আজকাল অনেকেই খুব সহজে গুগল অ্যাডসেন্স থেকে আয় করছেন । এটা ঘরে বসেই করা যায়। আপনি চাইলে আপনার মোবাইল থেকেই লেখালেখি করে আয় করতে পারেন। এমনকি মোবাইল অ্যাপ, গেম, ভিডিও বানিয়ে আয় করতে পারেন।
যাদের একটি ব্লগ ওয়েবসাইট ইউটিউব চ্যানেল আছে। তারা খুব সহজেই ঘরে বসে এর মাধ্যমে আয় করতে পারছেন। এখানে গুগল এর অ্যাড বা বিজ্ঞাপণ দেখিয়ে টাকা আয় করতে পারছেন।
গুগল অ্যাডসেন্স কি
গুগল অ্যাডসেন্স (Google Adsense) হল গুগলের একটি সার্ভিস। এর মাধ্যমে আপনি বিজ্ঞাপণ দেখিয়ে টাকা আয় করতে পারবেন। আমরা বিভিন্ন ওয়েবসাইটে, ইউটিউব ভিডিওতে এই অ্যাডগুলো দেখে থাকি। এমনকি আমরা বিভিন্ন অ্যাপে এই অ্যাড দেখে থাকি।
এই অ্যাডগুলো দেখিয়ে সেই ওয়েবসাইট, ভিডিও বা অ্যাপের মালিক টাকা আয় করে থাকে। আপনিও চাইলেই আপনার ওয়েবসাইটে বা ইউটিউব ভিডিওতে অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আর এই ইনকামের পরিমাণটা অনেক বড়।
কেন গুগল অ্যাডসেন্স থেকে আয় করা যায়
ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে। অথবা আপনার একটি ইউটিউব চ্যানেল বা মোবাইল অ্যাপস আছে। আপনার সেই ওয়েবসাইট বা চ্যানেল বা অ্যাপে প্রতিদিন অনেক ভিজিটর হয়। তারা আপনার কাছ থেকে এক ধরনের সেবা পাচ্ছে। সেই সেবার বিনিময়ে আপনি টাকা আয় করতে চাচ্ছেন। গুগল আপনাকে সেই ব্যবস্থা করে দিয়েছে। আপনি আপনার ওয়েবসাইট, চ্যানেল বা অ্যাপে গুগলের অ্যাড বা বিজ্ঞাপণ দেখিয়ে তখন টাকা আয় করতে পারবেন। কারণ এই অ্যাড বা বিজ্ঞাপণ দেখানোর জন্য গুগল আপনাকে টাকা দিবে। আর এটি দিবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। এর জন্য আপনাকে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে হবে। গুগল আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ করে দিলে আপনি তখন আপনার ওয়েবসাইট, ভিডিও বা অ্যাপে অ্যাড দেখিয়ে টাকা আয় করতে পারবেন।

গুগল অ্যাডসেন্স থেকে আয়
এখন আপনার প্রশ্ন হল এতে গুগলের কি লাভ? এখানে গুগলের লাভ আপনার থেকেও বেশি। কারণ তারা আপনার সার্ভিসে যে অ্যাডগুলো দিবে। সেই অ্যাডের প্রতিষ্ঠান থেকে টাকা আগেই সংগ্রহ করেছে। সেই প্রতিষ্ঠানের টাকা থেকেই আপনাকে টাকা দিবেন।
আপনার প্রশ্ন হতে পারে। এখানে সেই প্রতিষ্ঠানের লাভ কি? সেই প্রতিষ্ঠানের লাভ হল আপনার ওয়েবসাইট, ভিডিও বা অ্যাপে মাধ্যমে তাদের পন্যের প্রচারণা হল। এখন দেখে নিন কিভাবে গুগল অ্যাডসেন্স থেকে খুব সহজেই আয় করা যায়।
অবশ্যই পড়ুনঃ
গুগল অ্যাডসেন্স থেকে আয় করার উপায়
যে সকল উপায়ে খুব সহজেই অ্যাডসেন্সের মাধ্যমে আয় করা যায়। দেখুন-
১. ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে
২. ইউটিউব ভিডিও এর মাধ্যমে
৩. মোবাইল অ্যাপ ও গেমের মাধ্যমে
১. ব্লগ বা লেখালেখির ওয়েবসাইটের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে আয়
এই প্রক্রিয়ায় প্রথমে আপনাকে একটি ব্লগ ওয়েবসাইট খুলতে হবে। ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেস বা ব্লগার এ হলে খুব ভাল হয়। এর জন্য আপনাকে প্রথমে ওয়ার্ডপ্রেস ও ব্লগারে কিভাবে ওয়েবসাইট খুলতে হয়। তা শিখতে হবে। এরপর আপনাকে অনকেওগুলি ব্লগ বা আর্টিকেল লিখতে হবে। তবে মনে রাখতে হবে, ব্লগ গুলি যেন ৫০০ থেকে ১০০০ শব্দের হয়।
