একটি ওয়েবসাইট বানানোর পর তা যদি বিভিন্ন  সার্চ ইঞ্জিনে না দেখায়। তাহলে সেই ওয়েবসাইট বানানোর কোন মানেই হয় না। আর এই কাজটি করার জন্য। ওয়েবসাইটটি বানানোর পর এর সঠিকভাবে সাইটম্যাপ করতে হয়।

সাইটম্যাপ (Sitemap) কি?

ওয়েবসাইটের সাইটম্যাপ হল একটি ওয়েবসাইটের স্ট্রাকচার। যেখানে একটি ওয়েবসাইটের কি কি সার্চ ইঞ্জিনে দেখানো হবে। তার একটি নির্দেশিকা। যেমনঃ আপনি যদি একটি একটি ওয়েবসাইটের। পেজ, পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ ইত্যাদি দেখাতে চান। তাহলে এগুলো সাইটম্যাপে সেট করতে হবে। সাইটম্যাপের URL সাধারণত হয়- domain/sitemap.xml। ওয়ার্ডপ্রেসে প্লাগিনের মাধ্যমে খুব সহজেই সাইটম্যাপ করা যায়।

বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাইটম্যাপ করতে হয়। যেমনঃ GOOGLE, BING, YAHOO, YANDEX ইত্যাদি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ খুবই গুরত্বপূর্ণ। খুব সহজেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাইটম্যাপ করতে হয়।

কি কি প্লাগিনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে সাইটম্যাপ করা যায়?

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে বিভিন্ন প্লাগিনের মাধ্যমে সাইটম্যাপ করা যায়। এর মধ্যে সেরা কয়েকটি প্লাগিন হল-

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাইটম্যাপ

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাইটম্যাপ

 

কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাইটম্যাপ করতে হয়

খুব সহজে প্লাগিন দিয়ে এটি করা যায়। এই প্লাগিন দিয়ে সকল সার্চ ইঞ্জিনের জন্যই সাইটম্যাপ করা যায়। তবে যেহেতু গুগলে ভিজিটর সবথেকে বেশি হয়। তাই গুগলে সাইটম্যাপ সবথেকে গুরত্বপূর্ণ। কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাইটম্যাপ করতে হয় দেখুন-

১. প্রথমে যেকোন একটি প্লাগিন ইন্সটল করতে হবে। প্লাগিনগুলি হল- Yoast, Rank Math, All In One Seo ইত্যাদি।

২. এবার প্লাগিনের ড্যাশবোর্ড থেকে পেজ, পোস্ট, ক্যাটাগরি ইত্যাদি সাইটম্যাপ সেট করে নিতে হবে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের যা দেখাতে চান। তাই সেট করুন।

৩. এবার ওয়েবসাইটের সাইটম্যাপ লিংকটি খুঁজে নিন। সাইটম্যাপের লিংকটি হবে domain/sitemap.xml। অথবা domain/sitemap_index.xml।

৪. এরপর ওয়েবসাইটকে বিভিন্ন সার্চ লিস্টে আনার জন্য তাদের সার্চ কনসোলে ঢুকতে হবে। দেখে নিন বিভিন্ন সার্চ ইঞ্জিনের সার্চ কনসোল-

এই ওয়েবসাইটগুলিতে যেয়ে প্রথমে লগিন করতে হবে।

৫. এরপর আপনার ওয়েবসাইটটির URL যুক্ত করতে হবে।

৬. এরপর ভেরিফিকেশন করে নিতে হবে।

৭. এরপর আপনার ওয়েবসাইট এর সাইটম্যাপ URL বসাতে হবে।

৩ থেকে ৪ দিনের মধ্যে পুরো ওয়েবসাইটটি এখানে ইনডেক্স হয়ে যাবে। আর তখন আপনার ওয়েবসাইটটি বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখানো শুরু করবে।

প্লাগিন ছাড়া ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাইটম্যাপ

আপনি যদি মনে করেন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের সাইটম্যাপ করবেন প্লাগিন ছাড়া। সেক্ষেত্রে আপনাকে নিচের লিংকে ক্লিক করতে হবে-

https://www.xml-sitemaps.com

এরপর আপনার ওয়েবসাইটের URL দিয়ে Start বাটনে ক্লিক করতে হবে।

এরপর আপনার ওয়েবসাইটের সাইটম্যাপ তৈরি হয়ে যাবে।

উপসংহার

যেকোন ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ খুবই গুরত্বপূর্ণ। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে খুব সহজেই এই কাজটি করা যায়। আপনিও চাইলেই এই কাজটি করতে পারবেন।

অবশ্যই পড়ুনঃ

পোস্টটি শেয়ার করুন-