ব্লগ লিখে টাকা ইনকাম করা আপনার জন্য খুবই লাভজনক একটি পেশা হতে পারে। আপনি ফুল টাইম ও পার্ট টাইম উভয়ভাবেই ব্লগ লিখে ইনকাম করতে পারবেন।
নানাভাবে ও নানা উপায়ে ব্লগিং করে আয় করা যায়। এভাবে আয় করাটা অনেকের কাছে স্বপ্নের মত।
আপনি ব্লগ লিখে স্বাধীনভাবে ও ঘরে বসে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটি প্যাসিভ ইনকাম করতে পারবেন। তবে আপনাকে প্রচুর পরিশ্রমী মনোভাব সম্পন্ন হতে হবে।
আপনি বাংলা বা ইংরেজী যেকোন ভাষাতে ব্লগ লিখে টাকা আয় করতে পারবেন।
এছাড়া এই ব্লগ লেখার জন্য আপনি যেকোন ক্যাটাগরি পছন্দ করতে পারেন। আর সেই ক্যাটাগরির উপর লিখতে পারেন।
আজকাল অনেকেই শুধুমাত্র বাংলা ভাষায় ব্লগ লিখে মাসে লাখ টাকা ইনকাম করছেন।
এভাবে ইনকাম করার আগে জানতে Blog কি? আর কিভাবে ব্লগ লিখে আয় করতে হয়।
আপনিও যদি ব্লগ লিখে একটি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে চান, তাহলে এই ব্লগটি খুব ভালোভাবে পড়ুন।
ব্লগ (Blog) কি?
বিভিন্ন ব্যবসার উন্নতি ও অর্থ উপার্জনের জন্য তথ্য শেয়ার করে বিক্রি বাড়ানো ও কমিশন বাড়ানোর প্রক্রিয়াকে ব্লগ বলে। যদিও অনেকে মনে করেন, ব্লগিং ও সাংবাদিকতা এক জিনিস। কিন্তু বাস্তবে তা এক নয়।
একটি ওয়েবসাইটের মাধ্যমে ব্লগ লিখতে হয় এবং নিয়মিত তাতে ব্লগ পোস্ট আপডেট করতে হয়। অনেকে ব্লগিংকে এখন ফুল টাইম পেশা হিসেবে নিয়ে উপার্জন করছেন।
ব্লগ থেকে ইনকাম করা এখন আরো অনেক সহজ হয়ে গিয়েছে। কেননা এখন বাংলাতে ব্লগ লিখে বেশ ভালো পরিমাণ টাকা আয় করা যাচ্ছে। আর প্রায় সকলেই বাংলাতে ব্লগ লিখতে পারি।
কেন ব্লগিং শুরু করব?
আপনি নানা কারণে ব্লগ লেখা শুরু করতে পারেন। সেই কারণগুলি হলঃ
১. আপনার চিন্তা ও অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতেঃ
আপনি ব্লগ লেখার সময় আপনার অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে লিখে থাকেন। এতে করে অন্যরা আপনার লেখা সেই তথ্য পড়ে জানতে পারে।
এভাবে আপনার চিন্তা ও জ্ঞান সকলের মধ্যে ভাগ হয়। এছাড়া এই ব্লগিং এর মাধ্যমে আপনি সহজেই মানুষের সাথে সংযুক্ত হতে পারবেন।
২. লেখার দক্ষতা ও ডিজিটাল মার্কেটিং এর উন্নতি সাধনেঃ
আপনি নিয়মিত ব্লগ লেখার মাধ্যমে আপনার লেখালেখির উন্নতি সাধন করতে পারেন।
এছাড়া ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি অনেক ভাল করতে পারবেন।
৩. আপনার ব্যবসার উন্নতি ও আপনার ইনকামের জন্যঃ
যেকোন ব্যবসার মুনাফা বাড়াতে ব্লগের কোন বিকল্প নেই। এটা আপনার ব্যবসার প্রসারে সাহায্য করে।
এছাড়া আপনি আপনার ব্লগ ফ্রিল্যান্সিং সাইটে বিক্রি করেও ইনকাম করতে পারেন। শুধু তাই নয়, আপনি পারসোনাল ভাবে ঘরে বসে ব্লগ লিখে টাকা ইনকাম করতে পারবেন।
আরো পড়ুনঃ অনলাইনে পার্টটাইম জব করে ইনকাম করার উপায়
কিভাবে ব্লগিং বা ব্লগ লেখা শুরু করব?
