খুব সহজেই মোবাইলের মাধ্যমেই আপনি আপনার কলেজ চয়েজ রেজাল্ট দেখতে পারবেন। যে সকল শিক্ষার্থী এবার এস এস সি পাশ করে কলেজ ভর্তির জন্য আবেদন করেছিল। তাদের ফলাফল গত ৫/৯/২০২৩ তারিখে রাত টায় প্রকাশ পেয়েছে। সেই রেজাল্ট খুব সহজেই মোবাইলের মাধ্যমে দেখা যাছে।

 

মোবাইল দিয়ে একাদশ শ্রেনীতে ভর্তির কলেজ চয়েজ রেজাল্ট দেখার নিয়ম

 

প্রথম ধাপঃ

গুগলের ক্রোম ব্রাউজারে যেয়ে সার্চ অপশনে যেয়ে xiclassadmission.gov.bd লিখে সার্চ করতে হবে। অথবা অ্যাড্রেস বারে সরাসরি http://xiclassadmission.gov.bd/ লিখে সার্চ করতে হবে।

২য় ধাপঃ

এরপর সেখানে ফলাফল নামের একটি সবুজ বাটন দেখাবে। এরপর ফলাফল বাটনে ক্লিক করতে হবে।

৩য় ধাপঃ

এরপর রোল নাম্বার, বোর্ড, passing year, registration number ও ভেরিফিকেশন কোড দিয়ে view result বাটনে ক্লিক করতে হবে।

৪র্থ ধাপ

যদি কলেজ পাওয়া যায়, তাহলে দেখাবে। “অভিনন্দন! আপনি নিচের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন”। যদি কলেজ না আসে সেক্ষত্রে দেখাবে। “দুঃখিত আপনি ভর্তির জন্য নির্বাচিত হননি”

প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন বাবদ ৩৩৫ টাকা জমা করতে হবে। আর এটি অবশ্যই ৭/৯/২০২৩ থেকে ১০/০৯/২০২৩ তারিখ রাত ১২ টার মধ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা দিতে হবে।

 

একাদশ শ্রেনীতে ভর্তির কলেজ চয়েজ রেজাল্ট প্রথম পর্যায়ে কলেজ না আসলে কি করতে হবে

 

প্রথম পর্যায়ে কলেজ না আসলে চিন্তার কোন কারণ নেই। তখন ২য় পর্যায়ের জন্য আবেদন করতে হবে। এই আবেদন ১২/০৯/২০২৩ থেকে ১৪/০৯/২০২৩ রাত আটরার মধ্যে করতে হবে।

এই ফলাফল ১৬/০৯/২০২৩ তারিখ রাত ৮ টায় প্রকাশ পাবে।

 

একাদশ শ্রেনীতে ভর্তির কলেজ চয়েজ রেজাল্ট ২য় পর্যায়ে কলেজ না আসলে কি করতে হবে

 

আর যাদের ২য় পর্যায়েও কলেজ আসবে না। তারা আবার তৃতীয় পর্যায়ের জন্য আবেদন করতে পারবে। ৩য় পর্যায়ের আবেদন গ্রহণ ২০/৯/২০২৩ থেকে ২১/০৯/২০২৩।

আর এর ফল প্রকাশ পাবে ২৩/০৯/২০২৩ রাত ৮ টায়। তবে মনে রাখতে হবে কলেজ মনোনীত হলে অবশ্যই নিশ্চায়ন করতে হবে।

 

একাদশ শ্রেনীতে ভর্তির কলেজ চয়েজ রেজাল্ট প্রথম পর্যায়ে কলেজ মনোনীত হলে কি করতে হবে

 

>> প্রথম পর্যায়ে কলেজ মনোনীত হলে নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন করা মানে হল আপনি কলেজে ভর্তি হবেন, তা নিশ্চিত করা। নিশ্চায়ন না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তাই অবশ্যই নিশ্চায়ন করতে হবে।

>> নিশ্চায়ন করার সাথে সাথে আপনার মাইগ্রেশনটি চালু হয়ে যাবে। অর্থাৎ আপনি আপনার কলেজ পরিবর্তন প্রক্রিয়া চালু হয়ে যাবে। ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ পাবে, ১৬/৯/২০২৩ রাত ৮ টায়। প্রতি পর্যায়ের আবেদনের পর নিশ্চায়ন করলে

>> তখন মাইগ্রেশন চালু হয়ে যাবে। পছন্দক্রম অযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ পাবে ১৩/৯/২০২৩ রাত ৮ টায়। কলজে ভর্তি শুরু হবে ২৬/৯/২০২৩ থেকে ৫/১০/২০২৩ পর্যন্ত।

>> একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮/১০/২০২৩।

পোস্টটি শেয়ার করুন-