আপনারা যারা টিকটকে সময় কাটান। তাদের জন্য সুসংবাদ। এখন টিকটক থেকে টাকা ইনকাম করা যাচ্ছে একদম সহজেই। বেশ কয়েক উপায়েই টিকটক থেকে আয় করা যাচ্ছে। আমরা জানব কিভাবে তা খুব সহজেই করা যায়। টিকটকের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবেনা। আর মানুষ একবার টিকটকে ঢুকলে আর বের হতে চায়না। এখানে একের পর এক ভিডিও দেখেই যায়।
আর টিকটকে নানা ধরনের কন্টেন্ট রয়েছে। আর মানুষ এই টিকটকে ঘন্টার পর ঘণ্টা সময় কাটায়। আপনিও চাইলেই টিকটক ভিডিও দেখে সময় নষ্ট না করে। নিজে ভিডিও বানিয়ে ইনকাম শুরু করে দিতে পারেন। আর আপনার ভিডিও একবার ভাইরাল হলে তো আর কথাই নেই। তখন আপনার ফ্যান। ফলোয়ার বাড়ার সাথে সাথে ইনকামও হতে শুরু করবে।
কিভাবে টিকটক থেকে টাকা ইনকাম করা যায়
ইউটিউব শর্টস কিংবা ফেসবুক রিলস এর আগে টিকটক সবথেকে জনপ্রিয় হয়েছিল। আর তখন একমাত্র টিকটকেই এই রকম ছোট ভিডিও ছিল। পরে ফেসবুক ও ইউটিউব টিকটককে অনুসরণ করে ছোট ভিডিও নিয়ে আসে। তারপরেও কিন্তু টিকটকের জনপ্রিয়তা কমেনি। টিকটকের একটা নিজস্ব স্বকীয়তা আছে। যার ফলে এটা সবার কাছে এত প্রিয়। টিকটকে অনেক উপায়েই আয় করা যায়। এর মধ্যে সবথেকে ভাল ৩টি উপায়গুলি হল-
১) গিফট এর মাধ্যমে
২) স্পন্সরশীপের মাধ্যমে
৩) অ্যাড দেখানোর মাধ্যমে
টিকটক থেকে ইনকাম করার বিস্তারিত দেখে নিন-
১) গিফট এর মাধ্যমে আয়
টিকটকের ভিডিও প্রায় সকল শ্রেনীর মানুষরাই দেখে। আর এখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। তাই টিকটকের ভিডিও সহজেই ভাইরাল হয়। আর তখন খুব সহজেই ফলোয়ার বেড়ে যায়। আর একটা সময় দেখা যায়। খুব সহজ উপায়ে মানুষ সেলিব্রিটি হয়ে যায়। টিকটকের গিফট অপশন থেকে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। কিভাবে গিফট এর মাধ্যমে টাকা ইনকাম করতে হয় দেখুন-
১. প্রথমে টিকটক অ্যাপে প্রবেশ করতে হবে।
২. এরপর Profile এ ক্লিক করতে হবে।
৩. এরপর উপরের ডান দিকের কোনার থ্রী লাইনে ক্লিক করতে হবে।
৪. এরপর Creator Tools এ ক্লিক করতে হবে।
৫. এখানে দেখা যাবে Video Gifts অপশন। মূলত এই অপশন থেকেই টাকা ইনকাম করা যাবে।
৬. এরপর এই Video Gifts অপশনে ক্লিক করে সেটা Turn on করে দিতে হবে।
Video Gift অপশন Turn on করার শর্তঃ
- আপনার টিকটক আইডিতে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে।
- আপনার একাউন্টটি কমপক্ষে ৩০ দিনের পুরাতন হতে হবে।
- আপনার বয়স ১৮ বছর হতে হবে।
- টিকটকের সকল পলিসি মেনে চলতে হবে।
- কোন প্রকার রাজনৈতিক ভিডিও হওয়া যাবে না।
আপনার Gift অপশন করার কাজ শেষ।
এখন জেনে নিন কিভাবে এই অপশন থেকে টাকা আয় করতে পারবেনঃ
Gift অপশন চালু হয়ে গেলে আপনার প্রোফাইল থেকে আপনার প্রত্যেকটা ভিডিও এর নিচে গিফট বক্স দেখাবে। এখন কেউ যদি আপনার ভিডিও দেখে অনেক পছন্দ করে। তাহলে সে আপনাকে গিফট পাঠানোর মাধ্যমে আপনাকে টাকা দিতে পারবে।
এভাবে আপনার ভিডিও যদি ৫০ হাজার বা ১ লাখ মানুষ দেখে। তাহলে কমপক্ষে ২০ জনও যদি আপনাকে টাকা পাঠায়। তাহলে আপনার ইনকাম হয়ে যাবে। আর আপনার টাকা তখন আপনার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। আপনার যদি ভাল পরিমাণের ফলোয়ার থাকে। তাহলে আপনি প্রতিমাসে এভাবে খুব ভাল পরিমাণ। টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর আপনার আয়কৃত টাকা। আপনার ব্যাংক একাউন্টের মাধ্যমে খুব সহজেই উঠাতে পারবেন।
২) স্পন্সরশীপের মাধ্যমে
টিকটক ভিডিও সবাই দেখে। আর এর জনপ্রিয়তা অনেক। আপনি যদি এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে আপনার ফ্যান ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। তাহলে আপনার ভিডিওতে অনেক ভিউ হবে। আর আপনার ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তাহলে আপনি একজন টিকটক সেলিব্রিটি হয়ে উঠবেন।