আর ব্লগগুলি যেন ইউনিক হয়। অর্থাৎ এগুলি যেন কপি কন্টেন্ট না হয়। আপনার ব্লগে বা লেখায় প্রতিদিন যেন অনেক ভিজিটর হয়। সেদিকেও নজর দিতে হবে। কারণ আপনার ওয়েবসাইটের ভিজিটরের উপর আপনার আয় নির্ভর করছে।
আপনার একটি ওয়েবসাইট হল। অনেকগুলি ব্লগ হল। ব্লগে অনেক অনেক ভিজিটর আসা শুরু হল। এবার আপনার গুগল অ্যাডসেন্স লাগানোর পালা। এর জন্য প্রথমে আপনাকে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে হবে।
ব্লগ ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার নিয়ম-
ব্লগ বা আর্টিকেল ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সে আবেদনের নিয়ম দেখে নিন-
১. সাইন ইন করাঃ অ্যাপ্লাই করার জন্য এই লিংকে ক্লিক করতে হবে – https://adsense.google.com/start/। এখান থেকে আপনাকে একটি জিমেইল এর মাধ্যমে সাইন ইন করতে হবে।
২. সাইট যুক্ত করাঃ গুগল অ্যাডসেন্স ড্যাশবোর্ড থেকে sites এ ক্লিক করতে হবে। +New site বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার ওয়েবসাইটের Domain name দিয়ে save বাটনে ক্লিক করতে হবে।
৩. ভেরিফিকেশন কোড সেট করাঃ এরপর একটি কোড দিবে। এই কোডটি কপি করে আপনার ওয়েবসাইটের Header এ পেস্ট করতে হবে। এরপর next বাটনে ক্লিক করতে হবে। এরপর Request review বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। কিছুদিন পর আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে।
৪. Ads.txt সেট করাঃ এরপর আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেল। এরপর আপনার ওয়েবসাইটে Ads.txt সেট করতে হবে। Ads.txt একটি কোড। এটি অ্যাডসেন্স ড্যাশবোর্ড থেকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে কোডটি আপনার ওয়েবসাইটের root এ সেট করতে হবে। যা হবে এরকম- Domain/ads.txt।
ওয়েবসাইটে যেভাবে অ্যাডসেন্স এর অ্যাড লাগাতে হয়-
গুগল অ্যাডসেন্সের অ্যাড ২ ভাবে লাগানো যায়। একটি কোডের মাধ্যমে। আর একটি হল গুগল কর্তৃক অটো অ্যাড।
অ্যাড কোডের মাধ্যমেঃ এর অ্যাডসেন্সের ড্যাশবোর্ড থেকে Ads বাটনে ক্লিক করতে হবে। এরপর অ্যাড কোড তৈরি করতে হবে। এই অ্যাড কোডগুলি আপনি আপনার ওয়েবসাইটের যেকোন জায়গায় দিতে পারবেন। অর্থাৎ আপনি যেখানে যেখানে অ্যাড দেখাতে চান। সেখানে অ্যাড দিতে পারবেন।
Auto Ad এর মাধ্যমেঃ এছাড়া আপনি চাইলে Auto অ্যাডও সেট করতে পারেন। Auto অ্যাড এর মাধ্যমে গুগল তার ইচ্ছামত অ্যাড আপনার ওয়েবসাইট অনুযায়ী অটোমেটিক প্লেস করবে।
এরপর আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর হবে। তত আপনার অ্যাড মানুষ বেশি দেখবে ও অ্যাডে ক্লিক করবে। আর তখন আপনি টাকা আয় করতে পারবেন। যত বেশি অ্যাডে ক্লিক, তত বেশি টাকা আয়। আপনার এই আয় করা টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুলতে পারবেন।
গুগল অ্যাডসেন্স এর টাকা যেভাবে হাতে পাব-