ব্লগ থেকে ইনকাম করার জন্য আপনাকে সঠিকভাবে ব্লগ লেখা বা ব্লগিং করা শুরু করতে হবে। নতুবা আপনার ইনকাম তেমন একটা ভালো হবে না। তাই কিভাবে ব্লগ শুরু করা উচিত, তা জানা জরুরী।
দেখে নিন যেভাবে আপনি ব্লগিং শুরু করবেন-
১. ব্লগ টপিক বা নিস (niche) নির্বাচনঃ
ব্লগিং শুরু করার আগে আপনাকে নির্বাচন বা ঠিক করতে হবে, আপনি কোন বিষয়ে ব্লগ লিখতে চাচ্ছেন। এটা খুবই গুরত্বপূর্ণ।
আপনি স্বাস্থ্য, রান্না, খেলা, টেকনোলজি, বিনোদন ইত্যাদি বিষয় নির্বাচন করতে পারেন। আপনাকে অবশ্যই একটি প্রধান নিস বা বিষয় সিলেক্ট করতে হবে। এতে করে আপনার পাঠকেরা বুঝতে পারবে যে, আপনি কি নিয়ে লিখছেন বা লিখবেন।
২. আপনার ব্লগের কম্পিটিটর রিসার্চ (Research) করুনঃ
আপনার আগে কারা কারা আপনার টপিকে ব্লগ লিখেছে, তার ধারণা নিন। এছাড়া আপনার পাঠকদের বিষয়ে ধারণা নিন।
৩. প্রথম ব্লগ লিখুনঃ
আপনার টপিকের উপর ধারণা নিয়ে একটি বিশদ ব্লগ লিখুন। আর ব্লগের একটি নাম বা টাইটেল ঠিক করুন।
৪. ব্লগ ওয়েবসাইটের জন্য সকল উপাদান জোগাড় করুনঃ
একটি ব্লগ ওয়েবসাইটের জন্য আপনার টপকের উপর মিল রেখে কালার প্ল্যালেট, লোগো, ছবি, ব্রান্ডিং ফেভিকন ইত্যাদি তৈরি করে নিন।
৫. ব্লগের জন্য একটি Domain নেম কিনুনঃ
আপনার ব্লগের জন্য একটি ভালো মানের ডোমেইন (Domain) নাম কিনুন। এটি টপ ডোমেইন (.com, .info, .net ইত্যাদি) হতে হবে।
ডোমেইনটি আপনার ব্লগের টপিকের সাথে মিল রেখে কিনলে ভাল হয়। আপনি এই ডোমেইনটি Godaddy অথবা Namecheap থেকে কিনুন।
৬. ব্লগের জন্য একটি হোস্টিং নির্বাচন করুন ও ওয়েবসাইট তৈরি করুনঃ
আপনি ব্লগের জন্য Blogger অথবা WordPress প্ল্যাটফর্ম ব্যবহার করুন। ব্লগার (Blogger) ফ্রি প্ল্যাটফর্ম। এখানে ফ্রিতে গুগলের হোস্টিং পাবেন। আর wordpress এর জন্য ক্লাউড হোস্টিং (Amazon lightsail, Digitalocean, Linode) ইত্যাদি ব্যবহার করুন। এরপর একটি সুন্দর ও গোছানো ওয়েবসাইট তৈরি করুন।
৭. আপনার ব্লগের প্রথম পোস্ট দিনঃ
আপনার ব্লগের ওয়েবসাইট তৈরি হয়ে গেলে প্রথম পোস্ট দিন। এরপর আপনার পছন্দের টপিকের উপর নিয়মিত পোস্ট দিন।
৮. ব্লগের প্রচারণা করুনঃ
ব্লগে ভিজিটর পেতে আপনার ব্লগ লিংক সোস্যাল মিডিতে শেয়ার করুন। ব্লগের অন পেজ এসইও (On page seo) ও করুন। এছাড়া পেইড প্রোমোশন (Paid Promotion) করতে পারেন।
কিভাবে ব্লগ লিখে টাকা ইনকাম করা যায়?
