বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। ফেসবুক থেকে আয় করা এখন খুবই সহজ হয়ে গিয়েছে।
আমরা যেমন ইউটিউব থেকে ইনকাম করতে পারি, ঠিক তেমনি ফেসবুক থেকেও নানা উপায়ে ইনকাম করতে পারি।
ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু সকলের সাথে যোগাযোগ রক্ষার পাশাপাশি বিনোদন হিসেবে ব্যবহার করে থাকি।
ফেসবুক প্রতিমাসে ৩ বিলিয়নের বেশি এক্টিভ ইউজার এটি ব্যবহার করে থাকে। যেখানে ইন্সটাগ্রামে তা ২ বিলিয়নের বেশি। আর টিকটকে ১.২ বিলিয়ন।
পৃথিবীর যত সোস্যাল মিডিয়া আছে, তাদের মধ্যে ফেসবুক সবথেকে বড়।
ফেসবুকের মধ্যমে আমরা নিয়মিত খবর দেখতে পারি, ভিডিও দেখতে পারি। আবার ফেসবুকে ভিডিও দেখে ইনকাম করতে পারি।
এমনকি গেম খেলতে পারি। তবে আমরা খুব সহজে ফেসবুক থেকে টাকা আয় করতে পারি।
আর এর মাধ্যমে আমরা প্রতিমাসে প্রচুর পরিমাণে ফ্রিতে ডলার ইনকাম করতে পারি।
আমরা এই ব্লগে জানতে পারব, কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায়।
ফেসবুক থেকে শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যমই নয়, এটি যে একটি টাকা ইনকামের ওয়েবসাইট, সেই সম্পর্কে জানতে পারব।
আর জানতে পারবে কিভাবে ফেসবুক থেকে আয় করা যায়।
কেন ফেসবুক থেকে টাকা ইনকাম অনেক সহজ?
ফেসবুক অনেক বড় সোস্যাল মিডিয়া। এখানে প্রতিদিন প্রচুর ইউজার প্রবেশ করে।
এখন মানুষ ফেসবুককে প্রয়োজনীয় ও যোগাযোগ মাধ্যমের থেকে বিনোদনের জন্য বেশি ব্যবহার করে থাকে।
এখানে প্রতিদিন কোটি কোটি মানুষ ভিডিও দেখতে, গেম খেলতে, সামাজিক যোগাযোগ রাখতে, খরব দেখতে, রিলস দেখতে, ইত্যাদি নানা কাজে সময় কাটাচ্ছে।
তাই এই বিশাল ইউজারকে কাজে লাগিয়ে সহজেই ফেসবুক থেকে ইনকাম করা যায়। ফেসবুক থেকে যে সকল কারণে খুব সহজেই টাকা ইনকাম করা যায়-
- ফেসবুকে যেকোন পোস্ট, ছবি, ভিডিও খুবই দ্রুত রিচ হয় বা সকলের কাছে পৌঁছে। আর যেকোন কন্টেন্ট খুব দ্রুত ভাইরাল হয়। কেননা এর আছে ৩ বিলিয়নের বেশি মাসিক ইউজার।
- এখানে খুব সহজেই ইউজারের বয়স, চাহিদা, অবস্থান অনুযায়ী পোস্ট প্রমোশন করা যায়।
- এই সোস্যাল প্লাটফর্মে ইউজারেরা খুব এক্টিভ থাকে। এখানে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি ব্যবস্থা থাকায় এডস থেকে অনেক ভাল মুনাফা করা যায়।
- ফেসবুকে কম খরচে সার্ভিস বা পণ্যের প্রচারণা করা যায়।
- এর পেজ এবং গ্রুপ এর সদস্যরা খুব সহজেই তাদের মধ্যে কমিউনিটি গড়ে তুলতে পারে।
আরো পড়ুনঃ ফেসবুক রিলস থেকে ইনকাম করার উপায়
ফেসবুক থেকে আয় করার উপায়
আমরা যেমন ইউটিউব থেকে আয় করতে পারি। ঠিক একইভাবে ফেসবুকেও আয় করতে পারি।
ফেসবুক থেকে ইনকাম করার জন্য প্রথমে একটি ফেসবুক পেজ খুলতে হবে।
