কোন প্রকার টাকা খরচ ছাড়া এস ই ও করে ভাল ফলাফল পেতে অনেক সময় লাগতে পারে। কারণ সার্চ ইঞ্জিনের অ্যাল্গরিদম অনেক কিছুর উপর নির্ভর করে। যেমনঃ ভিজিটরের অ্যাক্টিভিটি, সঠিক কিওয়ার্ড, কিওয়ার্ড ডেনসিটি, কন্টেন্টের মূল্য ইত্যাদির উপর ভিত্তি করে ওয়েবসাইট র্যাংক করে ভিজিটর ভাল পেতে ৬ মাস পর্যন্ত লেগে যেতে পারে। তাই তখন মানুষ ফেসবুক ও গুগলে টাকা দিয়ে অ্যাড দিয়ে থাকে।
কেন গুগল ও ফেসবুকে অ্যাড দেওয়া ভাল?
১। কম সময়ে বেশি ভিজিটর পাওয়া যায়।
২। টার্গেটেড ভিজিটর পাওয়া যায়।
৩। কম পরিশ্রমে অনেক বেশি আয় করা যায়।
৪। স্থানভেদে ভিজিটর পাওয়া যায়।
৫। অল্প বিনিয়োগে বেশি লাভ পাওয়া যায়।
কিভাবে গুগল ও ফেসবুকে অ্যাড দেওয়া যায়?
গুগলে অ্যাড দেওয়াটা অনেক সহজ। এখানে প্রথমে google ads নামক ওয়েবসাইটে ঢুকতে হবে।
এরপর জিমেইল দিয়ে সাইন ইন করে।
এরপর ওয়েবসাইটের লিংক দিতে হবে।
আপনি যেভাবে অ্যাড দিতে চান তা সেট করতে হবে। যেমনঃ সার্চ অ্যাড, ডিস্প্লে অ্যাড, ক্লিক অ্যাড ইত্যাদি।
এরপর আপনার অ্যাডের কি ওয়ার্ড, বাজেট, স্থান ইত্যাদি সেট করে অ্যাড দিয়ে দিতে হবে। ২৪ ঘন্টার মধ্যে অ্যাড চালু হয়ে যাবে। আপনার বাজেট যত বেশি হবে আপনি তত ভিজিটর পাবেন।
আর ফেসবুকে অ্যাড দেওয়াটা অনেকটা গুগলে অ্যাড দেওয়ার মতই। ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য ads.facebook.com এ ঢুকতে হবে।
এরপর গুগলের মতই সেটিং করতে হবে। এরপর আপনার অ্যাডের ছবি সহ সকল কিছু সেট করে অ্যাড দিয়ে দিতে হবে।