নানা কারণে আমাদের সুন্দর ও গোলাপি ঠোঁট কালো ও ফ্যাকাশে হয়ে যায়। এর জন্য অনেক কিছু দায়ী। কিন্তু আমরা সকলেই চাই আমাদের ঠোঁট অনেক সুন্দর দেখাক। অনেকেই আছেন, যাদের চেহারা অনেক ফর্সা হলেও ঠোঁট একেবারেই সুন্দর না। ঠোঁট অনেক কালচে হয়ে থাকে। তবে এই কালচে ঠোঁট নিমিষেই সুন্দর ও গোলাপি করা সম্ভব। তাও আবার প্রকৃতিক উপায়েই।
কেন আমাদের ঠোঁট কালচে হয়ে যায়?
১। মানহীন পন্য ঠোঁটে ব্যবহারের ফলে।
২। অতিরিক্ত সময় সূর্যের আলোতে থাকার জন্য
৩। ধুমপান করার ফলে
৪। ভিটামিনের ঘাটতির জন্য
৫। অনেক সময় বিভিন্ন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে
৬। গর্ভবতী অবস্থায় ঠোঁটে কালচে ভাব আসে।
ঠোঁটের এই কালচে প্রাকৃতিক উপায়ে দূর করার উপায় কি?
১। লেবু ও চিনির সাহায্যে
১ চামচ লেবুর রসের সাথে আধা চামচ চিনি মিশিয়ে একটি ব্রাশের সাহায্যে হালকা করে ঘষতে হবে। এটা ২ মিনিট ধরে করতে হবে। এটা সপ্তাহে ১ দিন করে করলে ঠোঁট ধীরে ধীরে গোলাপী হয়ে উঠবে। তবে এটি সপ্তাহে ১ বারের বেশি ব্যবহার করা যাবে না। কয়েক সপ্তাহের মধ্যেই ফলাফল পাওয়া শুরু হবে।
২। মধু ও অ্যালোভেরা জেলের সাহায্যে
১ চামচ মধু ও অ্যালোভেরা জেল ভালভাবে মিশিয়ে এই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে রাখতে হবে। এটা প্রতিদিন ঘুমাতে যাবার আগে ঠোঁটে ভালভাবে মেখে ঘুমাতে যেতে হবে। এতে করে ঠোটের কোন ফাটা সমস্যা থাকলেও তা দূর হয়ে যাবে। আর ঠোঁট দিন দিন গোলাপী ও আকর্ষণীয় হয়ে উঠবে।
ঠোঁট সুন্দর ও গোলাপী করতে কি কি বিষয় খেয়াল রাখতে হবে?
১। সূর্যের আলোতে সরাসরি যাওয়া যাবে না।
২। ধুমপানের অভ্যাস ত্যাগ করতে হবে।
৩। ক্ষতিকর পন্য যেমন লিপজেল, লিপগ্লজ, লিপস্টিক ব্যবহারে সতর্ক হতে হবে। ব্রান্ডের পন্য ব্যবহার করতে হবে।
৪। প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে হবে।
৫। প্রচুর পরিমাণ পানি পান করতে হবে।
৬। ঠোঁট কখনোই শুকাতে দেওয়া যাবে না। ঠোঁট ময়েশ্চারাইজ রাখতে হবে।
৭। ঠোঁট কামড়ানোর অভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে।
ঠোঁট সুন্দর ও গোলাপী রাখতে কি কি খাওয়া উচিত?
ঠোঁট সুন্দর করতে আমাদের খাদ্যাভাসে রাখতে হবে তরমুজ, লেবু, টমেটো, অ্যালোভেরা, মধু, গ্রীন টি, ডাব ও দই। এই খাবার গুলি নিয়মিত খেলে ঠোঁট তার হারনো সৌন্দর্য ফিরে পাবে। আর ঠোঁট হবে অনেক আকর্ষনীয় ও সুন্দর।