আপনি অবশ্যই Google থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে জানতে চান। গুগল অনেক বড় ও জনপ্রিয় একটি প্রতিষ্ঠান।
এদের নানা ধরনের সার্ভিস আছে। যেমন Blogger, Gmail, Youtube, Google Play ইত্যাদি।
এই সার্ভিসগুলি ব্যবহার করে আপনি নানা উপায়ে এখানে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন। আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে গুগল থেকে আয় করতে পারবেন।
গুগল বলতে আমরা সাধারণত গুগলের সার্চ ইঞ্জিনকেই বুঝি। কেননা মানুষ কোন তথ্য পাবার জন্য সাধারণত গুগলের সার্চ ইঞ্জিনেই খুঁজে থাকে।
এই সার্চ ইঞ্জিনের ফলাফল অনেক সন্তোষজনক ও সঠিক হয়ে থাকে। সার্চ ইঞ্জিন ছাড়াও গুগলের আরো নানা ধরনের সার্ভিস আছে।

এই সার্ভিসগুলি ব্যবহার করে আমরা অনেক উপকৃত হই ও ইনকাম করতে পারি। Google এর মাধ্যমে প্রতিমাসে লাখের বেশি টাকা ঘরে বসে ইনকাম করা যায়।
সবথেকে ভালো কথা হল, গুগল থেকে আয় করার জন্য কোন টাকা ইনভেস্ট করতে হয়না। আপনি ঘরে বসে ডিপোজিট ছাড়া ইনকাম করতে পারবেন।
Google থেকে টাকা ইনকাম করার উপায়
Google থেকে টাকা আয় করাটা অনেক নিরাপদ ও নির্ভরযোগ্য। প্রতিদিন গুগলের সার্চ ইঞ্জিনের প্রচুর পরিমাণ ভিজিটর আসে।
এই ভিজিটর গুলিকে কাজে লাগিয়ে খুব ভালো পরিমাণ Google থেকে টাকা ইনকাম করা যায়।
আমরা এই ব্লগে গুগল থেকে ইনকাম করার ৯টি উপায় সম্পর্কে জানব। আপনারা খুবই মনোযোগ দিয়ে উপায়গুলি দেখুন।
কেননা এই উপায়গুলি জানা থাকলে, আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি লেখালেখিতে পারদর্শী হয়ে থাকেন, তাহলে Blogger এর মাধ্যমে Google থেকে টাকা ইনকাম করতে পারবেন।
ব্লগার হল গুগলের একটি ফ্রি সার্ভিস। এর মাধ্যমে সহজেই একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায় ও এখানে একটি ফ্রিতে blogspot.com যুক্ত ডোমেইন ব্যবহার করে ব্লগ ওয়েবসাইট খোলা যায়।
এরপর আপনি যেকোন ক্যাটাগরির ব্লগ লিখে ওয়েবসাইটে ভিজিটর এনে গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশীপ ইত্যাদি মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন।
আপনি Blogger এর মাধ্যমে সহজেই ছাত্র অবস্থায় আয় করতে পারবেন।
আর সহজেই ব্যাংক একাউন্টের মাধ্যমে আপনার ইনকামের টাকা তুলে নিতে পারবেন।
Google Blogger এর মাধ্যমে আয়ের প্রক্রিয়া
- Blogger.com এ গুগল একাউন্টের মাধ্যমে সাইন ইন করা
- এরপর Create Blog থেকে ওয়েবসাইটের টাইটেল ও URL লিংক তৈরি করা
- Theme থেকে একটি template নির্বাচন করা
- New post অপশন থেকে নতুন নতুন পোস্ট আপডেট দেওয়া। পোস্টের ভেতর ছবি, লিংক, ইত্যাদি দেওয়া।
- ওয়েবসাইটে অনেক পোস্ট ধীরে ধীরে লিখে ভিজিটর আসা শুরু হলে গুগল
- অ্যাডসেন্স, অ্যাফেলিয়েট মার্কেটিং, স্পন্সরশীপ ইত্যাদি মাধ্যমে টাকা আয় করা।
গুগলের খুবই জনপ্রিয় সার্ভিস হল ইউটিউব। আপনি সহজেই ইউটিউব থেকে আয় করতে পারবেন।
ইউটিউবে প্রতিদিন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হয়। আর এই ওয়েবসাইটে প্রচুর দর্শক হয়। কেননা এটি একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম।
আপনিও আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ভিডিও করতে পারেন ও ইউটিউবে সেই ভিডিওগুলি আপলোড দিয়ে অর্থ উপার্জন করতে পারেন।
আপনার ইউটিউব ভিডিওতে দর্শক আসার সাথে সাথে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। ইউটিউব থেকে আমাদের মত দেশের অনেকেই মাসে লাখ টাকা ইনকাম করছেন।
যেভাবে Youtube থেকে আয় করবেন
- প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে ইউটিউবে যেয়ে গুগল একাউন্টের মাধ্যমে সাইন ইন করতে হবে।
- এরপর একটি ইউটিউব চ্যানেল খুলে, চ্যানেলটি সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে।
- এবার আপনাকে যেকোন বিষয়ের ভিডিও আপলোড দিয়ে যেতে হবে।
- আপনার ভিডিওতে ভিউ আসা শুরু হলে আপনার চ্যানেলের ভিডিওতে গুগল অ্যাডসেন্স, অ্যাফেলিয়েট মার্কেটিং, স্পন্সরশীপ, পণ্য বিক্রি ইত্যাদি মাধ্যমে ইনকাম করতে পারবেন।
- আপনি ইউটিউবের মাধ্যমে উপার্জিত অর্থ আপনার ব্যাংক একাউন্টের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
৩. Google Maps
আপনি সহজেই Google Maps এর মাধ্যমে Google থেকে টাকা ইনকাম করতে পারবেন।
এটি গুগলের অসাধারণ একটি সার্ভিস। আমরা গুগল ম্যাপের মাধ্যমে পৃথিবীর যেকোন দেশের, যেকোন স্থানের তথ্য পাই।
এছাড়া এটি যেকোন জায়গার অবস্থান সম্পর্কে ধারণা দেয়। আজকাল প্রায় সকল প্রতিষ্ঠান তাদের অফিসের ঠিকানা গুগলের ম্যাপে অন্তরভুক্ত করতে চান।
যাতে গ্রাহকেরা তাদের প্রতিষ্ঠানের ঠিকানা, যোগাযোগ নাম্বার ও রিভিউ গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারেন।
এছাড়া এভাবে প্রতিষ্ঠানের কাস্টমার বাড়ে ও এটা ওয়েবসাইটের এসইও এর জন্য ভালো হয়।
আপনি যদি যেকোন প্রতিষ্ঠানের তথ্য গুগল ম্যাপে অনর্ভুক্ত করার মাধ্যমে লোকাল এসইও এর কাজ শিখে থাকেন।
তাহলে আপনি Upwork,Fiverr, Peopleperhour এর মত জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে লোকাল এসইও এর কাজ করে প্রতিমাসে ৫০ হাজার টাকা আয় করতে পারবেন।
এই ধরনের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে আপনি ব্যাংক, পেওনার ইত্যাদি মাধ্যমে ইনকামের টাকা তুলে নিতে পারবেন।
৪. Gmail
এটি গুগলের অন্যতম সেরা একটি সার্ভিস। এর মাধ্যমে আপনি ফ্রিতে বার্তা, ফাইল, ডকুমেন্ট আদান প্রদান করতে পারেন।
এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, এই Gmail দিয়ে আবার কিভাবে ইনকাম সম্ভব? হ্যাঁ সম্ভব।
