গুগলের মাধ্যমে অনলাইনে পন্যের প্রচারনা করা যায়। এর জন্য আপনাকে গুগলে বিজ্ঞাপন দেওয়ার উপায় জানতে হবে।  তাহলে আপনিও তা দিতে পারেন। পূর্বে এটি Google Adwords নামে পরিচিত ছিল। কিন্তু এখন এটি Google Ads নামে পরিচিত। গুগল এডস এর মাধ্যমে পন্যের প্রচারণা করা। আর বিজ্ঞাপন দেওয়া আজকাল খুবই সাধারণ বিষয় হয়ে গেছে।

গুগলে বিজ্ঞাপন দেওয়ার উপায়

গুগলে বিজ্ঞাপন দেওয়ার উপায়

আজকাল সকল কোম্পানী তাদের কাঙ্গিত কাস্টমারের আশায় বিজ্ঞাপন দিচ্ছে। আগে যেমন টেলিভিশন অন করলেই অ্যাড দেখা যেত, আজকাল ওয়েবসাইট বা ইউটিউবে প্রবেশ করলেই এড দেখায়। আর এই এডগুলি গুগল থেকে দেওয়া। কিভাবে পন্যের প্রচারণার জন্য গুগলে এড দিতে হয়ে আজ তা আমরা জানব।

Google Ads এর মাধ্যমে গুগলে বিজ্ঞাপন দেওয়ার উপায়

গুগল অ্যাডস এর মাধ্যমে আপনি খুব সহজেই বিজ্ঞাপন দিতে পারবেন। নিচে থেক স্টেপ বাই স্টেপভাবে দেখে নিন কিভাবে গুগলে Ads বা বিজ্ঞাপণ দিতে হয়-

১. প্রথমে এরপর ads.google.com/home/ ওয়েবসাইটে যেয়ে start now বাটনে ক্লিক করতে হবে।

২. এরপর এখানে জিমেইলের (Gmail) মাধ্যমে সাইন ইন করতে হবে।

৩. এরপর Create Campaign বাটনে ক্লিক করতে হবে।

৪. এখান থেকে Sales, Leads, Website traffic এ রকম যেকোন একটি সিলেক্ট করতে হবে।

৫. এরপর আপনি আপনার এড কি গুগল সার্চে দেখাতে চান। নাকি ওয়েবসাইটের ভেতর দেখাতে চান। তা সেট করতে হবে। এর জন্য Search, Display, Shopping, Video যেকোন একটি ক্লিক করতে হবে।

৬. এরপর আপনার website link, phone number সেট করে দিতে হবে।

৭. এরপর আপনার Bidding, অ্যাড কিভাবে দেখাতে চান, আপনার location, Language সেট করে দিতে হবে।

৮. এরপর Keyword, Description, Title, Headline আপনাকে সেট করে দিতে হবে। Keyword এখানে অটোমেটিকভাবে দেখাবে। এছাড়া আপনি Google Keyword planner  থেকে  Keyword রিসার্চ করে এখানে বসাতে পারেন।

৯. এরপর আপনাকে Sitelink extensions, Callout extensions, Call extensions সেট করতে হবে।

১০. এরপর আপনাকে Budget সেট করে দিতে হবে। অর্থাৎ আপনি প্রতিদিন কত ডলার আপনার অ্যাডের পেছনে খরচ করতে চাচ্ছেন তা সেট করা। এখানে আপনি ১ ডলার থেকে শুরু করে ৫০ বা ১০০ ডলার প্রতিদিন বাজেট করতে পারেন।

১১. এরপর আপনার এড publish করে দিলে। ২৪ ঘন্টার মধ্যে আপনার এড চালু হয়ে যাবে। এড চালু করার ক্ষেত্রে আপনাকে একটি Payment method লাগিয়ে রাখতে হবে।

Google Ads এ  পেমেন্ট মেথড সেট করার নিয়ম

গুগল অ্যাডস এ এড চালানোর জন্য আপনাকে একটি পেমেন্ট মেথড সেট করতে হবে। পেমেন্ট মেথডটি ইন্টারন্যাশনাল ক্রেডিট অথবা ডেবিট কার্ড হতে হবে। কিভাবে এটি সেট করতে হবে দেখে নিন-

