যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন। তাদের সকলের একটি জিমেইল (Gmail) আইডি খুলতে হয়। এই জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।
কেননা অনেক সময় জিমেইলে লগিন করা থাকলেও, এটা লগ আউট হয়ে যেতে পারে।
তখন পাসওয়ার্ড জানা না থাকলে আর জিমেইলে ঢোকা সম্ভব হয়না। সেক্ষেত্রে আমাদের নানা কাজে ব্যাঘাত ঘটে। তবে জিমেইলের পাসওয়ার্ড মাত্র ২ মিনিটের মধ্যেই পুনরুদ্ধার করা সম্ভব।
আমাদের নানা প্রয়োজনে জিমেইল আইডি (Gmail ID) খুলতে হতে পারে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কারণগুলি হল-
১. একটি গুগল একাউন্ট করতে।
২. জিমেইল এর ইমেইল ব্যবহার করতে।
৩. একটি ইউটিউব চ্যানেল খুলতে।
৪. গুগলের বিভিন্ন সার্ভিস চালু করতে। যেমন- গুগল এডসেন্স, গুগল অ্যানালাইটিক, গুগল সার্চ কনসোল ইত্যাদি।
৫. বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে লগিন করতে।
জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা উদ্ধার করতে হয়
আমরা অনেক সময় জিমেইল আইডিতে লগিন করা অবস্থাতেই জিমেইল এর পাসওয়ার্ড ভুলে যাই। আবার অনেক সময় জিমেইল এ লগিন না করা অবস্থাতে এর পাসওয়ার্ড ভুলে যাই।
আবার অনেকে আছি জিমেইল আইডিটিই ভুলে যাই। সকল ক্ষেত্রেই আমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। তবে চিন্তার কোন কারণ নেই। আপনি মাত্র ২ মিনিটেই আপনার জিমেইল পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। এমনকি জিমেইল আইডিও যদি আপনি মনে করতে না পারেন। তবে সেটও আপনি পুনরুদ্ধার করতে পারবেন।
লগিন থাকা অবস্থায় জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে কি করব
আমাদের অনেক সময় এমন হয় যে। আমরা জিমেইলে লগিন করে আছি। কিন্তু পাসওয়ার্ড মনে করতে পারছিনা। এরকম হলে যেভাবে পাসওয়ার্ড উদ্ধার করব-
স্টেপ ১:
প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে।
স্টেপ ২:
এরপর উপরের ডান দিকের কোনায় থাকা প্রোফাইলের ছবির উপর ক্লিক করতে হবে।
স্টেপ ৩:
এখান থেকে Manage your google account ক্লিক করতে হবে।
স্টেপ ৪:
এরপর এখান থেকে Security অপশন থেকে Password এ ক্লিক করতে হবে।
স্টেপ ৫:
এরপর Forgot password? এ ক্লিক করতে হবে।
স্টেপ ৬:
এরপর Continue বাটনে ক্লিক করে মোবাইলের লক দিতে হবে।
স্টেপ ৭:
এরপর আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করে দিতে হবে।
এভাবে লগিন থাকা অবস্থায় জিমেইল এর পাসওয়ার্ড খুব সহজেই উদ্ধার করতে পারবেন। এরপর থেকে আপনাকে জিমেইল আইডির পাসওয়ার্ড হিসেবে নতুন এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে।
লগিন না থাকা অবস্থায় জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে কি করব
যদি এমন হয় যে, আপনি আপনার জিমেইল মনে রেখেছেন। কিন্তু আপনার পাসওয়ার্ড মনে নেই। তবে আপনি খুব সহজে মাত্র ২ মিনিটেই আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে।
আপনার জিমেইল এর পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। দেখে নিন কিভাবে তা করতে হবে-
স্টেপ ১:
প্রথমে Gmail অ্যাপে ক্লিক করতে হবে
স্টেপ ২:
এরপর আপনি যদি কোন জিমেইলে লগিন করা থাকেন। আর অন্য কোন জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন এমন হয়। তাহলে আপনার জিমেইলের উপরের দিকের ডাকাদিনের প্রোফাইল ছবির ক্লিক করুন। এরপর Add another account এ ক্লিক করুন।
আর যদি এমন হয় যে আপনি কোন জিমেইলে লগিন করা নেই। তাহলে সরাসরি আপনার জিমেইলের সাইন ইন পেজ দেখতে পাবেন।
স্টেপ ৩:
আপনার জিমেইল অ্যাড্রেসটি দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ ৪:
Forgot password? এ ক্লিক করতে হবে।
স্টেপ ৫:
এরপর আপনি জিমেইল খোলার সময় যে নাম্বার দিয়ে আইডি খুলেছিলেন সেটা সিলেক্ট করতে হবে। তারপর আপনার মোবাইলে একটি ভেরিভিকেশন কোড আসবে।
এই কোড বসানোর পর আপনার নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে।
এভাবে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে লগিন না থাকা অবস্থায়। জিমেইল এর পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন।
জিমেইল আইডি ভুলে গেলে কিভাবে তা উদ্ধার করব
আমরা জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে যেমন খুব সহজেই তা বের করে নিতে পারি।
ঠিক তেমনি যদি এমন হয় যে, আপনি আপনার জিমেইল আইডিও ভুলে গেছেন। তাহলেও চিন্তা নেই। আপনি সহজেই আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার জিমেইল আইডি উদ্ধার করতে পারবেন। এজন্য যা করতে হবে-
স্টেপ ১:
প্রথমে Gmail অ্যাপে ক্লিক করতে হবে
স্টেপ ২:
এরপর জিমেইলের লগিন পেজে আসতে হবে।
স্টেপ ৩:
এখান থেকে Forgot email? এ ক্লিক করতে হবে।
স্টেপ ৪:
আপনি যে মোবাইল নাম্বার দিয়ে জিমেইলটি খুলেছিনে সেই নাম্বারটি দিন।
স্টেপ ৫:
আপনার প্রথম ও শেষ নামটি দিন এরপর Next বাটন চাপুন।
স্টেপ ৬:
এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য Send বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ ৭:
ভেরিফিকেশন কোডটি সাবমিট করলে আপনি আপনার আপনার জিমেইল অ্যাড্রেসটি দেখতে পাবেন।
এবার আপনার পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
শেষকথা
আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি। তারা খুব ভাল করেই জানি যে একটি জিমেইলের কতটা প্রয়োজন। আর অনেক সময় আমরা আমাদের দরকারি জিমেইলের পাসওয়ার্ডটি ভুলে যাই।
এমনকি অনেক সময় আমরা জিমেইল আইডি ভুলে যাই। তবে গুগলের মাধ্যমে জিমেইলের আইডি ও পাসওয়ার্ড বের করা অনেক সহজ। যা আমরা উপরের লেখায় জানতে পারলাম।
সবকিছু পুনরুদ্ধার করতে আপনার মোবাইল নাম্বারটি সবথেকে জরুরী। তাই জিমেইল খোলার সময় অবশ্যই আপনার ব্যবহৃত মোবাইল নাম্বার দিয়ে আইডি খুলবেন। তাহলে জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে তা খুব সহজেই উদ্ধার করতে পারবেন।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট