একটি ভালো আর্টিকেল লিখতে আর্টিকেলের টাইটেল লেখার নিয়ম সবথেকে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একজন পাঠককে আপনার ব্লগে মনোযোগী করার জন্য অবশ্যই ব্লগের একটি পারফেক্ট টাইটেল দিতে হবে।

ভালো টাইটেল দেখেই একজন পাঠিক আপনার ব্লগ বা আর্টিকেলে পড়তে আগ্রহী হয়ে থাকে। এই ব্লগে আমরা জানব, কিভাবে সঠিকভাবে একটি আর্টিকেলের টাইটেল লিখতে হয়।

আর্টিকেলের টাইটেল লেখার নিয়ম

এই পোস্টে যা যা থাকছে-

ব্লগ বা আর্টিকেলের টাইটেল কি?

একট ব্লগের টাইটেল খুবই গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা ব্লগের টাইটেলে ব্লগ বা আর্টিকেলটির ফোকাস কিওয়ার্ড থাকে।

আর তাই এই টাইটেল গুগল সার্চে র‍্যাংক করে। টাইটেল দেখেই ব্লগাররা আকর্ষিত হয়। তাই এটি খুবই গুরত্বপূর্ণ। এর জন্য ভিজিটর বৃদ্ধি পায়।

৮০% মানুষই সাধারণত ব্লগের টাইটেল পড়ে। আর ২০% মানুষ সম্পূর্ণ আর্টিকেল পড়ে,শুধুমাত্র যাদের আর্টিকেল বা ব্লগের টাইটেল পছন্দ হয়।

তাই আমাদের টাইটেল লেখার ব্যাপারে সতর্ক হতে হবে। একটি ভালো টাইটেল, পুরো আর্টিকেল মানুষকে পড়াতে পারে। তবে সঠিক উপায়ে টাইটেল লেখা মোটেও সহজ কাজ নয়।

ব্লগের টাইটেল কেন গুরত্বপূর্ণ?

একটি ব্লগের টাইটেল দেখেই মানুষ ব্লগে ক্লিক করতে উদবুদ্ধ হয়। ভালো ব্লগ টাইটেল মানুষ সোস্যাল মিডিয়াতে শেয়ার করে, এতে ভিজিটর বাড়ে।

এই টাইটেলে টার্গেটড কিওয়ার্ড দিয়ে সেই কিওয়ার্ড র‍্যাংক করানো যায়। এছাড়া ব্লগের টাইটেল পড়ে মানুষ সিদ্ধান্ত নেয় যে, সে ব্লগ বা আর্টিকেলটি আদৌ পড়বে কিনা।

তাই সঠিক উপায়ে আর্টিকেলের টাইটেল লেখার নিয়ম জানা খুবই জরুরী।

একটি আর্টিকেলে কি কি ধরনের টাইটেল থাকে?

একটি ব্লগের টাইটেল সেই ব্লগের প্রধান বিষবস্তু। এই টাইটেলের উপর ভিত্তি করেই ব্লগ বা আর্টিকেলে লেখা হয়। দেখে নিন- একটি ব্লগে কি কি ধরনের টাইটেল লেখা হয়ে থাকে।

১. তালিকা বিষয়ক টাইটেল

তালিকা সংক্রান্ত ব্লগ টাইটেল খুবই জনপ্রিয়। এই ধরনের টাইটেলে ভিজিটর ব্লগে খুব বেশি প্রবেশ করেন।

উদাহরণঃ

  • অনলাইনে টাকা উপার্জন করার সেরা ১০টি উপায়
  • ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করার সেরা ১৩টি ওয়েবসাইট

২. কিভাবে বিষয়ক টাইটেল

কিভাবে কি করা যায়, কিভাবে হয় এই ধরনের ব্লগ মানুষ অনেক সার্চ করে,তাই ব্লগের টাইটেল কিভাবে হলে খুব ভালো হয়।

উদাহরণঃ

  • কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে হয়
  • কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয়

৩. প্রশ্নবোধক বিষয়ক টাইটেল

প্রশ্নবোধক টাইটেল একটি ব্লগের জন্য পারফেক্ট হতে পারে। এই ধরনের টাইটেল লিখে মানুষ অনেক সার্চ করে।

উদাহরণঃ

  • রাত জাগা ভালো নাকি খারাপ?
  • বাড়িতে বসে কি ফ্রিল্যান্সিং সম্ভব?

