একটি ব্লগ বা আর্টিকেলের ভূমিকা লেখার নিয়ম জানা খুবই জরুরী। কেননা সঠিকভাবে একটি ব্লগের ভূমিকা বা প্রথম প্যারা লেখা হলে, তা আর্টিকেলটির এসইও ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই প্রথম প্যারা লেখার অনেক নিয়ম কানুন আছে।
যেমনঃ আর্টিকেলের প্রথম প্যারা খুব বেশি বড় করা যাবেনা। আবার এটি খুব বেশি ছোট করা যাবেনা। আর সম্পূর্ণ ব্লগের বিষয়বস্তু সংক্ষেপে এই প্রথম প্যারা বা ভূমিকাতেই লিখতে হবে।
এই পোস্টে যা যা থাকছে-
কেন সঠিক উপায়ে আর্টিকেলের ভূমিকা লেখার নিয়ম জানা জরুরীঃ
একটি আর্টিকেলের প্রথম প্যারা ভালো না হলে,আপনি আপনার কাংখিত ভিজিটর হারাতে পারেন।
একটি ভালো শিরোনাম পাঠককে আপনার ব্লগে বেধে রাখে। তাই আপনাকে অবশ্যই একটি দুর্দান্ত ভূমিকা দিয়ে ব্লগ শুরু করতে হবে।
তা না হলে আপনি যত বড়ই আর্টিকেল লিখেন না কেন, আর যত পরিশ্রমই করেন না কেন, আপনার আর্টিকেল থেকে আপনি কাংখিত ভিজিটর পাবেন না।
এখন নিচে থেকে দেখে নিন, আর্টিকেলের প্রথম প্যারা বা ভূমিকা লেখার নিয়ম।
আর্টিকেলের ভূমিকা লেখার নিয়ম
একটি ব্লগের প্রথম প্যারা ও ভূমিকা যদি আপনি সঠিকভাবে লিখতে পারেন, তাহলে একজন পাঠক আপনার পুরো আর্টিকেলটি পড়তে আগ্রহ দেখাবে।
আপনাকে এমনভাবে প্রথম প্যারা বা ভূমিকা লিখতে হবে যাতে করে একজন পাঠক আপনার লেখার প্রতি মনোযোগী হয় এবং তার পড়া চালিয়ে যায়।
দেখে নিন কিভাবে আর্টিকেলের ভূমিকা লিখতে হয়।
(১) আপনার পাঠককে গল্পে রাখুন
আপনি এমনভাবে প্রথম প্যারা শুরু করুন, যাতে মনে হয়, আপনি আপনার পাঠককে গল্পের মধ্যে রেখেছেন।
‘আপনি’ শব্দটি ব্যবহার করুন। এমনভাবে ব্লগ লিখুন যেন মনে হয়, আপনি পাঠকের সাথে গল্প করছেন। এতে পাঠকের আপনার আর্টিকেলটি পুরোপুরি পড়ার আগ্রহ হবে।
(২) একটি প্রশ্নবোধক বাক্য লিখুন
আপনি যদি প্রথম প্যারাতে একটি প্রশ্নসূচক বাক্য দিয়ে লেখা শুরু করেন, তাহলে সেটি আপনার ব্লগ পড়ার আগ্রহ বাড়িয়ে দেয়।
যেমনঃ আপনি যদি চুল ঘন করার উপায় সম্পর্কে ব্লগ লিখতে চান।
তাহলে ভূমিকা এভাবে শুরু করতে পারেন, আপনি কি আপনার চুলের ঘনত্ব বাড়াতে চান? এই রকম ধরনের প্রশ্ন করলে পড়ার আগ্রহ বেড়ে যায়।
(৩) তথ্য উপস্থাপন করুন
কোন সঠিক তথ্য উপাত্ত দিয়ে ব্লগ শুরু করলে, সেই ব্লগের প্রতি মানুষ কৌতুহলি হয়ে পড়ে। তখন সে পরো ব্লগটি পড়ে শেষ করতে চায়।
যেমনঃ আপনি যদি চুল ঘন করার উপায় সম্পর্কে ব্লগ লিখতে চান, এমন তথ্য দিয়ে শুরু করতে পারেন।
‘তথ্য অনুযায়ি পৃথিবীর ৯০ ভাগ মানুষ চুল পড়া সমস্যায় ভোগে’। এই রকম তথ্য আপনি ভূমিকাতে রাখলে আপনার লেখাটির প্রতি মানুষের বিশ্বাস বেড়ে যাবে।
তখন সে আপনার লেখাটি পড়ে চুল পড়ার সমাধান খুজবে।
(৪) একটি উপাখ্যান অফার
ব্লগ বা আর্টিকেলের ভূমিকায় একটি উপাখ্যান যুক্ত করতে পারেন। যেমনঃ “সুন্দর ও ঘন চুল কেনা চায়?”
এই রকম উপাখ্যান থাকলে পাঠকের ব্লগ পড়ার ইন্টারেস্ট বাড়বে। এইভাবে লেখা ব্লগের এসইও এর জন্য ভালো।
কেননা এইভাবে ব্লগ লেখা শুরু করলে ব্লগের বাউন্স রেট কম হয়। যার ফলে ব্লগটি সহজেই র্যাংক করে।
(৫) সমস্যা ও সমাধান তুলে ধরুন
আপনি একটি সমস্যা চিহ্নিত করে আপনার ব্লগের ভূমিকাতে লিখে শুরু করেন এবং সমাধান করেছেন এমন কথাও লিখুন।
এতে পাঠকদের আপনার উপর বিশ্বাস প্রতিষ্ঠা হবে। উদাহরণস্বরুপ এভাবে লিখতে পারেন, “আপনি কি চুল পড়া সমস্যা নিয়ে চিন্তিত? আমাদের আর্টিকেলে রয়েছে এর সমাধান”
উপসংহার
আপনারা এই ব্লগটি পড়ে একটি আর্টিকেলের ভূমিকা লেখার নিয়ম সম্পর্কে জানতে পারলেন। আশাকরি, আপনারা নিজে এভাবে ভূনিকা লেখার প্রাকটিস করবেন।
আর ব্লগ লিখতে যে, এর ভূমিকার কত গুরত্ব, তা আপনারা জানতে পারলেন।
আশাকরি আপনারা ব্লগ লিখতে অবশ্যই এই নিয়মগুলি অনুসরণ করেই ব্লগ লিখবেন। এই ব্লগটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।