এরপর নানা উপায়ে ফেসবুকের মাধ্যমে অর্থ উপার্জন করা যাবে।
যে সকল উপায়ে ফেসবুক থেকে আয় করা যায়-
১. ভিডিও বানিয়ে
২. অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে
৩. ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে
৪. পন্য বিক্রির মাধ্যমে
৫. ড্রপশিপিং করে
৬. ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে
৭. ফেসবুকে ভিডিও দেখে
৮. সোস্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে
৯. ইনফ্লুয়েন্সার হিসেবে
১০. ফেসবুক গ্রুপ এর মাধ্যমে
১১. ফেসবুকে live করে
১২. ফেসবুক পেজ বিক্রি করে
১৩. ভিডিওতে Stars যুক্ত করে
বিস্তারিতভাবে দেখে নিন কিভাবে ফেসবুকের মাধ্যমে আয় করা যায়।
১. ভিডিও বানিয়ে আয় – ফেসবুক থেকে ইনকাম
ফেসবুকে ভিডিও আপলোড করে এখন ঘরে বসে ইনকাম করা যাচ্ছে।
আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও বানিয়ে এখান থেকে প্রতিমাসে আয় করতে পারছেন।
আর আপনার ভিডিওতে ফেসবুক ভিডিও এড লাগানোর সুযোগ করে দিচ্ছে।
দেখে নিন কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করবেন
আপনি এই প্লাটফর্মে ভিডিও এর মাধ্যমে সহজেই ইনকাম করতে পারবেন। এই ভিডিও গুলির রেসিও ১ঃ১ হলে সবথেকে ভাল হবে।
ফেসবুক থেকে টাকা আয় করার জন্য আপনাকে একটি ফেসবুক পেজ খুলতে হবে।
এবার আপনাকে পেজে আপনার ভিডিও গুলি আপলোড করতে হবে।
এরপর আপনার ভিডিওতে এড দেখানো শুরু করলে আপনার আয় শুরু হয়ে যাবে। তবে ভিডিওতে এড দেখানোর আপনার ফেসবুক পেজটি Eligible হতে হবে।
এর জন্য প্রথমে আপনাকে আপনার পেজের Eligibility Check করে নিতে হবে।
আপনার পেজটি Eligible হলে আপনি আপনার ভিডিওতে এড দেখিয়ে ইনকাম শুরু করতে পারবেন।
আপনি যেকোন ক্যাটাগরির ভিডিও বানাতে পারেন। তবে আপনাকে অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট দিতে হবে। কোনভাবেই অন্যের চুরি করা ভিডিও আপলোড দেওয়া যাবেনা।
আপনার ভিডিওতে যত দর্শক হবে, তত বেশি আপনার একাউন্টে টাকা জমা হবে।
ভিডিওতে অ্যাড দেখানোর জন্য শর্ত-
- ফেসবুক পেজে ৫টি ভিডিও থাকতে হবে।
- পেজটিকে অবশ্যই Partner Monetization Policies মেনে চলতে হবে। এছাড়া Facebook Community Standards মেনে চলতে হবে।
- ভিডিওতে গত দুইমাসে ১ মিনিটের ৬০০০০ হাজার ভিউ হতে হবে।
- পেজে ৫০০০ Followers থাকতে হবে।
ভিডিও থেকে Ads এর মাধ্যমে ইনকাম করার জন্য আপনার ভিডিও তে In-stream Ads অন করে দিতে হবে। আপনি আপনার আয়কৃত টাকা ব্যাংক একাউন্ট এর মাধ্যমে প্রতিমাসে নিতে পারবেন।
এছাড়া আপনি ফেসবুক রিলস বা শর্ট ভিডিও থেকেও আয় করতে পারবেন।
২. অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ফেসবুকে ইনকাম
