আপনি যদি একটি হাই কোয়ালিটি আর্টিকেলে লিখেন, তাহলে আপনাকে অবশ্যই আর্টিকেলে ছবি ব্যবহার করার নিয়ম জেনে ভালো মানের ছবির ব্যবহার করতে হবে।
আর সঠিক ছবি ব্যবহার না করলে আপনার আর্টিকেল লেখাটি বৃথা হয়ে যাবে। একটি আর্টিকেলে অবশ্যই তার সাথে রিলেটেড এক বা একাধিক ছবি যুক্ত করতে হবে।
কেননা আর্টিকেলে ছবি যুক্ত করলে যেকোন পাঠক আপনার ছবি দেখেই বুঝতে পারবে যে, আপনি কি বিষয়ে ব্লগ বা আর্টিকেলটি লিখেছেন।
এছাড়া অনেক লেখাতে একজন ভিজিটর ভালো ছবি দেখে সহজেই সেই ব্লগ বা আর্টিকেল সম্পর্কে ধারণা পায়
তবে আর্টিকেলে ছবি যুক্ত করার ক্ষেত্রে অনেক কিছু মাথায় রাখতে হবে। ছবিটি অবশ্যই কপিরাইট ফ্রি ছবি হতে হবে।
কিভাবে আর্টিকেলে ছবি ব্যবহার করতে হয়, সেই সম্পর্কে এই ব্লগে আলোচনা করা হয়েছে।
এই পোস্টে যা যা থাকছে-
কেন আর্টিকেলে ছবি ব্যবহার করতে হয়?
ব্লগে ছবি ব্যবহার করা একটি ভালো আইডিয়া। পাঠক ছবি ব্যবহারের ফলে ব্লগ সম্বন্ধে সঠিক ধারণা পায়।
এটা আর্টিকেলের এসইও এর জন্য ভালো। এছাড়া প্রতিটি ব্লগের ছবির অল্টার ট্যাগে ফোকাস কিওয়ার্ড দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়।
ব্লগে ছবি ব্যবহার করলে, গুগল সার্চ রেজাল্টে সেই ছবিটি দেখায়। আর এতে করে ভিজিটর বৃদ্ধি পায়।
দেখে নিন কি কি কারণে একটি ব্লগে ছবি যুক্ত করতে হয়।
১) ব্লগে ছবি ভিজিটরের আবেগ হিসেবে কাজ করে। একটি লেখা পড়ে অনেক কিছু বোঝা না গেলেও, কিন্তু ছবি দেখে অনেক কিছু বোঝা যায়।
ব্লগে অবশ্যই ছবি ব্যবহার করা উচিত।
২) ব্লগে ছবি ব্যবহার করলে ট্রাফিক বা ভিজিটর বৃদ্ধি পায়। কেননা ছবিযুক্ত ব্লগ ভিজিটরেরা অনেক মনোযোগ দিয়ে পড়ে।
আর এই সকল ব্লগ ভিজিটরেরা অনেক বেশি শেয়ার করে। যার ফলে সেই ব্লগে ভিজিটর বাড়ে।
৩) ব্লগে ছবি যুক্ত করলে তা ব্লগের এসইও এর জন্য খুব ভালো কাজ করে। ছবিতে ইমেজ অল্টার ট্যাগ ব্যবহারের ফলে ফোকাস কিওয়ার্ড সহজেই র্যাংক করে। নিচে থেকে দেখে নিন, কিভাবে আর্টিকেলে ছবি ব্যবহার করতে হয়।
একটি ব্লগে কি ধরনের ছবি ব্যবহার করতে হবে
ব্লগে ছবি ব্যবহারের ক্ষেত্রে বেশ সতর্ক হতে হবে। যেন-তেন ছবি, অন্যের ব্যবহার করা ছবি, দুর্বল রেজ্যুলেশন যুক্ত ছবি ইত্যাদি মোটেও ব্যবহার করা যাবেনা।
এতে করে আপনার ব্লগ পোস্টটি র্যাংক হারাতে পারে। একটি ব্লগে যে ধরনের ছবি ব্যবহার করতে হবে-
অরিজিনাল ও কপিরাইট ফ্রি ছবি
আপনার ব্লগে ১০০% অরিজিনাল ছবি ব্যবহার করতে হবে। আর মোটেও গুগল থেকে সরাসরি ডাউনলোড করা ছবি ব্যবহার করা যাবেনা।
প্রয়োজনে ছবি অরিজিনাল করে নিতে হবে, কিছু এডিটিং এর মাধ্যমে। আপনাকে অবশ্যই ফ্রি স্টক ফটো ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে, তাতে কিছু এডিট করে ছবিটি ব্যবহার করতে হবে।