আপনি বিভিন্ন উপায়ে Blogging এর মাধ্যমে আয় করতে পারবেন। এই আয়ের পরিমাণটা কিন্তু কম নয়।
অনেকেই শুধুমাত্র ব্লগ লিখেই মাসে ৫০ হাজার টাকা ইনকাম করছেন।
এমনকি ধীরে ধীরে তারা লাখ টাকা পর্যন্তও আয় করছেন। চেষ্টা করলে আপনিও সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এখন দেখে নেই কি কি উপায়ে আয় করা যায়ঃ
১. ব্লগে এড বা বিজ্ঞাপণ লাগিয়ে
২. অ্যাফেলিয়েট মার্কেটিং এর মাধ্যমে
৩. স্পন্সরশীপের মাধ্যমে
৪. নিজের পণ্য বিক্রি করে
৫. ব্লগ ওয়েবসাইট বিক্রি করে
৬. ফ্রিল্যান্সিং সাইটে এ ব্লগ লিখে
৭. ইমেইল মার্কেটিং করে
বিস্তারিত পড়ুন-
১. ব্লগে এড বা বিজ্ঞাপণ লাগিয়ে ইনকাম
এভাবে ইনকাম করার জন্য আপনাকে প্রথমে একটি ব্লগ ওয়েবসাইট খুলতে হবে। এরপর সেই ওয়েবসাইটের জন্য অনেকে ব্লগ লিখতে হবে। আপনার ব্লগে যখন ভিজিটর আসা শুরু হবে। তখন আপনার ব্লগে Google Adsense লাগিয়ে ইনকাম করতে পারবেন। এখানে আপনি প্রচুর আয় করতে পারবেন।
তবে এক্ষেত্রে আপনার সাইটের ভিজিটর যত বেশি হবে, আপনি তত ইনকাম করতে পারবেন। Adsense ছাড়াও অন্যান্য এড network (Taboola, Revcontent) এর এড লাগিয়ে আপনি ইনকাম করতে পারবেন।
আরো পড়ুনঃ ৭টি সেরা বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট
২. অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয়
আপনি আপনার ব্লগে আপনার পছন্দের অ্যাফেলিয়েট প্রডাক্ট সম্পর্কে লিখে Affiliate লিংক শেয়ার করে পণ্য বিক্রির মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এভাবে আপনি জনপ্রিয় Amazon Affiliate Program এর মাধ্যমে ভাল পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। ব্লগ লিখে টাকা ইনকাম করার একটি বড় মাধ্যম হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং।
৩. স্পন্সরশীপের মাধ্যমে – ব্লগ লিখে টাকা ইনকাম
আপনার ব্লগ ওয়েবসাইটের এড স্লটের জায়গা রেখে আপনি যেকোন কোম্পানীর প্রচারণা করতে পারেন। এক্ষেত্রে আপনি ব্লগের স্লটে সেই কোম্পানির এড ভিডিও বা ছবি আকারে সেট করতে পারেন।
এটাকে স্পন্সর এড বলে। এক্ষেত্রে কোম্পানি আপনাকে সরাসরি টাকা প্রদান করবে।
এভাবে ইনকাম করার জন্য আপনার ব্লগকে জনপ্রিয় করা জরুরী।
৪. নিজের পণ্য বিক্রি করে ইনকাম
আপনার যদি নিজস্ব পণ্য থাকে। যেমনঃ জামা কাপড়, ব্যাগ, মগ ইত্যাদি। তাহলে আপনি সেই পণ্যের উপর ব্লগ লিখে তা সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করতে পারেন।
এক্ষেত্রে আপনাকে আপনার পন্য সম্পর্কে ওয়েবসাইটে লিখতে হবে। আপনার ব্লগে যখন কোন ভিজিটর আসবে, তখন সে সরাসরি আপনার ব্লগ ওয়েবসাইট থেকে আপনার সাথে যোগাযোগ করে সেই পন্যটি কিনবে। এতে করে আপনার ইনকাম হবে।
এছাড়া বিভিন্ন ডিজিটাল প্রডাক্ট, যেমনঃ Ebooks, Online courses (অনলাইন কোর্স) ইত্যাদি পাঠকের মাঝে বিক্রি করে ইনকাম করতে পারেন।
৫. ব্লগ ওয়েবসাইট বিক্রি করে – ব্লগ লিখে টাকা ইনকাম
আপনার ব্লগ ওয়েবসাইটটি যদি অনেক জনপ্রিয় হয়। আর সেখান থেকে যদি এড নেটওয়ার্ক, অ্যাফেলিয়েট মার্কেটিং ইত্যাদি নানা উপায়ে ইনকাম হয়।
তাহলে আপনি আপনার ওয়েবসাইটকে বিক্রি করে এককালীন অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম করে নিতে পারবেন।
ব্লগ ওয়েবসাইট বিক্রি করার এমন প্ল্যাটফর্মের নাম হলঃ Flippa.com
৬. ফ্রিল্যান্সিং সাইটে ব্লগ লিখে ইনকাম
ব্লগ লিখে আপনি ফ্রিল্যান্সিং সাইট থেকেও ইনকাম করতে পারবেন।
অনেক ফ্রিল্যান্সিং সাইটে ব্লগারের প্রচুর চাহিদা। তারা নানা উদ্দেশ্যে ব্লগ লিখে নিতে চায়। আপনি তাদেরকে ব্লগ লিখে দিয়ে ইনকাম করে নিতে পারেন।
এই সাইটগুলিতে সাধারণত ১০০০ শব্দ বা ২০০০ শব্দ এই শব্দ বা word হিসেবে ব্লগ লেখার কাজ পাওয়া যায়।
Upwork, Fiverr, Freelancer ইত্যাদি মার্কেটপ্লেসে প্রতি ব্লগের জন্য ৫ ডলার থেকে ২৫ ডলার পর্যন্ত আয় করা যায়।
৭. ইমেইল মার্কেটিং করে – ব্লগ লিখে টাকা ইনকাম
আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে Email Subscription এর মাধ্যমে ভিজিটরদের অনেক ইমেইল সংগ্রহ করতে পারেন।
এই ইমেইল লিস্ট আপনি ফ্রিল্যান্সিং সাইটে বিক্রি করে ইনকাম করতে পারেন।
আবার নিজের ব্যবসার প্রসারে এই ইমেইল ব্যবহার করে আপনার ইনকাম বাড়িয়ে নিতে পারেন।
আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং করে ইনকাম করার উপায়
কিভাবে ব্লগ লিখলে খুব তাড়াতাড়ি ইনকাম করা যায়?