৪. কোথায়, কি, কেন সংক্রান্ত টাইটেল

এই ধরনের প্রশ্নবোধক টাইটেল লিখলে, মানুষ সেই ব্লগ প্রচুর পরিমাণ পড়ে। কেননা এই ধরনের টাইটেলে সার্চ রেজাল্ট বেশি হয়। আর এই টাইটেল গুলি র‍্যাংকও করে।

উদাহরণঃ

  • সঠিকভাবে একটি ব্লগের এস ই ও করার উপায় কি?
  • কেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠা ভাল?

৫. ভুল, সংশোধন, ত্রুটি বিষয়ক টাইটেল

এই ধরনের কিওয়ার্ডের টাইটেলেও মানুষ গুগলে সার্চ করে। আর এই টাইটেলগুলিও মানুষ দৈনন্দিন জীবনে সার্চ করে থাকে।

উদাহরণঃ

  • নতুন ব্লগাররা যে ভুলগুলি সবথেকে বেশি করে
  • রাতে ঘুম না আসার সমাধান

৬. চূড়ান্ত গাইডলাইন বিষয়ক টাইটেল

এই ধরনের ব্লগ টাইটেল আসলেই অনেক জনপ্রিয়।

উদাহরণঃ

  • ব্লগ লেখার ২০টি উপকারিতা
  • আর্টিকেল লিখে আয় করার সম্পূর্ণ গাইড লাইন

৭. বৃদ্ধি পাওয়া বিষয়ক টাইটেল

আপনি অবশ্যই গুগলে এমন বৃদ্ধি পাওয়া বিষয়ক টাইটেল লিখে সার্চ করে।

উদাহরণঃ

  • চুলের ঘনত্ব বৃদ্ধি করার উপায়
  • লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধির উপায়

৮. বনাম বিষয়ক টাইটেল

এটা খুবই জনপ্রিয় একটি টাইটেলের ধরন। মানুষ এই ধরনের টাইটেল লিখে অহরহ সার্চ করে।

উদাহরণঃ

  • ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস কোনটি সেরা?
  • ফুটবল বনাম ক্রিকেট কোনটি বেশি জনপ্রিয়?
আর্টিকেলের টাইটেল লেখার নিয়ম

আর্টিকেলের টাইটেল লেখার নিয়ম

দেখে নিন কিভাবে একটি আর্টিকেলের টাইটেল লিখতে হয়। একটি আর্টিকেলের জন্য ভালো টাইটেল লেখার জন্য নিচের বিষয়গুলি মাথায় রাখতে হবে।

১. অন্য ব্লগ থেকে আইডিয়া নেওয়া

আপনি যে বিষয়ের উপর ব্লগ লিখতে চাচ্ছেন, সেই ব্যাপারে অন্যেরা কিভাবে ব্লগ লিখেছে, তা গুগল সার্চ অপশন থেকে দেখে নিন।

তারা কিভাবে লিখেছে। কি কি বিষয়বস্তুর উপর লিখেছে, সেখান থেকে ধারণা নিয়ে টাইটেল লিখতে হবে। যেমনঃ তারা তালিকা, প্রশ্নমূলক, কিভাবে, সমাধান ইত্যাদি টাইপের ব্লগ টাইটেল কিভাবে লিখেছে দেখুন।

২. কম্পিটিটর দের রিসার্চ করা

Ahrefs, Google keywordplanner টুলসের এর মাধ্যমে রিসার্চ করে টাইটেল লিখুন। এর জন্য প্রথমে আপনি যে বিষয়ের উপর ব্লগ টাইটেল লিখতে চাচ্ছেন, সেই বিষয়ের উপর কিওয়ার্ড রিসার্চ করে, একটি ফোকাস কিওয়ার্ড নির্বাচন করুন।