আপনি ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে খুব সহজেই আয় করতে পারবেন। এর মাধ্যমে কোন কোম্পানীর পণ্য বিক্রি করে দিয়ে কমিশন পাওয়া যায়।
এই কাজটি আপনি আপনার ফেসবুকের পেজ বা পোস্ট এর মাধ্যমে করতে পারেন।
এর জন্য আপনাকে বিভিন্ন কোম্পানীর অ্যাফেলিয়েট প্রগ্রামে যুক্ত হতে হবে। এরপর তাদের বিভিন্ন পণ্যের অ্যাফেলিয়েট লিংক সংগ্রহ করতে হবে।
সেই লিংক আপনার ফেসবুক পেজ ও প্রফাইলে শেয়ার করতে হবে। আপনি আপনার ভিডিও এর ডিসক্রিপশনে, পোস্টে ইত্যাদিতে এটি শেয়ার করতে পারেন।
আপনার লিংকের মাধ্যমে যদি কেউ পণ্যটি কিনে, সেক্ষেত্রে আপনিও কিছু কমিশন আয় করতে পারবেন।
বিভিন্ন ওয়েবসাইট বা কোম্পনী এই সার্ভিস প্রদান করে। যেমন- Amazon, Ebay, Daraz. আপনি চাইলে তাদের কাছ থেকে অ্যাফেলিয়েট লিংক সংগ্রহ করতে পারেন।
৩. ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে আয় – ফেসবুক থেকে ইনকাম
আপনার যদি কোন ব্লগ ওয়েবসাইট থাকে। আর আপনি যদি তাতে গুগল অ্যাডসেন্স এর এড লাগানো থাকে, তাহলে আপনি আপনার সেই ওয়েবসাইটের বিভিন্ন পোস্টের লিংক আপনার ফেসবুক পেজে শেয়ার করে অনেক বেশি ভিজিটর আনতে পারবেন।
এক্ষেত্রে আপনার ফেসবুক পেজের লাইক যত বেশি হবে।
আর আপনার ভিজিটর তত বেশি হবে। আর তত আপনার ওয়েবসাইটের অ্যাডে ক্লিক পড়বে।
আর আপনার টাকা আয় হবে। এভাবে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ফ্রি এসইও করে টাকা আয় করতে পারবেন।
আরো পড়ুনঃ ফেসবুকে ভিডিও দেখে টাকা ইনকাম করার উপায়
৪. পণ্য বিক্রির মাধ্যমে ইনকাম
ফেসবুকের মাধ্যমে পন্য বিক্রি করে আজকাল অনেকে রাতারাতি বড়লোক বনে গেছে।
কারণ এতে আপনার দোকান ভাড়া লাগছে না।
কর্মচারি বেতন লাগছে না। বিদ্যুত বিল লাগছে না। শুধুমাত্র লাগছে একটি ফেসবুক পেজ।
এই পেজে আপনার পণ্যগুলির ছবি ও বর্ণনা দিতে হবে।
আর সামান্য কিছু টাকা ফেসবুক বুষ্ট ও পেজ প্রোমোশন এর খাতে খরচ করতে হবে।
এতে করে আপনি অনলাইনেই আপনার পণ্য বিক্রি করতে পারবেন। আর ঝামেলা ছাড়াই ফেসবুক থেকে আয় করতে পারবেন।
৫. ড্রপশিপিং এর মাধ্যমে ইনকাম – ফেসবুক থেকে ইনকাম
এটি এমন একটি ব্যবসা, যেখানে আপনার কোন মূলধন, কর্মচারি, দোকানভাড়া, নিজের পণ্য কিছুই লাগে না। শুধু লাগে মার্কেটিং করে অন্যের পণ্য বিক্রি করে দেওয়ার দক্ষতা।
এক্ষেত্রে আপনাকে একটি ড্রপশিপিং ওয়েবসাইটে যুক্ত হতে হবে।
এরপর আপনার পছন্দমত একটি পণ্য নিয়ে মার্কেটিং করতে হবে।
এবার সেই পণ্যটির নির্দিষ্ট দামের থেকে বেশি দামে বিক্রি করতে পারলে, এক্সট্রা যে অতিরিক্ত দামে আপনি বিক্রি করলেন, তার সব টাকাই লাভ হিসেবে আয় করতে পারবেন।
আপনি আপনার এই মার্কেটিং প্রক্রিয়াটি ফেসবুকের মাধ্যমে সহজেই করতে পারবেন।
ড্রপশিপিং করে আয় করার একটি জনপ্রিয় ওয়েবসাইট হল Shopify.