আপনার ব্লগে যদি পর্যাপ্ত পরিমাণ পাঠক বা ভিজিটর না হয় তাহলে আপনার ভাল পরিমাণ আয় করা কোনভাবেই সম্ভব নয়।
আর ভাল পাঠক পাওয়ার জন্য আপনাকে অনেক ধৈর্য্য সহকারে ব্লগ লিখতে থাকতে হবে। আর আপনাকে অবশ্যই ব্লগ লেখার সঠিক নিয়ম অনুসারে ব্লগ লিখতে হবে।
আপনার ওয়েবসাইটে যখন অনেক ব্লগ হয়ে যাবে। তখন আপনার ওয়েবসাইটে ভাল মানের ভিজিটর বা ট্রাফিক আসা শুরু করবে।
একটা ব্লগ ওয়েবসাইটে ভাল পরিমানের ভিজিটর আনার জন্য ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় দিতে হবে।
এই সময়ের মধ্যে আপনাকে প্রতিদিন ব্লগ লিখে যেতে হবে। তবে আপনি যদি ট্রেন্ডিং বিষয়ের উপর ব্লগ লেখা শুরু করেন।
তাহলে ২ মাসের মধ্যেই আপনি একটা ভাল ট্রাফিক আশা করতে পারেন।
যেমন ধরুন এখন যদি বিশ্বকাপ খেলা শুরু হয়। তাহলে এই খেলা নিয়ে মানুষের আগ্রহ এখন তুঙ্গে থাকবে।
আর এই সময় যদি আপনি এই বিশ্বকাপ নিয়ে ব্লগ লেখা শুরু করেন।
তাহলে আপনার ব্লগে খুব তাড়াতাড়ি ভিজিটর আসা শুরু করবে। আর আপনার তখন ব্লগ লিখে টাকা ইনকাম করা শুরু হয়ে যাবে।
বাংলা পোস্ট লিখে মাসে ১৮০০০৳ ইনকাম করার উপায় জানুন।
ব্লগ লিখে প্রতিমাসে কত টাকা ইনকাম করা যায়?
আপনি যদি খুব ভাল ব্লগ বা আর্টিকেল লিখতে পারেন। তাহলে আপনার জন্য বিভিন্নভাবে আয়ের রাস্তা রয়েছে।
অনেক শুধুমাত্র ব্লগ লিখে আয় করাটাকে ফুল টাইম পেশা হিসেবে নিয়েছেন।
আপনি ব্লগ লিখে এড নেটওয়ার্ক, অ্যাফেলিয়েট মার্কেটিং, স্পন্সরশীপ সহ বিভিন্ন মাধ্যমে আয় করতে পারবেন।
তবে এখানে আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য্য হারালে চলবে না।
আপনি যদি লেগে থাকেন তাহলে প্রথম দিকে আয় কিছুটা কম করতে পারবেন।
তবে ৬ মাস বা ১ বছর পর থেকে আপনি বেশ ভালো পরিমাণ টাকা ব্লগিং করে ইনকাম করতে পারবেন। ব্লগ লিখে অনেকেই মাসে লাখ টাকা ইনকাম করছেন।
শেষকথা – ব্লগ লিখে টাকা ইনকাম
ব্লগ লিখে টাকা ইনকাম করা এখন একটি ভাল মানের পেশা হয়ে গেছে। অনেকেই Blogging কে নিজের ক্যারিয়ার হিসেবে নিয়েছেন।
আপনার যদি ব্লগ বা আর্টিকেল লেখার মত খুব ভাল দক্ষতা থাকে, তাহলে আপনি খুব সহজে আয় করতে পারবেন।
তবে আপনাকে অবশ্যই পরিশ্রমী ও ধৈর্য্যশীল হতে হবে। আর ব্লগে আপনাকে সঠিক তথ্য দিতে হবে। এই লেখাটি পড়ে আপনি সামান্য উপকৃত হলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিন।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট