আমরা অনেক সময় ফেসবুকে লগিন থাকা অবস্থায় পাসওয়ার্ড ভুলে যাই।
এই পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা পুনরুদ্ধার করতে হবে তা জানা তখন আমাদের জন্য প্রয়োজনীয় হয়ে উঠে।
শুধু তাই নয়। অনেক সময় আমরা ফেবুকে ঢুকতে যেয়েও ঢুকতে পারিনা, এটা ভুলে যাবার কারণে। আজ আমরা জনব কিভাবে এই ভুলে যাওয়া পাসওয়ার্ড খুব সহজে বের করা যায়।
ফেসবুকের সিকিউরিরটি সিস্টেম এখন অনেক কড়া।
আপনি হয়তো আপনার একাউন্টে লগিন অবস্থায় আছে।
কিন্তু কিছুদিন পর আপনি লগ আউট হয়ে যেতে পারেন। তখন আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে।
কারণ তখন আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন।
চিন্তার কোন কারণ নেই। আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে সহজেই বের করতে পারবেন।
আমরা অনেক সময় ফেসবুক একাউন্টে লগিন থাকা অবস্থাতেই আমাদের পাসওয়ার্ড মনে করতে পারিনা। তবে এর সমাধান আছে।
আপনি ফেসবুক একাউন্ট খোলার সময়। যে মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি দিয়ে ফেসবুক খুলেছেন তা জানা থাকলেই আর কোন সমস্যা নেই আপনি সহজেই এর পুরুদ্ধার করতে পারবেন।
দেখে নিন কিভাবে তা করবেন-
স্টেপ ১:
প্রথমে আপনার ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
স্টেপ ২:
প্রোফাইলের উপরের দিকের ডান দিকের কোনায় থ্রী মাইনাসে ক্লিক করুন।
স্টেপ ৩:
Setting and privacy তে ক্লিক করুন।
স্টেপ ৪:
আবার Settings এ ক্লিক করতে হবে।
স্টেপ ৫:
Password and security বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ ৬:
নতুন পেজ ওপেন হলে, সেখান থেকে password and security বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ ৭:
এরপর Change password বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ ৮:
Forgot your password? এ ক্লিক করতে হবে।
স্টেপ ৯:
আপনি যে ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা সেট করে দিতে হবে। আপনি চাইলে আপনার আপনার Whatsapp দিয়েও এটা করতে পারেন।
আপনি যেটা দিয়ে ভেরিভিকেশন করতে চান সেটা সেট করে দিতে হবে। এরপর continue বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ ১০:
আপনার ফোন বা ইমেইল একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটি ফেসবুকে দিয়ে দিতে হবে। এরপর আপনার password change অপশন থেকে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলতে হবে।
এভাবে লগিন অবস্থায় ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে তা পুনরুদ্ধার করতে হবে।
লগিন ছাড়া ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
আপনি হয়তো অনেকদিন ধরে আপনার একাউন্টে ঢুকেননি। আর আপনি আপনার ফেসবুকে লগিন করার সময় দেখতে পেলেন যে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলেন। তখন কিভাবে তা ফিরে পারেন। তা দেখে নিন-
স্টেপ ১:
প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
স্টেপ ২:
লগিন এর পেজ থেকে Forgot password? এ ক্লিক করুন।
স্টেপ ৩:
আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনার একাউন্ট খুলে ছিলেন। সেই মোবাইল নাম্বার দিন। আপনি যদি ইমেইল দিয়ে একাউন্ট খুলে থাকেন। তাহলে search by email instead বাটনে ক্লিক করুন। এরপর আপনার ইমেইল আইডি দিয়ে find account এ ক্লিক করুন।
স্টেপ ৪:
আপনার মোবাইল নাম্বারে অথবা ইমেইলে একটি ভেরিফিকেশন কোড আসবে। আপনি এই কোডটি ফেসবুকে বসালে আপনার নতুন পাসওয়ার্ড সেট করার অপশন আসবে। আপনি তখন এভাবে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারবেন।
এভাবে খুব সহজে লগিন ছাড়া ফেসবুকের পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। অথবা নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।
শেষকথা
ফেসবুক অ্যাকাউন্ট প্রতিটি মানুষের জন্য খুবই গুরত্বপূর্ণ। আর দিন দিন ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা খুবই উন্নত হচ্ছে। তাই যেকোন সময় আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যেতে পারে।
আপনাকে তাই সব সময় আপনার পাসওয়ার্ড মনে রাখতে হবে। আর ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে এখন আর চিন্তা নেই। আপনি সহজেই তা পুনরুদ্ধার করতে পারবেন।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্ট