি থেকে মাসে ১৮০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এই ব্যাপারে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

এছাড়া আপনি যদি ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি ফ্রিল্যান্সিং কাজে অনেক দক্ষ হয়ে থাকেন, তাহলে এই আইটিতে আপনি কাজ করে মাসে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

তবে এর জন্য আপনাকে এই আইটিতে পরীক্ষা ও ভাইভা দিয়ে উত্তীর্ণ হতে হবে। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন

বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট থেকে মাসে কত টাকা আয় করা সম্ভব?

বেশিরভাগ বাংলাদেশী সাইটগুলি নতুন হওয়ার জন্য এখান থেকে আপনি বর্তমানে খুব বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন না।

তবে ভবিষ্যতে এই সাইট গুলি জনপ্রিয় হলে আপনি ভাল পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন।

বর্তমানে যেসকল ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে ভাল পরিমাণ টাকা ইনকাম করা যাচ্ছে, তাদের মধ্য উল্লেখযোগ্য হলঃ

১. Upwork

২. Fiverr

৩. Freelancer

৪. People Per Hour

৫. Guru

৬. Toptal

৭. Jooble

৮. SimplyHired

৯. Guru

১০. LinkedIn

১১. Behance

১২. 99 designs

১৩. Dribbble

১৪. Service Scape

১৫. Designhill

১৬. Task Rabbit

১৭. We Work Remotely

১৮. Flexjobs

১৯. Authentic Jobs

২০. DesignCrowd

২১. Seo Clerks

২২. Truelancer

একটি ভাল ফ্রিল্যান্সিং সাইটের বৈশিষ্ট্য কি কি?

আমাদের মার্কেটপ্লেসে কাজ করার আগে জানতে হবে, সেই ওয়েবসাইটটি ভাল কিনা। কেননা এর উপর আমাদের ইনকাম নির্ভর করে। ভাল সাইটের বৈশিষ্ট্য হল-

১. নিজস্ব মোবাইল অ্যাপঃ একটি ভাল সাইটের নিজস্ব অ্যাপ থাকবে। আর সেই অ্যাপের সাহায্যে কাজ দেখা, কাজে apply, বায়ারের সাথে চ্যাটিং ও কল সুবিধা থাকবে।

২. কাস্টমার সাপোর্টঃ তাদের কাস্টমার সাপোর্ট ব্যবস্থা থাকবে। আপনি কোন সমস্যায় পড়লে ২৪ ঘন্টা সাপোর্টের এর ব্যবস্থা থাকবে।

৩. রিভিও: তাদের ওয়েবসাইটের গুগল রিভিও, Trustpilot রিভিও অবশ্যই অনেক ভাল হবে।

৪. ইন্টারন্যাশনাল কায়েন্ট: অবশ্যই তাদের সারা বিশ্ব ব্যাপী বায়ার থাকবে।

৫. পেমেন্ট মেথডঃ ভাল ও বিশ্বস্থ সাইটের পেমেন্ট মেথড ইন্টারন্যাশনাল হবে। যেমনঃ Wire transfer, Paypal, Payoneer.

৬. ভাল মানের বেশি বাজেটের কাজ ও প্রচুর পরিমাণ কাজঃ একটি আসল ও ভাল মানের ফ্রিল্যান্সিং করে ইনকাম সাইটের বৈশিষ্ট্য হল এদের এখানে প্রতিদিন প্রচুর কাজ পোস্ট হতে থাকবে ও এদের অনেক ভাল বাজেটের কাজ পাওয়া যাবে।

FAQ: সেরা বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট

১. বর্তমানে ফ্রিল্যান্সিং এর সবথেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি?

বর্তমানে চাহিদা আছে এমন ৫টি ফ্রিল্যান্সিং সেক্টর হল- ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটং, ডাটা এন্ট্রি, সোস্যাল মিডিয়া মার্কেটিং, এসইও।

২. নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি?

ফাইবার (Fiverr), গুরু (Guru), আপওয়ার্ক (Upwork), ফ্রিল্যান্সার (Freelancer), পিউপল পার আওয়ার (People Per Hour).

সেরা বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইটগুলি কি কি?

বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সাইট হল- Belancer, Shocchol, Giveawork, Workedbd ইত্যাদি।

উপসংহার – সেরা বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট

আমরা যারা নতুন ফ্রিল্যান্সার আছি, তারা এই দেশীয় সাইটগুলিতে কাজ পাওয়ার চেষ্টা করতে পারি।

যদিও এই সাইটগুলি এখনও তেমন জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। তবে আশা করা যায়, ভবিষ্যতে এই বাংলাদেশের ফ্রিল্যান্সিং সাইট গুলি থেকে অনেক কাজ পাওয়া যাবে ও অনেক বেশি ইনকাম করা যাবে।