আপনি যদি Gmail একাউন্ট সহজেই খুলতে পারেন,তাহলে এই কাজ করে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে ইনকাম করতে পারবেন।
এছাড়া ফ্রিল্যান্সিং বিভিন্ন প্রজেক্টে বায়ারের সাথে যোগাযোগ করার জন্য এই Gmail ব্যবহার করতে পারেন। কেননা এটি অনেক নিরাপদ একটি প্ল্যাটফর্ম।
Gmail এর সাথে যুক্ত থাকা Google Docs, Google Drive, Google Meet ইত্যাদির মাধ্যমে সহজেই ফ্রিল্যান্সিং প্রজেক্ট জমা দেওয়া যায় ও বায়ারের সাথে সরাসরি কথা বলা যায়।
আর অনলাইনে ফ্রিতে ইনকামের যত বড় বড় সাইট আছে, তার সকল একাউন্ট খুলতে এই Gmail এর প্রয়োজন হয়।
যেমন- ইউটিউব, গুগল অ্যাডেসেন্স, ব্লগার ইত্যাদি।
এছাড়া আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, ইকমার্স ব্যবসা ইত্যাদি কাজে এই জিমেইলকে ব্যবহার করে Google থেকে টাকা ইনকাম করতে পারেন।
এটি একটি ১০০% বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট। আপনি ঘরে বসে এই সাইটের মাধ্যমে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।
আপনার যদি একটি ব্লগ ওয়েবসাইট থাকে বা একটি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
তবে এর জন্য আপনার ব্লগ ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট থাকতে হবে।
আর অবশ্যই খেয়াল রাখতে হবে ওয়েবসাইট বা চ্যানেলে যেন ভালো পরিমাণ দর্শক আসে।
তাহলেই আপনি ব্লগ ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে Google Adsense এর বিজ্ঞাপণ দিয়ে প্রতিমাসে ভালো পরিমাণ টাকা কোন প্রকার ইনভেস্ট ছাড়া ইনকাম করতে পারবেন।
আপনার ব্লগ ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের বয়স ও কন্টেন্ট বৃদ্ধির সাথে সাথে আপনার ইনকামও প্রতিনিয়িত বাড়তে থাকবে।
অ্যাডসেন্স থেকে আপনার আয়ের টাকা ব্যাংক একাউন্টের মাধ্যমে নিতে পারবেন।
এটি একটি ফ্রি টাকা ইনকাম apps. Google Opinion Rewards একটি গুগলের অ্যাপ।
এই অ্যাপের মাধ্যমে আপনি সার্ভে করে ইনকাম করতে পারবেন। সার্ভেতে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে।
আপনি সহজেই প্রশ্নের উত্তর দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন। এই সার্ভেতে আপনার মতামত ও রিভউকে প্রাধান্য দেওয়া হয়।
এখান থেকে আপনি আপনার ইনকামের টাকা Paypal মাধ্যমে সহজেই তুলে নিতে পারবেন।
গুগলের এই সার্ভিসের বিষয়ে আমরা কমবেশি সকলেই জানি। Google Play থেকে আমরা নানা ধরনের অ্যাপ ও গেম ডাউনলোড করে থাকি।
আপনিও একজন ডেভেলপার হিসেবে Google Play তে অ্যাপ বা গেম সেট করে ইনকাম করতে পারবেন।
এর জন্য আপনাকে Google Play এর ডেভেলপার একাউন্ট ২৫ ডলার দিয়ে খুলতে হবে।
তারপর আপনি আপনার অ্যাপ তৈরি করে এখানে টেস্ট করে করে নিতে পারবেন।
এরপর আপনি প্রয়োজনীয় স্ক্রিনশর্ট, ভিডিও, ডেস্ক্রিপশন ইত্যাদি সেট করে আপনার অ্যাপ বা গেমকে পাবলিশ করতে পারেন।