১. প্রথমে Dashboard থেকে Tools and settings এ ক্লিক করতে হবে।

২. এখান থেকে Billing Setup এ ক্লিক করতে হবে।

৩. এখান থেকে Country, Currency, Account type, Credit card details সেট করে দিতে হবে। এরপর আপনি কত ডলার সেট করতে চাচ্ছেন তা দিয়ে দিতে হবে। এরপর Submit বাটনে ক্লিক করতে হবে।

কম খরচে গুগলে বিজ্ঞাপন দেওয়ার উপায়

গুগলের মাধ্যমে আপনি যদি সঠিকভাবে বিজ্ঞাপণ সেট করতে না পারেন। তাহলে এতে শুধু আপনার টাকাই খরচ হবে। ভাল ফল পাবেন না। তাই দেখে নিন কিভাবে কম খরচে ভালভাবে এড দিতে হয়-

  • আপনাকে সঠিকভাবে এড দিতে হবে।
  • Bidding ও Budget সঠিকভাবে বসাতে হবে। Daily Budget ৫ ডলারের কম হওয়া যাবে না।
  • এডের Audience অনেক বেশি করতে হবে।
  • পর্যাপ্ত পরিমাণ কিওয়ার্ড (Keyword) দিতে হবে।
  • এডের optimization score ৯০% এর উপরে হতে হবে।

কেন গুগলে বিজ্ঞাপণ দিবেন?

ফেসবুক ও গুগলের মাধ্যমে খুব সহজেই অনলাইনে বিজ্ঞাপণ দেওয়া যায়। এর মধ্যে আপনি কেন গুগলে বিজ্ঞাপণ দিবেন দেখে নিন-

  • এখানে বিজ্ঞাপন দেওয়া অনেক সহজ।
  • আপনার পন্য অনেক কম টাকায় মার্কেটিং করে বিক্রি করতে পারবেন।
  • এখানে গুগল শুধুমাত্র টার্গেটেড মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌছাবে।
  • এখানে কাস্টমার আপনার সাথে সরাসরি কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।

Google Ads এর মাধ্যমে বিজ্ঞাপণ দিতে আপনার কি কি লাগবে?

গুগল অ্যাডস এর মাধ্যমে বিজ্ঞাপণ দেওয়ার কিছু নয়মনীতি রয়েছে। এছাড়া এতে বিজ্ঞাপণ দেওয়ার জন্য কি কি লাগবে দেখে নিন-

১. গুগলে বিজ্ঞাপণ দিতে আপনার বয়স ১৮ হতে হবে।

২. গুগলে আপনাকে টাকা প্রদান করার জন্য একটি ভিসা অথবা মাস্টারকার্ড লাগবে। যেটা ডুয়েল কারেন্সি হতে হবে।

৩. আপনার একটি জিমেইল (Gmail) অ্যাড্রেস থাকতে হবে।

৪. অ্যাড দেওয়ার জন্য ভাল মানের কিওয়ার্ড থাকতে হবে।

Google Ads এর মাধ্যমে কি কি ধরনের অ্যাড দেওয়া যায়?

কয়েকভাবে গুগলে বিজ্ঞাপণ দেওয়া যায়। তবে এর মধ্যে সবথেকে কার্যকরী মাধ্যম হল সার্চ এড। কি কি মাধ্যমে গুগলে বিজ্ঞাপণ দেওয়া যায় দেখে নিন-

১. সার্চ এড (Search Ad)। যে অ্যাডগুলি গুলি সার্চ ইঞ্জিন পেজে দেখাবে।

২. ডিস্প্লে এড (Display Ad)। যে অ্যাডগুলি যেকোন গুগল অ্যাডসেন্স সম্মৃদ্ধ ওয়েবসাইটে ছবি আকারে দেখাবে।

৩. ভিডিও এড (Video Ad)। এই অ্যাড গুলি ইউটিউব ভিডিওতে দেখাবে।

৪. শপিং এড (Shopping Ad)। এই অ্যাডগুলি ই কমার্স ওয়েবসাইটের জন্য প্রযোজ্য।

শেষকথা

গুগল এডস এর মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে খুব কম খরচে অনেক বেশি মানুষের কাছে পন্যের প্রচারণা করা সম্ভব। এটা কখনোই অনলাইন ছাড়া সম্ভব হতো না। আর আজকাল মানুষ অনেক বেশি অনলাইনে থাকার জন্য এই উপায় অনেক বেশি জনপ্রিয় হয়েছে।

অবশ্যই পড়ুনঃ

পোস্টটি শেয়ার করুন-