বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। ফেসবুকে আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু সকলের সাথে যোগাযোগ রক্ষার পাশাপাশি বিনোদন হিসেবে ব্যবহার করে থাকি। ফেসবুকের মধ্যমে আমরা নিয়িমিত খবর দেখতে পারি। ভিডিও দেখতে পারি। এমনকি গেম খেলতে পারি। তবে ফেসবুক থেকে আমরা খুব সহজে আয় করতে পারি। আর এর মাধ্যমে আমরা প্রতিমাসে হাজার হাজার ডলার আয় করতে পারি।

কিভাবে ফেসবুক থেকে আয় করা যায়?

ভিডিও বানিয়ে আয়ঃ

আমরা যেমন ইউটিউবে ভিডিও বানিয়ে আয় করতে পারি। ঠিক একইভাবে ফেসবুকে ভিডিও বানিয়েও আয় করতে পারি। এর জন্য প্রথমে একটি ফেসবুক পেজ খুলতে হবে। এরপর সেই পেজে ভিডিও আপলোড করে আয় করতে পারি। এক্ষত্রে আমরা শিক্ষামুলক, ফানি বা কার্টুন ভিডিও বানিয়ে নিয়মিত সেই ভিডিও আপলোড করতে পারি। এরপর যখন ভিডিও ভাইরাল হবে বা প্রচুর ভিউ আসবে তখন ফেসবুকে মনেটাইজশের জন্য অ্যাপ্লাই করতে হবে। মনেটাইজেশন অ্যাপ্রুভ হলে ভিডিওওতে অ্যাড দেখানো শুরু হবে। আর টাকা আয় হবে। এই আয় প্রতি মাসে লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।

অ্যাফেলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয়ঃ

অ্যাফেলিয়েট মার্কেটিং হল আন্যের পন্য বিক্রি করে দেওয়ার মাধ্যমে কমিশন পাওয়া। আর অন্যের পন্য বিক্রি করার জন্য তাদের ওয়েবসাইটে যেয়ে তাদের অ্যাফেলিয়েট লিংক ফেসবুকের পেজে বা পোস্টে শেয়ার দিয়ে সেই পন্য বিক্রি করিয়ে টাকা আয় করা যায়। এই লিংক ফেসবুকের ভিডিও ডিস্ক্রিপশনে লাগিয়েও টাকা আয় করা যাবে। আপনার অ্যাফেলিয়েট লিংক থেকে যতবার পন্য বিক্রি হবে আপনার অ্যাকাউন্টের তার কমিশন তত বার জমা হবে। এভাবে মাসে হাজার হাজার ডলার আয় করা যায়।

ব্লগ ওয়েবসাইট থেকে আয়ঃ

আপনার যদি কোন ব্লগ ওয়েবসাইট থাকে। আর আপনি যদি তাতে গুগল অ্যাডসেন্স লাগিয়ে থাকেন, তাহলে আপনি আপনার সেই ওয়েবসাইটের বিভিন্ন পোস্টের লিংক আপনার ফেসবুক পেজে শেয়ার করে অনেক বেশি ভিজিটর আনতে পারবেন। এক্ষেত্রে আপনার ফেসবুক পেজের লাইক যত বেশি হবে। আর আপনার ভিজিটর তত বেশি হবে। আর তত আপনার ওয়েবসাইটের অ্যাডে ক্লিক পড়বে। আর আপনার টাকা আয় হবে। এভাবে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ফ্রি এস ই ও করে টাকা আয় করতে পারবেন।

পন্য বিক্রি করে আয়ঃ

ফেসবুকের মাধ্যমে পন্য বিক্রি করে আজকাল অনেকে রাতারাতি বড়লোক বনে গেছে। কারণ এর মাধ্যমে পন্য বিক্রি করতে আপনার দোকান ভাড়া লাগছে না। কর্মচারি বেতন লাগছে না। বিদ্যুত বিল লাগছে। আপনার পন্যের জন্য একটি ফেসবুক পেজ খুলে তাতে সামান্য কিছু টাকা পেজ প্রমোশন করে আপনার পন্য সহজেই বিক্রি করতে পারছেন। আর এতে করে আপনি মাসে মাসে প্রচুর পরিমাণ টাকা আয় করে স্বাবলম্বী হতে পারছেন।

পরিশেষে এটাই বলা যায়, ফেসবুকের মাধ্যমে আপনি প্রতিমাসে অনেক বেশি টাকা আয় করতে পারবেন। তবে এক্ষত্রে আপনি চালাক, পরিশ্রমী ও ধৈর্য্যশীল হতে হবে।

পোস্টটি শেয়ার করুন-