এখন অনলাইনে অংক করে টাকা ইনকাম করা যাচ্ছে।

আপনি বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে এভাবে আয় করতে পারবেন।

এর জন্য আমাদের একদম বেসিক লেভেলের গণিত জানলেই যথেষ্ট। যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি।

আপনি যদি  ফ্রিতে ডলার ইনকাম করতে চান, তাও আবার অংক সহ সহজ কিছু কাজ করে, তাহলে আপনি এই ব্লগটি পড়ে সেই উপায়টি জানতে পারবেন।

আর এর জন্য আপনার তেমন কোন দক্ষতার প্রয়োজন হবেনা।

টেকনোলজির বিকাশের সাথে সাথে প্রতিদিন হাজারো মোবাইল অ্যাপ তৈরি হচ্ছে। এর মধ্যে অনেক অ্যাপে সহজ গণিত করে টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে।

অংক করে টাকা ইনকাম করার অ্যাপস

অনেক ওয়েবসাইট ও অ্যাপ কোম্পানী অংক করে ইনকাম করার সুযোগ দিয়ে থাকে। তারা বিভিন্ন কুইজের মাধ্যমে সহজ গণিত এর প্রশ্ন দিয়ে থাকে। আমাদেরকে এর সঠিক উত্তর দিতে হয়। এর বিনিময়ে তারা আমাদের কিছু টাকা প্রদান করে থাকে।

মূলত তারা তাদের ওয়েবসাইট বা অ্যাপে এড বা বিজ্ঞাপণ লাগিয়ে থাকে। যেখান থেকে তারা আয় করতে পারে। তাদের সেই ইনকাম থেকে তারা তাদের ইউজারদেরকে কিছু অর্থ দিয়ে থাকে।

এই ব্লগে আপনারা এইরকম বাছাইকৃত ৩টি অংক করে টাকা ইনকাম করার অ্যাপ সম্পর্কে জানতে পারবেন। যাদের Google Play Store এ ভাল রিভিউ আছে।

অ্যাপগুলি হলঃ

১. Maths Cash – Redeem Coupons

২. Love Taka

৩. Quizys: Play Quiz & Earn Cash

বিস্তারিত দেখুন-

১. Maths Cash – Redeem Coupons

এই অ্যাপটি গুগল প্লেস্টোরে ১ লাখেরও বেশি ডাউনলোড হয়েছে।

এখান থেকে ইনকাম করার জন্য প্রথমে এটি ইন্সটল করতে হবে।

এরপর এখানে গুগল একাউন্টের এর মাধ্যমে সাইন আপ করতে হবে। এখানে একদম বেসিক লেভেলের সহজ গণিতের সমাধান করে ইনকাম করা যাবে।

আপনার আয় পয়েন্টস আকারে জমা হবে।

সেই পয়েন্টস আপনি ডলারে পেপাল দিয়ে উইথড্র করতে পারবেন।

এখানে খুব বেশি পরিমাণ ইনকাম সম্ভব নয়। আপনার হাত খরচের জন্য এই অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে সহজ অংক করে টাকা ইনকাম করতে পারবেন।

ফিচারঃ

  • সাইন আপ বোনাস পাবেন।
  • রেফার করে ইনকামের সুযোগ রয়েছে।

২. Love Taka – অংক করে টাকা ইনকাম

আপনারা যারা অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে টাকা ইনকাম করে থাকেন, তারা এই অ্যাপের নাম জেনে থাকবেন।

কেননা গুগল প্লেস্টোরে এই অ্যাপের রেটিং ৪.৬ স্টার রয়েছে। আর এটি ১ লাখের বেশি ডাউনলোড হয়েছে।

নানা উপায়ে এখান থেকে আয় করা যায়। এর জন্য প্রথমে এটি প্রথমে ডাউনলোড করতে হবে।

এরপর গুগল একাউন্টের এর মাধ্যমে লগিন করতে হবে।

এখানে অংক করে ইনকাম করার পাশাপাশি স্পিন করে, অ্যাড দেখে, ভিডিও দেখে ইত্যাদি নানা উপায়ে আয় করা যাবে।

তবে এই Tasks গুলি করার জন্য অ্যাপের কোড নিন অপশন থেকে ভিপিএন চালু করে নিতে হবে। এরপর এই কাজগুলি করতে হবে।

এখানেও পয়েন্টস জমিয়ে আয় করতে হয়।আপনি বিকাশ, নগদ, মোবাইল রিচার্জ ইত্যাদি মাধ্যমে উইথড্র করতে পারবেন

আপনি যদি এই অ্যাপে ভাল পরিমাণ সময় দিতে পারেন, তাহলে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় করে নিতে পারবেন।

ফিচারঃ

  • বিভিন্ন সোস্যাল একাউন্ট ফলো করে এখানে ইনকামের সুবিধা রয়েছে।

৩. Quizys: Play Quiz & Earn Cash – অংক করে টাকা ইনকাম

৪.৭ স্টার রেটিং যুক্ত এই অ্যাপটি ১ লাখেরও বেশি বার Google Play Store থেকে ডাউনলোড হয়েছে।

এটি মূলত একটি কুইজ অ্যাপ. আপনি এখানে বিভিন্ন কুইজ খেলে টাকা ইনকাম করতে পারবেন।

এখানে সহজ গণিত করে ইনকাম করার পাশাপাশি General Knowledge, Sports, Science, Film ইত্যাদি ক্যাটাগরির কুইজ খেলে ইনকাম করতে পারবেন

আপনাকে এদের মধ্যে যেকোন একটি পছন্দ করতে হবে ও কুইজের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিয়ে আপনি এখান থেকে আয় করে নিতে পারবেন।

এখানে Group Battle, 1 vs 1 Battle এর ব্যবস্থা রিয়েছে। আপনার অর্জিত টাকা পেপাল, পেটিএম এর মাধ্যমে উঠাতে পারবেন।

এই অ্যাপটি থেকে আপনি অংক করে আয় করার পাশাপাশি অনেককিছু জানতে পারবেন।

ফিচারঃ

  • Daily quiz
  • বিভিন্ন দেশের পতাকা দেখে দেশের নাম সিলেক্ট করার কুইজ
  • True False প্রশ্ন

অংক করে টাকা ইনকাম এর ক্ষেত্রে কিছু কথা

উপরের যে ৩টি অ্যাপ সম্পর্কে আপনার জানলেন, তা অনেক এনালাইসিস করে বের করা হয়েছে।

এখানে অনেক সহজে গণিত করে আয় করা সম্ভব হলেও, খুব বেশি পরিমাণ ইনকাম সম্ভব না।

আবার অনেক অ্যাপস কিছুদিন কাজ করার পর বন্ধ হয়ে যায়।

তাই এই সকল প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে আপনাদেরকে নিজ দায়িত্বে এগুলি ব্যবহার করতে হবে।

উপসংহার – অংক করে টাকা ইনকাম

আমরা সকলেই জানি, গণিত অনেক কঠিন সাবজেক্ট। কিন্তু এই সকল অ্যাপ থেকে এই গণিত করেই আপনি সহজেই অংক করে টাকা আয় করতে পারবেন।

কেননা এখানে শুধুমাত্র যোগ, বিয়োগ, গুণ, ভাগের অংক করতে হবে। যা আমরা সকলেই পারি।

আপনি আপনার উপস্থিত বুদ্ধিকে যাচাই করতে ও কিছু হাত খরচের টাকা জোগাড় করতে এভাবে আয় করতে পারবেন।