ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লোকাল এসইও করা খুবই গুরত্বপূর্ণ। বিশেষ করে যারা তাদের ওয়েবসাইটকে একটি নির্দিষ্ট জায়গায় র্যাংক করাতে চান। এছাড়াও লোকাল এসইও এর মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিনে সেই ওয়েবসাইটের ঠিকানা ও ফোন নাম্বার সেট করা যায়।
একটি ওয়েবসাইটকে শুধুমাত্র তার পছন্দের জায়গায় র্যাংক করানোকে লোকাল এসইও বলে। এইভাবে একটি ওয়েবসাইটের সকল তথ্য, ব্যবসার অবস্থান ও মোবাইল নাম্বার সেট করে দিলে। খুব সহজেই কাস্টমার তার কাছ থেকে সেবা নিতে পারেন। লোকাল এসইও অনলাইন সার্ভিসের থেকে অফ লাইন সার্ভিসের জন্য বেশি করা হয়ে থাকে।
লোকাল এসইও কি
এর মানে হল একটি ওয়েবসাইটকে একটি নির্দিষ্ট অঞ্চলে র্যাংক করানো। অর্থাৎ, একটি ওয়েবসাইটকে বিশ্ববাপী র্যাংক না করিয়ে। একটি নির্দিষ্ট দেশ বা এলাকাতে র্যাংক করানো। যেমনঃ আপনার একটি মোবাইলের দোকান আছে। আপনার দোকানটি বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। আপনি চাচ্ছেন কেউ যখন গুগলে মোবাইল কিনব বলে সার্চ করছে। আর সে ঢাকা থেকে সার্চ করেছে।
তখন সে যেন আপনার মোবাইলের দোকান এর সকল তথ্য পায়। আর সেটি গুগল সার্চ বারের প্রথম পেজে পায়। এক্ষেত্রে তখন আপনাকে লোকাল এসইও করতে হবে। লোকাল এসইও করতে একটি ওয়েবসাইটের দরকার হয়। এটা ওয়েবসাইট ছাড়াও করা যায়। এখানে আমরা দেখব। কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লোকাল এসইও করতে হয়।
অবশ্যই পড়ুনঃ
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লোকাল এসইও করতে কি কি প্লাগিন ব্যবহার করা ভাল
এখানে লোকাল এস ই ও খুব সহজেই করা যায়। আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লোকাল এসইও খুব দ্রুত র্যাংক করে। যে সকল প্লাগিন দিয়ে লোকাল এসইও করা ভাল।
উপরের প্লাগিনগুলোর যেকোন একটির সাহায্যে লোকাল এসইও করা যায়। এর জন্য এই প্লাগিন গুলোর সাথে একটি Local Seo Extension লাগাতে হবে।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লোকাল এসইও
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লোকাল এসইও কিভাবে করতে হয়
১. প্রথমে ৩টি প্লাগিনের যেকোন একটি ইনস্টল করতে হবে।
২. এরপর এর সাথে Local Seo extension যুক্ত করতে হবে।
৩. এরপর extension থেকে আপনার Business info তে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিতে হবে। এরপর ঠিকানা, ইমেইল, মোবাইল নাম্বার দিতে হবে। তারপর opening hours এ সময় সেট করে দিতে হবে।
৪. এবার সাইটম্যাপে দেখতে চেক করে দেখতে হবে। যে এর Local Seo এর লিংক দেখাচ্ছে কি না। এটা চেক করার জন্য website/sitemap_index.xml লিংকে চেক করতে হবে। যদি লোকাল এস ই ও এর লিংক দেখায় তাহলে এটি ২-৩ দিনের মধ্যে গুগল সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয়ে যাবে। এরপর গুগল ম্যাপে ওয়েবসাইটটি সেট করতে হবে। লোকাল এসইও এর জন্য Google Maps খুবই গুরত্বপূর্ণ।
লোকাল এসইও তে কিভাবে গুগল ম্যাপস (Google Maps) সেট করতে হয়
গুগল ম্যাপস লোকাল এসইও এর জন্য খুবই গুরত্বপূর্ণ। আপনি এর মাধ্যমে আপনার ব্যবসার লোকেশন, রিভিও, ফোন নাম্বার সেট করতে পারেন। সবথেকে ভাল ব্যাপার হল আপনি এর মাধ্যমে আপনার ব্যবসার লোকেশন ম্যাপ আকারে দিতে পারবেন। যাতে করে আপনার কাস্টমার খুব সহজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে পাবে। গুগল ম্যাপস সেট করার উপায়-
১. প্রথমে নিচের লিংকে ক্লিক করতে হবে।
২. এরপর সাইডবার থেকে Add your business বাটনে ক্লিক করতে হবে।
৩. এরপর ব্যবসার নাম, ধরন, ওয়েবসাইট আড্রেস, ক্যাটাগরি, মোবাইল নাম্বার দিয়ে। পর্যায়ক্রমে দিয়ে গুগল ম্যাপে সেট করতে হবে।
৪. এরপর কেউ যদি আপনার ব্যবসার নাম বা ওয়েবসাইট লিখে সার্চ করে। তাহলে, আপনার ওয়েবসাইটটি ম্যাপ আকারে দেখাবে। এখানে তখন মানুষ তাদের রিভিউ দিতে পারবেন। এভাবে খুব সহজে গুগল ম্যাপস সেট করা যায়।
উপসংহার
আপনার ওয়েবসাইটটির মাধ্যমে আপনি যদি পন্য বিক্রি করে আয় করতে চান। আর যদি চান কাস্টমার সরাসরি আপনার দোকানে এসে পন্য কিনুক। তাহলে আপনাকে অবশ্যই লোকাল এসইও করতে হবে। আর আপনার ওয়েবসাইটটি যদি ওয়ার্ডপ্রেসে হয়। তাহলে খুব সহজেই আপনি এই কাজটি করতে পারবেন।
অবশ্যই পড়ুনঃ