জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা উদ্ধার করবেন
জিমেইল হল গুগলের একটি ফ্রি ইমেইল সার্ভিস। কিন্তু এই জিমেইল আইডি ভুলে গেলে এটি উদ্ধার করার প্রয়োজন হয়।
Gmail এর মাধ্যমে ফ্রিতে বার্তা পাঠানো যায়। এছাড়াও আরো নানা কারণে Gmail Account এর প্রয়োজন পড়ে।
কিন্তু অনেক সময় দেখা যায় যে। আমরা আমাদের জিমেইল এর পাসওয়ার্ড ভুলে যাই।
তবে Gmail এর পাসওয়ার্ড সহজেই উদ্ধার করা যায়। কিন্তু অনেক সময় এমন হয় যে, আমরা আমাদের Gmail আইডিটাই ভুলে গেছি।
তখন এটি উদ্ধারের প্রয়োজন হয়। কেননা Gmail এ আমাদের প্রয়োজনীয় ইমেইল ও ডকুমেন্ট থাকে।
তবে জিমেইলের আইডি ভুলে গেলে চিন্তার কিছু নেই। আমরা সহজেই তা বের করতে পারব।
সূচিপত্রঃ
জিমেইল আইডি ভুলে গেলে কেন তা উদ্ধারের প্রয়োজন পড়ে
নানা কারণে আমরা Google এর ইমেইল সার্ভিস Gmail ব্যবহার করে থাকি। আর তাই এটি আমাদের কাছে অনেক গুরত্বপূর্ণ।
আর এই জিমেইল আইডি ভুলে গেলে আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। দেখে নিন কি কি কারণে আমরা Gmail ব্যবহার করে থাকি, সেই কারণগুলি-
১. গুগলের বিভিন্ন সার্ভিস ব্যবহারের জন্য আমরা Gmail ব্যবহার করে থাকি। যেমন- Google Analytics, Google Adsense, Youtube, Google Search Console, Google Photos, Google Docs ইত্যাদি।
এই সার্ভিস গুলিতে সাইন আপ করতে আমাদের একটি Gmail Account এর প্রয়োজন পড়ে।
২. জিমেইলের মাধ্যমে আমরা সহজেই ফ্রিতে যেকাউকে personal বা official ভাবে ইমেইল পাঠাতে পারি। তাই Gmail আইডি ভুলে গেল অবশ্যই তা বের করার প্রয়োজন পড়ে।
৩. Gmail এর মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে সহজেই লগিন করতে পারি।
৪. জিমেইল Account খোলা যেহেতু অনেক সহজ। তাই আমরা সহজেই জিমেইলের মাধ্যপমে ফেসবুক (Facebbok) একাউন্ট খুলতে পারি।
কোন কারণে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে জিমেইলের প্রয়োজন পড়ে। তাই Gmail Id ভুলে গেলে আমাদের এটি পুনরুদ্ধার করা খুবই জরুরী হয়ে পড়ে।
জিমেইল আইডি ভুলে গেলে কিভাবে তা বের করব
অনেক সময় আমাদের শুধুমাত্র Gmail আইডি মনে থাকে। কিন্তু এর Password ভুলে যাই। তখন এটি সহজেই পুনরুদ্ধার করা যায়।
কিন্তু যদি এমন হয় যে, আমরা আমাদের আইডি টাই ভুলে গেছি। তখন আমরা চিন্তার মধ্যে পড়ে যাই। জিমেইল একাউন্টের আইডি ভুলে গেলে চিন্তার কিছু নেই। এটিও সহজ উপায়েই বের করা যায়। এখন আমরা জেনে নিব, কিভাবে জিমেইল আইডি ভুলে গেলে তা পুনরুদ্ধার করা যায়।
অনেক সময় আমাদের ফেসবুক আইডি আমাদের জিমেইল দিয়ে খোলা হয়ে থাকে।
তাই জিমেইল আইডি ভুলে গেলে তা পুনঃরুদ্ধার করা জরুরী। এখন দেখে নেই কিভাবে তা করব-
১. প্রথমত জিমেইল অ্যাপে ঢুকতে হবে।
২. উপরের ডানদিকের গোল প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে।
৩. এরপর add another account এ ক্লিক করতে হবে।
৪. Google সিলেক্ট করতে হবে।
৫. এখন Forgot email? এ ক্লিক করতে হবে।
৬. আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ইমেইল খুলেছিলেন। সেই নাম্বারটি দিতে হবে।
৭. আপনার First and last নেম দিতে হবে।
৮. এরপর আপনার মোবাইল নাম্বারে একটি কোড যাবে। সেই কোডটি এখানে বসাতে হবে। এবার আপনি আপনার ইমেইল এড্রেস দেখতে পাবেন।
৯. এরপর Next বাটনে ক্লিক করতে হবে।
১০. এখন আপনি আপনার জিমেইল এর পাসওয়ার্ড দিয়ে জিমেইল এ প্রবেশ করতে পারবেন। এভাবে খুব সহজেই জিমেইলের আইডি ভুলে গেলে, তা বের করতে পারবেন।
আরো পড়ুনঃ টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়
জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করব
১১. আর যদি পাসওয়ার্ড ভুলে যান। তাহলে Forgot password? বাটনে ক্লিক করতে করতে হবে।
১২. এরপর continue বাটনে ক্লিক করলে আপনি আপনার জিমইলে ঢুকে যেতে পারবেন।
১৩. আপনি যদি মনে করেন আপনার জিমেইল এর পাসওয়ার্ড এর পরিবর্তন করবেন। তাহলে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করতে হবে।
১৪. এরপর manage your google account এ ক্লিক করতে হবে।
১৫. এরপর security তে ক্লিক করতে হবে।
১৬. এরপর Password এ ক্লিক করে তা পরিবর্তন করতে হবে।
শেষকথা
পরিশেষে বলা যায়, আপনি আপনার জিমেইল আইডি ভুলে গেলে কোন চিন্তার কিছু নেই।
কারণ গুগল তা পুনরুদ্ধার করার সকল ব্যবস্থা করে রেখেছে। তবে আপনাকে আপনার ফোন নাম্বারটি মনে রাখতে হবে।
আর আপনার জিমেইলের সাথে অবশ্যই একটি Recovery email দিয়ে রাখতে হবে।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট
0 Comments