অন্যের কপিরাইট যুক্ত ছবি বা অন্য কোন ওয়েবসাইটের ছবি ব্যবহারের ফলে আপনার আর্টিকেলটি গুগলে পেনাল্টি খেতে পারে। তাই আর্টিকেলে ছবি ব্যবহার করার সময় এই বিষয়টি মাথায় রাখতে হবে।
গ্রহণযোগ্য
আপনি যদি বিষয়বস্তুর সাথে মিল রেখে ছবি ব্যবহার না করে থাকেন, তাহলে আপনার ছবি অরিজিনাল হলেও আপনার ব্লগ কেউ পড়বেনা।
এতে আপনার ইউজার অভিজ্ঞতা খারাপ হবে। এজন্য আপনাকে সদা বিষয়বস্তুর সাথে মিলে যায় এমন ছবি ব্যবহার করতে হবে ও ছবিতে যেন ইউজারদের আবেগ কাজ করে সেদিকে খেয়াল রাখতে হবে।
অর্থাৎ ছবিটি আপনার ইউজার বা ভিজিটরের গ্রহণযোগ্য হতে হবে।
আকর্ষণীয় ছবির ব্যবহার
আপনাকে অবশ্যই আকর্ষনীয় ও কালারফুল ছবি ব্যবহার করতে হবে। এমন কোন ছবি ব্যবহার করা যাবেনা, যা দেখে পাঠক মোটেও আগ্রহ অনুভব করবেনা।
তাই ছবি নির্বাচনে দেখেশুনে ছবি নির্বাচন করতে হবে।
হাই কোয়ালিটি
আর্টিকেলে ছবি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে ছবিটি যেন কোয়ালিটি যুক্ত ছবি হয়।
আর ছবিটি অপটিমাইজ করলেও যেন ছবির কোয়ালিটি খারাপ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ছবি একদম স্পষ্ট হতে হবে, কোন প্রকার ঝাপসা হওয়া যাবেনা।
ব্লগ বা আর্টিকেলে সঠিকভাবে ছবি ব্যবহার করে ইনকাম করার জন্য এই ভিডিওটি দেখুন।
কিভাবে আর্টিকেলে ছবি ব্যবহার করতে হবে বা আর্টিকেলের জন্য ছবি তৈরি করতে হবে
একটি ব্লগের জন্য সঠিক ছবি তৈরি করার জন্য,নিচের স্টেপ বা স্টেপ প্রসেস গুলি অনুসরণ করতে হবে।
ছবি সংগ্রহঃ
এরপর সংগ্রহ করা ছবিটি Befunkey সাইট থেকে এডিট করতে হবে। ছবিটিতে সামান্য ব্লার ইফেক্ট যুক্ত করতে হবে।
আর ছবিটির উপর ব্লগের টাইটেল লিখতে হবে। এরপর ছবিটি 660X400 সাইজে .jpg আকারে ডাউনলোড করতে হবে।
ছবি অপটিমাইজঃ
ডাউনলোড করা ছবিটি এবার Image compressor সাইট থেকে অপটিমাইজ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন, ছবির কোয়ালিটি যেন খারাপ না হয়।
আর্টিকেলে ছবি সেট করতে যেসকল বিষয়ের উপর নজর রাখতে হবে
- অন্যের ছবি বা অন্য কোন সাইটের ছবি বা গুগল সার্চ রেজাল্টের ছবি ব্যবহার করা যাবেনা।
- ছবি অপটিমাইজ করতে কখনোই ছবির কোয়ালিটি খারাপ করা যাবেনা।
- ছবিটি 660×400 পিক্সেলের হতে হবে।
- ছবিটির সাইজ ১০০ কেবি এর মধ্যে থাকতে হবে।
উপসংহার
একটি ব্লগ বা আর্টিকেলের জন্য ছবি খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে আর্টিকেলে ছবি ব্যবহার না করলে, ব্লগটি কোন প্রকার গুরত্ব পায়না।
তাই আমাদের উচিত সর্বদা সঠিক ছবি আর্টিকেলে ব্যবহার করা। এর জন্য উপরের নিয়ম অনুযায়ী ব্লগে ছবি সেট করতে হবে।
আশাকরি ব্লগটি পড়ে আর্টিকেলে ছবি ব্যবহার করার উপায় সম্পর্কে বুঝতে পেরেছেন। এই ব্লগটি ভালো লাগলে, আপনার পরিচিতদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট