আপনি যদি এক্সট্রা টাকা আয় করতে চান, তাহলে রেফার করে ইনকাম করতে পারেন।

এটা রেফারেল প্রোগ্রাম এর মাধ্যমে করা যায়। দিন দিন Referral Programs খুবই জনপ্রিয় হচ্ছে। 

অনেক ধরনের refer and earn apps রয়েছে, যাদের মাধ্যমে আপনি সহজেই ফ্রি ডলার ইনকাম করতে পারবেন।

আমরা নানা রকম আর্নিং অ্যাপ আমাদের মোবাইলে ইন্সটল করি। সেখান থেকে আয়ও করি।

কিন্তু আমরা জানিওনা যে, এই সকল অ্যাপে Online referral program এর মাধ্যমেও ইনকাম করা যায়।

আমরা এখানে সেই সকল রেফার করে টাকা ইনকাম অ্যাপস সম্পর্কে জানব।

কোন একটি প্রডাক্ট, অ্যাপ, সার্ভিস ইত্যাদি বন্ধু, পরিবার, সোস্যাল ফলোয়ারদের মাঝে শেয়ার করে সেখান থেকে টাকা ইনকাম করাকে Referral Programs বলে। 

এমন অনেক সার্ভিস বা অ্যাপ আছে যারা এই সিস্টেম চালু রেখেছে।

আর আপনি সহজেই তাদের এই অনলাইন রেফারেল প্রোগ্রাম ব্যবহার করে ফ্রি টাকা ইনকাম করতে পারবেন।

এভাবে আয় করার জন্য সেই অ্যাপ বা সার্ভিসের কাছ থেকে তাদের রেফারেল লিংক সংগ্রহ করতে হয়।

এরপর সেই লিংক সোস্যাল মিডিয়া, বন্ধু, পরিবার ইত্যাদির মাঝে শেয়ার করতে হয়। 

আর তারা যদি আপনার এই লিংকের মাধ্যমে সেই অ্যাপ বা সার্ভিস ব্যবহার করে, তাহলে সেই অ্যাপ বা সার্ভিস কোম্পানি আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করে। আর তখন আপনার referral income হবে।

এটা তারা সরাসরি বা Gift cards এর মাধ্যমে দিয়ে থাকে।

আপনার লিংকের মাধ্যমে যতবার মানুষ অ্যাপ বা সার্ভিসে জয়েন করবে, ততবার আপনি টাকা আয় করতে পারবেন।

কি কি ধরনের অ্যাপের মাধ্যমে রেফার করে টাকা ইনকাম করা যায়?

আমরা অবসর সময়ে সহজেই কিছু অ্যাপের মাধ্যমে শুধুমাত্র রেফার করে হাত খরচের টাকা আয় করে নিতে পারি।

এটা কোন প্রকার দক্ষতা ছাড়া শুধুমাত্র আমাদের সোস্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করে করতে পারি।

নানা ধরনের অ্যাপের মাধ্যমে এভাবে আয় করা যায়।

যে সকল ক্যাটাগরির অ্যাপে এই Referral Program চালু আছেঃ

সাধারণত গেমিং (Gamming), সার্ভে ( Survey), ক্যাশ ব্যাক (Cash Back), শপিং (Shopping), পেমেন্ট (Payment), রিওয়ার্ডস (Rewards) ইত্যাদি অ্যাপে এই ধরনের referral income এর ব্যবস্থা আছে।

রেফার করে ইনকাম করা কেন ভালো?

সাধারণত রেফার করে ফ্রি পয়েন্টস, ক্যাশব্যাক (cashback), ফ্রি প্রডাক্ট, Gift Cards পাওয়া যায়।

আবার সরাসরি টাকা হাতে পাওয়া যায়।

আপনি সহজেই আপনার রেফার লিংক সোস্যাল মিডিয়া, ইউটিউব, ওয়েবসাইট ইত্যাদিতে শেয়ার করে refer and earn apps এর মাধ্যমে ইনকাম করতে পারেন।

দেখে নিন কেন রেফার করে আয় করা ভালোঃ

১. সহজে ও কম পরিশ্রমে ইনকামঃ

আপনি এভাবে খুব কম পরিশ্রমে শুধুমাত্র সোস্যাল মিডিয়া ও ফলোয়ারদের মাঝে লিংক শেয়ার করে ইনকাম করতে পারবেন।

তবে এক্ষত্রে আপনার বন্ধু ও ফলোয়ার যত বেশি হবে, আপনার আয়ের পরিমাণ তত বাড়বে। 

২. বিভিন্নভাবে আয়ের সুযোগঃ

আপনি এভাবে নানা রকম মানুষের কাছে লিংক পাঠিয়ে অনেকভাবে ইনকাম করতে পারবেন।

এখানে ক্যাশব্যাক, ডিসকাউন্ট, কুপন, Gift cards, সরাসরি একাউন্টে কমিশন ইত্যাদি নানা উপায়ে আয় করতে পারবেন।

আবার সেই টাকা সহজেই উঠাতে পারবেন।

৩.এক্সট্রা উপার্জনঃ

যেকোন অ্যাপে এইভাবে আয় করার মাধ্যমে সেই সকল অ্যাপের বিভিন্ন টাস্ক পূরণ করার পাশাপাশি Refer করে এক্সট্রা ইনকাম করতে পারেন।

আপনার ইনকামকে আপনি বাড়িয়ে নিতে পারেন, এখানে সামান্য কিছু সময় দিয়ে।

রেফার করে ইনকাম অ্যাপস

এই পদ্ধতিতে আপনি খুব সহজেই মোবাইলে টাকা ইনকাম করতে পারবেন।

আর এতে আপনার তেমন কোন পরিশ্রম করতে হয়না।

শুধুমাত্র রেফারেল লিংক শেয়ার করতে হয়।

আপনার এইভাবে লিংক প্রচারের জন্য কোম্পানির প্রমোশন হয়।

আর তারা অনেক বেশি কাস্টমার পায়। এর বিনিময়ে আপনাকে একটি ভাল পরিমাণ টাকা প্রদান করে।

এতে করে আপনিও লাভবান হতে পারেন। রেফার করে টাকা আয় করা যায়, এমন কয়েকটি refer and earn apps হলঃ

১. Swagbucks

২. Kashkick

৩. Bkash

৪. Rewardflix

৫. Payonner

৬. Poll pay

৭. Mistplay

৮. Freecash

৯. Make Money

বিস্তারিত দেখুন-

Swagbucks খুবই প্রসিদ্ধ একটি অ্যাপ। আপনি সহজেই গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে পারবেন। মূলত এটি সার্ভে করে ইনকাম করার একটি জনপ্রিয় অ্যাপ। 

এছাড়াও এখানে গেম খেলে, ভিডিও দেখে, অ্যাপ ডাউনলোড করে ইনকাম করা যায়। 

এই অ্যাপে রয়েছে referral program. এর মাধ্যমে আপনি বাড়তি ইনকাম করতে পারবেন।

এখানে আপনার বন্ধুদের মাঝে রেফার করে টাকা ইনকাম করতে পারবেন।

এছাড়া আপনার বন্ধু যে আয় করবে, তার ১০% পাওয়ার সুযোগ রয়েছে। এই অ্যাপে Join হয়েও ১০ ডলার পর্যন্ত আয় করতে পারেন।

আপনার ইনকামের টাকা সহজেই Paypal এর মাধ্যমে হাতে পেতে পারবেন।

Kashkick থেকে মূলতে গেম খেলে ও সার্ভে করে আয় করা যায়।

অনেকেই এই এপ থেকে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করছেন।

এটি গুগল প্লেস্টোরে ১ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। 

এখানেও আপনি refer করে সহজেই ইনকাম করতে পারবেন।

এর জন্য আপনাকে এর রেফারল লিংক সংগ্রহ করে সেই লিংকের মাধ্যমে আপনার বন্ধুদের জয়েন করাতে হবে। 

আপনার মাধ্যমে যিনি জয়েন হয়ে এখানে ইনকাম করতে পারবে, তার ইনকামের ২৫% আপনি পাবেন।

মাত্র ১০ ডলার হলেই আপনি এই অ্যাপ থেকে Paypal এর মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন। 

৩. Bkash

Bkash বাংলাদেশের খুবই পরিচিত অ্যাপ।

টাকা লেনদেন করার জন্য এই অ্যাপ ব্যবহার করা হয়।

আমরা অনেকেই এই অ্যাপ ব্যবহার করে থাকি। এটা খুবই প্রয়োজনীয় একটি অ্যাপ। 

এই অ্যাপে send money, cash out, payment, mobile recharge, pay bill ইত্যাদি সুবিধা রয়েছে।

এখন Bkash অ্যাপের মাধ্যমে refer এর মাধ্যমে টাকা ইনকাম করা যাচ্ছে। এখান থেকে সহজেই referral income সম্ভব।

অর্থাৎ আপনার মাধ্যমে কেউ যদি বিকাশে একাউন্ট খোলেন, তাহলে আপনি ৫০ টাকা পাবেন। 

এর জন্য আপনার বিকাশ অ্যাপের উপরের ডানদিকের মেনু থেকে Refer bkash App এ ক্লিক করতে হবে।

এরপর এখান থেকে refer link সংগ্রহ করতে হবে। 

এই লিংক আপনার বন্ধু, আত্মীয় বা যেকেউকে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, মেসেঞ্জার ইত্যাদি সোস্যাল মিডিয়া বা অন্য অন্যকোন মাধ্যমে শেয়ার করতে হবে।

আপনার সেই শেয়ার করা লিংক থেকে কেউ বিকাশ অ্যাপ ডাউনলোড করে একাউন্ট খুললে ও বিকাশ ব্যবহার করলে, আপনি সাথে সাথে রেফারেল বোনাস ৫০ টাকা পেয়ে যাবেন। 

আপনি যত বার ইচ্ছা এভাবে রেফার করে ইনকাম করতে পারেন। 

আর প্রতি রেফারে টাকা পাবেন। তাহলে আপনি যদি দিনে ১০ জনকে বিকাশ এপ ডাউনলোড করে একাউন্ট খোলাতে পারেন, তাহলে ৫০০ টাকা ইনকাম করে ফেলতে পারবেন।

Rewardflix একটি মাল্টি টাস্কিং অ্যাপ।

এখানে স্পিন করে, স্ক্রাচ করে, গেম খেলে, এড দেখে ইনকাম করা যায়। 

এই অ্যাপে Referral এর ব্যবস্থা আছে।

আপনি ইমেইল, Whatsapp, Sms ইত্যাদি মাধ্যমে রেফার লিংক শেয়ার করতে পারবেন। 

আর প্রতি রেফারে ৫০ রুপি করে পাবেন। যা আপনি ডলার হিসেবে paypal থেকে withdraw করতে পারবেন।

এই অ্যাপটি গুগল প্লেস্টোরে ১০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।

তাই বুঝতেই পারছেন, অ্যাপটি কতটা জনপ্রিয়।

৫. Payoneer

Payoneer অ্যাপের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

আমরা যারা অনলাইনে কাজ করি, তারা প্রত্যকেই এই অ্যাপের নাম শুনেছি।

অনলাইনে ইনকেমের টাকা খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে উইথড্র করা যায়। 

আর সহজেই সেই টাকা হাতে পাওয়া যায়। 

এছাড়া আরো নানা কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে। 

আপনি সহজেই এই অ্যাপের মাধ্যমে রেফার করে টাকা আয় করতে পারবেন।

প্রতি রেফারে শর্ত সাপেক্ষে ২৫ ডলার পর্যন্ত referral income করতে পারবেন।

Poll pay একটি সার্ভে অ্যাপ। এখানে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়। 

গুগল প্লেস্টোরে এই অ্যাপ ১০ মিলিয়নের বেশিবার ডাউনলোড হয়েছে। এতে বোঝাই যাচ্ছে যে, এই অ্যাপ কতটা জনপ্রিয়। 

আপনি যদি কোন প্রকার ঝামেলা ছাড়াই একটি অতিরিক্ত টাকা ইনকাম করতে চান। 

তাহলে এদের Refer লিংক ব্যবহার করতে পারেন।

আর প্রতি রেফারেলে বেশ ভালো পরিমাণ ডলার আয়ের সুযোগ রয়েছে। 

এখানে আপনার মাধ্যমে যে Join হবে, সেও ইনকাম করতে পারবে। এই অ্যাপ থেকে Paypal ও Gift cards এর মাধ্যমে টাকা হাতে পাওয়া যাবে। এই অ্যাপ থেকে আপনি সর্বনিম্ন দিনে ২০০ টাকা আয় করতে পারবেন। এছাড়া অনেকেই এর থেকে বেশি ইনকাম করছেন।

টাকা ইনকাম করার খুবই পরিচিত একটি অ্যাপ Mistplay.

