খুব সহজে মোবাইল দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নিশ্চায়ন করার নিয়ম জেনে নিন। যেকোন কলেজে ভর্তির জন্য মনোনীত হলে অবশ্যই নিশ্চায়ন করতে হবে। কারণ নিশ্চায়ন করলেই মাইগ্রেশন চালু হবে। এটা না করলে কখনোই মাইগ্রেশন চালু হবে না। এছাড়া নিশ্চায়ন না করলে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হওয়া সম্ভব নয়। ৭/৯/২০২৩ থেকে ১০/৯/২০২৩ তারিখের মধ্যে নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন একবার করলে তা বাতিল করা যাবে না।
একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন করার নিয়ম
নিশ্চায়ন করা কলেজ ভর্তি আবেদনের তুলনায় অনেক সহজ। শুধুমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা প্রদানের মাধ্যমে খুব সহজেই নিশ্চায়ন করা যায়। নিশ্চায়ন করার জন্য যেসকল উপায়ে টাকা প্রদান করা যাবে। তা নিচের লিংকে ক্লিক করার মাধ্যমে দেখে নিন-
http://xiclassadmission.gov.bd/payment/payment.html
বিকাশের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন করা নিয়ম
প্রথম ধাপঃ প্রথমে মোবাইল থেকে বিকাশ থেকে বিকাশ অ্যাপ ওপেন করতে হবে।
২য় ধাপঃ এরপর see more বাটনে ক্লিক করে Education Fee বাটনে ক্লিক করতে হবে।
৩য় ধাপঃ এরপর XI Class Admission এ ক্লিক করতে হবে।
৪র্থ ধাপঃ এরপর Board name, Passing year, Roll number ও Mobile number দিয়ে Proceed to Pay বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনি যেই মোবাইল নাম্বার সব সময় ব্যবহার করেন। সেই নাম্বার দিতে হবে।
৫ম ধাপঃ এরপর টাকার পরিমাণ দেখাবে ভ্যাটসহ 338 টাকা। এই টাকা ট্যাপ করে ধরে পেমেন্ট করতে হবে। আপনি চাইলে অ্যাপ থেকে রিসিট ডাউনলোড করে রাখতে পারবেন।

রকেটের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন করা নিয়ম
প্রথম ধাপঃ মোবাইল থেকে রকেট অ্যাপে ক্লিক করতে হবে।
২য় ধাপঃ এরপর Bill pay অপশনে ক্লিক করতে হবে।
৩য় ধাপঃ এরপর XI Class Admission সিলেক্ট করতে হবে।
৪র্থ ধাপঃ এরপর Roll number, Board, Year ও মোবাইল নাম্বার দিয়ে validate করতে হবে।
৫ম ধাপঃ এরপর বিলের সারসংক্ষেপ দেখালে ok বাটনে ক্লিক করতে হবে। পেমেন্ট হয়ে গেলে রিসিটটি সংগ্রহ করুন।

কলেজ ভর্তি নিশ্চায়ন – কি কি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা প্রদান করা যাবে
Bkash
Nagad
Rocket
Upay
Sonali Bnak Esheba
Tap
কলেজ ভর্তি নিশ্চায়ন সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করণ
মোবাইলে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন করার জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩৩৮ টাকা প্রদান করা হয়েছে। কিন্তু এর ফলে আদৌ নিশ্চায়ন হয়েছে কিনা। তা যাচাই করা যায়। খুব সহজে এটি করার উপায় হল-
>> প্রথমে নিচের লিংকে ক্লিক করতে হবে।
http://xiclassadmission.gov.bd/
>> এরপর এখান থেকে নিশ্চায়ন ফি যাচাই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচের লিংকে প্রবেশ করা যাবে।
http://xiapp5.xiclassadmission.gov.bd/board/viewRegPayment23_24
>> এখান থেকে Roll No, Board, Passing Year, Reg no ও ভেরিফিকেশন কোড দিলে দেখা যাবে যে আপনার নিশ্চায়নটি হয়েছে কিনা বা আপনি আপনি
>> নিশ্চায়ন করেছেন কিনা। আপনার নিশ্চায়ন করা থাকলে দেখাবে- “আপনার নিশ্চায়নের টাকা জমা হয়েছে”। আর নিশ্চায়ন না করা থাকলে দেখাবে- “আপনার নিশ্চায়নের টাকা জমা হয়নি”
উপসংহার
পরিশেষে বলা যায় একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন খুবই গুরত্বপূর্ণ। কেননা আপনি যদি এই নিশ্চায়ন না করে থাকেন। তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। নিশ্চায়ন করার সময় সকল তথ্য ঠিকভাবে দিয়ে টাকা পরিশোধ করতে হবে। আর নিশ্চায়ন শেষে অবশ্যই তা যাচাই করে নিতে হবে। যাচাই করার সময় দেখতে হবে। Applicant name সঠিক আছে কিনা। আর টাকা জমা হয়েছে কিনা। নিশ্চায়ন হয়ে গেলে অটো মাইগ্রেশন চালু হয়ে যাবে।