যারা এবার একাদশ শ্রেণিতে ভর্তি হবে তাদের কলেজ ভর্তি হতে কি কি কাগজপাতি প্রয়োজন তা এখন থেকেই জেনে রাখতে হবে। ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ পেয়েছে ৫/৯/২০২৩। ১ম পর্যায়ে নির্বাচিত যারা হয়েছেন। তাদের অবশ্যই নিশ্চায়ন করতে হয়েছে।

নিশ্চায়ন করা মানে তাদের ভর্তি নিশ্চিত হওয়া। আর যারা নিশ্চায়ন করেছেন। তাদের মাইগ্রেশন অটোমেটিক চালু হয়ে গেছে। এই মাইগ্রেশন হবে শুধুমাত্র উপরের কলেজগুলিতে। মাইগ্রেশনের ফলাফল হবে ১৬/৯/২০২৩। ভর্তি আবেদন, মাইগ্রেশন, নিশ্চায়নের জন্য নিচের লিংকে ক্লিক করতে হবে-

http://xiclassadmission.gov.bd/

যারা ১ম পর্যায়ে নির্বাচিত হতে পারেননি। তারা আবার ২য় পর্যায়ে ইতিমধ্যেই আবেদন করেছেন। ২য় পর্যায়ের আবেদনের ফলও ১৬/৯/২০২৩ তারিখে প্রকাশ পাবে। ২য় পর্যায়ের মাইগ্রেশনেরও রেজাল্ট দিবে। ৩য় পর্যায়ের আবেদন গ্রহণ হবে। এই সকল কিছু শেষ হলে সর্বশেষ চূড়ান্তভাবে ভর্তি হতে হবে।

২৬/৯/২০২৩ থেকে ৫/১০/২০২৩ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। এই ভর্তিতে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে।

 

একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি হতে কি কি কাগজপাতি প্রয়োজন

 

একাদশ শ্রেণিতে ভর্তিতে নিজ নিজ কলেজ অনুযায়ী কলেজে যেয়ে ভর্তি হবে। ভর্তির সময় সকল কাগজপাতি সাথে নিয়ে যেতে হবে। যাতে করে কোন প্রকার সমস্যা না হয়। তবে সাধারণ কলেজ, মিশনারীজ কলেজ ও ক্যান্টনমেন্ট কলেজভেদে কাগজপাতির কিছু কমবেশি হতে পারে।

 

সাধারণ কলেজে ভর্তি হতে কি কি কাগজপাতি প্রয়োজন

 

>> এস এস সির মার্কশীটের কপি

>> এস এস সির প্রশংসা পত্রের কপি

>> নিজের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি

>> নিজের ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি

>> পিতামাতার ২ কপি পাসপোর্ট সাইজের ছবি

>> পিতামাতার ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি

>> জন্ম নিবন্ধনের কপি

>> পিতামাতার ভোটার আইডি কার্ডের কপি

>> কোটা সনদের কপি (যদি থাকে)

 

মিশনারীজ কলেজে ভর্তি হতে কি কি কাগজপাতি প্রয়োজন

 

>> সাধারণ কলেজ ভর্তির সকল কাগজপাতি

>>  নিজ নিজ কলেজের আবেদন ফর্ম পূরনের কপি অনলাইন থেকে সংগ্রহের কপি

>> ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

 

ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে কি কি কাগজপাতি প্রয়োজন

 

>> সাধারণ কলেজ ভর্তির সকল কাগজপাতি

>> কোটা সনদ হিসেবে খালাশি বই এর ফটোকপি

>> পিতামাতার যদি ক্যান্টনমেন্টে কর্মরত থাকেন। তাহলে তাদের ইউনিট প্রত্যয়নপত্র

এছাড়া সকল ভর্তিচ্ছুকে ভর্তি ফি সঙ্গে করে নিয়ে আসতে হবে। কলেজ ভেদে ফির তফাৎ হতে পারে।

 

কলেজ ভর্তিতে মাইগ্রেশন কি পরিবর্তন করা যায়

 

না। এটা কোনভাবেই করা যায়না। আপনার মাইগ্রেশনের যে কলেজ আপনি পাবেন। আপনাকে সেই কলেজেই ভর্তি হতে হবে। এটা ছাড়া অন্য কলেজে ভর্তি হবার সুযোগ নেই। তবে। নিশ্চায়ন ব্যতীত কোন কলজেই ভর্তি হওয়া যাবে না । তাই নিশ্চায়ন অবশ্যই করতে হবে। যারা ২য় বার আবেদন করেছেন, তাদেরকেও অবশ্যই সময়মত নিশ্চায়ন করে নিতে হবে।

 

একাদশ শ্রেণিতে কবে থেকে ভর্তি শুরু হবে

 

একাদশ শ্রেণিতে ২৬/৯/২০২৩ থেকে ৫/১০/২০২৩ এর মধ্যে ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। তবে কলেজভেদে তাদের নিজ নিজ তারিখ অনুযায়ী ভর্তি প্রক্রিয়া হবে। অর্থাৎ কোন কলেজে ২৬ তারিখ থেকে শুরু হবে। আবার কোন কলেজে ২৮ তারিখ থেকে শুরু হবে। তাই যার যেই কলেজে চান্স হয়েছে। তাদের সেই কলেজে যেয়ে খোজ খবর নিতে হবে।

 

একাদশ শ্রেণিতে কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে?

 

প্রায় সব কলেজে ভর্তি হতে একই রকম টাকা লাগবে। তবে কলজেভেদে কিছুটা পরিবর্তন হতে পারে। নিজ নিজ কলেজ ভর্তিতে কত টাকা লাগবে তা কলেজে যেয়ে খোজ নিতে হবে অনলাইনে চোখ রাখতে হবে।

 

উপসংহার

 

একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি হতে কি কি কাগজপাতি প্রয়োজন তা জানা হল। তবে কলেজ ভর্তির দিন এই সকল কাগজপাতি খুবই ভাল করে দেখে নিয়ে যেতে হবে। কোন কাগজ যাতে ছাড়া না পরে। তার জন্য প্রতি কাগজের ৩ কপি করে ফটোকপি করে রাখতে হবে। আর অবশ্যই কলজে চূড়ান্ত ভর্তির দিন ভর্তি ফি সঙ্গে করে নিয়ে যেতে হবে।

পোস্টটি শেয়ার করুন-