৬. ফেসবুক মার্কেটপ্লেস এর মাধ্যমে আয়
আপনি আপনার নতুন বা পুরাতন যেকোন পন্য ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে বিক্রি করে টাকা আয় করতে পারবেন।
এটা অনেকটা Bicroy.com এর মত কাজ করে। তবে এর মাধ্যমে আপনার পণ্যটির বিক্রির প্রবণতা অনেক গুণ বেশি থাকে।
এভাবে পণ্যটি বিক্রি করার জন্য এটি Facebook Market Place এ দিতে হবে। কেউ সেটি দেখে পছন্দ করলে, আপনার সাথে যোগাযোগ করতে পারবে।
এরপর আপনি তার সুবিধা অনুযায়ী সেটি টাকার বিনিময়ে তাকে পৌছে দিবেন। অথবা সে সরাসরি এসে আপনার কাছ থেকে পণ্যটি নিয়ে যাবে। এভাবে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন।
৭. ফেসবুকে অন্যের রিলস (Reels) ভিডিও দেখে ইনকাম
আপনি চাইলে এখন থেকে ফেসবুকে ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে ফেসবুক থেকে যেকোন রিলস ভিডিও এর Remix অপশনে ক্লিক করতে হবে।
এক্ষেত্রে অবশ্যই সেই Reels এ Remix অপশন চালু থাকতে হবে।
এরপর আপনার একটি রিয়্যাকশন ভিডিও মোবাইলের ফ্রন্ট বা সামনের ক্যামেরা দিয়ে করে সেই ভিডিওতে সেট করে দিতে হবে।
এক্ষেত্রে আপনাকে ভাইরাল ভিডিও নিয়ে কাজ করতে হবে।
আপনার ভিডিওতে ভিউ বেশি হলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।
আর সেই টাকা আপনি আপনার ব্যাংক একাউন্টের মাধ্যমে অনায়েসেই তুলতে পারবেন। এছাড়া আপনি ফেসবুকে রিলস ভিডিও বানিয়েও ইনকাম করতে পারবেন।
৮. সোস্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে আয়
আপনি যদি ফেসবুক পেজ খুব ভালভাবে সামাল দিতে পারেন, তাহলে আপনি সোস্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে টাকা ইনকাম করতে পারেন।
সোস্যাল মিডিয়া ম্যানেজার এর কাজ হল ফেসবুক পেজে পোস্ট আপডেট করা, রিলস বানিয়ে দেওয়া, বুস্ট করা ইত্যাদি।
বহির্বিশ্বে এই কাজের প্রচুর চাহিদা। আপনি Fiverr, Upwork, Peopleperhour ইত্যাদি মার্কেটপ্লেসে সোস্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।
৯. ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে আয়
আপনি যখন আপনার পেজের ফলোয়ার বাড়িয়ে ফেসবুক পেজটিকে অনেক বেশি জনপ্রিয় করে গড়ে তুলতে পারবেন।
তখন আপনার কথা অধিক মানুষ শুনবে ও মেনে চলবে। এজন্য তখন বিভিন্ন ব্রান্ড, প্রতিষ্ঠান বা পন্য বা সার্ভিসের কথা আপনার ভিডিওতে বা ভিডিও এর বর্ণনায় বলে বা প্রচারণা করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন।
এজন্য ঐ ব্রান্ড আপনাকে টাকার বিনিময়ে স্পন্সর করবে।
আরো পড়ুনঃ সঠিক উপায়ে ফেসবুক পেজ খোলার নিয়ম
১০. ফেসবুক গ্রুপ এর মাধ্যমে আয়
Facebook Group থেকেও আপনি বেশ ভাল পরিমাণের টাকা আয় করতে পারবেন।
আপনি আপনার সার্ভিসের বা ভিডিও চানেল বা ফেসবুক পেজের ফলোয়ার দিয়ে একটি গ্রুপ তৈরি করতে পারেন।
সেখানে আপনি তাদের জন্য স্পেশাল সেবা দিতে পারেন। যেমনঃ কোন সার্ভিস, কোর্স, এক্সক্লুসিভ কন্টেন্ট ইত্যাদি।
কিন্তু এর বিনিময়ে আপনি আপনার গ্রুপ মেম্বার দের কাছ থেকে Fees নিয়ে ইনকাম করতে পারেন।
১১. ফেসবুকে লাইভ ভিডিও করে আয়
আপনি আপনার ফেসবুক পেজে আপনার ফলোয়ারদের এর জন্য লাইভ করতে পারেন।
এতে করে আপনি লাইভের মাধ্যমে আপনার পণ্যের প্রচারণাও করতে পারবেন। আবার এই লাইভে এডস এর মাধ্যমে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক পেজে Live এর মাধ্যমে ইনকামের শর্ত হল-
- আপনার পেজে ১০০০০ এর উপর ফলোয়ার থাকতে হবে।
- পেজের ভিডিও তে গত দুই মাসে ৬ লাখ মিনিট ভিউ থাকতে হবে। এর মধ্যে ৬০ হাজার লাইভ ভিউ থাকতে হবে।
- পেজে ৫টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে ৩টি লাইভ ভিডিও থাকতে হবে।
১২. ফেসবুক পেজ বিক্রি করে ইনকাম
আপনি আপনার ব্যবহৃত ফেসবুক পেজ বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবেন।
আপনার যদি অনেক ফলোয়ার বিশিষ্ট ফেসবুক পেজ থাকে। তাহলে আপনি সেই পেজ অনেক ভাল মূল্যে বিক্রি করতে পারবেন।
অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটরেরা বেশি ফলোয়ার বিশিষ্ট পেজ খুঁজে থাকেন।
আপনি তাদের কাছে আপনার পেজ বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন।
১৩. ফ্যানদের কাছ থেকে সরাসরি টাকা পাওয়ার মাধ্যমে
আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওতে Stars যুক্ত করতে পারেন।
আপনার ভিডিও দেখে পছন্দ হলে, এই Stars এর মাধ্যমে যেকেউ আপনাকে টাকা উপহার হিসেবে সরাসরি দিতে পারবে।
এতে আপনার টাকা ইনকাম হবে। আমাদের দেশে এইভাবে খুব একটা টাকা ইনকাম হয়না।
তবে অন্যান্য দেশে Stars এর মাধ্যমে খুব পরিমাণ টাকা ইনকাম করা যায়।
ফেসবুক থেকে টাকা আয় করার জন্য করণীয়?
