গুগল অ্যাডস এর মাধ্যমে যেকোন পন্যের প্রচারণা করা ও বিজ্ঞাপণ দেওয়া আজকাল খুবই সাধারণ বিষয় হয়ে গেছে। আজকাল সকল কোম্পানী তাদের কাঙ্গিত কাস্টমারের আশায় গুগলে বিজ্ঞাপণ দিচ্ছে। আগে যেমন টেলিভিশন অন করলেই অ্যাড দেখা যেত, আজকাল ওয়েবসাইট বা ইউটিউবে প্রবেশ করলেই অ্যাড দেখায়। আর এই অ্যাডগুলি গুগল থেকে দেওয়া। কিভাবে পন্যের প্রচারণার জন্য গুগলে অ্যাড দিতে হয়ে আজ তা আমরা জানব।
কিভাবে গুগল অ্যাডস এর মাধ্যমে গুগলে বিজ্ঞাপণ দিতে হয়?
১। এর জন্য প্রথমে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে।
২। এরপর ads.google.com/home/ ওয়েবসাইটে যেয়ে start now বাটনে ক্লিক করতে হবে।
৩। এরপর জিমেইলের মাধ্যমে সাইন ইন করতে হবে।
৪। এরপর create campaign বাটনে ক্লিক করতে হবে।
৫। এখান থেকে sales, leads, website traffic এ রকম যেকোন একটি সিলেক্ট করতে হবে। আপনার ওয়েবসাইটটি যদি ব্লগিং হয় তাহলে website traffic সিলেক্ট করতে হবে। আর
আপনি সদি আপনার কাস্টমার বাড়াতে চান বা আপনার লিড বাড়াতে চান, সেক্ষত্রে leads বা sales সিলেক্ট করতে পারেন।
৬। এরপর আপনি আপনার অ্যাড কি গুগল সার্চে দেখাতে চান, নাকি ওয়েবসাইটের ভেতর দেখাতে চান, তা সেট করতে হবে।
৭। এরপর আপনার ওয়েবসাইটের লিংক, ফোন নাম্বার সেট করে দিতে হবে। যাতে করে আপনার অ্যাডে ক্লিক করলে আপনাকে ফোন করতে পারে বা আপনার ওয়েবসাইটে ঢুকতে পারে।
৮। এরপর আপনার bidding, অ্যাড কিভাবে দেখাতে চান, আপনার location, আপনার ভাষা সেট করে দিতে হবে।
৯। এরপর আপনার সবথেকে গুরত্বপূর্ণ পার্ট কিওয়ার্ড, অ্যাডের বর্ণনা ও হেডলাইন সেট করে আপনার প্রতিদিনের একটি বাজেট সেট করে দিতে হবে। যেমন ৫ ডলার, ১০ ডলার ইত্যাদি।
১০। এরপর আপনার অ্যাডটি publish করে দিলে ২৪ ঘন্টার মধ্যে আপনার অ্যাড চালু হয়ে যাবে। আর আপনি আপনার কাঙ্খিত কাস্টমার আপনার ওয়েবসাইটে পাবেন।