আর এই রকম হলে বিভিন্ন কোম্পানী তখন আপনার কাছে আসবে। আপনার মাধ্যম তাদের কোম্পানীর প্রচারণা করতে। তখন আপনি যখন দেখাবেন। অমুক কোম্পানীর জুতা ভাল, অমুক কোম্পানীর জামা ভাল।
অথবা অমুক জায়গা থেকে এটা কিনুন। সেটা কিনুন। এভাবে কিন্তু তাদের কোম্পানী বা প্রতিষ্ঠানের প্রচারণা হয়ে যাবে। আর এর বিনিময়ে তখন তারা আপনাকে টাকা দিবে। আবার অনেক প্রতিষ্ঠান বলে দিতে পারে যে। তাদের কোম্পানী বা পেজের লিংক আপনাকে শেয়ার করতে হবে। আর বিনিময়ে আপনাকে দেওয়া হবে টাকা। এভাবে খুব সহজেই টিকটক থেকে ইনকাম করা যাবে। এই রকম অনেক টিকটকার আছেন। যারা স্পন্সরশীপের মাধ্যমে প্রতিমাসে লাখ টাকার উপরে আয় করছেন। তাই আপনিও আজ থেকে টিকটক ভিডিও বানানো শুরু করে দিন।

টিকটক থেকে টাকা ইনকাম
৩) অ্যাড দেখানোর মাধ্যমে
বর্তমানে ফেসবুক রিলস ভিডিওতে মনেটাইজেশন অন করে অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করা যাচ্ছে। আবার ইউটিউব শর্ট ভিডিও থেকে মনিটাইজেশনের মাধ্যমে টাকা আয় হচ্ছে। তাহলে টিকটক কেন বসে থাকবে। টিকটকেও এখন অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করা যাবে। তবে এর জন্য আপনার প্রোফাইলটিকে বিজনেস প্রোফাইল করে নিতে হবে।
কিভাবে টিকটক ভিডিওতে অ্যাড দেখিয়ে টাকা ইনকাম করা যায় দেখে নিনঃ
অ্যাড দেখিয়ে টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য। প্রথমে একে মনিটাইজেশন করতে হবে। আর মনিটাইজেশন করার পূর্বে অ্যাকাউন্টটিকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে।
কিভাবে টিকটককে মনিটাইজেশন করতে হয় দেখুনঃ
১. প্রথমে টিকটক অ্যাপে প্রবেশ করুন।
২. এরপর একে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে। এর জন্য Profile এ ক্লিক করে উপরের ডান দিকের কোনার থ্রী লাইনে ক্লিক করতে হবে। এরপর Settings and privacy তে ক্লিক করতে হবে। এরপর Account এ ক্লিক করে Switch to Business Account এ ক্লিক করতে হবে। এরপর ক্যাটাগরি, ইমেইল, নেম ইত্যাদি দিয়ে আপনার একাউন্টিকে বিজনসে অ্যাকাউন্টে রুপান্তর করতে হবে।
৩. এবার আপনাকে আবার টিকটক অ্যাকাউন্টের হোম পেজে আসতে হবে। এরপর নিচে থেকে Inbox এ ক্লিক করতে হবে।
৪. এরপর System Notifications এ ক্লিক করতে হবে। এখানে Monetization অপশন দেখাবে। এখান থেকে তা অন করে দিতে হবে। সবার অ্যাকাউন্টে Monetization অপশন দেখাবে না।
টিকটকের Monetization অপশন দেখানোর শর্ত হল:
- যাদের অ্যাকাউন্ট এর বয়স ৩০ দিনের বেশি।
- যাদের ১০ হাজারের উপর ফলোয়ার আছে।
- যাদের ভিডিও অনেক মান সম্মত ও ভিডিওগুলিতে ভাল মানের ভিউ আছে।
- যারা টিকটকের সকল নিয়ম মেনে ভিডিও বানায়।
- যাদের বয়স ১৮ বছর।
মনিটাইজেশন অন হয়ে গেলে আপনার ভিডিওতে অ্যাড দেখাবে। আর অ্যাডের মাধ্যমে আপনি টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর সেই টাকা আপনার ব্যালেন্সে জমা হবে। এরপর আপনি আপনার ব্যাংক একাউন্ট যুক্ত করে সেই টাকা খুব সহজেই উঠাতে পারবেন।
শেষকথা
পরিশেষে একটা কথাই বলা যায়। আপনার কোন কাজই ফেলনা না। অনেকেই টিকটকারদেরকে খারাপ নজরে দেখে। কিন্তু এই টিকটকের মাধ্যমে সমাজে অনেক ম্যাসেজ দেওয়া যায়। আবার যারা টিকটককে খারাপ বলে। দেখা যায় যে তারাই সারাদিন টিকটক দেখছে।
আর টিকটকে ভিডিও বানানো কিন্তু খুবই সহজ না। এখানেও অনেক পরিশম করতে হয়। সময় দিতে হয়। তবেই না আপনার ফলোয়ার বাড়ে। আর ফলোয়ার বাড়লে আপনার ইনকাম বাড়বে নিশ্চিত। মনে রাখবেন আজ যারা টিকটকার বলে আপনাকে উপহাস করে। দিনশেষে তারাই আপনার ভিডিও দেখে আনন্দ পায়। মজা পায়। বিনোদিত হয় ও শিক্ষা পায়।
অবশ্যই পড়ুনঃ