এই অ্যাপ এর একটি মূল্য নির্ধারণ করে আপনি অ্যাপ বিক্রি করে ইনকাম করতে পারবেন।
এছাড়া আপনার অ্যাপে গুগলের বিজ্ঞাপনের মাধ্যমে সহজেই রিয়েল টাকা ইনকাম করতে পারবেন।
আপনি গুগলের এই ফ্রি সার্ভিস ব্যবহার করে অনায়েসেই Google থেকে টাকা ইনকাম করতে পারবেন।
Google Translator এর মাধ্যমে আপনি ফ্রিতে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করতে পারবেন।
এই সার্ভিস ব্যবহার করে আপনি ফ্রিল্যান্সিং করার সময় বায়ারের সাথে যোগাযোগ করতে পারবেন।
এছাড়া ভাষা সংক্রান্ত যেকোন কাজে আপনি এই সার্ভিস ব্যবহার করে করতে পারবেন।
আপনি ইংরেজীতে আর্টিকেল লিখে ইনকাম করার জন্য Google Translate
ব্যবহার করতে পারেন।
অনেকে ওয়েবসাইটে ট্রান্সক্রিপশন ও সাবটাইটেল লেখার কাজে এই সার্ভিস ব্যবহার করে থাকেন।
এটি গুগলের আরো একটি ফ্রি সার্ভিস। এই সার্ভিসের মাধ্যমে যেকোন ওয়েবসাইট, পণ্য ইত্যাদির প্রচারণা করা যায়।
আর বিভিন্ন কোম্পানী টাকার বিনিময়ে Google Ads সার্ভিস ব্যবহার করে তাদের পণ্যের বিজ্ঞাপণ দিয়ে থাকে।
সেই বিজ্ঞাপণগুলি তখন গুগল বিভিন্ন ওয়েবসাইটে, ভিডিওতে, অ্যাপে দেখায়। এই বিজ্ঞাপণ দেওয়ার কাজটি খুব একটা সহজ নয়।
আপনি এই কাজটি শিখে Upwork, Fiverr, Freelancer ইত্যাদি মার্কেটপ্লেসে Google Ads এর কাজ করতে পারবেন।
এই কাজ করে অনায়েসেই মাসে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
এছাড়া Google Ads এর Keyword Planner Toool ব্যবহার করে আপনি নিজের ওয়েবসাইট বা বায়ারের ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চের কাজ করতে পারবেন।
FAQ: Google থেকে টাকা ইনকাম
গুগল থেকে কি আসলেই টাকা ইনকাম করা যায়?
অবশ্যই গুগল থেকে নানাভাবে ইনকাম করতে পারবেন। তবে গুগলের মাধ্যমে আয় করার জন্য আপনাকে ভালোভাবে কাজ শিখতে হবে।
গুগল থেকে আপনি Blogger, Youtube, Gmail ইত্যাদি অ্যাপের মাধ্যমে সহজেই ইনকাম করতে পারবেন
গুগলের কোন সার্ভিস ব্যবহার করে সবথেকে বেশি আয় করা যায়?
আপনি Google Adsense থেকে সবথেকে বেশি ইনকাম করতে পারবেন। আপনার ব্লগ ওয়েবসাইটে বা ইউটিউব ভিডিওতে গুগল অ্যাডসেন্সের অ্যাড লাগিয়ে ইনকাম করতে পারবেন।
গুগলের কি কি অ্যাপ ব্যবহার করে ঘরে বসে ইনকাম করা যায়?
আপনি ঘরে বসে Gamil, Google Play, Youtube ইত্যাদি অ্যাপের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
উপসংহার – Google থেকে টাকা ইনকাম
আপনি এই ব্লগে গুগলের মাধ্যমে টাকা ইনকাম করার প্রায় সকল নিয়ম শিখে গেলেন।
মূলত আপনি শিখতে পারলেন, কিভাবে গুগলের সার্ভিস ব্যবহার করে ইনকাম করতে হয়।
এই উপায়গুলি ছাড়াও আরো অনেক গুগল থেকে আয়ের উপায় আছে।
তবে একটি ভালো উপার্জনের জন্য আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই আপনি বেশ ভালো পরিমাণ টাকা Google থেকে আয় করতে পারবেন।