এর জন্য আপনার একাউন্টে ১০ ডলার জমা হতে হবে। এরপর আপনাকে আপনার ঠিকানা ড্যাশবোর্ড থেকে সেট করতে হবে। গুগল আপনার ঠিকানায় একটি চিঠি দিবে। সেখানে একটি পিন কোড থাকবে। চিঠিটি আপনার ঠিকানায় এসে পৌছালে অ্যাডসেন্সের ড্যাশবোর্ড থেকে আপনাকে পিন কোডটি ভেরিফাই করতে হবে। এরপর আপনার ব্যাংক একাউন্ট সেট করতে হবে। আপনার একাউন্টে ১০০ ডলার জমা হলে। গুগল ২১ থকে ২৬ তারিখের মধ্যে আপনার টাকা ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবে। যা আপনি টাকা হিসেবে পাবেন।
ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য যা মেনে চলতে হবে-
ব্লগ ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য। যা মেনে চলতে হবে-
১. ওয়েবসাইটে অবশ্যই contact us, about us, privacy ও terms পেজ থাকতে হবে।
২. ওয়েবসাইটে কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে।
৩. এতে কোন প্রকার কপি কন্টেন্ট থাকা যাবে না।
৪. এটি Google Search Console এ যুক্ত থাকতে হবে। আর এর XML SITEMAP যুক্ত থাকতে হবে।
৫. এটি Google Analytics সাথে যুক্ত থাকতে হবে।
৬. ওয়েবসাইটের URL অবশ্যই https এ হতে হবে।
৭. গুগলের অ্যাডসেন্স পাবার জন্য এটি গুগলের পলিসি ও টার্ম অনুযায়ী হতে হবে।
২. ইউটিউব ভিডিও এর মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে আয়
আমরা সকলেই ইউটিউবের সাথে পরিচিত। অনেকেই আছেন সারাদিনে ৪-৫ ঘন্টা ইউটিউব না হলে চলে না। ইউটিউব হল একটি ভিডিও প্ল্যাটফর্ম। এখানে আমরা সবাই ভিডিও দেখে বিনোদিত হই।
ঠিক তেমনি এখানে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায়। আর ইউটিউব থেকে টাকা আয় করা অনেক সহজ। আপনি চাইলেই আপনার হাতে থাকা মোবাইলে ভিডিও বানিয়ে টাকা আয় করতে পারবেন।
যেভাবে ইউটিউবে ভিডিও দিতে হয়-
প্রথমে Youtube.com এ ঢুকতে হবে। আপনি মোবাইলের ইউটিউব অ্যাপ থেকেও ঢুকতে পারেন। এরপর জিমেইল (Gmail) এর মাধ্যমে লগইন করতে হবে। এরপর একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। এরপর ইউটিউবে আপনার পছন্দের ভিডিও দিতে থাকতে হবে। আপনি যেকোন ধরনের ভিডিও বানিয়ে এখানে দিতে পারবেন। তবে মনে রাখতে হবে। অন্যের ভিডিও দেওয়া যাবে না।
যেভাবে ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়-
দেখে নিন সঠিক উপায়ে কিভাবে ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্সে অ্যাপ্লাই এর উপায়-
১. ইউটিউবের চ্যানেলের Dashboard এ যেতে হবে। এখান থেকে customize channel বাটনে ক্লিক করতে হবে।
২. এরপর Monetization বাটনে ক্লিক করতে হবে। এরপর Apply now বাটনে ক্লিক করতে হবে।
৩. এরপর Review Partner Program terms থেকে সবকিছু Accept করতে হবে।
৪. এরপর Sign up Google Adsense থেকে start বাটনে ক্লিক করতে হবে।
৫. আপনার কোন Adsense অ্যাকাউন্ট থেকে থাকলে। Website অপশনে আপনার ইউটিউবের URL দিতে হবে। যদি Adsense অ্যাকাউন্ট না থাকে। তবে নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট জিমেইলের মাধ্যমে খুলে ইউটিউব চ্যানেলের URL দিতে হবে।
৬. নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে Address ও pin ভেরিফিকেশন করতে হবে। এরপর ২৪ ঘন্টা থেকে কয়েকদিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল অ্যাপ্রুভ হয়ে যাবে।
ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের শর্ত-
ইউটিউবে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য কিছু শর্ত আছে। দেখে নিন-
