অ্যাফেলিয়েট মার্কেটিং করে কোটিপতি হয়েছেন এরকম মানুষের সংখ্যা অনেক। আপনিও চাইলে খুব সহজে ঘরে বসেই এটি করতে পারেন। তবে সবার আগে আপনাকে জানতে হবে এটি কিভাবে করতে হয়।
অ্যাফেলিয়েট মার্কেটিং বলতে এক কথায় অন্যের পন্য বিক্রি করার জন্য মার্কেটিং করা। কারো পন্য যদি আপনি বিক্রি করতে সাহায্য করেন, আর জন্য যদি সেই পন্য বিক্রির পর তার লাভ থেকে আপনাকে কিছু কমিশন দেয়। এই প্রক্রিয়াকে অ্যাফেলিয়েট মার্কেটিং বলে।
কি কি উপায়ে এটি করা যায়?
ইউটিউব ভিডিও বানিয়ে
আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে, তবে আপনি খুব সহজে অ্যাফেলিয়েট মার্কেটিং করতে পারবেন। ধরুন আপনার একটি টেক চ্যানেল আছে, তাহলে আপনি সেই রিলেটেড অ্যাফেলিয়েট পন্যের লিংক আপনার ভিডিও বর্ননায় দিয়ে অ্যাফেলিয়েট মার্কেটিং করতে পারেন। এক্ষেত্রে আপনি লিংক এর মাধ্যমে যদি পন্যটি বিক্রি হয়, তাহলে প্রতি বিক্রির জন্য হয়তো আপনি ১০-২০% লাভ পাবেন। এভাবে আপনি প্রথম দিকে মাসে ৩০ হাজার টাকা আয় শুরু করতে পারবেন। ধীরে ধীরে আপনার আয় আরো বাড়বে। এছাড়া আপনি যেকোন পন্যের অ্যাফেলিয়েট মার্কেটিং করতে পারবেন। এছাড়া আপনি আপনার ভিডিও তে সেই পন্য বা সার্ভিস সম্বদ্ধে বলেও টাকা আয় করতে পারবেন। এক্ষেত্রে সেই পন্য সম্পর্কে বলে আপনাকে সেই পন্যের লিংক ভিডিও বর্ণনায় দিতে হবে।
ওয়েবসাইটের মাধ্যমে
আপনার ওয়েবসাইটে আপনি খুব সহজে অ্যাফেলিয়েট মার্কেটিং করতে পারবেন। আপনি যে পন্যের অ্যাফেলিয়েট লিংক বসাতে চান, সেই সম্পর্কে আপনাকে প্রথমে একটি ব্লগ লিখতে হবে। এরপর আপনাকে এই অ্যাফেলিয়েট লিংক আপনার ব্লগে বসাতে হবে। ধরুন আপনি একটি হোস্টিং সার্ভিস bluehost এর অ্যাফেলিয়েট মার্কেটিং করাবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমে হোস্টিং নিয়ে একটি ব্লগ লিখতে হবে। এরপর bluehost ওয়েবসাইট থেকে তাদের অ্যাফেলিয়েট লিংক সংগ্রহ করে আপনার ওয়েবসাইটে দিতে হবে। এতে করে সেই কোম্পানির কোন হোস্টিং বিক্রি হলে আপনি লাভ পাবেন। এভাবে খুব আপনার ওয়েবসাইটের ভিজিটর যত বাড়বে, আপনার আয় তত বাড়তেই থাকবে। আর আপনি খুব সহজে মাসে প্রথম দিকে ৩০-৪০ হাজার টাকা অনায়েসেই আয় করতে পারবেন।
আপনি এই অ্যাফেলিয়েট লিংক ইউটিউব ভিডিও বা ওয়েবসাইট ছাড়াও অন্যান্য সোস্যাল মাধ্যমেও দিতে পারেন।
কোথায় এই অ্যাফেলিয়েট লিংক পাব? কারা এই অ্যাফেলিয়েট লিংক দেয়?
বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বা কোম্পানি তাদের পন্য বিক্রির জন্য এই অ্যাফেলিয়েট প্রোগ্রামের ব্যবস্থা করে থাকে। তারা অ্যাফেলিয়েট লিংক দিয়ে থাকে। এরকম কয়েকটি প্রতিষ্ঠান হলঃ amazon, ebay, bluehost, daraz, vultr, alibaba ইত্যাদি।
মার্কেটপ্লেসের মাধ্যমে অ্যাফেলিয়েট মার্কেটিংঃ
বিভিন্ন মার্কেটপ্লেসে বায়ার ও ক্লায়িন্ট সরাসরি কাজ সম্পন্ন করে অ্যাফেলিয়েট মার্কেটিং করতে পারে। এক্ষেত্রে সেই মার্কেটপ্লেসে বায়ার অ্যাফেলিয়েট বিভিন্ন কাজ দেয় আর আপনাকে বায়ারের সেই টাস্ক শেষ করে আপনি সরাসরি বায়ারের কাছ থেকে টাকা পেতে পারেন। এরকম একটি মার্কেটপ্লেস হল clickbank.