বর্তমানে ফেসবুকের মাধ্যমে মানুষ খুব সহজেই আয় করছে। এর জন্য আপনাকে সঠিক উপায়ে ফেসবুক পেজ খোলার নিয়ম জানতে হবে। আগে ফেসবুক শুধুমাত্র যোগাযোগের মাধ্যম ছিল। এখন এটি আয়ের অন্যতম মাধ্যম। লাখ লাখ মানুষ এখন ফেসবুকে আয় করছে। আর এই আয়ের পরিমাণটা এখন অনেক বেশি। অনেকেই আছেন যারা প্রতি মাসে ফেসবুক থেকে লাখ লাখ টাকা আয় করছেন।

এমনকি অনেকে এখন এই মাধ্যম থেকে কোটি টাকাও আয় করছেন। ফেসবুক থেকে আয় করার জন্য ভালভাবে একটি প্রফেশনাল পেজ খুলতে হবে। দেখে নিন কিভাবে সঠিক উপায়ে একটি ফেসবুক পেজ খোলা যায়।

কারণ তখন আপনার পেজে লাইক বা ফলোয়ার আসতে সমস্যা হবে। তাই আপনাকে অবশ্যই সঠিক উপায়ে ফেসবুক পেজ খুলতে হবে।

ফেসবুক পেজ খোলার নিয়ম

আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান। তাহলে অবশ্যই আপনাকে একটি ফেসবুক পেজ খুলতে হবে। আর আপনাকে অবশ্যই এই পেজটি সঠিক নিয়মে খুলতে হবে। কেননা এই পেজের উপর আপনার ইনকাম নির্ভর করছে। দেখে নিন পেজ খোলার নিয়ম- 

১. সর্বপ্রথম মোবাইল থেকে ফেসবুক অ্যাপে ঢুকতে হবে।

২. এরপর মেনু থেকে Pages অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে উপরের বাম পাশের Create বাটনে ক্লিক করতে হবে। এরপর Get Started বাটনে ক্লিক করতে হবে।

৩. আপনি যে নামে পেজ খুলতে চাচ্ছেন। পেজের জন্য সেই নাম দিতে হবে। এরপর next বাটনে ক্লিক করতে হবে।

৪. এরপর আপনার পেজের জন্য ক্যাটাগরি (category) দিতে হবে। এরপর create বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার পেজ তৈরি হয়ে যাবে।

৫. এরপর পেজের Bio, Website link, Email, Phone number, Location দিয়ে next বাটনে ক্লিক করতে হবে।

৬. এরপর পেজের Profile picture, Cover Picture, Action Button সেট করতে হবে। Action বাটন থেকে যেকোন একটি Action ও লিংক সেট করে দিতে হবে। এরপর save বাটনে ক্লিক করতে হবে। এরপর next বাটনে ক্লিক করতে হবে।

৭. এরপর আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে ইনাভাইট করার জন্য invite friends বাটনে ক্লিক করতে হবে। এরপর next বাটনে ক্লিক করতে হবে। এটা না করলেও সমস্যা নাই।

৮. এরপর আপনার পেজের notification অপশন অন করে দিতে পারেন। এরপর Done বাটনে ক্লিক করবে।

এভাবেই আপনি আপনার ফেসবুক পেজ খুব সহজেই খুলে ফেলতে পারবেন।

ফেসবুক পেজের জন্য কিভাবে একটি ইউজার নেম (username) তৈরি করতে হবে?

একটি ফেসবুক পেজের জন্য ইউজার নেম (username) খুবই গুরত্বপূর্ণ। আপনার পেজের নামের সাথে যদি ইউজার নেমের মিল থাকে তবে আপনার পেজটিকে সবাই খুব সহজেই পেয়ে যাবে।

ইউজার নেম মূলতে আপনার ফেসবুক পেজের লিংকের সাথে থাকবে। ধরুন আপনার পেজের ইউজার নেম goodman। তাহলে আপনার পেজের লিংক হবে- https://web.facebook.com/goodman। এখন দেখে নেই কিভাবে ফেসবুক পেজের ইউজার নেম সেট করতে হবে-

  • মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকে Desktop Mode অন করে ঢুকতে হবে।
  • এরপর ফেসবুক থেকে কাংখিত পেজে switch করতে হবে।
  • এরপর মেনু থেকে settings and privacy অপশনে ক্লিক করতে হবে।
  • Username থেকে edit বাটনে ক্লিক করে একটি ইউজারনেম লিখতে হবে। এরপর save changes বাটনে ক্লিক করতে হবে। এরপর ফেসবুক পাসওয়ার্ড দিয়ে submit বাটনে ক্লিক করতে হবে।

ফেসবুক পেজ খোলার নিয়ম

ফেসবুক পেজ খোলার নিয়ম

সঠিকভাবে ফেসবুক পেজ খুলে আপনি যেভাবে টাকা আয় করতে পারবেন?

সঠিকভাবে ফেসবুক খুলে আপনি নানা উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। আপনি এভাবে প্রতিমাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন। দেখে নিন ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করা যায়-

১. ভিডিও আপলোড করেঃ

আপনি আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন করে টাকা আয় করতে পারবেন। আপনি যদি ভাল ভিডিও বানাতে পারেন। তাহলে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে মনিটাইজেশন অন করে টাকা আয় শুরু করতে পারবেন। আর সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন। আর ফেসবুকে টাকার ছড়াছড়ি। ফেসবুক ইউটিউব থেকেও অনেক বেশি টাকা দেয়। কারণ ফেসবুকের ভিডিও বেশি ভাইরাল হয়। তবে ভিডিও আপলোডের জন্য আপনাকে গুগল প্লেস্টোর থেকে creator studio অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২. পন্য বিক্রি করেঃ

আপনি ফেসবুক পেজের মাধ্যমে যেকোন পন্য বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে খুব সহজেই টাকা আয় করতে পারবেন।

৩. ব্লগ লিংক পেজে শেয়ার করেঃ

আপনার যেকোন ওয়েবসাইট কন্টেন্ট ও লিংক শেয়ার করে আপনার ওয়েবসাইটে ভিজিটর এনে টাকা আয় করতে পারবেন।

কারণ সেই ভিজিটরগুলি ফেসবুক পেজ থেকে। সরাসরি আপনার ওয়েবসাইটে আসবে। আর এতে আপনি অ্যাডসেন্স থেকে টাকা আয় করতে পারবেন।

৪. অ্যাফেলিয়েট মার্কেটিং এর মাধ্যমেঃ

আপনি আপনার ফেসবুক পেজে অ্যাফেলিয়েট লিংক শেয়ার করে টাকা আয় করতে পারবেন।

৫. ড্রপশিপিং এর মাধ্যমেঃ

আপনি যদি ভাল ড্রপশিপিং করতে পারেন। তাহলে ফেসবুকের পেজের মাধ্যমে মার্কেটিং করে টাকা আয় করতে পারবেন।

শেষকথা

ফেসবুকের মাধ্যমে এখন নানা উপায়ে উপার্জন করা যাচ্ছে। তবে আপনাকে আপনার রস্তাটি বেছে নিতে হবে। আপনি কোন উপায়ে আয় করতে চাচ্ছেন। তবে ভালভাবে ইনকাম করতে আপনাকে অবশ্যই সঠিকভাবে একটি ফেসবুক পেজ খোলা জানতে হবে।

অবশ্যই পড়ুনঃ

পোস্টটি শেয়ার করুন-