ভাল পরিমাণের টাকা ইনকাম করার জন্য আপনাকে কিছু বিষয় মেনে চলা উচিত। এগুলি আপনার জন্য খুবই গুরত্বপূর্ণ হতে পারে। সেগুলি হলঃ
পেজটি বিজনেস পেজ হওয়াঃ আপনার ফেসবুক পেজটি অবশ্যই বিজনেস পেজ হতে হবে। আর সেই পেজটির নাম ও ক্যাটাগরি, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে মিল রেখে হতে হবে।
আপনার পেজে সকল ডিটেইলস, ওয়েবসাইট লিংক, সার্ভিস ইত্যাদির সঠিক তথ্য দিতে হবে।
প্রোমোট করাঃ ফেসবুক পেজ থেকে নিজের পণ্য বা সার্ভিস বিক্রির জন্য আপনার ফেসবুক পেজবুক পেজটিকে প্রমোট করাতে হবে। এতে করে খুব দ্রুত ভাল পরিমাণ ট্রাফিক বা ইউজার পাওয়া যাবে।
পেজে ভিডিও, লিংক ইত্যাদি শেয়ারঃ ফেসবুক পেজে ভিডিও বা লিংক শেয়ার করার পাশাপাশি কিছু ছবি, ইত্যাদি দেওয়া যেতে পারে। এতে করে আপনার পেজের ইউজাররা আপনার সাথে এনগেইজড থাকতে পারবে।
FAQ সেটঃ ফেসবুক পেজে FAQ সেট করতে হবে। আর আপনার পেজে কমেন্টের উত্তর দিতে হবে।
ফেসবুক গ্রুপ খোলাঃ আপনার ব্যবসার জন্য একটি গ্রুপ খুলতে পারেন।
যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ভাইরাল বিষয় নিয়ে কাজ করতে হবে।
Analytics লাগানোঃ আপনার পেজের Analytics সব সময় খেয়াল রাখতে হবে। আপনার পেজের ভিজিটরদের অ্যাকটিভিটি, পেজ ফলোয়ার ইত্যাদি সব সময় নজরে রাখতে হবে।
Call to Action বাটন লাগানোঃ ফেসবুক পেজে Call to Action বাটন লাগাতে হবে। এই বাটনের অধীনে Book, Contact, Shop , Download, Learn ইত্যাদি যেকোন একটি আপনার প্রয়োজন অনুযায়ী লাগাতে হবে।
আরো পড়ুনঃ টিকটক থেকে টাকা ইনকাম করার ১১টি উপায়
FAQ: ফেসবুক থেকে ইনকাম
১. ফেসবুক থেকে প্রতিমাসে কত টাকা আয় করা যায়?
অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে মাসে লাখ টাকার উপরে আয় করছে। আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আজ থেকেই চেষ্টা শুরু করে দিন। এখানে আয় করার অনেক মাধ্যম আছে। আপনিও যদি লেগে থাকেন ও ধৈর্য্য ধরে কাজ করে যান। তাহলে প্রতিমাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন।
২. 10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়?
ফেসবুকে ভিডিও থেকে অনেক বেশি টাকা ইনকাম করা যায়। কারণ এখানে ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়।
তবে প্রতি ১০০০০ ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়, তা বলা মুশকিল। এটা নির্ভর করে ভিডিও এর ধরণ, লোকেশন ইত্যাদির উপর।
তবে Reels ভিডিওতে ইনকাম তুলনামূলক কম হয়। আপনি কত ভিউতে কত টাকা দেয়, চিন্তা না করে ভিডিও ভাইরাল করার চেষ্টা করুন। দেখবেন এমনিতেই অনেক টাকা ইনকাম হবে।
শেষকথা – ফেসবুক থেকে ইনকাম
পরিশেষে এটাই বলা যায়, ফেসবুকের মাধ্যমে আপনি প্রতিমাসে অনেক বেশি টাকা আয় করতে পার
তবে এক্ষত্রে আপনি চালাক, পরিশ্রমী ও ধৈর্য্যশীল হতে হবে।
ফেসবুক থেকে আয় করার অনেক অনেক উপায় আছে। ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করা সবথেকে জনপ্রিয়।
কেননা ফেসবুকে খুব সহজেই যেকোন ভিডিও ভাইরাল হয়। তখন এতে লাখ লাখ ভিউজ হয়।
আর যত বেশি ভিউজ হবে তত বেশি টাকা ইনকাম হবে।
তবে এর জন্য প্রথম দিকে কিছুটা সময় লাগতে পারে।
তবে ধীরে ধীরে আপনার ইনকাম বাড়তেই থাকবে।
ভিডিও ছাড়াও অন্যান্য উপায়ে ফেসবুকে নিশ্চিতভাবে ইনকাম করা যায়।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট