পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং প্রক্রিয়াটি অনেক সহজ।

আপনি এখন খুব সহজেই কোন প্রকার ঝামেলা ছাড়াই ঘরে বসেই পিজি হাসপাতালের টিকেট বুকিং দিতে পারবেন।

আর যেকোনো ক্যাটাগরির ডাক্তারের সিরিয়াল দিতে পারবেন।

সাধারণত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (BSMMU) পিজি হাসপাতাল বলা হয়।

এই হাসপাতালে প্রতিদিন শত শত রোগী বিভিন্ন সমস্যায় ডাক্তার দেখাতে আসেন।

আর যেহেতু এটি বাংলাদেশের অন্যতম শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান, তাই এখানে অনেক ভিড় হয় হয়ে থাকে।

যেকোনো বিভাগের ডাক্তার দেখানোর জন্য এই হাসপাতালের বহির্বিভাগ থেকে টিকেট সংগ্রহ করতে হয়।

আর এই টিকিট পেতে লম্বা লাইনে দাঁড়াতে হয়। এতে করে রোগীরা অনেক ঝামেলার মধ্যে পড়েন।

এই সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ অনলাইন টিকেট বুকিং সিস্টেম চালু করেছে।

যার মাধ্যমে খুব সহজেই ঘরে বসে টিকেট কাটা যায় ও ডাক্তার দেখানো যায়।

পিজি হাসপাতালে টিকেট বুকিং করার জন্য আগে অনেক ঝামেলার মধ্যে পড়তে হতো।

এই ঝামেলার নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ অনলাইন টিকেট বুকিং সিস্টেম চালু করেছেন।

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং

যাতে করে মানুষের ভোগান্তি অনেক কমে আসে।

দেখে নিন পিজি হাসপাতালের অনলাইন টিকিট বুকিং এর সুবিধা –

১. সময় কম লাগে:

এভাবে অনলাইনে টিকেট কাটলে অনেক সময় বেঁচে যাবে।

কেননা হাসপাতালে যেয়ে টিকেট কাটা অনেক সময় ব্যাপার ছিল। এখন আপনার সময় অনেক কম লাগবে।

২. দ্রুত ও ঝামেলাহীন পেমেন্ট:

আপনি অনলাইনে বিকাশ এর মাধ্যমে দ্রুত পেমেন্ট করতে পারবেন।

অনেক সময় খুচরা পেমেন্ট করতে সমস্যার সম্মুখীন হতে হত। এখন আর এই সমস্যা নেই।

৩. ভোগান্তি থেকে মুক্তি: এভাবে টিকেট কাটলে, আপনাকে বড় লাইনে দাঁড়াতে হচ্ছে না।

এতে করে আপনি এইরকম ভোগান্তি থেকে মুক্তি পেতে পারেন।

৪. রোগীদের ভিড় তুলনামূলক কম: যেহেতু এভাবে আপনি কি নির্দিষ্ট সময়ে হাসপাতালে উপস্থিত হতে পারছেন, তাই আপনাকে খুব বেশি সংখ্যক রোগীদের ভিড় নিতে হবেনা।

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং এর ধাপসমূহ 

এখন দেখে নিন কিভাবে পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য অনলাইন টিকেট বুকিং করতে হয়।

এই পদ্ধতিটি একদম সহজ। আপনার মোবাইলে শুধুমাত্র ইন্টারনেট চালু থাকলেই আপনি খুব সহজেই নিজে থেকেই তাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকেট বুকিং করতে পারবেন।

সেই প্রক্রিয়াটি এখানে ধাপে ধাপে দেখানো হয়েছে। আপনি খুব মনোযোগের সহিত প্রতিটি ধাপ দেখুন-

প্রথম ধাপ : ওয়েবসাইটে প্রবেশ করা

প্রথমে এই https://opd.bmu.ac.bd লিংকে ক্লিক করে, তাদের অনলাইনে টিকিট বুকিং পেজে প্রবেশ করুন।

এখান থেকে Register now বাটনে ক্লিক করুন। এখান থেকে মোবাইল নাম্বার, নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি দিয়ে Complete Registration বাটনে ক্লিক করুন।

এবার আপনার মোবাইলের OTP আসবে। সেটি দিয়ে Complete Registration বাটনে ক্লিক করুন।

২য় ধাপ: ডাক্তারের সিরিয়াল দেওয়া

এই ধাপে Book New Appointment পেজ চালু হবে। এখান থেকে আপনি যে বিষয়ের ডাক্তার দেখাতে চান, তা নির্ধারণ করুন।

কবে ডাক্তার দেখাবেন তা সিলেক্ট করুন। সাধারণত আজ, কাল, পরশু এই ৩ দিনের জন্য সিরিয়াল দেওয়া যায়।

এরপর কোন সময়ের মধ্যে রোগী দেখাতে চান, তা সিলেক্ট করুন।

সবকিছু হয়ে গেলে Book Appointment বটনে ক্লিক করুন

৩য় ধাপ: পেমেন্ট করা

এই ধাপে আপনি বিকাশ সিলেক্ট করে, আপনার বিকাশ নাম্বারটি দিন।

আর Continue Secure Payment বাটনে ক্লিক করুন। আপনার একাউন্ট থেকে ৩০ টাকা কেটে নেবে।

৪র্থ ধাপ: টিকেট সংগ্রহ করা

বিকাশ থেকে টাকা পেমেন্ট করার পর আপনার টিকেটটি আপনি দেখতে পাবেন।

এরপর download pdf বাটনে ক্লিক করে টিকেটটি আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন।

আপনি চাইলে এটি মোবাইলে রাখতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন।

আপনি টিকেট প্রিন্ট করলে, প্রিন্ট কপি দিয়ে ডাক্তার দেখাতে পারবেন।

এছাড়া প্রিন্ট না করে থাকলে আপনার মোবাইলে টিকেট দেখিয়ে, কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন। 

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং এর জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় 

পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য,অনলাইনে টিকেট বুকিং এর ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে।

যেগুলি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। সেই বিষয়গুলি হলো –

১. অনলাইনে টিকেট সংগ্রহ করে তার প্রিন্ট কপি সহ অবশ্যই আপনার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই হাসপাতালে পৌঁছাতে হবে।

সেখান থেকে আপনার পাওয়া টিকেট অনুযায়ী, আপনার চেম্বারটি খুঁজে নিতে হবে। এছাড়া আপনার এনআইডি card সাথে রাখা ভালো। 

২. আপনি যেদিন ডাক্তার দেখাবেন, তার এক বা দুইদিন আগে টিকেট কাটা সব থেকে ভালো হবে। 

৩. অনলাইনে টিকেট কাটার সময় আপনাকে অবশ্যই সকল তথ্য সঠিকভাবে দিতে হবে। 

৪. আপনার পূর্বের চিকিৎসাজনিত যদি কোন রিপোর্ট থাকে, তবে সেগুলি অবশ্যই সাথে আনতে হবে।

এছাড়া নতুন করে রিপোর্ট করার জন্য, আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। 

FAQ: পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং 

১. পিজি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য, অনলাইনে টিকিট বুকিং করার ওয়েবসাইটের নাম কি? 

আপনি এই https://opd.bmu.ac.bd লিংক থেকে সহজেই, টিকেট বুকিং করতে পারবেন।

২. হাসপাতালে কি টিকেটের প্রিন্ট কপি নিয়ে আসতে হবে? 

হ্যাঁ। আপনাকে অবশ্যই আপনার টিকেটের প্রিন্ট কপি নিয়ে আসতে হবে।

তবে কোন কারণে প্রিন্ট করতে না পারলে, আপনার মোবাইলে আসার টিকেট টি এনে সেটা দেখিয়েও হাসপাতাল থেকে  টিকেট সংগ্রহ করা যায়।

এছাড়া আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ড সাথে নিয়ে আসা ভালো।

৩. টিকেট বুকিং করার সবথেকে ভালো সময় কোনটি? 

আপনি যেদিন ডাক্তার দেখাবেন তার এক থেকে দুই দিন পূর্বে টিকিট কাটা সব থেকে ভালো।

এতে করে আপনি যেকোনো সময়ের জন্য ডাক্তার সঠিকভাবে দেখানোর টিকেট সংগ্রহ করতে পারবেন।

এছাড়া আপনি যেদিন ডাক্তার দেখাবেন সেদিনও টিকিট সংগ্রহ করতে পারেন।

তবে সেক্ষেত্রে, একদম সকালে অনলাইন থেকে টিকিট সংগ্রহ করা উত্তম।

উপসংহার: পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং 

বর্তমানে অনলাইনের মাধ্যমে পিজি হাসপাতালের টিকেট বুকিং প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে গেছে।

এক্ষেত্রে রোগীরা অনেক ঝামেলা ও ভোগান্তি ছাড়াই টিকেট কাটতে পারছেন।

আর হাসপাতালে যেয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করার থেকে, এভাবে সংগ্রহ করা অনেক ভালো।

আশা করি আপনারা এই ব্লগটি পড়ে, খুব সহজেই টিকেট সংগ্রহ করার উপায়টি বুঝে গেছেন। 

এই পোস্টটি শেয়ার করুন