১. ১৮ বছর হতে হবে।
২. গত ১২ মাসে ৪০০০ ঘন্টা ওয়াচটাইম হতে হবে।
৩. চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে।
৪. ইউটিউব ভিডিও এর পলিসি মেনে ভিডিও বানাতে হবে।
৫. গুগল অ্যাডসেন্সের পলিসি ও টার্মস মেনে সব কিছু করতে হবে।
ইউটিউব ভিডিওতে অ্যাড কোড বসানোর নিয়ম-
আপনি ভিডিওতে ম্যানুয়ালি ও অটোমেটিক দুইভাবে অ্যাড বসিয়ে টাকা আয় করতে পারবেন। আপনার অ্যাডে যত বেশি ভিউ ও ক্লিক হবে। আপনি তত বেশি টাকা আয় করতে পারবেন। এর জন্য আপনার ভিডিও এর কোয়ালিটি অনেক ভাল হতে হবে। যাতে করে আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ হয়। আর আপনার আয়কৃত টাকা প্রতি মাসে গুগল আপনার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবে।
৩. অ্যাপ বা গেমের এর মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে আয়
আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন। সেক্ষত্রে আপনি Android বা Ios অ্যাপ বা গেম বানিয়ে টাকা আয় করতে পারবেন। কারণ এখানেও আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাড বসাতে পারবেন। এর জন্য সবার প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড বা আই ও এস অ্যাপ বা গেম বানাতে হবে। এরপর অ্যাডসেন্স এর জন্য Google AdMob এ অ্যাপ্লাই করতে হবে।
Google AdMob এ অ্যাপ্লাই এর উপায়-
১. দেখে নিন যেকোন অ্যাপ বা গেমে Admob অ্যাপ্লাই করার উপায়-
২. প্রথমে এই লিংকে ক্লিক করতে হবে- https://admob.google.com/home/। এরপর Get start বাটনে ক্লিক করতে হবে।
৩. এরপর country এবং Terms দিয়ে Start using Admob বাটনে ক্লিক করতে হবে।
৪. এরপর Continue to Admob বাটনে ক্লিক করতে হবে। এরপর Get start বাটনে ক্লিক করতে হবে।
৫. Android অথবা Ios সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করতে হবে।
৬. এরপর app name দিয়ে দিতে হবে। এরপর Add App বাটনে ক্লিক করতে হবে।
৭. এরপর Admob এর Dashboard থেকে payment information দিতে হবে। এরপর Apps বাটনে ক্লিক করে Ad unit তৈরি করতে হবে।
এরপর আপনার অ্যাপ বা গেমে এই কোডগুলি বসিয়ে অ্যাড দেখাতে পারবেন। আপনার একাউন্টে ১০ ডলার হয়ে গেলে গুগল আপনাকে চিঠি পাঠাবে। এরপর আপনাকে আপনার Address ও pin ভেরিফিকেশন করতে হবে। এরপর আপনি আপনার ব্যাংক একাউন্টে আপনার আয়কৃত টাকা নিতে পারবেন।
গুগল অ্যাডসেন্স থেকে মাসে কত টাকা আয় করা সম্ভব?
গুগল অ্যাডসেন্স থেকে প্রতি মাসে ১ লাখ থেকে ৫ লাখ টাকা অনায়েসেই আয় করতে পারবেন। এর জন্য আপনাকে ধৈর্য্য ধরতে হবে ও পরিশ্রম করতে হবে। প্রথম দিকে আয় কম হলেও হতাশ হবেন না। আপনার আয় ধীরে ধীরে বাড়তেই থাকবে।
উপসংহার
গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট, ভিডিও ও অ্যাপে দেশ বিদেশে অ্যাড দেখাতে পারবেন। আর এই অ্যাড দেখিয়ে অনেক টাকা আয় করতে পারবেন। আপনার কাছে এই প্রক্রিয়া কঠিন মনে হলে আগে ভালভাবে এটা নিয়ে গবেষণা করুন। তারপর ঠিক করুন আপনি কোনটা দিয়ে গুগল থেকে টাকা আয় করবেন। ওয়েবসাইট, অ্যাপ, গেম নাকি ভিডিও। তবে যেটাই করুন না কেন। লেগে থাকুন। আর ভিজিটর আনতে থাকুন। একদিন আপনিও সফল হবে।
অবশ্যই পড়ুনঃ