শাকিব খান ও বুবলির ছেলে শেহজাদ খান বীর দেখতে অনেক সুন্দর। যদিও শাকিব খান প্রথমে তার এই ছেলের কথা বলেছিলেন না। তার ছেলেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে নিয়ে আসেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি।
শাকিব ও বুবলির ছেলের বয়স আড়াই বছর হওয়ার পর তাদের ছেলের কথা প্রকাশ্যে আসল। এর আগে কখনোই তারা তাদের ছেলে বা তাদের বিয়ের ব্যাপারে কিছু বলেছিলেন না।
কিন্তু কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস তার ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালনের কিছু ছবি শেয়ার করেছিলেন।
অপু বিশ্বাস তার ছেলে জয়ের এই জন্মদিন পালন করেছিলেন তার ডিভোর্স দেওয়া স্বামী শাকিব খানের বাসায়। আর শাকিব খানও তার প্রথম ছেলে জয়ের সাথে এই জন্মদিন উপভোগ করছিলেন।
অপু বিশ্বাস তার ছেলের এই জন্মদিনের অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার ২ ঘন্টা পরই বুবলিও একটি পোস্ট দেন।
সেই পোস্টে বুবলি একটি তার বেবি বাম্পের ছবি দিয়ে জানান- ‘Me with my life#Throwback America’
এই স্ট্যাটাসটি দেওয়ার ৩ দিন পর তিনি তার ছেলে শেহজাদ খান বীরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এরপর তিনি তার ছেলের নামে একটি ফেসবুক পেজ খোলেন। বুবলি ও শাকিব খানের ছেলে দেখতে আসলেই অনেক কিউট।
Recent Comments