আর ফোকাস কিওয়ার্ডের উপর ভিত্তি করে যেকোন ক্যাটাগরির একটি টাইটেল লিখুন।

এর জন্য আপনি অনেকগুলি টাইটেলের লিস্ট করে একটি সেরা টাইটেল নির্বাচন করুন। এটি একটি সেরা আর্টিকেলের টাইটেল লেখার নিয়ম।

৩.পাঠকদের আবেগ পূরণ করা

এমনভাবে টাইটেল লিখুন, যাতে যেকোন মানুষ টাইটেলটি পড়ে নিজের সাথে সরাসরি যুক্ত হতে পারে। টাইটেলটি পড়ে যেন মনে হয়, তার সাথেইএ ঘটনাটি ঘটছে। উদাহরণস্বরুপঃ

আপনি একটি আর্টিকেলের জন্য টাইটেল লিখতে ‘৫টি ভয়ের ভিডিও গেম না লিখে লিখতে পারেন’, ‘অন্ধকারে খেলার জন্য ৫টি খুবই ভয়ের ভিডিও গেম’। এভাবে লিখলে আপনার ব্লগটি পড়ার জন্য ভিজিটর আগ্রহী হয়ে উঠবে।

৪. ক্লিক বেইট চাটুকারি টাইটেল ব্যবহার করা যাবেনা

আপনি আপনার ব্লগ টাইটেলে এমন কিছু লিখবেন, যা দেখা মাত্রই কেউ ক্লিক করে। আর ক্লিক করে দেখতে পায় যে, আসলে ব্লগের ভেতরে সেই সম্পর্কে কিছুই লেখা হয়নি।

এতে করে পাঠক আপনার উপর ভরসা হারাবে। আর আপনার আর্টিকেলটির
ভিজিবিলিটি কমে যাবে। এছাড়া পরবর্তীতে সে আর কোন দিন আপনার আর্টিকেলে পড়তে আসবে না।

ক্লিক বেইট টাইটেলের উদাহরণ হলঃ ‘১ দিনে ত্বক ফর্সা করার উপায়’। আপনি যদি আর্টিকেলের টাইটেল লেখার নিয়ম অনুসরণ করতে চান, তাহলে সবার আগে ক্লিক বেইট ধরনের টাইটেল লেখা বাদ দিতে হবে বা লেখা যাবেনা।

৫. নির্দিষ্ট বিষয়বস্তুকে টাইটেলে লিখুন

আপনি আপনার আর্টিকেলে যা লিখতে চাচ্ছেন, সেই বিষয়বস্তুকে আপনার ব্লগ বা টাইটেলের ভেতরে রাখুন।

৬. ফোকাস কিওয়ার্ডকে টাইটেলে সংযুক্র করুন

আপনি আপনার আর্টিকেলের জন্য নির্বাচিত ফোকাস কিওয়ার্ডটি আর্টিকেলের টাইটেলে রাখুন। কারণ, আর্টিকেলের টাইটেল h1 ট্যাগের হয়ে থাকে। আর h1 ট্যাগ গুগলে খুব ভালো র‍্যাংক করে।

৭. ৫ থেকে ৯ শব্দের মধ্যের টাইটেল লিখুন

ব্লগ বা আর্টিকেলের টাইটেল অবশ্যই ৫ থেকে ৯ শব্দের মধ্যে রাখুন। ৫ এর কম বা ৯ এর বেশি ব্যবহার না করাই ভালো।

শেষকথা

এই আর্টিকেলে আমরা জানতে পারলাম কিভাবে সঠিক উপায়ে একটি ব্লগ বা আর্টিকেলের টাইটেল লিখতে হয়।

আশা করি, আপনারা এই বিষয়ে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। একটি আর্টিকেল লেখার শুরুতেই এর জন্য একটি পারফেক্ট টাইটেল নির্বাচন করতে হবে।

কেননা একটি পারফেক্ট টাইটেল ব্লগে আপনার ভিজিটর বা পাঠককে প্রবেশ করাতে বাধ্য করবে।

আপনারাও এই আর্টিকেলের টাইটেল লেখার নিয়ম ব্লগটি পড়ে আর্টিকেলের টাইটেল লেখার প্রাকটিস শুরু করে দিন। আমাদের এই ব্লগটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিন।