এস ই ও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এস ই ও করে একটি ওয়েবসাইটে ভিজিটর আনা যায়। বিভিন্ন উপায়ে একটি ওয়েবসাইটে এস ই ও করা যায়। যেমন-

১। অন পেজ এস ই ও

অন পেজ এস ই ও একটি ওয়েবসাইটের জন্য খুবই গুরত্বপূর্ণ। অনপেজ এস ই ও মূলত ওয়েবসাইটের ভেতরে করতে হয়। অন পেজ এস ই ও যেভাবে করতে হয়। বিভিন্ন সি এম এসে প্লাগিনের মাধ্যমে অন পেজ এস ই ও করা যায়। ওয়ার্ডপ্রসের সবথেকে জনপ্রিয় এস ই ও প্লাগিন হল র‍্যাংক ম্যাথ, অল ইন ওয়ান, ইয়োস্ট

অন পেজ এস ই ও তে কি কি করতে হয়?

গুগল ও বিং সাইটম্যাপ

এর মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করাতে হয়। যাতে করে ওয়েবসাইটটিকে খুঁজে পাওয়া যায়।

সাইট্ম্যাপ সেটআপ

এতে করে সম্পুর্ণ ওয়েবসাইটের একটি কাঠামোর সেটাপ করেত হয়। এতে করে ওয়েবসাইটে কি কি পেজ ও পোস্ট রয়েছে, তার একটি কাঠামো সেট করতে হয়।

robot.txt সেটআপ

এর মাধ্যমে ওয়েবসাইটের কি দেখানো হবে আর কি সার্চ ইঞ্জিনে দেখানো হবে না, তার সেটআপ করতে হবে। এটি খুবই গুরত্বপূর্ণ এস ই ও এর জন্য।

মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল সেটআপঃ যেকোন ওয়েবসাইটের নামে সার্চ বারে সার্চ করলে ওয়েবসাইটের যে অংশগুলি দেখায়, তাকে মেটা টাইটেল ও মেটা ডিস্ক্রিপশন বলে। এদের সঠিকভাবে সেটাপ করতে হবে। আর সঠিক কিওয়ার্ড অনুসারে সেট করতে হবে।

কীওয়ার্ড রিসার্চ

কী ওয়ার্ড হল মানুষ যা লিখে সার্চ করে সেই সকল শবদ। এই কিওয়ার্ড রিসার্চের অনেক মাধ্যম আছে। যেমন গুগল কিওয়ার্ড প্লানার, ওয়ার্ড স্ট্রিম ইত্যাদি । এখান থেকে সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চের জন্য দেখতে হবে সেই কিওয়ার্ডের মূল্য, প্রতিযোগিতা ইত্যাদি। এই সকল কিছু বিবেচনা করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে।

h1, h2 এর সঠিক ব্যবহারঃ একটি কন্টেন্টে শুধুমাত্র যেন একটি h1 ট্যাগ থাকে তা দেখতে হবে। এরপর h2 h3 ইত্যাদি ট্যাগ ক্রমানুসারে লিখতে হবে।

ছবির অল্টার ট্যাগ

ওয়েবসাইটে যে সকল ছবি ব্যবহার করা হোক না কেন, তার সঠিক অল্টারনেটিভ ট্যাগ লিখতে হবে বা দিতে হবে। এতে ফোকাস কিওয়ার্ড হলে সবথেকে ভাল হয়।

২। অফ পেজ এস ই ও

অফ পেজ এস ই ও বলতে বোঝায় বাইরে থেকে বিভিন্ন উপায়ে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা। যেমনঃ ফেসবুক বা সোস্যাল মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে ভিজিটর আনা। এছাড়া পেইডভাবে গুগল ও ফেসবুকে অ্যাড দিয়ে ভিজিটর নিয়ে আসা। এছাড়া বিভিন্ন ফোরামে, ব্লগে লিংক পোস্টিং করে ভিজিটর নিয়ে আসা।