ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছেন। কিন্তু আয় হচ্ছে না। এর জন্য ফেসবুক পেজ মনিটাইজ করার উপায় জানতে হবে।

ফেসবুকে পেজ খুলে ভিডিও আপলোড দিচ্ছেন। অথবা ফেসবুক প্রোফাইল থকে ভিডিও আপলোড দিচ্ছেন। কিন্তু এতে (Facebook ads) অ্যাড দেখাচ্ছে না।

আর ভিডিওতে অ্যাড না দেখালে কখনোই আপনার আয় হবে না।

এর জন্য আপনার ভিডিওতে অ্যাড দেখাতে হবে। এই অ্যাড দেখানোর জন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুকে মনিটাইজেশন অন করার উপায় জানতে হবে।

ফেসবুক মনিটাইজেশন থেকেই আয় করা সম্ভব হবে। তাই এটি কিভাবে অন করতে হবে, তা জানা জরুরী।

মনিটাইজেশন অন করার উপায়

পেজে মনিটাজেশন অন করার পূর্বে আগে জানতে হবে কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ খোলা যায়।

প্রকৃতপক্ষে, সঠিক উপায়ে ফেসবুকে ভিডিও দিলে ও ভিডিওতে ভিউ আসা শুরু হলে ফেসবুক পেজ মনিটাইজ হয়ে যাবে।

দেখে নিন ফেসবুক পেজের মনিটাইজেশন অন করার আবেদনের শর্ত-

১. রিলস (Reels) বা শর্ট ভিডিও এর জন্যঃ ফেসবুক পেজ মনিটাইজ

এই ধরনের ছোট ভিডিও মনিটাইজেশনের তেমন কোন শর্ত নেই।

আপনার রিলস ভিডিও গুলিতে অনেক বেশি ভিউ হওয়া শুরু হলে, ফেসবুক থেকে মনিটাইজেশন আবেদনের জন্য তৈরি হবে। তখন Ads on Reels বাটন দেখাবে।

২.সাধারণ ভিডিও এর জন্যঃ ফেসবুক পেজ মনিটাইজ

এর শর্ত গুলি হল-

  • আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে ৫০০০ ফলোয়ার থাকতে হবে।
  • ভিডিও গুলি থেকে ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম।
  • ৫ টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে।
  • কোন প্রকার policy issue থাকা যাবে না।

এগুলো সব থাকলে দেখাবে যে, আপনার ফেসবুক পেজ In-stream ads আবেদনের জন্য প্রস্তুত।

ফেসবুকে মনিটাইজেশন অন করার উপায়

ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য রিলস ভিডিও ও সাধারণ ভিডিও দুই জায়গা থেকেই আলাদা করে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া একদম একই। যেভাবে আবেদন করতে হবে-

১. Facebook পেজ বা প্রোফাইল থেকে Monetization এ ক্লিক করতে হবে।

২. এরপর, Ads on Reels অথবা In-stream Ads বাটনে ক্লিক করতে হবে। তারপর, Get Started বাটনে ক্লিক করতে হবে।

৩. এবার Enter Business info থেকে Country ও Business type দিতে হবে। এখানে country দিতে হবে Bangladesh। Business type দিতে হবে individual। এরপর next বাটনে ক্লিক করতে হবে।

৪. তারপর, Enter your info থেকে name, date of birth, address, city দিয়ে next বাটনে ক্লিক করতে হবে। City আপনার শহর Dhaka বা Rajshahi দিতে হবে।

৫. এরপর, State, zip, Phone, Email, Tin certificate number দিয়ে next বাটনে ক্লিক করতে হবে। State এ আপনার বিভাগ দিতে হবে। Tin certificate না থাকলে এই লিংক থেকে certificate করে নিতে হবে।

৬. তারপর, Choose how you’d like to get paid থেকে manually link bank account সিলেক্ট করতে হবে।

এরপর Link payout method বাটনে ক্লিক করে country, bank account name, bank account number, swift code দিয়ে দিতে হবে।

Swift code আপনার ব্যাংকের নিজস্ব শাখার দিতে হবে। এরপর link payout method বাটনে ক্লিক করতে হবে।

৭. এরপর, Add tax info বাটনে ক্লিক করতে হবে। এরপর view access বাটনে ক্লিক করতে হবে। এরপর next বাটনে ক্লিক করতে হবে। তারপর address দিয়ে next বাটনে ক্লিক করতে হবে।

৮. এরপর, next বাটনে ক্লিক করলে একটি একটি form আসলে review and submit বাটনে ক্লিক করে Done করে দিতে হবে। তারপর আবার next বাটনে ক্লিক করতে হবে। এরপর Done বাটনে ক্লিক করতে হবে।

সাধারণত ২৪ ঘন্টা থেকে ৭ দিনের মধ্যেই আপনার ফেসবুক পেজ মনিটাইজ হয়ে যাবে।

আপনার Dashboard থেকে আপনার eraning দেখাবে $0.0 । তখন বুঝবেন যে আপনার মনিটাইজেশন অন হয়ে গেছে।

এরপর আপনি নিত্য নতুন ভিডিও দিয়ে ফেসবুক মনিটাইজেশন থেকে আয় করতে পারবেন।

ফেসবুকে মনিটাইজেশন অন হওয়ার পর যা করতে হবে

Facebook এ মনিটাইজেশন অন হওয়ার পর আপনাকে ধরে ধরে সকল ভিডিওতে এড সেট করতে হবে।

এরপর আপনার ভিডিওতে কোন প্রকার violation না থাকলে আপনার ভিডিওতে এড দেখাতে শুরু করবে। এড চালু করার জন্য আপনি automatic ও manual দুই ধরনের এড প্লেসমেন্ট পাবেন।

ফেসবুক পেজের মনিটাইজেশন অন হওয়ার পর কবে টাকা পাব?

আপনার ভিডিও থেকে ১০০ ডলার আয় হওয়ার পর আপনি টাকা withdraw করতে পারবেন। ফেসবুক প্রতি মাসে সকলের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়।

আপনি আপনার টাকা আপনার দেওয়া ব্যাংক একাউন্টের মাধ্যমে তুলতে পারবেন।

শেষকথা – ফেসবুক পেজ মনিটাইজ করার উপায়

সবশেষে একটা কথাই বলা যায়, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফেসবুকে মনিটাইজেশন অন করার উপায় জানতে হবে।

আপনি যদি সঠিকভাবে নিয়মিত ফেসবুকে সঠিকভাবে ভিডিও দিতে পারেন।

আর সেই ভিডিও দেখে যদি সকলে পছন্দ করে ও ভিডিওটি যদি ভাইরাল হয়।

তাহলে আপনার মনিটাইজেশন নিয়ে আপনাকে চিন্তা করতে হবেনা।

আপনি সহজেই ফেসবুক মনিটাইজেশন থেকে আয় করতে পারবেন।

যদি ফেসবুক থেকে একটি ভালো পরিমাণ আয় করতে চান, তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনার ভিডিও এর কোয়ালিটি নিয়ে।