Asprivate আইটির নীতিমালা ও শর্তাবলি
Asprivate আইটি হল একটি ফ্রিল্যান্সিং শেখার জনপ্রিয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরির ফিল্যান্সিং কাজ শিখতে পারবেন।
এই কাজগুলি আপনি অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে পারবেন। Asprivate.com থেকে কাজ শিখে আপনি এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেতে পারেন। এছাড়া Asprivate আইটিতে প্রযুক্তি বিষয়ক ব্লগপোস্ট করা হয়।
Asprivate আইটির টার্মস ও কন্ডিশনঃ
আমাদের এখানে প্রতিটি কোর্স আপনাকে লাইভ ভিডিও আকারে বাড়িতে বসে করতে হবে।
Asprivate আইটির কোন কোর্স ভর্তি বা সার্ভিস অর্ডার করার পর রিফান্ডের কোন সুযোগ নেই।
প্রতিটি কোর্সে ভর্তি হবার পূর্বে আপনাকে পূরো কোর্স ফি পরিশোধ করতে হবে।
Asprivate আইটির সাধারণ টার্মস
আর্টিকেল রাইটিং করে ইনকাম করার জন্য অবশ্যই ১০০% ইউনিক আর্টিকেল আমাদের কাছে জমা দিতে হবে। কোন প্রকার কপি আর্টিকেলের প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে Asprivate আইটি উক্ত ব্যক্তির চাকরি বাতিল করতে পারবে।
আপনি যদি Asprivate আইটিতে ওয়েবসাইট প্যাকেজ অর্ডার করেন, সেক্ষেত্রে ওয়েবসাইট প্যাকেজের সাথে Asprivate আইটি কোন প্রকার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার কাজ করবে। আপনাকেই নিজ অ্যাকাউন্ট থেকে নিজে থেকে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হবে। তবে Asprivate আইটি আপনাকে সার্বিক সহযোগীতা করে যাবে আজীবন।
ওয়েবসাইট প্যাকেজের সাথে দেওয়া থীম ও প্লাগিনগুলি GPL লাইসেন্সের হবে। তাই এগুলি আপডেটের জন্য Asprivate আইটির সাথে যোগাযোগ করতে হবে।
এই সাইটের প্রকাশিত কোন বহিঃর্গত লিংকের প্রতি Asprivate আইটি কোন নিরাপত্তা প্রদান করেনা। তাই নিজ দায়িত্বে বহিঃর্গত লিংকে প্রবেশ করতে হবে।
Asprivate আইটি থেকে কোর্স শেষে আপনাকে ফ্রিতে সার্টিফিকেট প্রদান করবে। যার মেয়াদ থাকবে ৩ বছর। ৩ বছর সার্টিফিকেট সংগ্রহ করতে আবার পরীক্ষা দিয়ে ও ১০০০ টাকা প্রদান সাপেক্ষে সার্টিফিকেট পেতে পারেন।
আর্টিকেল রাইটারদের অবশ্যই নীতিমালা মেনে পোস্ট লিখে জমা দিতে হবে।
Asprivate আইটি থেকে কোন কোর্স বা সার্ভিস নিতে সেবা গ্রহীতাকে ফেসবুক, ইউটিউব, গুগল সার্চ, হোয়াটস অ্যাপ ও ইমেইল পরিচালনায় দক্ষ হতে হবে।
Asprivate আইটি থেকে কেউ কোন ডোমেইন বা হোস্টিং কিনে থাকে ৩৬০ দিন পর তাকে রিনিউয়াল ফিস দিতে হবে। সেক্ষত্রে আইটি থেকে ইমেইল প্রদান করা হবে। এই সময়ের মধ্যে কেউ পেমেন্ট করতে না পারলে তার ডোমেইন বা হোস্টিং বাতিল হয়ে যাবে।
Asprivate আইটির কপিরাইট নীতি
Asprivate আইটির এই ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্টের স্বাত্তাধিকারী একমাত্র Asprivate আইটিই।
কুকি পলিসি
আমরা Asprivate আইটিতে কুকি ব্যবহার করে থাকি। আপনাকে asprivate এর গোপনীয়তা নীতির সাথে চুক্তিতে কুকিজ ব্যবহার করতে সম্মত হতে হবে।
বেশিরভাগ ইন্টারেক্টিভ ওয়েবসাইটগুলি আমাদের প্রতিটি ভিজিটের জন্য ব্যবহারকারীর বিবরণ পুনরুদ্ধার করতে কুকিজ ব্যবহার করে।
আমাদের ওয়েবসাইট ভিজিট করা লোকেদের জন্য সহজতর করার জন্য কিছু নির্দিষ্ট এলাকার কার্যকারিতা সক্ষম করতে আমাদের ওয়েবসাইট দ্বারা কুকি ব্যবহার করা হয়।
আমাদের কিছু অনুমোদিত/বিজ্ঞাপন অংশীদাররাও কুকি ব্যবহার করতে পারে।
Iframe নীতি
পূর্বানুমতি এবং লিখিত অনুমতি ব্যতীত, আপনি আমাদের ওয়েবপৃষ্ঠাগুলির চারপাশে এমন ফ্রেম তৈরি করতে পারবেন না যা আমাদের ওয়েবসাইটের ভিজ্যুয়াল উপস্থাপনা বা চেহারা পরিবর্তন করে।
আমাদের ওয়েবসাইট থেকে লিঙ্ক অপসারণ
আপনি যদি আমাদের ওয়েবসাইটে কোনো লিংক খুঁজে পান যা কোনো কারণে আপত্তিকর, আপনি যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে এবং জানাতে পারেন।
আমরা লিংকগুলি সরানোর অনুরোধগুলি বিবেচনা করব। তবে আমরা আপনাকে সরাসরি প্রতিক্রিয়া জানাতে বাধ্য নই।
Disclaimer
To the maximum extent permitted by applicable law, we exclude all representations,
warranties and conditions relating to our website and the use of this website. Nothing in this disclaimer will:
- limit or exclude our or your liability for death or personal injury;
- limit or exclude our or your liability for fraud or fraudulent misrepresentation;
- limit any of our or your liabilities in any way that is not permitted under applicable law; or
exclude any of our or your liabilities that may not be excluded under applicable law. - The limitations and prohibitions of liability set in this Section and elsewhere in this disclaimer: (a) are subject to the preceding paragraph; and (b) govern all liabilities arising under the disclaimer, including liabilities arising in contract, in tort and for breach of statutory duty.
As long as the website and the information and services on the website are provided free of charge, we will not be liable for any loss or damage of any nature.