গুগল প্লেস্টোর থেকে এই অ্যাপটি ১০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে।

এটি মূলত গেম খেলে টাকা ইনকাম করার এপ। এছাড়াও আরো নানা উপায়ে এখানে আয় করা যায়।

এই অ্যাপের মাধ্যমে আপনি সহজেই রেফার করে টাকা আয় করতে পারবেন।

আপনার referral link এর মাধ্যমে এখানে কেউ জয়েন হলেই আপনি পাবেন ৫০ ইউনিট বোনাস।

আর খুব সহজেই Gift cards এর মাধ্যমে টাকা পেয়ে যাবেন।

৮. Freecash

Freecash খুবই ভাল refer and earn apps.

এখানে সার্ভে করে, গেম খেলে, কুইজ খেলে ইত্যাদি টাস্ক করে আয় করা যায়।

আপনি এই অ্যাপ থেকে প্রতি রেফারেলে ৩০% পর্যন্ত কমিশন পেতে পারেন।

যা আপনার এক্সট্রা আয় করতে অনেক বড় ভূমিকা পালন করবে। এই অ্যাপ থেকে আপনি খুব সহজেই মাসে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।

এখান থেকে আয় করা টাকা আপনি খুব সহজেই Paypal এর মাধ্যমে হাতে পেতে পারবেন।

Make money অ্যাপের মাধ্যমে সহজেই ইনকাম করা যায়।

এটি গুগল প্লেস্টোরে ১০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে। 

এখানে গেম খেলে, মিউজিক শুনে, ভিডিও দেখে ইত্যাদি নানা সহজ কাজ করে আয় করা যায়।

আর এদের Refer link ব্যবহার করে বাড়তি টাকা ইনকাম করা যায়। 

এখানে রেফারের মাধ্যমে সহজে আয় করার জন্য অ্যাপটি install করে রেফারেল লিংক সংগ্রহ করতে হবে।

এরপর লিংক শেয়ার দিয়ে অন্যকে এই অ্যাপে জয়েন বা যুক্ত করাতে হবে। 

এর মাধ্যমে আপনি প্রতি রেফারে ২.৫০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। আর ইনকামকৃত টাকা পেপালের মাধ্যমে উঠাতে পারবেন।

FAQ: রেফার করে ইনকাম

১. কিভাবে রেফার টাকা করে ইনকাম করা যায়?

বিভিন্ন মানি আর্নিং অ্যাপে Referral Program ব্যবহার করে বন্ধু, পরিবার বা অন্য কাউকে সেই অ্যাপে Join করিয়ে referral income করা যায়।

এই রেফার করে আয় করার প্রক্রিয়া লিংক আকারে বিভিন্ন সোস্যাল মিডিয়া, ইউটিউব, ওয়েবসাইট ইত্যাদিতে শেয়ার করে করা হয়।

উপসংহার – রেফার করে ইনকাম

Refer and earn apps থেকে আয় করার জন্য আপনাকে অবশ্যই জেনুইন অ্যাপ ব্যবহার করতে হবে।

তাহলেই আপনি আপনার বন্ধু, ফ্যামিলি, পরিচিত দের মাঝে রেফারেল লিংক শেয়ার করে, তাদেরকে জয়েন করিয়ে ক্যাশ, বোনাস গিফট ইত্যাদি সহজেই পেতে পারবেন। 

যারা রেফার করে এবং যারা রেফারের মাধ্যমে যুক্ত হয় উভয়েই রেফার করে ইনকাম করতে পারেন।। আপনি যদি অনলাইনে পার্ট টাইম জব করে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই এভাবে আয় করতে পারেন।