ইউটিউবে কেউ দেখে ভিডিও আবার কেও ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানায়। আর ভিডিও বানিয়ে তারা গুগল অ্যাড দেখিয়ে মাসে হাজার হাজার ডলার আয় করে। কারণ এখন মানুষ ইউটিউবে ভিডিও দেখে বিনোদন বেশি পায়। কেননা এখানে তারা বিভিন্ন কন্টেন্ট একসাথে দেখতে পারে।
দেখে নিন কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়-
১। ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমত একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে।
২। এরপর youtube.com বা ইউটিউব অ্যাপে ঢুকতে হবে। এরপর সেই জিমেইল দিয়ে লগিন করতে হবে।
৩। এরপর setting থেকে add or manage your channel বাটনে ক্লিক করে একটি নতুন চ্যানেল তৈরি করতে হবে।
৪। এরপর youtube studio বাটনে ক্লিক করতে ঘবে।
৫। এখান থেকে setting বাটনে ক্লিক করে কারেন্সি, চ্যানেলের বেসিক ইনফো, কি ওয়ার্ড সেট করতে হবে ও ফিচার ইলেজিবিটি সেট করতে হবে। এখান থেকে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে।
৬। এরপর customization বাটনে ক্লিক করে চ্যানেলের টাইটেল, বর্ণনা, ইমেইল অ্যাড্রেস দিইয়ে দিতে হবে। এছাড়া এখান থেকে চ্যানেলের পিকচার ও ব্যানার ছবি সেট করে দিতে হবে।
উপরের নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুললে খুব সুন্দরভাবে ইউটিউব চ্যানেল খোলা সম্পন্ন হবে। এবার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে। ভিডিও দেওয়ার সাথে এর রিলেটেড টাইটেল, মেটা, কিওয়ার্ড সেট করে দিতে হবে। চ্যানেলে ভিউ আসা শুরু হলে গুগল অ্যাডসেন্স লাগিয়ে টাকা আয় করা যাবে।