আপনি যদি আপনার ব্লগে ভালো ভিজিটর চান, তাহলে আপনার ব্লগ বা আর্টিকেলের বর্ণনা লেখার নিয়ম জানতে হবে।

এই বর্ণনার উপরেই একটি ব্লগ বা আর্টিকেলের র‍্যাংক বা পজিশন নির্ভর করে।

একটি আর্টিকেলে কিভাবে বর্ণনা লিখতে হয় তা এই ব্লগ পড়ে জানতে পারবেন।

বর্ণনা হল একটি ব্লগ বা আর্টিকেলের মূল বিষয়বস্তু। যেখানে একটি আর্টিকেলের মূল বিষয়বস্তুকে বিস্তারিত ভাবে লেখা হয়।

বর্ণনা পড়ে একজন পাঠক সম্পূর্ণ ব্লগটির সকল তথ্য জানতে পারেন।

ব্লগ বা আর্টিকেলে ভালোভাবে বর্ণনা লেখার উপকারিতাঃ

আপনি যদি একটি ব্লগ বা আর্টিকেলে ভালোভাবে বর্ণনা লিখতে পারেন। তাহলে এর নানা ধরনের উপকারিতা রয়েছে।

সেগুলি হলঃ

১. আপনার ব্লগের বর্ণনা যদি খুব ভালো হয়, আর একজন পাঠক যদি সেটি খুব মনোযোগ দিয়ে পড়ে, তাহলে আপনার ইনকাম বৃদ্ধি পাবে।

২. বর্ণনাতে থাকা প্রতিটি বিষয় বস্তু যদি একজন পাঠক ফলো করে, তাহলে আপনার লেখার সার্থকতা হবে

৩. একটি ভালো বর্ণনা সম্পূর্ণ পোস্টকে গুগল সার্চের উপরের দিকে দেখাবে। এতে করে আপনার সেই পোস্টের ভিজিটর বৃদ্ধি পাবে

৪. আপনি যদি খুব সুন্দর করে একটি বর্ণনা লিখতে পারেন, তাহলে আপনার লেখার উপর টার্গেটেড ভিজিটর পাবেন।

ব্লগ বা আর্টিকেলের বর্ণনা লেখার নিয়মঃ

সুন্দর ও সঠিকভাবে একটি ব্লগের বর্ণনা লিখলে, সে ব্লগটি যথার্থতা পায়। ব্লগের বর্ণনা লেখার নিয়ম হলোঃ

১। ব্লগের বর্ণনাতে কমপক্ষে ছয়টি হেডিং থাকতে হবে।

অর্থাৎ, বর্ণনার ভেতরের কমপক্ষে ছয়টি প্যারার ৬টি হেডিং থাকতে হবে।

২। একটি বর্ণনার সাব হেডিং এর প্যারাতে ৩০০ এর বেশি শব্দ লেখা যাবে না।

৩। বর্ণনার ভেতরে অবশ্যই নাম্বারিং করে বা বুলেট আকারে লেখা থাকতে হবে।

৪। প্রশ্ন করা ও সেই প্রশ্নের উত্তর থাকা এমনভাবে বিষয়বস্তু বর্ণনাতে থাকতে হবে।

৫। বর্ণনাতে অবশ্যই শক্তিশালী শব্দ থাকতে হবে।

যে শব্দগুলো লিখে মানুষ বেশি বেশি সার্চ করে এমন শব্দ বর্ণনাতে থাকতে হবে।

অর্থাৎ বর্ণনাতে সঠিকভাবে ফোকাস কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড ও রিলেটেড গুলি লিখতে হবে।

৬। ক্লিক বেইট টাইপের শব্দ বর্ণনার হেডিং বা কোথাও থাকা যাবে না।

ক্লিকবেইট বলতে বোঝায়, যে শব্দগুলো মানুষ দেখামাত্র ক্লিক করে।

যেমন একদিনে ত্বক ফর্সা করুন। একদিনেই চুল গজান। এই টাইপের অবাস্তব কথাগুলো বর্ণনাতে থাকা যাবে না।

৭। কোন প্রকার কপি কন্টেন্ট বর্ণনাতে লেখা যাবে না।

অর্থাৎ অন্য কোন ওয়েবসাইট থেকে সরাসরি কোন লেখা কপি করে বর্ণনাতে লেখা যাবে না। বা কোন এআই সফটওয়্যারের মাধ্যমে কোন লেখা বর্ণনাতে হুবহু লেখা যাবে না।

এটা আপনার সার্চের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

যার ফলে কোন ভাবে আপনার লেখাটি গুগলে দেখাবে না বা রেংক করবে না।

৮। সম্পূর্ণ আর্টিকেলটির বর্ণনাতে আপনার ব্লগ বা আর্টিকেলের বিষয়বস্তুকে বিশদভাবে লিখতে হবে।

চেষ্টা করতে হবে, আপনার বিষয়বস্তুর সকল কিছুই বিশদভাবে লেখা। কোন টপিক যেন বাদ না যায়।

এতে করে, যখন কোন ভিজিটর আপনার ওই পোস্টে আছে এমন যেকোনো বিষয়ে সার্চ করবে, তখন সে খুব সহজেই গুগলে আপনার পোস্টটি খুজে পাবে।

আর যদি আপনার পোস্টটিতে বেশি বেশি ভিজিটর হয়, তাহলে এটি গুগল সার্চ এর উপরের দিকে দেখাবে বা প্রথম শাড়িতে দেখাবে

৯। ১৫০০ শব্দের একটি আর্টিকেলে বর্ণনা কমপক্ষে ১১০০ শব্দ থেকে ১২০০ শব্দের মধ্যে হতে হবে।

উপসংহার – আর্টিকেলের বর্ণনা লেখার নিয়ম

এই ব্লগটি পড়ে আমরা একটি ব্লগ বা আর্টিকেলে কিভাবে বর্ণনা লিখতে হয়, তা জানতে পারলাম।

আশাকরি আমরা যখন আর্টিকেল লিখব, তখন নিয়মগুলি অনুসরণ করে লিখতে পারব।

এই পোস্টটি শেয়ার করুন